Cockatiel Bird Breeding | খুব সহজে পাখিকে ডিম বাচ্চা করানো | ককাটেল পাখির ব্রিডিং কোর্স |Pakhi Palon

  Рет қаралды 167,715

grow life

grow life

2 жыл бұрын

Cockatiel Bird Breeding | খুব সহজে পাখিকে ডিম বাচ্চা করানো | ককাটেল পাখির ব্রিডিং কোর্স |Pakhi Palon
ককাটেল পাখি পালন ও ককাটেল পাখির ব্রিডিং বিষয়ক এই কন্টেন্ট এ আপনি জানবেন আপনি আপনার ককাটেল পাখিকে কিভাবে ব্রিট করাবেন মানে ককাটেল পাখিকে কিভাবে ডিম বাচ্চা করাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশাকরি ককাটেলের ব্রিডিং নিয়ে আপনার আর কোন প্রব্লেম থাকবে না।
ডিম বাচ্চা উৎপাদন করতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে কাকটেল পাখিকে কিভাবে জোড়া দিতে হয় । নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি সরাসরি এক খাচার মধ্য দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে। অনেক সময় পাখিকে মারামারি করতে দেখা যায়। এজন্য পাখির জোড়া দেয়ার সবচাইতে ভালো নিয়ম হচ্ছে দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা। প্রথমে আপনি যে খাচাটার মধ্যে পাখিকে ব্রিড করাতে চাচ্ছেন সেই খাচাটার মধ্যে ছেলে পাখিটাকে দিয়ে রাখুন। এরপর এর পাশেই একটা খাঁচায় মেয়ে পাখিকে দিয়ে রাখুন। এভাবে পাশাপাশি খাঁচায় দুইটা পাখিকে অন্তত ১ মাস রেখে দেন। এর পর মেয়ে পাখিটাকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে দিয়ে দেন ‌। এ পদ্ধতিতে কিন্তু আপনি খুব সহজেই পাখির জোড়া টা দিতে পারেন। তবে ককাটেল পাখির জোড়া দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে এক বছর বয়স হয়েছে কিনা এটা নিশ্চিত হয়ে নেবেন। এর থেকে কম বয়সী পাখিকে দিয়ে বিল্ডিং করানো যায় না। মেয়ে পাখিটার বয়স 15 মাস হলে সবচাইতে ভালো হয়। আবার একটা পাখি যদি আরেকটা পাখির থেকে বড় ছোট হয় সে ক্ষেত্রে তেমন কোন সমস্যা নেই । আর খেয়াল রাখবেন যেন একই মা-বাবার দুইটা বাচ্চা জোড়া দেয়া না হয়। পাখিগুলোকে একসাথে দেওয়ার দুই সপ্তাহ পর খাচার ভেতর একটা হাঁড়ির বা ব্রিডিং বক্স ব্যবস্থা করে দিন। ককাটেল পাখির জন্য কিন্তু মাঝারি সাইজের হাড়ি ব্যবহার করতে হয় মোটামুটি ভেতরে ১২ ইঞ্চির মত জায়গা আছে এরকম হারি বা ব্রিডিং বক্স হলেই হয়। তারমানে আপনার পাখির জন্য যেই ব্রীডিং বক্স অথবা হারি কিনবেন সেটা অবশ্যই 12 ইঞ্চি সাইজের হতে হবে। বেশি ছোট হাড়ি দিলে পাখি বাচ্চাদের ঠিকভাবে খাওয়াতে পারে না এবং গাদাগাদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার হাড়িটা যদি খুব বেশি বড় হয় তবে ডিমে তা দেওয়ার সময় ডিমগুলো অতিরিক্ত নড়াচড়া করে। আর এজন্যই ককাটেল পাখির জন্য 12 ইঞ্চি সাইজের ব্রিডিং বক্স প্রেফার করা হয়। ককাটেল পাখির জন্য যেমন বড় সাইজের ব্রিডিং বক্স দিতে হয় তেমনি খাচা টাও কিন্তু বিশাল বড় হতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে 18 ইঞ্চি বাই 36 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করা। তারমানে খাঁচার দৈর্ঘ্য 18 ইঞ্চি প্রস্থ 36 ইঞ্চি এবং উচ্চতা 18 ইঞ্চি হওয়াটা সবচাইতে ভালো। তবে সর্বনিম্ন 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 18 সাইজের খাঁচা ব্যবহার করতেই হবে।
