কত মাটি ফেলবো দাদা, আমার প্রায় অনেক গাছই মারা গেছে। এত মাটিই বা পাবো কোথায় বলুন।
@chaitaliroy2292 жыл бұрын
In details video, darun! darun! laglo, thanks dada for sharing this information
@ChannelPanchMishali2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।খুব খুশী হলাম । খুব ভালো থাকুন ।
@sangitasarkar2532 жыл бұрын
Khub bhalo laglo..anek dhanyabad..
@ChannelPanchMishali2 жыл бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
@sangitasarkar2532 жыл бұрын
Chhotto Swapnadeep ke anek anek bhalobasa dilam..
@rishideb86642 жыл бұрын
Apnar cheler jonno ekta super like..
@lalitchakraborty51222 жыл бұрын
খুব সুন্দর উপস্থাপনা । অনেক কাজে লাগবে।ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সবসময়।
@ChannelPanchMishali2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।খুব খুশী হলাম । খুব ভালো থাকুন ।
@mdshariful4047 Жыл бұрын
আমার দুই বছর বয়সি আনার গাছে নেমাটোডের আক্রৃন হয়েছে।গাছে ফল ফুল নেই বললেই চলে। কি করতে পারি।নাটোর,বাংলা দেশ থেকে। আমি আপনার পাঁচ মিশালির ভক্ত.....।
@tamaldeyifbglobal2 жыл бұрын
আপ্নার ছেলে খুব সুন্দর ও স্মার্ট, ভাগ্যবান আপনি
@krishnadutta20522 жыл бұрын
Samrat darun important video.
@ChannelPanchMishali2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে । খুব ভালো থাকুন ।
@madhusadhukhan4555 Жыл бұрын
Apnar video amar chhad baganer jonno daarun kaage legechhe thank u dada valo thakben.
@alodasgupta304 Жыл бұрын
ভীষণ উপযোগী ভিডিও। হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে আর কিছু, যেমন, এপসম সল্ট, নিমখোল, এইসব একসঙ্গে দেওয়া যাবে? হাইড্রোজেন পারক্সাইড দেওয়ার কতদিন পরে তরল বা অন্য সার দেওয়া যায়?
@krishikathaototthyo57692 жыл бұрын
দাদা, খুব ভালো হয়েছে l খুবই informative. 👌👌👌
@ChannelPanchMishali2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।খুব খুশী হলাম । খুব ভালো থাকুন ।
@smrafiqislam40742 жыл бұрын
দারুন হয়েছে দাদা,অভিনন্দন।
@PrasunkantiSengupta-ql2df9 ай бұрын
মাটিতে লাগানো বড় আম গাছ ও কাঁঠাল গাছে কি কি করতে হবে।
@enakshimajumder8132 жыл бұрын
Khub valo laglo vay
@md.muastakahmadkhan32572 жыл бұрын
Thanku.verry much dada
@ChannelPanchMishali2 жыл бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
@feeldnature872 жыл бұрын
Darun information Dada 😍
@ChannelPanchMishali2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে । খুব ভালো থাকুন ।
@K1LL3RQU33_N2 жыл бұрын
দারুন উপকার হলো ৷ 👍
@ChannelPanchMishali2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।খুব ভালো থাকুন ।
@debashisbhattacharyya67442 жыл бұрын
দাদা দারুন অভিগ্গতা হলো । আপনার মূল্যবান তথ্য ছাদ বাগানের পরিচর্যায় লাগে খুব উপকৃত হলাম । ভালো থাকবেন।
@mdrafiqulalam50182 жыл бұрын
Amazing - Fathar and son- we love you
@mondalastik2442 жыл бұрын
দাদা খুব সুন্দর লাগলো
@bananighosh72222 жыл бұрын
Khub valo laglo
@utpalpramanik14072 ай бұрын
Nimated hole gacher nimatoz 1 chamoch dile ki kaj habe ? Pl.ektu janabar jonno anurodh korchi.Asa kori uttar pabo.
