আমার প্রিয় বঙ্গজননীর রূপঐশ্বর্য্যকে এতসুন্দরভাবে আর কোন নাট্যকার ফুটিয়ে তুলতে পারেন নাই। অল্প সময়ে আর অল্প উপস্থাপনায় আমার বাংলা মায়ের সমৃদ্ধ গর্বিত অন্তরকে উন্মোচন করেছেন হুমায়ূন আহমেদ স্যার। ধন্যবাদ স্যারকে। আর যারা বঙ্গজননীকে তিলে তিলে শেষ করছেন তারা দয়া করে একটু থামুন। আসুন সবাই মিলে দেশটাকে সাজাই।
@splintertofail82902 жыл бұрын
চ্যালেঞ্জার, স্যারের অভিনয়ের মধ্যে অনেক বেশি পরিমাণে বাস্তবতার ছোঁয়া আছে। যা হুমায়ূন স্যার অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন, যা সত্যিই অসাধারণ 🖤
@avishektalukder8500 Жыл бұрын
Challenger ❤❤❤
@vacationvlog44862 жыл бұрын
জানিনা হুমায়ূন স্যারের আর কয়টা নাটক বাকি আছে দেখার, ইউটিউবে আসলেই humayun ahmed natok লিখে সার্স দেই, অনেক নাটক দেখেফেলেছি, খুব ভয়ে আছি না জানি কবে শেষ হয়ে যায়, কারণ স্যারের নাটক ছাড়া আর অন্যকোন নাটক ভালো লাগে না, নাটক দেখা নিয়ে এমন বিপদে পরবো তা আগে জানতাম না।
@shahriarbsmrstu47039 ай бұрын
Same
@tanbirmahmood77044 ай бұрын
নক্ষত্রের রাত, কোথাও কেউ নেই, উড়ে যায় বক পক্ষী বহুব্রিহী আজ রবিবার এগুলো ছিল সেরা,আপনি যদি এগুলোর চেয়ে সেরা নাটক দেখে থাকেন নাম বলেন
@BDCartoon2.0004 ай бұрын
কে কে ২০২৪ সালে এসেও হুমায়ূন স্যার এর নাটক দেখেন আমার মতো..!❤😢
@ZahirRayhanOfficial3 ай бұрын
ঠিক বলছেন ভাইয়া ভয় লাগে না জানি কবে শেষ হয়ে জায়
@mdyssin88920 күн бұрын
Amake nok den Facebook a ami apnake 129 ta natoker list dibo humayon sarer amar o pochondo
@sheikhafsana94773 жыл бұрын
এগুলোই নাটক🖤🖤 বর্তামানের নিশো,অপূর্ব, তিশাদের দুইজনের রেস্টুরেন্টে যাওয়া,আর ফোনে কথা আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পর্যন্ত সীমাবদ্ধ।এইগুলোর মাঝে এসব হারানো দিনের নাটকগুলো মনে নির্মল প্রশান্তি এনে দেয়
@loveattack76462 жыл бұрын
humm
@sadiyaislam93352 жыл бұрын
হূম
@nibirchowdhury3837 Жыл бұрын
Ekdom sothik ❤️❤️❤️
@হারুনমৌসুমীকূক Жыл бұрын
কথা সত্ত
@sheikhafsana9477 Жыл бұрын
@thedonbabuvai5083 আপনি বুঝতে থাকেন।এমন না যে আপনার নিশুর নাটক দেখা হয়নি।এরা সবাই এক ক্যাটাগরির
@mdalaminislam95222 жыл бұрын
কে আছেন আমার মতন'' খোজে খোজে হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখেন'' একটু সারা দিয়েন।
@mijanmijan51589 ай бұрын
আমি আছি
@shahriarbsmrstu47039 ай бұрын
Asi
@samsulkarim58888 ай бұрын
আমি আছি 2019 সালের পর থেকে অনেক নাটক দেখছি
@faisalrahman56868 ай бұрын
আমি আছি ভাই আপনার মত
@Iqbalhossainn8 ай бұрын
oita jene apni ki korben?