১, পাখিকে ব্রীডিং করানোর পূর্বে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার পাখিগুলো সুস্থ সবল আছে কিনা। কারণ পাখি যদি পুরোপুরি সুস্থ সবল থাকে তবেই তাকে দিয়ে ডিম বাচ্চা করানো যাবে। আপনি যদি আপনার ককাটেল পাখির খাঁচা তে প্রতিদিন দুইবার করে পানি পরিবর্তন করে দেন এবং একবার করে খাবার পরিবর্তন করে দেন তবে আপনার পাখির রোগ বালাই ও সম্ভাবনা 75 শতাংশ কমে যাবে । শুধুমাত্র এই দুইটা কাজ করলে আপনার পাখিগুলো বেশিরভাগ সময় সুস্থ সবল থাকবে। এছাড়া পাখির পায়খানার ট্রেটা দুই থেকে তিন দিন পর পর একবার করে পরিষ্কার করে দিতে হবে এই কাজটা যদি আপনি করতে পারেন তবে ধরে নিতে পারেন আপনার পাখি দরবারে সুস্থ থাকবে।
২,
এবার আসুন আমরা জেনে নেই
কমার্শিয়াল ব্রিডাররা কিভাবে পাখির ব্রিডিং কোর্স করায় আসুন আমরা এর ধাপগুলো এবার জেনে নেই ‌। পুরো কোর্স টা করাতে 20 জোড়া পাখির জন্য আপনার সর্বোচ্চ 300 থেকে 400 টাকা খরচ হবে।
1, ব্রীডিং কোর্সের প্রথম ধাপেই পাখিকে অ্যাপল সিডার ভিনেগার দিয়ে তার মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করা হয়। এই কাজটা করার জন্য 1 লিটার পানির সাথে 5 মিলি অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে টানা সাতদিন পাখিকে খাওয়াতে হবে। এবং ভিনেগার মিশ্রিত পানি প্রতিদিন সকালে খেতে দিয়ে রাতের বেলা ফেলে দিতে হবে। সাত দিন পর থেকে স্বাভাবিক পরিষ্কার পানি চলবে। এইটা পাখির শরীর থেকে সব রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করে।
২, ককাটেল পাখির ব্রিডিং কোর্সের দ্বিতীয় ধাপে পাখিকে ক্যালসিয়ামের কোর্স করানো হয়। এই কোর্সটা করানোর জন্য ক্যালপ্লেক্স ভেট নামক ওষুধ ব্যবহার করতে হয়। তাছাড়া যারা ইন্ডিয়াতে রয়েছেন তারা এই অষুধটার গ্রুপের নাম যেকোনো ভেটেরিনারি দোকানে বললে আপনি সংগ্রহ করতে পারবেন। ক্যালপ্লেক্স খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 থেকে 2 মিলি পরিমাণ ক্যালপ্লেক্স মিশিয়ে টানা সাতদিন খাওয়াতে হবে। তারপর থেকে স্বাভাবিক পানি চলবে। ককাটেল পাখির ডিম বাচ্চা করার ক্ষেত্রে ক্যালসিয়ামের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এর অভাবে পাখির ডিম শক্ত হয় না ।
3, এই দুইটা কোর্স সম্পূর্ণরূপে কমপ্লিট করার পর পাখিকে মাল্টিভিটামিন এর কোর্স করানো হয়। মাল্টিভিটামিন আপনি যে কোন পাখির দোকান থেকে ভালো একটা কিনে নিতে পারেন। আর এটা খাওয়ানোর সময় টানা সাতদিন পানির সাথে যে কোন একটা মাল্টিভিটামিন মিশিয়ে পাখিকে খাওয়াতে হবে। তবে ওইসব মিশ্রিত পানি চার পাঁচ ঘণ্টার বেশি দিয়ে রাখা যাবেনা। যার জন্য সকালবেলা পাখিকে এই সমস্ত পানিগুলো খাওয়াতে হয়। এটা খাওয়ানো হয়ে গেলে আপনার পাখিগুলো পুরোপুরি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে পাখিকে প্রতি মাসে পর পর কয়েকদিন করে মাল্টিভিটামিন আপনি নরমালি ও খাওয়াতে পারেন। এটা পাখির জন্য ভালো।

Пікірлер: 106
@suvopaik5836
@suvopaik5836 Жыл бұрын
খুব ভালো হয়েছে ভিডিওটা
@zobairbirdsaviary-en9xc
@zobairbirdsaviary-en9xc Жыл бұрын
মাশা-আল্লাহ অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই।
@tahanmahmudalif.7628
@tahanmahmudalif.7628 2 жыл бұрын
Sabas
@ABDURRAHIM-lg4vi
@ABDURRAHIM-lg4vi 2 жыл бұрын
খুব ভালো।🙂☺😊
@shirinashuborna1830
@shirinashuborna1830 2 жыл бұрын
খুব ভালো ভাই
@zakirhossenmintu738