@samarendranathchoudhury2706 Жыл бұрын
দাদাভাই নমস্কার ধন্যবাদ দারুণ লাগছে নমস্কার
@mastermind10992 жыл бұрын
আমার কটা দামী গাছ মারা গেছে, অনেক গাছ 3-4 মাস আগে পর্যন্তও বসানোর পরও নতুন একটাও পাতা ছাড়েনি। অনেক জানার চেষ্টা করেছি, জানতে পারিনি, অনেক treatment করেছি, কিন্তু কিছু লাভ হয়নি। বেশ কয়েকজন nursery ownerকেও জিজ্ঞাসা করেছি, তারাও কোনো সাহায্য করতে পারেনি। আজ একটা গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে দেখে টব থেকে তুলে মাটিটা ভেঙে দেখছি কৃমি ভরতি মাটিতে, তারপর আপনার এই video দেখছি। আমার কটা দামি গাছ পাতা শুকিয়ে মারা গেছে, nematodeএর আক্রমণেই খুব সম্ভবত। আজ উত্তরগুলো পেলাম। আপনি বেশ help করলেন। তবে আরও কিছু বলে রাখি... nematode গাছের শিকড় পচিয়ে দিয়েও গাছ মেরে ফেলতে পারে। আমার একটা চন্দন গাছের taproot পচিয়ে গাছটা মেরে ফেলেছিল nematode, গাছে সরষে খোল অর্থাৎ nitrogen সার দেবার পর থেকেই। কদিন আগে একটা গাছে গোবর সার(nitrogen সার) দেবার পর থেকে সব feeder roots পচে গেছে গাছটার, এখন অন্য potএ বসিয়েছি গাছটা।
@-sabujerjatra81432 жыл бұрын
দারুন ❤️❤️
@ChannelPanchMishali2 жыл бұрын
ভালোবাসা নিও ভাই । ভালো থেকো ।
@AshisRoy-cy3xz Жыл бұрын
Karbofuran er poriborte furadan dile ki hobe dada?
@gargisarkar41542 жыл бұрын
Dada gacher netpot ar baypare akta video korun...ki krbo bujhte parchi na
@ChannelPanchMishali2 жыл бұрын
নিশ্চই ভিডিও করব , তবে নতুন গাছের ক্ষেত্রে নেটপট কাটার দরকার নেই - পরের বছর কাটাই ছাঁটাই করে গাছ রিপটিং করার সময় অবশ্যই গোড়ার মাটি ঝরিয়ে নেটপট কেটে বাদ দিয়ে দেবেন ।
@ANARULMOLLA-wm2fl9 ай бұрын
Bhai gorom kala golap gashar pata Rog protirodh kivaba korbo
দাদা খুব উপকৃত হলাম, পুরোপুরি বোঝা গেলো, টবের মাটিতে মাঝেমধ্যে ফুরাডন বা থাইমেট ব্যবহার করলে এই ধরনের জীবাণু থেকে কি গাছকে রক্ষা করা যাবে? প্লিজ জানাবেন দাদা।
@ChannelPanchMishali2 жыл бұрын
হ্যাঁ হবে । অনেক অনেক ধন্যবাদ আপনাকে । খুব ভালো থাকুন ।
@AshisRoy-cy3xz Жыл бұрын
Nimatod ki baganer matiteo hoy?
@mdnantu9072 жыл бұрын
Thank you.
@asitsarkar3562 жыл бұрын
S. DADA , Namaskar niben. Asa kori valo achhen. Coochbehar theke. Ei "NEMATODES " samporke sampurna aggato chilam. Apnar ajker ei VDO theke jante parlam. Khub valo holo sab KRISHOK -O- BAGANIR . Dada amar taber ekti Aam Gachher pata pure jachchhe R Matite lagano ekti Jaba Gachher pata jhimiye porche O holud hoye jachchhe. Ki korbo vebe pachchina tai khub chintito achhi. Dayakore Samadhan janaben. Bhalo thakben.
