From indian🇮🇳 আমার ফ্যামিলির সবাই একসঙ্গে বাংলাদেশ এ থাকতেন কিন্তু আমার জন্ম এখানেই। মা বাবা দাদু দিদা সবাই বাংলাদেশ নিয়ে কত গল্পঃ করে... ক্লাস 4 অবধি কলকাতায় কাটানোর পর আমি দেশের বাড়ীতে চলে আসি, আমার বাড়ি থেকে বেনাপোল বর্ডার এর দূরত্ব খুব বেশি নয়, সেই কারণেই এখানের অনেকই খুলনার ভাষায় কথা বলতো। বছর খানেক লেগেছিল আমার এই ভাষা টা বুঝতে...এই গল্পঃ টা বলতে ইচ্ছে করলো কারণ ভাষা সত্যিই অসাধারণ সৌন্দর্যের একটা প্রতীক...দেশ আলাদা হতে পারে ভাষা টাই আমাদের আস্টে পিস্টে রেখেছে... সত্যিই অসাধারণ একটা গান♥️from india
@tulikaahmedtulika Жыл бұрын
bah..khuv valo laglo BD'r proti eto respect dekhe
@junairasmagicalworld4229 Жыл бұрын
❤
@rakibsakawath Жыл бұрын
love from চাটগাঁ
@hakunamatata.007 Жыл бұрын
@@mib567 সমস্যা কি ভাই? আপনার পোস্টে ত কমেন্ট করে নাই। লজ্জা থাকা উচিত
@hakunamatata.007 Жыл бұрын
@@user-ir1uc2rd8i নির্বোধ থেকে যাবা আজীবন
@maeshamarium Жыл бұрын
একজন বাদ্যযন্ত্রী হিসেবে বলতে পারি গানটার সংগীতায়োজনে গানটার লিরিক এবং থিমের ওপর ভীষণ গুরুত্ব দেয়া হয়েছে। একটা মুড়ির টিন বাসে যতরকমের আওয়াজ থাকতে পারে, কন্ডাক্টরের বাসের গায়ে থাপড়ানো, হাইড্রোলিক হর্নের ভোঁ ভোঁ শব্দ, কিংবা ড্রাইভারের ঢেঁকুর- সবকিছুকে পাকড়াও করে স্টুডিওতে নিয়ে আসার চেষ্টা করেছেন যন্ত্রীরা। দর্শক-শ্রোতাদের এই বিপুল সমর্থন আর ভালোবাসাই বলে দিচ্ছে আমাদের পরিস্রম সার্থক হয়েছে। কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবার প্রতি। ❤️
@Sakil_Naeem Жыл бұрын
🥰🥰🥰
@abdullahmamun3991 Жыл бұрын
কালুগাইট্টা বাস আমাদের ভালবাসার নাম। অনেক স্মৃতি এই বাস ঘিরে।
@rohitbarua7747 Жыл бұрын
Thank you for the extraordinary tempo that packed all the flavors of sound in the music. And the solo with the mouth organ was really impressive to fuse "horn" type songs into the song Great work!
@shyamalibarua232 Жыл бұрын
I am a Bangladeshi and more over Chittagonian. I am very much lucky that I am Bangali,. Thanks 🙏 a lot for coke studio.
@shahadathossan9773 Жыл бұрын
And thank youbfor your awesome harmonica tunes...
