Рет қаралды 185
মুকুটটি আলোকিত হয়ে নিজেই তার মাথায় উঠে গেল। এর আলো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল, বিভক্তি মুছে দিল, ক্ষত সারিয়ে তুলল, আর রাজ্যে আবার সমৃদ্ধি ফিরিয়ে আনল।
এলিয়ানা ফিরে এলেন। তিনি আর কেবল স্বপ্ন তাড়া করা এক সাহসী মেয়ে নন; তিনি এমন এক রানী, যিনি প্রমাণ করেছেন, স্বপ্ন শুধু তাড়া করার জন্য নয়, সাহস ও সংকল্প নিয়ে ধরার জন্য।
তারপর থেকে প্রজারা তাকে ডাকতে শুরু করল “এলিয়ানা দ্য এভারব্রাইট” নামে। তার রাজত্ব হয়ে উঠল আশা আর সাহসের প্রতীক।
আর তার রাজসভায় খোদাই করে লেখা হলো একটি বাক্য:
“স্বপ্ন তাড়া করো, অজুহাত নয়।”