@ChannelPanchMishali2 жыл бұрын
ছবি সহ আমাকে whatsapp করুন , দেখে বলে দিচ্ছি ।
@asitsarkar3562 жыл бұрын
S. Samrat babu, Namaskar niben. Asa kori Valo achhen. Khub Anandito holam comments er reply peye. Ami amar Aam Gachh O Jaba Gachher chhobi pathalam. Dekhe Samadhan janaben. Khuboi upokrito habo. Bhalo thakben.
@beautynaskar378511 ай бұрын
25 thake 30 ml mane koto fota hobe Vai?
@ranjithazra1882 Жыл бұрын
Apni kotha ektu aste aste bolben Mone hoy apni khub basto train dhorar jonno Tara tari kore video cor6en
@nazrulns16802 жыл бұрын
আপনারছেলেসহ সবভিডিওকরবেন, নজরুল,বাংলাদেশ।
@sanaullahmiah8432 жыл бұрын
আপনার ভিডিও দেখলাম। তাতে আমার বাগানে নিমাটোড আক্রান্ত হয়েছে। সেখানে খেজুর, রাম্বুটান, মাল্টা ও ড্রাগন বাগান রয়েছে। তবে তুলনায় খেজুর চারাগাছে বেশি। দুইতিন বছর বয়সী চারাগাছ। পরামর্শ চাচ্ছি।
@ChannelPanchMishali2 жыл бұрын
গোড়ার মাটি ভালো করে খুঁচিয়ে সেখানে ঐ ওষুধ আর নিমখোল প্রয়োগ করুন
@nkt7862 жыл бұрын
Subscription done
@abdullahilkafi7662 жыл бұрын
আমাদের মাঠে সরষে চাষে প্রায় প্রতিটি চাষি প্রত্যেক বছর দারুন ভাবে ক্ষতিগ্রস্থ হয়।নিমাটোজ পি কিভাবে কত পরিমানে ব্যবহার করবো একটু বিস্তারিত বলবেন।
@ikbalmolla79632 жыл бұрын
আমার টবে আম গাছটি বৃদ্ধি হচ্ছে না এবং পাতাগুলো পুরে যাচ্ছে এর উপায় কি, সারও দিয়েছি পর্যাপ্ত পরিমাণে খাবারও দিয়েছি কিন্তু বৃদ্ধি হচ্ছে না।
@গাছপাগল-ল২য2 жыл бұрын
আমার ও একই সমস্যা
@Siam-nt2rk2 жыл бұрын
Same
@shamimaakter8493 Жыл бұрын
আমার পেয়ারা গাছ একই ভাবে আছে।একটুও বাড়ছে না।
@latikadaw356817 күн бұрын
পি,এইজ কিভাবে মাপবো
@nitupaulmithupaul2419 Жыл бұрын
Dada amr aporajita gacher goray ek ta boro alur moto hoeche r ful hoche na Ki korbo ekhon??
@mandirachaudhury54182 жыл бұрын
Dada khub upokar holo,kintu amer tharmokoler box e shobji gachhe nimatode hoyechhe gachh felechhi ,5 box mati ki fele debo,please help korun
@ChannelPanchMishali2 жыл бұрын
মাটিতে nematoz p বা ভিডিওতে বলা যে কোন একটা ওষুধ আর নিমখোল মিশিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখুন রোদ্রে । ১৫ দিন পরে উলটে পালটে ভালো করে শুকিয়ে স্টোর করে রাখুন , মাঝে মাঝে রোদে দেবেন । বর্ষা চলে গেলে ব্যবহার করতে পারেন , তবে দামি ফলগাছ এই মাটিতে লাগাবেন না ।
@mandirachaudhury54182 жыл бұрын
@@ChannelPanchMishali thanks
@morzinaakhter71682 жыл бұрын
নেমাটোড 7 কি নিয়মে গাছে প্রয়োগ করতে হবে??? আপনার চ্যানেলে আমি একবারেই নতুন।আমাকে একসেপ্ট করলে খুশি হবো।
@SurojitPal-v5b10 ай бұрын
Amake online product ta kenar jonno link ta pathaben plz❤
@nirmalyaonwheels55252 жыл бұрын
বড় ড্রামে লাগানো পেয়ারা গাছের treatment কি ভাবে করবো?