@AestheticVlogs137 Жыл бұрын
আহা ভাষার কি অন্তরঙ্গতা,সুরের কি সহজ আবেদন।আমি এপার-বাংলার বাসযাত্রী হয়েও কি সুন্দর ভাবে মিশে যেতে পারছি গানটার কথা ও সুরের সাথে।জয় বাংলা ভাষার জয়।
@Pirunathmondal Жыл бұрын
আমি পশ্চিমবঙ্গ থেকে লিখছি, সাবটাইটেল দেখে বুঝতে লাগলেও অসাধারণ উপভোগ করলাম, আঞ্চলিক ভাষাই বাংলা ভাষার অলঙ্কার।
@samiraakter894111 ай бұрын
Thank you so much❤❤,, it's My mother tongue
@Frank_Rijkaard_0727 күн бұрын
চাটগাঁইয়া আর সিলেটি আলাদা ভাষা। এগুলা তোর বাংলার আঞ্চলিক না। কথা জেনে তারপর বলিস।
@fandomgirl24839 күн бұрын
কমেন্টের বাকিরা তো অন্য কথা বলছে ভাই @@Frank_Rijkaard_07
@ronitaroy1422 Жыл бұрын
আমি ঐ পশ্চিম বাংলার মফস্বলের মানুষ।ঐ রকম বাসে চড়ার ধারণা আমাদের খুবই আছে। এত চমৎকার লিরিক, এবং সুর। খুব ভালো লাগলো।
@sadiahossain2935 Жыл бұрын
আমি চট্টগ্রামে জন্মের পর থেকে ইন্টার পর্যন্ত ছিলাম।তবে আমার হোমটাউন খুলনা।বলতে গেলে আমি জন্মস্থান হিসেবে চট্টগ্রামকে খুলনার চেয়ে বেশি ভালোবাসি।এই গানে এই দুই জায়গার কম্বিনেশন দেখে খুব ভালো লাগলো❤
@freelife2346 Жыл бұрын
❤❤❤
@bilkisfatema776811 ай бұрын
Amar home town Comilla. Ami inter Chittagong College a porechilam.ctg er vasha kichui bujtam na Tokhon
@TowfiqueRajotto Жыл бұрын
ভালোবাসা জানবেন শ্রোতাদর্শক 🎉 যারা আমার গান / ক্ষ্যাপাগান বিগত এক দশকের অধিক সময় নিয়ে শুনে এসেছেন তারা জানবেন আমি প্রমিত বাংলায় লিখে গেয়েই বেশি আনন্দ পাই তবে এবারই ঘটলো ব্যাতিক্রম! অর্ণব দাদা আর অদিত দাদাই আমাকে বলেছিলেন আমার জন্মস্থান খুলনার উপভাষায় এবার কিছু করতে হবে! তবে অশেষ অশেষ ধন্যবাদ থাকছে আরও এক গুনী শিল্পী খুলনার শুভ ভাই এর প্রতি! তাঁর সহয়তা না পেলে এই লেখা দাঁড়াতো না! রিয়াদ আর পল্লবের ভক্ত আমি অধম আগে থেকেই! কোকের পুরা টিমকে শুভকামনা! ভাষার মাসে গানটা এসেছে এটা যে কি আকারে উদ্বেলিত করেছে আমাকে তা লিখে বোঝানো সম্ভব না! অর্ণব দাদার সান্নিধ্যে কাজ করতে পারাটা নেহাৎ ভাগ্যের 🙏🏽 জয় হোক বাংলা গানের! জয় ক্ষ্যাপাগান! ছুটুক মুড়ির টিন
@MasumIkbal Жыл бұрын
সবার অংশটুকুই অসাধারণ লাগলো। আপনিও কি চমৎকার সাবলীলভাবে খুলনার ভাষায় আপনার গল্পঃ বলেছেন । আপনি প্রমিত ভাষার পাশাপাশি কিছু আঞ্চলিক ভাষায় ও গান করতে পারেন। আঞ্চলিক ভাষার বৈচিত্র বাঁচিয়ে রাখতে আপনারা শিল্পীরা বড় ভূমিকা রাখতে পারেন।
@ashrafulislamapu7883 Жыл бұрын
জয় গুরু ❤️
@saifsarwar7685 Жыл бұрын
SCC তে কনসার্ট করার পর আপনার সব গানই শুনা হয়েছে ভাই। এটা অনেক ভালো ছিলো, something unique. বাংলা ভাষায় one of best raps
আমার ছোটবেলা কেটেছে খুলনায়। তারপর বাবা বদলি হয়ে চলে এলেন সিলেট। আমি কর্মসূত্রে গেলাম কক্সবাজার তখন আমার বরের পোস্টিং চট্টগ্রাম। এই গানটা আমার খুব পরিচিত ৩ টি আঞ্চলিক ভাষার ❤
@morsalim_r Жыл бұрын
কোলকাতাবাসী আমি, কোনকালে বাংলাদেশে যাইনি, কিন্তু চোখের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছি পরিষ্কার! দারুন!
@CokeStudioBangla Жыл бұрын
ধন্যবাদ Coke Studio বাংলার সাথে থাকার জন্যে।
@brishtyrahala6551 Жыл бұрын
বাংলাদেশের চট্টগ্রাম চলে আসুন💙
@Sajibkumarjoarder Жыл бұрын
purapuri passen na.. ese dekhe jan.. welcome to bangladesh.. kolkatar theke amamder culture onktai alada..