@nonofbusiness2 жыл бұрын
হুমায়ুন স্যার এর যেনো একটা নাটক নাহ, একটা জীবনের কথা। কতো আবেগ মায়া আর ভালোবাসা। আল্লাহ স্যার কে জান্নাত বাসী করুন আমিন। উনি ধর্ম নিয়ে কখনো বারাবাড়ি করতেন নাহ বিসমিল্লাহ এবং আল্লাহর নাম প্রায় সব নাটক গল্প কথায়ই উল্লেখ করতেন। তবুও আমরা অনেক কপাল পোরা লোক, না বুঝে নাহ যেনে স্যার কে নাস্তিক বলে ফেলি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন।
@khairullahkhayer674811 ай бұрын
সঠিক পয়েন্টে ফোকাস করেছেন ভাই। ❤❤
@abulaisady59393 жыл бұрын
চিন্তা ভাবনা যে এত পবিত্র হতে পারে সেটা হুমায়ূন আহমেদ স্যার না থাকলে জানতাম না। আল্লাহ্ আপনাকে জান্নাত নসীব করুক ।
@footballlover963510 ай бұрын
জান্নাত তো এতো সোজা না, লেখক হিসেবে ভাল কিন্তু সে ছিলো নাস্তিক।
@sheikhelias168328 күн бұрын
Ami aci vie
@mostofahelal13323 жыл бұрын
একজন হুমায়ূন আহম্মেদ শত বছরে ও জন্মায়না,এতো ভালোবাসা আর আবেগ জরানো তার প্রতিটি সৃষ্টিতে,
@msrahmankhandipu68942 жыл бұрын
দেশ, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ মানুষের প্রতি ভালোবাসা সব কিছু কতো সুন্দর করে সাজিয়ে তুললেন একটা নাটকে।এর নাম হুমায়ূন আহমেদ স্যার।
@sefateharungodhuly38702 жыл бұрын
এস.আই টুটুল -- আগুন যে গায়ক হয়ে এতো চমৎকার অভিনয় করে, হুমায়ূন আহমেদ স্যারের নাটক না দেখলে বুঝতাম না! আল্লাহ্ স্যারের কবরের আজাব মুক্ত করুন জান্নাতে নসীব করুন আমিন।
@MusafirMijan3 жыл бұрын
ভ্রমণ মানুষকে মনুষ্যত্ব এনে দেয়। আর এইরকম দেশ দুনিয়া ভ্রমণকারী তো আরো ৮/১০ জন মানুষ এর চেয়ে আলাদা মনের মানুষ হয়।এই জীবনে দুনিয়া এই ভাবে ঘুরে দেখারও সুযোগ খুব কম মানুষেরই হয়! আর সেই লক্ষ্যে আমিও দেশ পৃথিবী ভ্রমণে বের হচ্ছি।ইনশাআল্লাহ। খুবই ভালো লেগেছে গল্পটা! সাধারনের মধ্যে অসাধারন অল্প সময়ে তুলে ধরেছে। অনেক ধন্যবাদ নাটক টা আপলোড করার জন্য!
@cybermasteriyaz87938 ай бұрын
আপনি এখন অব্দি koita দেশ ভ্রমণ করেছেন? আপ্নার চ্যানেল এ 500 plus video আছে
@litterateur28963 жыл бұрын
যে ভালোর কোনো তুলনা নাই সেটাই হুমায়ূন আহমেদ। তাঁর প্রতিটি কাজেই যেন নতুনত্বের ছোঁয়া। সামাজিক নাটক। সবাইকে একসাথে নিয়ে দেখা যায়।
@munshitv793711 ай бұрын
কত সুন্দর নাটক দেশ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বর্তমান একশোটা নাটক এক সাথে করলেও এই ২৭ মিনিটের মতো তৃপ্তি হবেনা।কত নিখুত চিন্তাধারার মানুষ হলে এরকম কিছু লিখতে পারে যা হুমায়ুন আহমেদ স্যারের দ্বারাই সম্ভব ছিলো।সাতাশ মিনিটের নাটকে যেন সাতাশ দু গুণে ৫৪ বছরের পূর্বের স্মৃতি অপলকে ফুটে উঠেছে এই যেন বাস্তবতার এক নির্মল রূপ।
@immofazzal3 жыл бұрын
নাটক দেখে অনেকেই কমেন্ট করছে দেশ দেখতে বের হবে। এই যে আমাদের মনে একটা ইচ্ছে তৈরি হয়েছে এটাই নাটকের স্বার্থকতা
@RubelAhmed-zf5vm2 күн бұрын
right.