@zakirhossenmintu738 Жыл бұрын
খুব ভালো
@rinalipi179
@rinalipi179 Жыл бұрын
Onek upkari video
@tanmoymitra9085
@tanmoymitra9085 Жыл бұрын
Good video thank thank you thank you 😊😊😊😊😊😊😊😊
@arafatarafat5643
@arafatarafat5643 Жыл бұрын
love ভালবাসা bird পাখি । ভালবাসার পাখি
@tahanmahmudalif.7628
@tahanmahmudalif.7628 2 жыл бұрын
Aro video cai
@tanmoymitra9085
@tanmoymitra9085 Жыл бұрын
Good video good morning sir 😀
@tanmoymitra9085
@tanmoymitra9085 Жыл бұрын
Good video 😊
@mdemdadulhaquesagor3877
@mdemdadulhaquesagor3877 Жыл бұрын
So nice
@elsiedudek1916
@elsiedudek1916 2 жыл бұрын
Good❤️❤️👍👍😍😍🤩🤩
@honeythetiel
@honeythetiel Жыл бұрын
Thanks ❤❤
@Saiful12348
@Saiful12348 Жыл бұрын
nice 🕊️🕊️🕊️
@srprank1391
@srprank1391 25 күн бұрын
Apnar sathe kotha bolar proyojon a6a amr pakhir ki6u bapar a doya kore apnar sathe jogajog korar kono akta babhosta kore din please khub e dorkar 🙏🏻🙏🏻
@arouf2672
@arouf2672 2 жыл бұрын
Nc
@shahanaparvin8753
@shahanaparvin8753 Жыл бұрын
Good
@runabeautytips2097
@runabeautytips2097 8 ай бұрын
ভাইয়া আপনার ভিডিওটা দেখে আমার পাখি breeding করছেন
@ujjalpaul660
@ujjalpaul660 2 жыл бұрын
দাদা লাভবার্ড পাখি নিয়ে এই রকম পরামর্শ দেবেন।
@anamulhoque1752
@anamulhoque1752 Жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই ভিডিও টি দেখে অনেক কিছু জানলাম। ভাই এর কাছে আমার একটি প্রশ্ন, আমি পাখিদের কে বেলা ১১ টার সময় ঔষধ মিশ্রিত পানি দিয়ে থাকি সন্দার পর ঔ পানি গুলো পেলে দিয়ে আবার নতুন পানি দেয় ।তাতে কোন অসুবিধা হবে ।
@rinalipi179
@rinalipi179 Жыл бұрын
Amar bajrigor er male mating Korte chai kintu female Korte chai na Ekta video den plz don't forget my comment Plz plz
@itsmesikharani
@itsmesikharani 4 ай бұрын
Aamar kase aase pakhi 🦜dog 🐕rabit🐇🐠tortoise🐢 khubai bhalo lage kase aygulo thakte❤nice video👍
@sumjha2282
@sumjha2282 Жыл бұрын
Cross breed niye ekta video banale bhalo hoy
@JahangirAlam-gl5jv
@JahangirAlam-gl5jv 2 жыл бұрын
আমার বাজিগার পাখি ডিম দেয় না
@ziabirds
@ziabirds Жыл бұрын
দাদা ককটেল পাখির মিউটেশন নিয়ে একটা ভিডিও করলে ভালো হয় কোন পাখির সঙ্গে কোন পাখি দিলে ভালো বাচ্চা পাওয়া যায়
@JahangirAlam-hi1ve
@JahangirAlam-hi1ve Жыл бұрын
Ok
@charlieshobby8782
@charlieshobby8782 2 жыл бұрын
So beautiful
@candysweet331
@candysweet331 2 жыл бұрын
ভাই ময়না পাখি নিয়ে এরকম পরামর্শ দেবেন
@Birds_Setup
@Birds_Setup 17 күн бұрын
মালটি ভিটামিন ওসুধটা পরিমানে কতোটুকু দিতে হয়
@helaluddin8095
@helaluddin8095 11 ай бұрын
Bhai বারান্দা যদি ছোট হয় তাহলে কী করব
@CBIOrponGaming
@CBIOrponGaming 2 жыл бұрын
vaiya amar cokatel 4ta dem desa 18 dem holo but dem joma nai 1tao ki korbo
@sweetahamed5092
@sweetahamed5092 Жыл бұрын
এক জোড়া ককাটেল রানিং পেয়ার বিক্রি করা হবে
@khadijapervin7756
@khadijapervin7756 Ай бұрын
পিকু
@tawhidgametube3880
@tawhidgametube3880 2 жыл бұрын
Ekoi baba Mayer theke baccha jora dile ki somossha hoy?
@esharahman7948
@esharahman7948 Жыл бұрын
Bhaia amr pakhe tar 3 year.ami ekon orke ekta femal jura dete chi.ekon or shate kotu year femal manabe.r amr male pakhe ta ki dem dete sokkom plz janabin☺
@saifuddinmolla2261
@saifuddinmolla2261 Жыл бұрын
Aki blard hole ki problen hoy
@ammaabba1761
@ammaabba1761 2 жыл бұрын
ভাই,,,,, আসসালামু আলাইকুম,,,,,,, কেমন,,,,,, আছেন,,,,,, ???? 💕🐥🐥🦩🌹🐤🐤🐤🌹🐥😁
@jasimuddin6716
@jasimuddin6716 2 жыл бұрын
Vaiya,,,ami ai pakhi kinte chai,,,,,but pabo koi,,,,aktu help koren amr,,
@saadh26675
@saadh26675 Жыл бұрын
ভাই আমি বারান্দায় ককাটেল পাখি রেখেছি ওখানে রাস্তা আছে তাহলে কি কোন সমস্যা হবে প্লিজ উত্তরটা জানাবেন
@dhakalogistics1342
@dhakalogistics1342 Жыл бұрын
vai ai ta ki with the mother or normal ta kinbo?
@sanjidahossain6773
@sanjidahossain6773 Жыл бұрын
Vinegar ki bajigar pakhi ke diya jbe
@darikharbona
@darikharbona 9 ай бұрын
আমার ককাটেল ডিম দেয় তা ও দেয় বাচা আসে না। উপায় দেন। এক জোড়া।
@mdhosaen792
@mdhosaen792 Ай бұрын
পতিদিন কলমি সাক খাওয়ার জন্য দিবেন
@stspro8277
@stspro8277 Жыл бұрын
দাম কত
@salmaislam258
@salmaislam258 Жыл бұрын
Vaia apnar kase ki purus kokatel ache,,,,? Amar akta dorkar
@frbirdhouse3247
@frbirdhouse3247 2 жыл бұрын
আমার প্রশ্নের উত্তর পেলাম না তো
@user-sn9ok6rr5p
@user-sn9ok6rr5p Жыл бұрын
বড়ো খাচায় ২ জোরা রাখলে কি তারা বিডিং করবে কি?
@JahangirAlam-gl5jv
@JahangirAlam-gl5jv 2 жыл бұрын
ডিম দেয়ানোর জন্য কী করবো
@user-nw2ii6up7m
@user-nw2ii6up7m 2 жыл бұрын
ভাই আমি দেড় বছর এক জোড়া বাজরিগার পালছিলাম একটা ডিমও দেয় নাই । কারণটা কি ছিল বলবেন দয়া করে।
@khadizatulkubra8462
@khadizatulkubra8462 2 жыл бұрын
Bagurika faltu
@mdsaim1199
@mdsaim1199 Жыл бұрын
ভাইয়া আমি এক জোরা কোকাটেল নেওয়ার হইসে। যিনি সেল দিয়েছেন আমাকে বলে দিছে ১১ মাস। এখন যদি আমি বিডিং কোস করাব নাকি পরের বার করাব। আর কোকাটেল গুলো মিটং দিচ্ছে কি করতে পারি যদি বলতেন 😇বিডিং কোস এ কি কি ব্যবহার করব যদি বলতেন তাহলে ভালো হয় আর কেমন করে ব্যবহার করব 🥰 বিডিং কোস এর জন্য কোন কোন ওষুধ গুলো ভালো হবে।
@rupokislam9615
@rupokislam9615 2 ай бұрын
ভাই আপনার সাথে কথা বলবো কিভাবে
@sumihasan293
@sumihasan293 5 ай бұрын
ভাই দাম কত ❤
@poritoshchakrabotty1066
@poritoshchakrabotty1066 Жыл бұрын
Ami nite chai
@sujongaribk1
@sujongaribk1 2 жыл бұрын
Vai amar ak jora kokatel lagbe ki vabe pabo ami
@md.ashadulhabib3878
@md.ashadulhabib3878 Жыл бұрын
Apnr location kothai
@SNPhotographyctg
@SNPhotographyctg Жыл бұрын
ককাটেল পাখির ব্রিডিং করার কতদিন পরে ডিম দেয়
@mdmintu8362
@mdmintu8362 2 жыл бұрын
ঘরের ভিতরে পাখি পালন করলে সূর্যের আলো পাওয়া যায়না, এমনতো অবস্থায় করনিয় কি
@growlife
@growlife 2 жыл бұрын
যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ লাইট জ্বালিয়ে রাখবেন
@rowza1205
@rowza1205 2 жыл бұрын
😶😶😶
@frbirdhouse3247
@frbirdhouse3247 2 жыл бұрын
আমার বাজিগর পাখি ডিমে তাপ দেওয়ার সময় মারা যাওয়ার কারন
@mfpavel7533
@mfpavel7533 2 жыл бұрын
হিট স্টক
@akashstudent
@akashstudent Жыл бұрын
TIKTIKI TARANOR UPAY KI VAI?🙂
@mdmehedihasan5461
@mdmehedihasan5461 Жыл бұрын
হাড়ি তে ককাটেল স্বাভাবিক ভাবে ডিম দেয়
@yeahinarfath5572
@yeahinarfath5572 2 жыл бұрын
আংকেল আমার এক জোড়া বাজরিগার পাখি কিনছি। নর ও মাদি পাখি দুইটি এক সাথে হাড়ির ভিতরে বসে থাকত তাই আমি হাড়ির মুখে একটা পলিথিন দিয়ে বন্ধ করে রাখছিলাম। ৫ থেকে ৬ দিন ওরা হাড়ির আসেপাশে গুরতেছে। আজকে দেখি হাড়ির মুখ থেকে পলিথিন টা টেনে টেনে পেলেদিতেছে। এখন কী করব পলিথিন টা নিয়ে পেলব নাকি থাকবে
@growlife
@growlife 2 жыл бұрын
পলিথিন সরিয়ে দিন, পাখিকে পাখির মতো থাকতে দিতে হবে। আর প্রতিদিন খাবার পানি দিতে হবে।
@yeahinarfath5572
@yeahinarfath5572 2 жыл бұрын
টিক আছে আংকেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো একটা উপদেশ দেওয়ার জন্য।
@yeahinarfath5572
@yeahinarfath5572 2 жыл бұрын
টিক আছে আংকেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো একটা উপদেশ দেওয়ার জন্য।
@skdey9473
@skdey9473 11 ай бұрын
ককাটেল পাখি ছেলে মেয়ে কীভাবে চিনতে পারব
@sheikhratan7474
@sheikhratan7474 Жыл бұрын
আমার একটা ককাটিয়েল আরেক টাকে মারে কেন
@pikuthemanager2022
@pikuthemanager2022 3 ай бұрын
Vaiya ekhn ei gorome ki breeding korano thik hobe?
@growlife
@growlife 3 ай бұрын
শীতে রেগুলার করে। গরমে কম করে এইতো
@akmrafiq3461
@akmrafiq3461 Жыл бұрын
@Tarak07
@Tarak07 2 жыл бұрын
ভাই আমার ২ জোরা ফিঞ্চ পাখি ১মাস ধরে ব্রিডিং বক্স এ বসে থাকে কিন্তু ডিম দেয় না ,,,,,,,, এখন কি করব জানাবেন প্লিজ
@debaratibhowmik9165
@debaratibhowmik9165 Жыл бұрын
ককটেল পাখির ডিম বাচ্চা হচ্ছে না। কি করব একটু বল ভাই।
@user-qc5ff5jv8v
@user-qc5ff5jv8v 2 ай бұрын
ভইয়া আমার ককাটেল পাখি কিনছি আজকে চার পাঁচ মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনো ডিম দিচ্ছে না এখন কী করণীয়
@growlife
@growlife 2 ай бұрын
আমাদের পেকেজটা দিন । আশাকরি ঠিক হবে।আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজে মেসেজ করুন facebook.com/profile.php?id=100092738077707 পাখির ব্রিডিং প্যাকেজটি অর্ডার করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন.. 01915970801
@grenetbabu5577
@grenetbabu5577 2 жыл бұрын
ভাই আমার ছেলে ককাটেলের থেকে মেয়ে ককাটেল ১মাসে বড় কোন সমস্যা হবে কি
@tuntunicreation5989
@tuntunicreation5989 Жыл бұрын
Na vaiya
@birdshome52
@birdshome52 11 ай бұрын
Vaiya Apnr number ta aktu dien
@binarycomputersystem555
@binarycomputersystem555 2 жыл бұрын
amr pakhi harita duka na
@PakhiColony
@PakhiColony Жыл бұрын
হারি নি ব্রিডিং বক্স?