@SecretBeautyBd Жыл бұрын
@@Sajibkumarjoarder❤লর
@mohammadkhurshed468710 ай бұрын
আমাদের দেশে আসুন
@mdarifarif2602 Жыл бұрын
মোটামুটি 30 থেকে 35 বার শুনেছি যত শুনি ততই মুগ্ধ মিউজিক কোয়ালিটি এবং তিনটি ভাষার মিশ্রণ টোটাল ঝাক্কাস লাভ ইউ চট্টগ্রাম❤️❤️❤️
@alaminhoque7355 Жыл бұрын
Nice
@ManasHore Жыл бұрын
পশ্চিমবঙ্গ থেকে লিখছি, Season 1 থেকে Coke Studio Bangla শুনছি, বহু ভাষার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা ভাষায় এই উদ্যোগের জন্য ধন্যবাদ Coke Studio কে। গানটির আক্ষরিক অর্থ বুঝতে subtitle না দেখলেও কোনো সমস্যা হতো না, মনের যে যোগাযোগটা রয়েছে সেটাই বুঝিয়ে দিত সবকিছু। জয় বাংলা
@MA-uu1pf Жыл бұрын
কেন যে জয় বাংলা করে দিলেন ব্রু।
@takepay3737 Жыл бұрын
@@MA-uu1pf জ্বলে।
@khandakaralmamun6086 Жыл бұрын
জয় বাংলা
@ahmsislam3021 Жыл бұрын
জয় বাংলা।🙏🇧🇩🇮🇳💖
@sylotibaha830 Жыл бұрын
সিলটি, রংপুরী এবং চাটগাঁইয়া ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া কোন আঞ্চলিক ভাষা নয়। সিলটি, রংপুরী বা চাটগাঁইয়ারা জাতিগত ভাবে বাঙালী জাতী নয়। তার সব চেয়ে বড় প্রমাণ হলো তাদের ভাষা। যেমন সিলটি ভাষা লিখার জন্য যে বর্ণমালা ব্যবহার করা হয় তার সাথে বাংলা বর্ণমালার কোন সম্পর্ক নেই। যদি সিলটি ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া আঞ্চলিক ভাষা হতো তাহলে একটি আঞ্চলিক ভাষা লিখার জন্য শত শত বছর সেই ভাষা কে নিয়ে চর্চা এবং গবেষণা করে আলাদা বর্ণমালা তৈরী করার করার কোন প্রয়োজন ছিলো না। যেহেতু বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা সেখানে আগে থেকেই ছিলো। সিলটী ভাষা বাংলার কোন আঞ্চলিক ভাষা হলে নিশ্চয়ই সিলটীরা সেটা জানতেন আর শুধু শুধু সিলটী ভাষার মতো একটি আঞ্চলিক ভাষার জন্য অকারণে বর্ণমালা তৈরী করে সময় নষ্ট করতেন না। সিলটী ভাষার ব্যাকরণ, বর্ণমালা এবং শব্দ ভান্ডার সব কিছু বাংলা ভাষার চেয়ে আলাদা। সিলটী ব্যাকরণের সাথে হিন্দি ব্যাকরণের অনেক মিল লক্ষ করা যায়। বাংলা ভাষা থেকে সিলটী ভাষার জন্ম হয়েছে এমন কোন তথ্য আজ পর্যন্ত সিলটী ভাষার কোন পুরোনো পুঁথি বা পান্জিতে লিখিত প্রমাণ পাওয়া যায় নি। বরং সিলটী অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে স্পষ্ট লিখা আছে সিলটী ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং সিলটী বর্ণমালা গুলো কে বিহার অঞ্চলের কাইথি লিপি থেকে অনুকরণ করে সৃষ্টি করা হয়েছিল। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না বা নেই। অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে সিলটী নাগরী লিপি এবং আসামী লিপি দিয়ে বাংলা লিখা হয়েছে কারণ তখনও বাংলা ভাষার জন্য বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয় নি! এতেই প্রমাণ হয় সিলটী ভাষা বাংলা ভাষার চেয়ে অনেক প্রাচীণ একটি ভাষা। সিলটী ভাষায় পুরোনো কিছু পুঁথিতে তারিখ লিখা আছে যা ২ হাজার বছর আগে লিখা হয়েছিলো। গবেষণা করে জানা গেছে পুঁথি গুলো ২ হাজার বছর আগে লিখা হয়েছিল। বাংলা ভাষার বয়স ১ হাজার ৩০০ বছর। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না আর সিলটীরা বাঙালী না। সিলটীরা হলো সিলটী জাতী। নুয়াখাইল্লা,কুমিল্লা,বরিশালি আরো অন্যান্য আঞ্চলিক ভাষা লিখার জন্য কোন আলাদা বর্ণমালা নেই কারণ এই সব গুলোর জন্ম বাংলা ভাষা থেকে।।
@Jamimarimi Жыл бұрын
একটা আঞ্চলিক ভাষার গানকে সবাই মিলে এত মজা করে এত দম নিয়ে গাইলো... এই অনুভূতিটা বুঝানো মুশকিল.... just wow...!!! Thank u coke studio এই মেধাগুলোকে খুজে বের করার জন্য
@jalal9033 Жыл бұрын
Chittagong (My home district), Sylhet (My in-law's house), Khulna (My University life). What better a person can expect from Coke Studio Bangla more than this. Total nostalgia ❤️
@ImGigaChad252 Жыл бұрын
Bhai Bhoinga mane ki?...pls bolen
@fahadbintaher7 Жыл бұрын
@@ImGigaChad252 চট্রগ্রাম ছাড়া অন্য বিভাগের সব মানুষ। চাটগাঁইয়া ছাড়া সবাইকে ভইংগে বলি। সোজা ভাষায় বলতে গেলে বাহিরের লোক বুঝায়।
@goeducateconsultancy92 Жыл бұрын
Awesome
@MH-jo7xo Жыл бұрын
shudoo bangla dialect is more similar to sylheti dialect then the khulna or chittagong. I understood more of the guy from sylhet then the others. pretty interstinggg.
@sylotibaha830 Жыл бұрын
সিলটি, রংপুরী এবং চাটগাঁইয়া ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া কোন আঞ্চলিক ভাষা নয়। সিলটি, রংপুরী বা চাটগাঁইয়ারা জাতিগত ভাবে বাঙালী জাতী নয়। তার সব চেয়ে বড় প্রমাণ হলো তাদের ভাষা। যেমন সিলটি ভাষা লিখার জন্য যে বর্ণমালা ব্যবহার করা হয় তার সাথে বাংলা বর্ণমালার কোন সম্পর্ক নেই। যদি সিলটি ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া আঞ্চলিক ভাষা হতো তাহলে একটি আঞ্চলিক ভাষা লিখার জন্য শত শত বছর সেই ভাষা কে নিয়ে চর্চা এবং গবেষণা করে আলাদা বর্ণমালা তৈরী করার করার কোন প্রয়োজন ছিলো না। যেহেতু বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা সেখানে আগে থেকেই ছিলো। সিলটী ভাষা বাংলার কোন আঞ্চলিক ভাষা হলে নিশ্চয়ই সিলটীরা সেটা জানতেন আর শুধু শুধু সিলটী ভাষার মতো একটি আঞ্চলিক ভাষার জন্য অকারণে বর্ণমালা তৈরী করে সময় নষ্ট করতেন না। সিলটী ভাষার ব্যাকরণ, বর্ণমালা এবং শব্দ ভান্ডার সব কিছু বাংলা ভাষার চেয়ে আলাদা। সিলটী ব্যাকরণের সাথে হিন্দি ব্যাকরণের অনেক মিল লক্ষ করা যায়। বাংলা ভাষা থেকে সিলটী ভাষার জন্ম হয়েছে এমন কোন তথ্য আজ পর্যন্ত সিলটী ভাষার কোন পুরোনো পুঁথি বা পান্জিতে লিখিত প্রমাণ পাওয়া যায় নি। বরং সিলটী অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে স্পষ্ট লিখা আছে সিলটী ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং সিলটী বর্ণমালা গুলো কে বিহার অঞ্চলের কাইথি লিপি থেকে অনুকরণ করে সৃষ্টি করা হয়েছিল। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না বা নেই। অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে সিলটী নাগরী লিপি এবং আসামী লিপি দিয়ে বাংলা লিখা হয়েছে কারণ তখনও বাংলা ভাষার জন্য বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয় নি! এতেই প্রমাণ হয় সিলটী ভাষা বাংলা ভাষার চেয়ে অনেক প্রাচীণ একটি ভাষা। সিলটী ভাষায় পুরোনো কিছু পুঁথিতে তারিখ লিখা আছে যা ২ হাজার বছর আগে লিখা হয়েছিলো। গবেষণা করে জানা গেছে পুঁথি গুলো ২ হাজার বছর আগে লিখা হয়েছিল। বাংলা ভাষার বয়স ১ হাজার ৩০০ বছর। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না আর সিলটীরা বাঙালী না। সিলটীরা হলো সিলটী জাতী। নুয়াখাইল্লা,কুমিল্লা,বরিশালি আরো অন্যান্য আঞ্চলিক ভাষা লিখার জন্য কোন আলাদা বর্ণমালা নেই কারণ এই সব গুলোর জন্ম বাংলা ভাষা থেকে।
@rofikulislam6966 Жыл бұрын
এই ভাষাগুলোর জন্যই হয়তো সালাম, বরকত, জব্বার রা জীবন দিয়েছেন, সত্যিই আমি গর্বিত আমি বাঙালী।
@sr_2746 Жыл бұрын
ভাষা আন্দোলনের মাসে তিন জেলার ভাষা , ফাগুনের রঙ, ভালবাসার রঙ,রাস্তার জ্যাম সব মিলিয়ে 💜 হাজার বছর বেচে থাকুক আমাদের বাংলা ভাষা
@Frank_Rijkaard_07 Жыл бұрын
তিন জেলার বাংলা ভাষা না। এখানে তিনটা আলাদা ভাষা দিয়ে গাওয়া হয়েছে। চিটাইঙ্গা, সিলেটি আর বাংলা(খুলনা ডায়লেক্ট) চিটাইঙ্গা আর সিলেটি আলাদা স্বতন্ত্র ভাষা। এগুলা ডায়লেক্ট না।
@ks.gaming352 Жыл бұрын
আসলে এখানে অনেক বইঙ্গাকে(বাংগালিকে < নন সাটগাঁইয়া) দেখলাম যারা সিটাইঙ্গে ভাষার স ও বুঝতে পারে না তারা আবার বলে এটা উপভাষা জানি রাজনৈতিক ইস্যুর কারণেই বলেন যাই বলেন এটা স্বতন্ত্র ভাষা(সিটাইঙ্গে) যা পৃথিবীর স্বতন্ত্র ভাষার মধ্যে ৭৫ তম.. আর বাংগালিদের তথা নোয়াখালী(ফেনী থেকে ওদিকের কোলকাতা বা বঙ্গ যতটুকু আছে তাদেরকে সাটগাঁইয়ারা সিটাং অঞ্চল(সিটাং,,পার্বত্য সিটাং,,কক্সবাজার) বাংলা কতৃক দখল হওয়ার আগে বা এখনো যে নামে বাংগালিদের,,,, সাটগাঁইয়ারা সম্বধন করে তা হলো বইঙ্গা..
@aakashhossain7993 Жыл бұрын
@@Frank_Rijkaard_07 tumi jano na. Dialect egulo.
@Frank_Rijkaard_07 Жыл бұрын
@@aakashhossain7993 তুমি কোথাকার সবজান্তা? আমার ভাষা সম্পর্কে আমি জানি না আর তুমি জেনে বসে আছো? বইঙ্গা ফর এ রিজন! কোন গুহায় বাস করো? ওখানে ইন্টারনেট আছে? থাকলে Chittagonian Language লিখে সার্চ দাও।
@iftekharchow310 Жыл бұрын
@@aakashhossain7993 first u learn properly then comment.
@satyakidebnath3449 Жыл бұрын
গান কাঁটাতার দুমড়ে দেয়। মানুষের পাশে মানুষ পড়ে থাকে৷ হালুগাইট্ট্যে মুড়ির টিন 🇮🇳🇧🇩❤️❤️
@MdAsiful-r9u9 ай бұрын
ধন্যবাদ দাদা আপনাকে। আরাঁর চাটগাঁইয়া মুড়ির টিন গান ❤
@supriyamajumdar4727 Жыл бұрын
কলকাতা থেকে, আমি গত দু’দিন এই গান অগুন্তিবার শুনেছি, বহুজনকে শেয়ার করেছি। বাংলাভাষা যে কত রকম, ভাবা যায় না! ইংরেজিতে লেখাটা পড়ে অর্থ বুঝেছি। কালুরঘাট নামে একটা ব্রীজ আছে জানলাম। চুইঝাল কি জানলাম google ঘেঁটে। মানুষের জীবনকে তুলনা করা হয়েছে এই গানে, সেটা জানলাম, এই গানের প্রস্তুতির ভিডিও দেখে। অন্য ভিডিও দেখে জানলাম মুড়ির টিনের ইতিহাস। 😊😊
@sylotibaha830 Жыл бұрын
সিলটি, রংপুরী এবং চাটগাঁইয়া ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া কোন আঞ্চলিক ভাষা নয়। সিলটি, রংপুরী বা চাটগাঁইয়ারা জাতিগত ভাবে বাঙালী জাতী নয়। তার সব চেয়ে বড় প্রমাণ হলো তাদের ভাষা। যেমন সিলটি ভাষা লিখার জন্য যে বর্ণমালা ব্যবহার করা হয় তার সাথে বাংলা বর্ণমালার কোন সম্পর্ক নেই। যদি সিলটি ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া আঞ্চলিক ভাষা হতো তাহলে একটি আঞ্চলিক ভাষা লিখার জন্য শত শত বছর সেই ভাষা কে নিয়ে চর্চা এবং গবেষণা করে আলাদা বর্ণমালা তৈরী করার করার কোন প্রয়োজন ছিলো না। যেহেতু বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা সেখানে আগে থেকেই ছিলো। সিলটী ভাষা বাংলার কোন আঞ্চলিক ভাষা হলে নিশ্চয়ই সিলটীরা সেটা জানতেন আর শুধু শুধু সিলটী ভাষার মতো একটি আঞ্চলিক ভাষার জন্য অকারণে বর্ণমালা তৈরী করে সময় নষ্ট করতেন না। সিলটী ভাষার ব্যাকরণ, বর্ণমালা এবং শব্দ ভান্ডার সব কিছু বাংলা ভাষার চেয়ে আলাদা। সিলটী ব্যাকরণের সাথে হিন্দি ব্যাকরণের অনেক মিল লক্ষ করা যায়। বাংলা ভাষা থেকে সিলটী ভাষার জন্ম হয়েছে এমন কোন তথ্য আজ পর্যন্ত সিলটী ভাষার কোন পুরোনো পুঁথি বা পান্জিতে লিখিত প্রমাণ পাওয়া যায় নি। বরং সিলটী অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে স্পষ্ট লিখা আছে সিলটী ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং সিলটী বর্ণমালা গুলো কে বিহার অঞ্চলের কাইথি লিপি থেকে অনুকরণ করে সৃষ্টি করা হয়েছিল। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না বা নেই। অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে সিলটী নাগরী লিপি এবং আসামী লিপি দিয়ে বাংলা লিখা হয়েছে কারণ তখনও বাংলা ভাষার জন্য বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয় নি! এতেই প্রমাণ হয় সিলটী ভাষা বাংলা ভাষার চেয়ে অনেক প্রাচীণ একটি ভাষা। সিলটী ভাষায় পুরোনো কিছু পুঁথিতে তারিখ লিখা আছে যা ২ হাজার বছর আগে লিখা হয়েছিলো। গবেষণা করে জানা গেছে পুঁথি গুলো ২ হাজার বছর আগে লিখা হয়েছিল। বাংলা ভাষার বয়স ১ হাজার ৩০০ বছর। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না আর সিলটীরা বাঙালী না। সিলটীরা হলো সিলটী জাতী। নুয়াখাইল্লা,কুমিল্লা,বরিশালি আরো অন্যান্য আঞ্চলিক ভাষা লিখার জন্য কোন আলাদা বর্ণমালা নেই কারণ এই সব গুলোর জন্ম বাংলা ভাষা থেকে।
@saimaaktar6814 Жыл бұрын