@mohammaduddinrokon9148 Жыл бұрын
কোন ট্রিটমেন্ট কাজ করে না । শুনেছি ভেলাম প্রাইম কাজ করে ।
@hossainahmad50222 жыл бұрын
Tobe aam gaser pata pure Jai Kano?
@ziaulhoque5596 Жыл бұрын
ফল গাছে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করলে সেই গাছের ফল খেলে কোনো সমস্যা হবে?
@ronyavaynagar Жыл бұрын
৩৩ শতক জমি=১ বিঘা জমিতে নিম খৈল কত কেজি দিতে হবে?
@morzinaakhter71682 жыл бұрын
নেমাটোজ p কি নিয়মে গাছে প্রয়োগ করতে হবে??? আপনার ছ চ্যানেলে আমি একেবারেই নতুন। একসেপ্ট করলে খুব খুশি হবো।
@sandipsett5323 Жыл бұрын
Nematoz-p ki organic?
@bijudas2755 Жыл бұрын
Dada Carbfuran Dia nematodes 100% nirmul haina best nimaticids holo valum prime
@barundas62462 жыл бұрын
দাদা একটা প্রশ্ন আছে ইনসুলিন গাছ কয় প্রকারের হয়?? পাতার স্বাদ কেমন??
@ChannelPanchMishali2 жыл бұрын
আমি ভিডিওতে যে গাছটা দেখিয়েছি ওটা আসল ইনসুলিন গাছ , পাতার স্বাদ হালকা টক ।
@barundas62462 жыл бұрын
হালকা লাল রঙের কান্ডটা তো কান্ড কি সবুজ রঙেরও হয় এবং এই গাছের হাইট সর্বোচ্চ কত ফুট হতে পারে
@atanulodh10852 жыл бұрын
Dada onek din por
@ChannelPanchMishali2 жыл бұрын
হ্যাঁ একটু দেরি হয়ে গেল । ভালো থাকবেন ।
@arundhutisingha37892 жыл бұрын
Dada chad bagan jara kori, tara onek dur theke mati niye asi onekkhetre.. Ebar mati fele deoa ta khub mushkil.. Onno kono uopai ache ? Like mati sukiye neoa.?
@ChannelPanchMishali2 жыл бұрын
মাটিতে nematoz p বা ভিডিওতে বলা যে কোন একটা ওষুধ আর নিমখোল মিশিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখুন রোদ্রে । ১৫ দিন পরে উলটে পালটে ভালো করে শুকিয়ে স্টোর করে রাখুন , মাঝে মাঝে রোদে দেবেন । বর্ষা চলে গেলে ব্যবহার করতে পারেন , তবে দামি ফলগাছ এই মাটিতে লাগাবেন না ।
@mdafrahimsajib33412 жыл бұрын
দাদা মেহগনি ফল দিয়ে কিভাবে কীটনাশক তৈরী করা যায় সেটা যদি বলতেন
@ChannelPanchMishali2 жыл бұрын
এটা নিয়ে একটা ভিডিও করে দেব দাদা - একটু অপেক্ষা করুন ।
@rothinmondal146611 ай бұрын
মাটিতে বসানো বড়ো গাছের ক্ষেত্রে কি ভাবে প্রয়োগ করবো??
@mdaulyahad3905 Жыл бұрын
দাদা বাংলাদেশ থেকে বলছি। নিমাটোড পি কি ভাবে নিব অনলাইনে। আর এর দাম কত। জানাবেন প্লিজ...
দাদা টবের মাটিতে প্রচুর পিপড়া এবং বিভিন্ন পোকা কি করলে মুক্তি পাবো
@ChannelPanchMishali2 жыл бұрын
kzbin.info/www/bejne/fonXiXegfMiVfMU
@bijudas2755 Жыл бұрын
Valum prime apply koren
@sumanbose89702 жыл бұрын
দাদা Furadan দিলে কাজ হবে ? 3g নাকি 5g দেব বলে দিলে ভালো হয়।
@ChannelPanchMishali2 жыл бұрын
দুটোতেই কাজ হবে তবে 5g টা ভালো এক্ষেত্রে ।
@srinjoytewary13242 жыл бұрын
ট্রাইকো ভিরমি কি এতে কাজ করে
@krishnachatterjee71152 жыл бұрын
হাইড্রোজেন পারঅক্সাইড কোন দোকানে পাওয়া যায়, যদি আপনি একটু বলে দিন তাহলে ভালো হয়
@ChannelPanchMishali2 жыл бұрын
যে কোন মেডিকেল স্টোরে পাবেন ।
@hiranmoyghosh94262 жыл бұрын
আপনার ফোন নম্বর জানান. আমি কথা বলতে চাই. আমার জবা গাছে কুরি বা ফুল হচ্ছে না. একটুও পরামর্শ দেবেন
@callmewasim64272 жыл бұрын
💗
@ashimroy30785 ай бұрын
BASF এর VELUM Prime ব্যবহার করলে নিমাটোড মরে যাবে।
@mdmurshid8462 Жыл бұрын
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আমি একজন বেগুন চাষি আমার মাঝে মাঝে এরকম সমস্যা হয় এবং তাপ মাএা বেশি থাকে তাহলে ফল চিদ্রকারী ফোকা থামাতে পারিনা এই সময় কি করতে পারি
@kanchancreation7315 Жыл бұрын
আমার টবে কাটিং করে বানানো চারা নেতিয়ে পড়েছে কি করবো বুঝতে পারছি না একটু বলবেন বগেনভিলিয়া গাছ
@bannakhandokar3251 Жыл бұрын
Sirka dile morbe na nimatod? Ba chun dile
@barundas13152 жыл бұрын
গোলাপ গাছেও হতে পারে ??
@ChannelPanchMishali2 жыл бұрын
সব গাছেই হতে পারে ।
@sudiptaguchhait697 Жыл бұрын
স্যার নিমাটোড পি এর সাথে ট্রাইকোডামা ভিরিডি এবং নিমখল দেওয়া যাবে। আর যদি দেওয়া যায় তাহলে 10 inches টবে কীরকম ভাগে দেবো। মানে 10 গ্রাম যদি নিমাটোড পি নিলে বাকি কত পরিমাণ নিমখল বা ট্রাইকোডামা ভিরিডি নেবো যদি বলেন চিরকৃতজ্ঞ থাকবো।
@adrikaghosh6603 Жыл бұрын
Carbofuran 3G er sathe trichoderma viride, neem khol dewa jaye
@goutambanerjee5972 жыл бұрын
Kichhutei geri marte parchhi na,apnar kotha moto vinegar dichhilam ,tateo kichhu hochhe na
@TARUNKR.SARKAR4 ай бұрын
মাটিতে যে পেযারা গাছ আছে এবং শিকড়ে নিমাটোজ হয়েছে সেই জন্য কি করবো
@chamelirakshit93172 жыл бұрын
এখন তো প্রতিদিন বৃষ্টি হোছে টবের মাঠি শুকাছে না,কি করবো
@ChannelPanchMishali2 жыл бұрын
টবে জল না দাঁড়ালে চিন্তা নেই । আর বললামই তো ওই ওষুধ হাফ চামচ করে দিয়ে দিন ।
@chamelirakshit93172 жыл бұрын
কোনটা লিখে দাও লিখে তো রেখেছি অনেক গুলো ,তার কোনটা নতুন বাগানি মনে থাকে না
@indubhusandutta3302 Жыл бұрын
Hydrogen paraoxide সুস্থ্য গাছে দেবো দাদাভাই?
@tamalbairagi78542 жыл бұрын
Utkarsh Nematoz P ফ্লিপকার্ড থেকে অর্ডার দিয়ে আনিয়েছি,। বর্ষা তো শুরু হয়ে গেছে এখন কি স্যারের সঙ্গে দেয়া যাবে কাঁকরোলের জমিতে। আর বাঁধাকপি লাগাবো বাঁধাকপি জমিতে কি দেয়া যাবে শেষ চাষ।
@mannansharif17072 жыл бұрын
টাইকো ডার্মা ভিরিডি ব্যাবহার করলে কি হবেনা??