@monerujjamanmunna35363 жыл бұрын
গতকাল আমারা ডিম খাইছি,,, কিরে খাইছি না,,,কথাটা যেনো কোথাও নাড়া দিয়া দিল আর এই সিন টা 🥺🥺হুমায়ুন আহমেদ তিনি আসলেই অসাধারণ 🖤🖤
@sobujshati99683 жыл бұрын
Sir er prosongsa korar moto vasa khuje pai na,sir manei osadaron kicu,sir chole gelo amader kadiye
@sonjoysarkar73512 жыл бұрын
সত্যি
@monerujjamanmunna35362 жыл бұрын
@@sonjoysarkar7351 উনার কাজের মাধ্যমে বেচে থাকবেন আজীবন
@nibirchowdhury3837 Жыл бұрын
Amar desh er protita manush emon cinta vhabnar odhidari hote parle kotoi na sundor hoto ajke amader ei somaj ❤️🤍❤️ Manush er vhitor monusotto ashuk ❤️❤️ Humayun Sir er proti cirokritoggo ❤️❤️
@MohammadMoslim-r8e11 ай бұрын
বাস্তবের সাথে মিল আছে নাটক গুলো
@touhidulislam28212 жыл бұрын
এতো সুন্দর করে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় তা হুমায়ুন আহমেদ স্যারের এই নাটক না দেখলে বুঝতে পারতাম না।❤️❤️❤️
@hirafolkstudio9933 Жыл бұрын
শ্রদ্ধেয় মরহুম চ্যালেন্জার স্যারের অভিনয় সব সময় আমাকে মুগ্ধ করে। চ্যালেন্জার স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার এবং চ্যালেন্জার স্যার দুই জনই আজ কবরে চিরনিদ্রায় শায়িত আছেন। কিন্তু তাদের সৃষ্টিগুলো অনন্তকাল দর্শকদের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবে🙏🙏🙏
@tanmoykumarmondal28523 жыл бұрын
এই রকম চিন্তা ভাবনা শুধুমাত্র হূমায়ুন আহম্মেদ স্যারের মাথায়ই আসা সম্ভব। স্যালুট স্যার
@mahmudajasmine803 Жыл бұрын
২৭ মিনিটের মত ক্ষুদ্র সময়ে এত সুন্দর উপস্থাপনা করা যায় এত বিশাল একটা বিষয় তা হুমায়ুন আহমেদ ছাড়া কেউ বোধহয় পারতেন না।🖤
@sazzadkabirrokon83683 жыл бұрын
চ্যালেঞ্জার স্যার উপারে ভালো থাকবেন। আপনার অভিনয় হৃদয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। 💕💕💕💕💕💕
@RockStar-bz6br3 жыл бұрын
জখেেপেেেোেোোো
@shofiulhaque41013 жыл бұрын
He was a legend ❣️
@jahidahmed-ev6xh Жыл бұрын
TRUE
@morningstar85933 жыл бұрын
এত সুন্দর সুন্দর নাটক আর কোনদিনও তৈরি হবেনা, কারিগরই তো আর নাই। কি অদ্ভুত, হাসতে হাসতে চোখে পানি চলে আসল!
@ChemiDrops3 жыл бұрын
হূমায়ুন স্যার কে ভালবাসা, আর চ্যালেঞ্জার স্যার এর অভিনয় আমার মনে হয় সব থেকে সেরা❣️
@abcbangla486 Жыл бұрын
এই নাটক কেন শেষ হয়ে গলো???? মুক্তিযুদ্ধাদের প্রতি সহস্র সম্মান হুমায়ুন আহমেদ স্যার রেখে গেছেন!! সকল মুক্তিযুদ্ধাদের হাজারো সালাম!! হুমায়ুন স্যারের প্রতিও কৃতজ্ঞতা!! ❤️❤️
@acharyyaraj Жыл бұрын
আগে কোনদিন দেখি নি তাই নামটা অনেক কষ্ট করে জানতে হল , চ্যালেঞ্জের , অদ্ভুত অভিনয় কি অসামান্য প্রীতিভা, অনেক অনেক সম্মান প্রাপ্য ছিল ওনার , খুব দুঃখ লাগলো জেনে উনি চলে গেছেন ইহলোক ছেড়ে মাত্র 50 বছর বয়স । আমার কোন সন্দেহ নেই উনি আমাদের তুলসী চক্রবতীর সমতুল্য এবং বিশ্ব মানের অভিনেতা ছিলেন ।।
@shamimanur17192 жыл бұрын
চোখের পানি ধরে রাখতে পারিনি। হায় দেশ!! শুধু নিজেদের জন্য ভেবে যাচ্ছি!
