Chokher Bhetor Shopno Thake (With lyrics) by Kanak Chanpa, Jewel l চোখের ভেতর স্বপ্ন থাকে

  Рет қаралды 6,127

Mahjabeen Ahmed

Mahjabeen Ahmed

Күн бұрын

চোখ -----
কতো সুখ , কতো দুঃখ , কতো আনন্দ , কতো বেদনা , কতো চাওয়া - পাওয়া আর না - পাওয়ার অনুভূতির ধারক ও বাহক, মানুষের শরীরের অতি ক্ষুদ্র অংগ অথচ সবচাইতে সংবেদনশীল আর সবচাইতে সুন্দর ।
ছোট্ট দুই চোখের তারায় হাজারো স্বপ্নের বাস । যে স্বপ্ন বাঁচিয়ে রাখে আমাদের ; বাঁচিয়ে রাখে নানান বৈরিতায় , বাঁচিয়ে রাখে জীবনের কঠিন হতে কঠিনতম সময়ে , বাঁচিয়ে রাখে স্বপ্ন-ভঙ্গের পরেও নতুন - স্বপ্নে !
স্বপ্ন-লালিত ভালোবাসা জীবনের এক পরম পাওয়া । নিঃশ্বাসে মিশে থাকা ভালোবাসার মানুষ আজীবন অদৃশ্য এক মায়ার বাঁধনে জড়িয়ে থাকেন যা চরম প্রতিকূল পরিস্থিতিও ছিন্ন করার সাহস রাখেনা । সুন্দর স্বপ্নেরা বেঁচে থাকুক পূর্ণতায় , চোখের পাতারা হেসে উঠুক স্বপ্ন-জয়ের আনন্দে ।।
------ মাহ্জেবীন আহমেদ
Artist : Kanak Chanpa, Jewel
Lyricist : Zulfiqer Russel
Tune & Music : Bappa Mazumder
গানের কথা :
চোখের ভেতর স্বপ্ন থাকে
স্বপ্ন বাঁচায় জীবনটাকে
তুমি আমার স্বপ্ন হাজার
বুকেরি নি:শ্বাস
তোমায় নিয়ে যায় কি ধরা
বাজির কোনো তাস ?
আঁধারেও উড়ে ধূলি
খালি চোখে যায়না দেখা তাকে
চাঁদের আলোয় জোৎস্না ভাঙে
তোমায় নিয়ে স্বপ্ন দেখার ফাঁকে
আঁধার ঘরে যায়না পাওয়া
স্বপ্নের বুনোহাঁস
তোমায় নিয়ে যায় কি ধরা
বাজির কোন তাস ?
স্বপ্নটাকে ছুটি দিয়ে
জেগে থেকে লাভ কি বলো বেঁচে ?
কোন্ দুয়ারে খুঁজবো ঝিনুক
তুমি যদি ফেলো সাগর সেচে ?
দিনের আলোয় যায়না ছোঁয়া
স্বপ্নের অভিলাষ
তোমায় নিয়ে যায় কি ধরা
বাজির কোনো তাস ?
চোখের ভেতর স্বপ্ন থাকে
স্বপ্ন বাঁচায় জীবনটাকে
তুমি আমার স্বপ্ন হাজার
বুকেরি নিঃশ্বাস
তোমায় নিয়ে যায় কি ধরা
বাজির কোনো তাস ?

Пікірлер
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 8 МЛН
Tumi Raat Ami Raat Jaga Pakhi (Lyrics) by FARIDA PARVIN and ABU ZAFAR
4:52
Kono Karonei | Khalid | Lyrics Song | Geetikunja
4:34
Geetikunja
Рет қаралды 97 М.