@VROMONWITHSAYAN Жыл бұрын
দাদা বলছি আম ও মালটা কমলা লেবু জাতীয় গাছে কি nimatod এর আক্রমণ হয়??
@skzeaurrahaman36102 жыл бұрын
দাদা আমার আম গাছের পাতা পুড়ে গাছ মারা যাচ্ছে কি করা যায়
@ChannelPanchMishali2 жыл бұрын
পাতার ছবি সহ Whatsapp করুন ।
@malaychatterjee15852 жыл бұрын
গোলাপ গাছের স্কেল পোকায় ১১ টা গাছের সমস্ত ডাল ও পাতা ভরে গেছে। একটা সমাধান দিলে ভীষন উপকৃত হব।।
@pluto12512 жыл бұрын
Cartap hidrocloride spray korun
@rumaguha62832 жыл бұрын
দাদা গাছে হাইড্রজেন পারঅক্সাইড দেওয়া পরেও গাছের পাতা বেরচ্ছে না কি করা যায়
@skmasibul9603 Жыл бұрын
গাছের কোনো ক্ষতি হবে না তো?
@shuchitrachakraborty40932 жыл бұрын
আমাদের বাংলাদেশে নিমখোল পাওয়া যায়না।
@ChannelPanchMishali2 жыл бұрын
নিমফল পেড়ে শুঁকিয়ে গুঁড়ো করে ব্যবহার করুন ।
@shamimreza60252 жыл бұрын
দাদা আমার পেঁপের একশত চারা রোপণ করেছি, রোপণের সময় চারার শিখরে কিছু টা গিঁট গিঁট মনে হয়েছে এখন আমি কি করবো পেঁপে চারার মাটি তো ফেলে দেওয়া য়ায় না।
@dilwarabegum90072 жыл бұрын
বাংলাদেশে কি নামে পাওয়া যায়
@MDHasem-mi3ze Жыл бұрын
আমি বাংলাদেশ থেকে বলছি আপনি এক একটি রোগের জ্যনো এক একটি ঔষধের নাম বলছেন যা আমি এখানে পাচ্ছি না তাহলে আমি এই ঔষধ কোথায় পেতে পারি যদি জানাতেন খুব উপকার হত ধন্যবাদ
@deepanjanachakraborty2756 Жыл бұрын
ভাই আমি অত কিছু না করে সামান্য ফিনাইল জলে গুলে তার মধ্যে ডিটারজেন্ট পাউডার সামান্য মিশিয়ে গাছটাকে ভিজিয়ে রাখলাম তারপর অন্য ছোট টবে বসিয়েদিলাম।এখন ছোট ছোট পাতা বেরহচ্ছে।জানি না পরে কি হবে।
@subratadas835 Жыл бұрын
কোন কোন গাছে এই নিমাটোডের আক্রমন হয় এবং কম বা বশি হয়।
@goahead76512 жыл бұрын
কার্বোফুরান নাকি মানবদেহের জন্য অনেক বিপজ্জনক। এ ব্যাপারে আপনার থেকে সঠিক পরামর্শ চাই 🙏❤️
@hirasva2 жыл бұрын
মাষ্টারমশাই H2O2 গাছের টবে দিলে গাছের ক্ষতির সম্ভাবনা কিছু আছে ?
আপনি আপনার দর্শকদের কোন প্রশ্নের উত্তর দেননা । তাই আপনার চ্যানেলের ভিউয়ার্স কম । কি হবে আপনার চ্যানেল ফলো করে কেউ কোন সমস্যায় পড়লে আপনিতো কোন উত্তর দেন না।
@rongdhanugarden2 жыл бұрын
Khb valo laglo dada , sob smy wait kore thaki tmr video dekhar janno🥰❤️🙏
@ChannelPanchMishali2 жыл бұрын
ভালোবাসা নিও ভাই ।
@rongdhanugarden2 жыл бұрын
Khb valo laglo dada , sob smy wait kore thaki tmr video dekhar janno🥰❤️🙏