@mdalaminislam42393 жыл бұрын
খাতা কলম সাথে নিয়া যদি দেশটা ভ্রমনের উদ্দেশ্যের বের হতে পারতাম। আর যেখানে যা আছে লিখে রাখতে পারতাম। তাহলেই নিজেকে অনেকটাই স্বার্থক মনে হতো।অনবদ্য একটা নাটক।
@johoruddin4053 жыл бұрын
চ্যালেঞ্জার সাহেব অভিনয়ের দিক থেকে অনন্য। সত্যি তিনি হুমায়ুন আহমেদ স্যারের শ্রেষ্ঠ আবিষ্কার। তার অভিনয় যেকোনো জায়গায় তুলনাতীত।আল্লাহ যেন এই দুই গুনী মানুষকে ওপারে ভালো রাখেন।
@akashafridi37543 жыл бұрын
অসাধারণ। দেশের প্রতি ভালোবাসা হাজার গুন বেড়ে গেলো। এখন আমারো ইচ্ছা হচ্ছে দেশ ভ্রমনে বের হতে
@nitaichandradas61843 жыл бұрын
সত্যিই মনটা বড়ই অশান্ত হয়ে উঠল। এত বড় দেশ। এত বৈচিত্র্য এর মাঝে কিছুই দেখা হলো না। বয়স ও কম হলো না। জীবন ক্রমশ ছোট হয়ে আসছে। এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু করোনা কালে বাড়ি থেকে বের হওয়াই মুশকিল। করোনার দ্বিতীয় ডোজ নেওয়া হলেই নিশ্চিত বের হতে পারবো। আপনাদের আশীর্বাদ ও দোয়া কামনা করি।
@mdanisur27923 жыл бұрын
Sathe niyen
@mdrafiqulislam7648 Жыл бұрын
অপূর্ব সৃষ্টি! আমার মন খারাপ মন খারাপ অবস্থা হলে এই নাটক দেখি। তখন বেশ মন ভালো হয়ে যায়। আরাম পাই। হূমায়ূন আহমেদ ৮০ বছর আয়ূ পেলেন না কেন? আফসোস! বড় আফসোস!
@mstsadiaahmad38203 жыл бұрын
হুমায়ূন আহমেদ স্যার নক্ষত্র ছিলেন আর তার এক অনন্য সৃষ্টি ছিলেন চ্যালেঞ্জার স্যার। দুজনেই ভালো থাকুক পরপারে।
@parvezfahad80142 жыл бұрын
এই ২৭ মিনিট জীবনের অনেক আশা জাগিয়ে অনেক অর্থ বুঝিয়ে চলে গেল।
@Naim_akhand Жыл бұрын
আহা কি সুন্দর নাটক, দেখেই আত্মা শান্তি পায়। শিক্ষণীয় নাটক উপহার দিয়েছেন। লোক টা যদি বেঁচে থাকতেন, খুবই আফসোস করি তার নাটক গুলো দেখে।
@File_Error8 ай бұрын
হুমায়ুন আহমেদের আনেক নাটক দেখেছি। তবে, এস,আই, টুটুলকে দেখে আবাক হলাম। জানাছিল নাহ তিনিও হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করেছে। চেলেঞ্জার সাহেবের অভিনয় নিয়ে নতুন কি বলবো? তিনি আবশ্যই একজন কিংবদন্তি। অসাধারন নাটক দেখলাম।
@shahjahanansary9173 жыл бұрын
সত্যিই অপূর্ব একটা নাটক উপভোগ করলাম। ধন্যবাদ সকল কুশীলব ও পরিচালক মশাইকে ৷
@1stfood5123 жыл бұрын
কঠিন ভাষা লিখতে পারি না। গল্পটা দেখার পর এর অনূভুতিটা সহজ ভাষায় বলতেও আমার কষ্ট হচ্ছে। হুমায়ুন আহমেদ নিজেই একটা মানচিত্র। যে মানচিত্রে টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র বাংলার অজস্র মানুষের জীবনের গল্প লুকিয়ে আছে। আহা কি অদ্ভুত নেশায় মগ্ন হয়ে থাকি তার গল্পে। মেঘ ভেদ করেও মাঝে মধ্যে সুর্যের আলো মানুষের অন্তরে উকি দেয়। সে আলো চোখে দেখা না গেলেও তা অনুভবনীয়। জোছনার আলো ভালোবেসে সবাই গায়ে মাখলেও সেই আলো দিয়ে কেউ দিবসের কার্য সম্পন্ন করে না। অথচ জোসনার আলোটাও সূর্যেরই আলো।
@nibirchowdhury3837 Жыл бұрын
Amar desh er protita manush emon cinta vhabnar odhidari hote parle kotoi na sundor hoto ajke amader ei somaj ❤️🤍❤️ Manush er vhitor monusotto ashuk ❤️❤️ Humayun Sir er proti cirokritoggo ❤️❤️
@md.uzzalmolla68773 жыл бұрын
অসাধারণ! প্রত্যেকটা মানুষের মধ্যে এমন দেশপ্রেম থাকা দরকার।
@jonayedshibli54662 жыл бұрын
অতি সামান্য বিষয়কেও তিনি অসাধারণ পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি একজনই হুমায়ুন আহমেদ। তাঁর কোনো বিকল্প নেই, হবেওনা কোনোদিন। শুধু কোটি মানুষের হৃদয়ের গভীরে বেঁচে থাকবেন তিনি চিরটিকাল।।
@gsubir10 Жыл бұрын
Osadharon chinta vabna prokash peyeche ei natok ti te. Daarun laglo, khub sundor. 🤍🤍🤍🤍❤🙏🙂
@tutanchandrasaha84362 жыл бұрын
এ নাটকটা অসাধারণ। দেশ দেশের মানুষের ভাবনা চিন্তা এতো সুচারুভাবে কেউ তুলে ধরতে পারবে না। হুনায়ুন আহমেদ সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ নাট্যকার।
@pavel63153 жыл бұрын
"দেখিতে গিয়াছি পরবত মালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দু পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু"
@Rakibul_hasaann3 жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যারের এক একটা চরিত্র যেন জীবন্ত আহা আহা কত সুন্দরই নাহ নাটক দেখলেই অন্য রকম একটা ভালো লাগা কাজ করে 😊😊
@nurefatema57552 жыл бұрын
অহা এই নাটক গুলো আর আগে কেন দেখলাম না কতই না শিক্ষা নিয় নাটক গুলো কি ভাবে মানুষ কে ভালো বাসতে হয় কি ভাবে অচেনা মানুষ কে সন্মান করতে হয় এই দেশ টাকে কী সুন্দর তা এই নাটক গুলো দেখলে বোঝা যায় 👍👍
@ahmedbabar9990 Жыл бұрын
হুমায়ুন আহমেদ ❤ এক কথা জাদুকরের মৃত্যুতে নাটক ইন্ডাস্ট্রি কোমাতে চলে গেছে।
@roseraton-lr6hx8 ай бұрын
ছোটবেলায় দেখেছি রক্তের কোন আত্মীয় না হলেও বাড়িতে অপরিচিত মেহমান এলেও কতই না আদর যত্ন করে তাদের ব্যবস্থা করা হতো সেদিন এখন আর নেই এখন বাড়িতে মেহমান গেলে মানুষ বিরক্ত হয় সেই সমস্ত ভালো দিনগুলি আমি 40 বছর বয়সী ছেলে 2024 সালে কমেন্ট রেখে গেলাম আগামী প্রজন্মের জন্য কি অপূর্ব সৃষ্টি হুমায়ূন আহমেদ স্যার চ্যালেঞ্জার স্যার সহ সেই সময়ের নাটকের ইউনিটের সময় অসাধারণ অভিনয়
@dohartimes37613 жыл бұрын
একবার আমি ফুটবল খেলতে গেছি, মা পাঠাইছে আব্বা কে আমাকে ফিরাইয়া আনতে, আব্বা গিয়া দেখে আমি গোল দিয়া দিছি দুইটা, বাড়িতে আইসা সেই কি আমার প্রসংসা।
@mdbaten64623 жыл бұрын
🙂🙂😃😃
@mamunmulla4502 жыл бұрын
😁😁😁😁😁
@erajhasan4133 Жыл бұрын
Hh pop
@srdkawsar5373 Жыл бұрын
Good luck broo♥️♥️♥️♥️♥️♥️
@mdtarekrahman9702 Жыл бұрын
🤣🤣🤣🤣
@SOJIB65143 жыл бұрын
অসাধারণ একটা নাটক অসাধারণ অভিনয় করেছেন সবাই এ-ই নাটক গুলো চির অমর হয়ে থাকবে
@MonirulIslam-vm6kl3 жыл бұрын
হুমায়ুন আহমেদ মানেই অন্য কিছু। ধন্যবাদ সবাইকে
@Sharifulislam-cf1qm3 ай бұрын
আমাদের দেশে হুমায়ূন আহমেদ স্যার একজ নি ছিলেন তার মতো মানুষ বাংলার মাটিতে আর খুঁজে পাওয়া যাবে না তিনার প্রত্যকটা নাটক দেখার মতো এমন নাটক বাংলার মানুষ সারাজীবন মনে রাখবে এবং সবার অভিনয় দারুণ।।
@meetmeer Жыл бұрын
প্রকৃতি আর ভ্রমন প্রেমীদের জন্য স্বপ্নের ভুবনে হারানোর মতো মুহূর্ত। কি নির্মল!
@sayimasultana25943 жыл бұрын
এত অন্যরকম ভাবনা ছিল শ্রদ্ধেয় লেখকের। ওনার যে লেখায় পড়ি বা নাটকগুলো দেখি মনে হয় মনের ইচ্ছে অনিচ্ছের বাস্তব রুপায়ন। অসাধারন বললে মনে হয় কিছুই বলা হল না তাঁর ক্ষুরধার মেধার তুলনায়। আল্লাহ অনেক শান্তি দিন তাঁকে। আমিন
@jadurbox3 жыл бұрын
আহা... হুমায়ূন আহমেদ এর কি সুন্দর নির্মাণ।অসাধারণ একটি নাটক।
@tanvirrjuwel3 жыл бұрын
আমরা যেইটাকে ট্যুর বলি সে সময় সেটার নাম ছিল দেশ ভ্রমণ। এক কথায় অসাধারণ 😍
@SohelRana-ck9og2 жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যারের অনেক নাটকে চ্যালেন্জার আংকেল অভিনয় করেছেন আর এতোটাই মনোমুগ্ধকর অভিনয় উনি জানতেন যা দর্শক দেখে শুধু মুগ্ধই হতেন আমার অন্তর থেকে আপনাদের দুজনের জন্য দোয়া রইলো ভালো থাকবেন আপনারা ওপারে
@FahimAhmed-ri5nv2 жыл бұрын
চ্যালেঞ্জার সাহেবকে ছোট বেলায় টিভিতে দেখেও ভয় পেতাম,উনার মতো শক্তিমান অভিনেতা পাওয়া অসম্ভব 👌
@sohagsarker45823 жыл бұрын
2 মিনিট হয় নাই দেখা শুরু করেছি শুরুতেই কেন জানি মনে হল... মনটা অশান্ত শান্ত হল
@AshrafulIslam-gv6dq11 ай бұрын
আহা কি সুন্দর নাটক চোখে পানি চলে আসলো❤কি সহজ সরল মানুষ কি অতিথি পরায়ণ সত্যি মনটা ভরে গেল, হুমায়ুন স্যার বেঁচে থাকবেন আমাদের মনে
@obonirazzak25743 жыл бұрын
মেহমানদারিত্ব মহানবী (সঃ) এর সুন্নত।
@niloyprodhan3533 жыл бұрын
@Evil The Almighty tui ekta shoitan
@almaruf52753 жыл бұрын
@Adlof Hitler আমাদের নবী একটা আসমানী কিতাব এনেছে।নবীকে উল্টাপাল্টা বলার আগে কুরআন কে মিথ্যা প্রমাণ করতে হবে।পারবেন???যদি না পারেন তবে পাগলের মত কথা বলে লাভ নেই।যুক্তিতে আসেন।
@almaruf52753 жыл бұрын
@Adlof Hitler নবী কি আপনার কাছে কিছু চাইছে? নাকি মুসলমান নবীর ব্যাংক একাউন্টে টাকা দেই??নবী এনেছে যাকাত,কুরবানি, দানের মত সিষ্টেম যা গরীবকে দেওয়া হয়।এতে মানবতার সেবা হয়।নিজের বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা করুন।
@niloyprodhan3533 жыл бұрын
আসলে ভাই যারা শয়তান তাদের ইসলামকে খোঁচা না দিলে পেটের ভাত হজম হয় না। নবি মনে হয় ওদের সম্পদে ভাগ বসাইছে।
@niloyprodhan3533 жыл бұрын
@Adlof Hitler আর ডারউইন আপনাদের মত মানুষদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে।
@MohammadaliShizen023 жыл бұрын
হুমায়ন আহমেদ এর সব নাটকগুলো যদি পর্যায়ক্রমে আপলোড করতেন বড়ই ভালো হতো!!কি সুন্দর নাটক,হৃদয়ে স্পর্শ করে❤️
@abangladeshiliverpoolfan2653 жыл бұрын
চ্যালেঞ্জার স্যারকে আমার কাছে খুব ভালো লাগে😍
@nibirchowdhury3837 Жыл бұрын
Eito amar desh ❤️❤️❤️ Keno jani ajkal manushgula ar emon nai 😭😭😭
@MdJahangir-lw4zm Жыл бұрын
রুচিসম্মত মানুষ দের জন্য হুমায়ুন আহমেদ স্যারের নাটক গুলো মনের খোরাক ❤❤❤❤
@md.saalimuddinjaflongsylhet3 жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানেই অন্য কিছু 💜❤️ দেখেছি ২৭-০৮-২০২১ইং লাইক দিয়ে এইদিন টার কথা মনে করিয়ে দিয়েন❣️❣️😢