@PakhiColony
@PakhiColony Жыл бұрын
অথবা হারির মাপ ঠিক নাই। বা ভয় পাচ্ছে কি না
@rodelagracysikder1431
@rodelagracysikder1431 2 жыл бұрын
Bhiya nutri bird a 21 ata kothay pabo,, Uttora / badda r modhe
@growlife
@growlife 2 жыл бұрын
দারাজ এ
@hamimsk6798
@hamimsk6798 Ай бұрын
ভাই বছরে কতবার ডিম দেয় ​@@growlife
@aniruddhamajumdarchannel7134
@aniruddhamajumdarchannel7134 2 жыл бұрын
দাদা কেকটেল পাখির চারটে ডিমের মধ্যে দুটো বাচ্ছা হচ্ছে বাকি দুটো ডিম নষ্ট হচ্ছে কেন?????
@mdmehedihasan5461
@mdmehedihasan5461 Жыл бұрын
এক পেয়ার দাম কত ভাইয়া
@frbirdhouse3247
@frbirdhouse3247 2 жыл бұрын
আপনার সাথে আমার ফোনে কথা বলা জরুরী ফোন নাম্বার দিলে ভালো হতো
@farhanajui7697
@farhanajui7697 2 жыл бұрын
আমার মেল টা টেম করা। আজ দুই বছর ধরে ট্রাই করছি ব্রিড করানোর জন্য। কিন্তু মেল টা কিছুতেই ফিমেলের প্রতি আগ্রহী হয়না। ফিমেল টা আগ্রহী থাকে। এখন নতুন মেল দিসি তিন মাস হল। ফিমেল টা এই মেল টাকে মোটেও পছন্দ করেনা। মেল টাও কাছে যায়না। কী করতে পারি?
@abdulmalekmt2286
@abdulmalekmt2286 2 жыл бұрын
মাল্টি ভিটামিন কোন টা খাওয়ালে ভালো হয় একটু বলবেন প্লিজ।।
@mfpavel7533
@mfpavel7533 2 жыл бұрын
Rena -ws
@azadazad5097
@azadazad5097 2 жыл бұрын
আমার বাজরিগার পাখি ডিম দেয় না উত্তর দিবেন প্লিজ প্লিজ প্লিজ
@mrfarhan2.7182
@mrfarhan2.7182 Жыл бұрын
Minarel block diben Pakhir jonno boro khacha lagbe Ar onek somoy morlar e pani thake tai dim dey na
@shamimnipa2794
@shamimnipa2794 Жыл бұрын
E-sel+ad3e+calplex khaoyan..5 din
@somasaha8710
@somasaha8710 4 ай бұрын
pakhi ke sothik seed mix diyen tachara jole proti soptahe du bar cal d3 plus diye 100 ml e 4 fota r hari lagano thakle khule den ek mash porichorja korar por hari diyen
@naimmahamud4878
@naimmahamud4878 2 жыл бұрын
ভাই ভালো কোকাটেল পাখি কোথায় পাওয়া যাবে ডিম বাচ্চা করা পাখি, একটু যানাবে??
@AbdullahAlMamun-jk8qk
@AbdullahAlMamun-jk8qk 2 жыл бұрын
Amar kache ache
@AmirHossain-yv8jb
@AmirHossain-yv8jb Жыл бұрын
দাম কত?
@PakhiColony
@PakhiColony Жыл бұрын
আপনার লোকেশন অনুযায়ী ইউটিউব এ সার্চ করুন। পেয়ে যাবেন
@rajibroy3900
@rajibroy3900 Жыл бұрын
VHAI APNAR MOBILE NUMBERTA PLEASE..
@mdemdadulhaquesagor3877
@mdemdadulhaquesagor3877 Жыл бұрын
So nice
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Cockatiel birds weekly healthy diet schedule
13:04
Hasib's Birds Empire
Рет қаралды 86 М.
cockatiel bird breeding progress @PARROTDIPANKAR
14:55
S.D Birds & Vlogs
Рет қаралды 24 М.
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН