Рет қаралды 48
কবিতা - "চিঠি কাব্য"
কবি - জিয়াউর রহমান লিংকন
কণ্ঠে - তাপস কর্মকার
প্রিয়তমা মেঘ আমার,
তোমার চিঠিটা পেলাম আজ।
বড় যত্নে, আদরে বেদনার নীল কালিতে লিখেছো - কবে আসবো আমি ভালোবাসার ডালি নিয়ে, তোমার একাকীত্ব আর বিষাক্ত সময়গুলো মধুর করতে।
প্রিয়তমা, আসবো তোমার কাছে। শ্রাবণের বর্ষাধারা, কিংবা শরতের কাশফুল হয়ে, কিংবা গ্রীষ্মের তপ্তদিনে হিমেল বাতাস নয়তো প্রভাত সূর্যের রাঙা আলো হয়ে। আমায় যে আসতেই হবে প্রিয়তমা, তোমার ভালোবাসার আকর্ষনে।
কোন এক শীত সকালে ঘুম ভেঙে দেখবে, শিয়রে দাঁড়িয়ে আছি, সেদিন তোমায় নিয়ে যাবো কাজলা দীঘির পাড়ে, সেই বকুল তলায়। শিশিরে ভেঁজা ফুলে মালা গেঁথে পড়াবো তোমার খোলা চুলে, নাঙা পায়ে হাঁটবো সবুজ ঘাসে।
জানো প্রিয়তমা, আমারও এখন আর দেখা হয় না পূর্ণিমার নীল আলো, মায়াবী আকাশ, সাদা মেঘের খেলা কিংবা বলাকাদের নীড়ে ফেরার আনন্দ। কেনো জানো? শুধু তোমায় সাথে নিয়ে দেখবো বলে।
প্রিয়তমা, দেখে নিও হৃদয়ের ডাকবাক্সে বেদনা ভরা চিঠি ফেলতে হবে না আর, কিংবা মনে আগুন জ্বালাতে দিবো না তোমায়, স্বর্গসুখের বাগান করবো সেথায়। পরিচর্যায় পরিচর্যায় হাজারো লাল গোলাপ ফোটাবো। বেদনার প্রহরগুলো ভালোবাসায় ভরিয়ে দিবো।
তোমায় শেখাবো, ভালোবাসা শুধু কষ্টের মায়াজাল নয়, জীবনে বেঁচে থাকার অবলম্বন ও।
প্রিয়তমা, আমারও যে জীবনের রং আজ ফিকে হয়ে গেছে। তাইতো আমি আসবো, সময়টুকু হলেই, তোমার ভালোবাসার চুম্বন নিতে, বাহুডোরে নিজেকে সমর্পণ করতে।
সেটুকু সময় শুধু ভালো থেকো , এই আমার জন্যে।
-- ইতি
তোমার ধ্রুবতারা