এত সুন্দর একটা গান কিন্তু এখনকার ছেলেমেয়েদের কাছে মনে হয় এইসব গানের কোনো মূল্যই নেই না হলে ,আমার মতে এখন এই ভিডিও ছড়িয়ে পড়তো সবার মোবাইলে মোবাইলে। এখনকার ছেলেমেয়েদের কাছে ভালো গানের থেকে ধুম ধাম নাচের গান পছন্দ, যেগুলো দুই দিনের জন্য ভাইরাল হয় আবার কিছু দিন পর আবার তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কারন মার্কেটে নতুন নতুন রোজ হাজারো গান বের হয় 😢। তবুও বলি গানটি অসাধারণ হয়েছে খুব ভালো লাগলো আমার । আশাকরি সব আসল গানের শ্রোতাদের কাছে এটি গ্রহণযোগ্যতা পাবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ।