Рет қаралды 160,224
একজন আনোয়ার হোসেন আমাদের মুকুটহীন সম্রাট | Anowar Hossain | Cine Poison
বর্তমান সময়ে যে কজন অভিনয় শিল্পীদের নিয়ে সচারাচর ট্রল হতে দেখা যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মাঝে অন্যতম একজন হচ্ছে বাংলাদেশের কিংবদন্তী অভিনয় শিল্পী আনোয়ার হোসেন। অনেকে তার সম্পর্কে কিছু না জেনে আবার অনেকে বা নিছক মজার ছলেই এসব শেয়ার করেন। কিন্তু আপনারা কি জানেন কাকে নিয়ে আপনারা ট্রল করছেন? এসবে আপনাদের দীনতা এবং মূর্খতাই শুধু প্রকাশ পায়। পরবর্তীতে এমন কিছু করার আগে যেনো আপনি বিবেকের কাছে প্রশ্নের সম্মুখীন হন তাই আমাদের আজকের এই ভিডিও। ভিডিওতে তুলে ধরা হলো বাংলা চলচ্চিত্রের মুকূটহীন সম্রাট আনোয়ার হোসেনের বর্ণাঢ্য ক্যারিয়ার এবং জীবনী।
১৯৬১ সালে মহীউদ্দিন পরিচালিত তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে পা রাখেন গুণী এই অভিনেতা। এই ছবিতে তিনি নেতীবাচক চরিত্রে অভিনয় করেন। পরের বছরই মুক্তিপায় সালাহউদ্দিন পরিচালিত সূর্যস্নান ছবিটি। এই ছবির মাধ্যমেই আনোয়ার হোসেন নায়ক চরিত্রে অভিনয় শুরু করেন।
তিনি তার অভিনয় জীবনে এতো এতো ভালো ছবিতে অভিনয় করেছেন যে বলে শেষ করা যাবে না। তারপরও কিছু ছবির নাম যদি বলতেই হয় তাহলে বলতে হয় নবাব সিরাউদ্দৌলা, জীবন থেকে নেয়া, লাঠিয়াল, পালঙ্ক, কাঁচের দেয়াল, গোলাপী এখন ট্রেনে, নয়নমনি, ভাত দে, ধীরে বহে মেঘনা, রূপালী সৈকতে, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, জানাজানি, শীত বিকেল, সূর্যস্নান, নীল আকাশের নীচে, ক খ গ ঘ ঙ, দীপ নিভে নাই, সুজন সখী, বন্ধন, সূর্য সংগ্রাম, জোয়ার এলো, নাচঘর, সুজন সখি, বড় ভালো লোক ছিলো, দায়ী কে, দুই দিগন্ত ইত্যাদি।
আজকের এই ভিডিওতে কিংবদন্তী এই অভিনেতার জীবনী এবং কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়েছে।
In English:
Anowar Hossain was a legendary Bangladeshi Actor, best known for his tremendous performances in Nawab Sirajuddaula, Jibon Theke Neya, Lathial, Golapi Ekhon Traine, Dayi Ke etc. In todays video we talked about his biography along with his colorful career.
#cine_poison #bangla_cinema #bangla_movie
Script, Voice, and Edit: Tareq Ahmed
Studio: Britter Baire Films
Music: Dulcinea
Artist: Steve Adams
Follow Us on Facebook:
Cine Poison: / cinepoison
Tareq Ahmed : / tareq.ahmed123
For Query: cinepoison.info@gmail.com