@ebrahimalmaruf49773 жыл бұрын
Kita khbr
@md.saalimuddinjaflongsylhet3 жыл бұрын
@@ebrahimalmaruf4977 আলহামদুলিল্লাহ।। তর কিতা খবর..?? ভূলে গেছত আমাদের ☺️☺️
এই নাটক টা দেখার পর থেকে আমারও খুব ইচ্ছে করতেছে, আমার এই সোনার বাংলাদেশ টাকে স্ব-চোক্ষে দেখতে,,, যদি আল্লাহ তায়ালা কখনো সুযোগ দেন, তাহলে একদিন আমিও বের হবো, আমার প্রিয় দেশ টাকে দেখতে,,,, ইনশাআল্লাহ,,
@khairulislamanik3 жыл бұрын
সেই দিন আর নাই । শকুন হায়েনায় ভরে গেছে প্রিয় স্বদেশ । কোথাও নিরাপত্তা পাবেন না ।
@sohagmirdha345 Жыл бұрын
এখন আর সোনার বাংলা নাই
@milibegum47713 жыл бұрын
স্যারের নাটক গুলো রহস্যময় বিশেষ করে শেষের দিকে তারপরও শিক্ষণীয় কিছু থাকে এই জন্যই স্যারের সৃষ্টি অন্যন্য
@ইকবালমেহামদ3 жыл бұрын
হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক যুগ যুগ বেঁচে থাকবে মানুষের মাঝে
@mdmonirmonir3893 жыл бұрын
এই নাটক দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না 🇧🇩 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
@ALORONTVBD3 жыл бұрын
আল্লাহ হুমায়ুন আহমেদের মত সৃজনশীল লেখক তৈরি করে দাও। যাদের লেখার চিন্তা চেতনা থাকবে উচ্চ মানের, এবং নৈতিকতাসমৃদ্ধ
@jashimmahmud35552 жыл бұрын
চেলেন্জার সাহেবের নাতনি দুইটা প্রায় সব নাটকে দেখি খুবই ভালো লাগে বাচ্ছা দুইটার খুব মিস করি হুমায়ুন স্যার এর নাটকের সকল কলাকৌশলীদের অভিনয় এক কথায় অসাধারন ধন্যবাদ।
@bikersbayzeed8244 Жыл бұрын
আসলেই হুমায়ুন আহমেদ স্যার না থাকলে এত এত সুন্দর সুন্দর নাটক গুলি মিস করতাম🙏 স্যার আপনি যেখানেই থাকুন না চিরনিদ্রায় আল্লাহ আপনাকে ভালো রাখুক🖤🙏
@muhammadroman70483 жыл бұрын
অল্প কথায় বলি বাসায় প্রকাশ করার মতো না অসাধারণ ছিলো নাটক টা, আমিও মাঝে মধ্যে ভাই সাবের মতো অপরিচিত মানুষের বাসায় খাবার খাইতাম তখন অপরিচিত মানুষের ভালোবাসা যে চোখের অস্র জরাতে বাদ্দ করতো হৃদয়টা,
@aminullahmdgalib2268 Жыл бұрын
আহ! কত পবিত্র চিন্তা ভাবনা ছিল সেই নাটকের কারিগরের!আহ! আল্লাহ তাকেঁ জান্নাত নসিব করুক
@farukhosain30513 жыл бұрын
একজন ভ্রমন পিপাসুর জন্য সেরা একটি নাটক। খুব ভালো লাগলো। নাটক টা আরও বড় হলেও পারতো। পরপারে ভালো থাকবেন হুমায়ুন স্যার।
@mdullashahmed10663 жыл бұрын
হুমায়ুন আহমেদের নাটক যেন এক একটা বাংলা সংস্কৃতির জ্বলজ্বল সৃষ্টি --
@nandankumar752 Жыл бұрын
এই নাটক দেখে আমার ও মনে স্বপ্ন জাগে নিজের মাতৃভূমিকে দুই চোখ দিয়ে পরিদর্শন করতে। কিন্তু মনের স্বপ্ন কোনদিন পূরণ হবে কিনা জানিনা। 😂😂😂প্রিয় হুমায়ুন স্যার আপনারা জন্য আমার এতো সুন্দর একটা নাটক উপভোগ করতে পেরেছি। ভালো থকবেন আপনি পরপারে 🤲🤲🤲।৬/৭/২৩
@MOHAMMADALALHOSSAIN3 жыл бұрын
হুমায়ূন আহমেদ স্যারের নাটক দেখলে মা বাবা ভাই বোন ছেড়ে পৃথক হওয়ার চিন্তা থাকে না। স্যারের নাটক দেখলে সংসার জীবন শুরু করতে মন চায়।
@oliarrahman4959 Жыл бұрын
thik amro..
@imtiajahmed17302 жыл бұрын
অসম্ভব দেশপ্রেম গেঁথে আছে নাটকটিতে..!
@mursedkhanemran218011 ай бұрын
গ্রাম হলো পৃথিবীর স্বর্গ যেখানে বিদ্যমান দুনিয়ার সমস্ত সৌন্দর্য ❤ হুমায়ূন স্যার ছারা কেউ গ্রাম কে ফুটিয়ে তুলতে পারেনি..❤
@tusharjahan17233 жыл бұрын
নিজের অজান্তেই চোখে জল এলো,সত্যই তো দেশটা যে আমার,আমার আপন ঠিকানা♥
@Rony_Muhammad4073 жыл бұрын
লোকটার মুখে যখন ভ্রমন কাহিনি শুনছিলাম ভাবতেছিলাম..... এত অল্প কাহিনি কেন আরো শুনতে চাই😓
@emonkaiser74013 жыл бұрын
এমন নাটক দেখলে মন টাও ভাল হয়ে যাই । আহা বড়ই মধুর
@shahriarfahimbappi98973 жыл бұрын
এত সুন্দর নাটক মনটা ভরে গেল। দেশটাই যদি না দেখে মরি, এর থেকে বড় আফসোস আর নেই।
@md.sumonparvege2153 жыл бұрын
অসাধারণের অপর নাম হুমায়ূন আহমেদ। স্যালুট বস।
@saifulshahriarpatowary27073 жыл бұрын
এক কথায় অসাধারণ সুন্দর হয়েছে, হুমায়ুন আহমেদ এর তুলনা হয়না।❤️
@muhammadeibrahim22003 жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যার এর মতো মানুষেরা কখনো সমাধি হয় না তাঁরা তাদের কিছু সৃষ্টির মাঝে অন্যবদ্ধ হয়ে থাকে,,,ধন্যবাদ নাটকটি আপডেট দেয়ার জন্য,,,,,
@kaosaramzad61193 жыл бұрын
অন্য নয়, অনবদ্য। ধন্যবাদ!
@chaityroy22999 ай бұрын
আহা দেশ প্রেম। প্রতিটি দৃশ্য চোখে জল এনে দেয়। 🙂🙂🙂
@nusratnusratmim47623 жыл бұрын
সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজতে হয়। হুমায়ুন আহমেদের নাটকে সেটা বার বার ফুটে উঠে,, আপনি অমর হয়ে থাকবেন সবার মাঝে।
@arafatmojumder52243 жыл бұрын
তার লেখনী শক্তি অসাধারণ, সহজভাবে মানুষকে ইমপ্রেস করতে পারতেন।
@Mehedihasan-fb6nk3 жыл бұрын
হুমায়ুন স্যারের নাটক মানেই অন্যরকম একটা অনুভূতি
@asifadnan56943 жыл бұрын
যতবার ই দেখি, কখনোই বিরক্ত লাগে না। অসাধারন একটা নাটক।
@ahmedbhai19182 жыл бұрын
খুবই সুন্দর চিন্তা ভাবনা থেকে এমন মাস্টারপিস আসে ❤
@AfsablingXtreme3 жыл бұрын
মাত্র আধাঘন্টায় কতোকিছু দেখা এবং শিখা হয়ে গেল যার সম্পূর্ণ কৃতিত্ব হুমায়ন আহমেদ স্যারের
@shahadathossain36513 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা।হুমায়ূন স্যার এর অনন্য সৃষ্টি ❤️❤️❤️
@mariamlara8032 жыл бұрын
ডিম কাটার অংশটা দেখে অনেক কেঁদেছি। ভাগ্যিস আশেপাশে কেও ছিলনা।
@tamimvaizzz43372 жыл бұрын
🥺
@pencil7138 Жыл бұрын
Dipa?
@europelifenews27298 ай бұрын
🫰🫰
@raselmahmud60093 ай бұрын
Same to😢 বড় মনের মানুষ।
@MayarNoor8692 ай бұрын
Same to YOU
@zinokmala3 жыл бұрын
হুমায়ুন আহমেদের সকল নাটকই সেরা
@humayunkobir48553 жыл бұрын
Right
@mizankhan58723 жыл бұрын
Right sudhu right boley hobe na absolutely right
@zahidhasan79723 жыл бұрын
এগুলা হলো নাটক, 💗💗💗
@md.jahangiralam809911 ай бұрын
আহা কি অভিনয়, আহা কি সৃষ্টি ❤❤❤
@Pneumococcus3 жыл бұрын
মাত্র ২৭ মিনিটে এতো অসাধারণ নাটক!!
@mhassanrabby72543 жыл бұрын
হুমায়ুন আহমেদ আসলে একজন কিংবদন্তি লেখক পরিচালক।
@m_ferdaus_raj3 жыл бұрын
কি অসাধারণ দর্শন ফুটে ওঠে নাটকে। এমন আইডিয়া কিভাবে হুমায়ূন স্যারের মাথায় আসতো তা আসলেই ভাববার বিষয়। বাংলা নাটকে কালজয়ী তিনি। আবারো তাঁর মুক্তি কামনা করছি।
@superdeals57553 жыл бұрын
This is Sir.Humayn Ahamed.💜🧡🧡💛💛💚💚💙💗💗❤💘 God Bless you.🙏🙏🙏🙏 We miss you.👍👍👍