চট্টগ্রামে লোকাল বাসগুলো বিভিন্ন নম্বর দিয়ে মার্ক করা। কালুরঘাট থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট যায় যেই বাসগুলো, সেগুলো ১ নম্বর বাস। বাসগুলো আসলেই মুড়ির টিনের মতো!! লক্করঝক্কর, ভাঙাচোরা!!! আমি চট্টগ্রামের মেয়ে নই। বাবার চাকরিসূত্রে জীবনের ২৩ বছর চট্টগ্রামে কাটিয়েছি( এখনো কাটাচ্ছি)☺️
@alham4u Жыл бұрын
This song took you to some digging of knowledge
@prosenjitmojumder1657 Жыл бұрын
এই গানের খুলনার অংশটা খানিকটা বোঝা যাবে সাব-টাইটেল ছাড়া। আর বাকি অংশ গুলা যা চট্টগ্রাম আর সিলেটের লোকাল ডায়লেক্টে গাওয়া সেটা বোঝা কষ্টসাধ্য। **কালুরঘাট একটা জায়গার নাম। ওখানে একটা ব্রিটিশ আমলের লোহার ব্রিজ আছে। সেটাতে আবার পুরানো আমলের রেল লাইনও আছে। ওইটাই কালুরঘাট ব্রিজ।
@simabarua5424 Жыл бұрын
প্রতিদিনকার যাতায়াতের প্রতিছবি গানটায় 😊
@Sandipanpachal Жыл бұрын
আমি কলকাতা থেকে লিখছি। গানটি শুনে আমি মুগ্ধ, আমি আপ্লুত, আমি রোমাঞ্চিত। বাংলা ভাষার আঞ্চলিক রূপ গুলোর মধ্যে যে কত সম্পদ লুকিয়ে আছে তা কে জানে? আরো আরো এরকম জাদুতে সন্মোহিত হবার অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভেচ্ছা রইলো
@mesbaulalam7418 Жыл бұрын
দুঃখীত এখানে চাঁটগাইয়া ও সিলেটি দুইটি পরিপূর্ণ ভাষা বাংলার আঞ্চলিক ভাষা নয়।
@hasanfoyejul5500 Жыл бұрын
@@mesbaulalam7418 ওওও ..........
@muntasirmahmud25 Жыл бұрын
@@abdulgaffar4597-g7h কোনো প্রুভ আছে বাংলায় পেপারওয়ার্ক হতো??? ফার্সিতে হতো
@royaltiger8754 Жыл бұрын
চিটাগাং ভাষার আলাদা বর্ণমালা নাই, সাহিত্য নাই, আলাদা ব্যাকরণ নাই, আদি সংস্করণ নাই (যেমন বাংলার আছে চর্যাপদ)। মধ্যযুগে আরাকান রাজসভার আলাওল পদ্মাবতী রচনা করেছেন বাংলায়। চট্টগ্রামের ইতিহাস, গবেষণা সবই হয়েছে বাংলায়। মুখের কথাই ভাষা নয়, এর লিখিত রূপ গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের ইতিহাসে এই ভাষায় কখনো লেখাপড়া হয়েছে, গবেষণা হয়েছে এমন নজির নাই। মাত্র কয়েক হাজার লোক নিয়েও নতুন ভাষা থাকতে পারে যদি এদের স্বতন্ত্র ইতিহাস থাকে। চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠা হাজার বছর আগে। তখন থেকেই বাংলায় কাজ চলছে। সূর্যসেন, প্রীতিলতা বাঙালি হিসেবে গর্ব করেছেন। এসব বিবেচনায় ভাষাবিদরা বলেছেন চিট্টাগাংগি আঞ্চলিক ভাষা বাংলার একটি উপভাষা মাত্র। পৃথক ভাষা নয়। যাই হোক আমরা চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, রাজশাহী সব আঞ্চলিক ভাষাকেই সমানভাবে ভালবাসি। এগুলো আমাদের গর্ব।
@CokeStudioBangla Жыл бұрын
ধন্যবাদ Coke Studio বাংলার সাথে থাকার জন্যে।
@rofsankhan Жыл бұрын
আহা! আমাদের যশোর খুলনাও আছে দেখি.. সাথে ৫ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহর আর শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে আসতে বাসে চড়ার নস্টালজিয়া. . . সেই ছিল Towfique ভাই ❤️ ধন্যবাদ কোক স্টুডিও বাংলা
@debarshiroy9274 Жыл бұрын
যেমন music arrangement, তেমন গানের সুর, তেমন গানের কথা, তেমন rap, সবমিলিয়ে অসাধারণ।🔥🔥 আর ভাষাটাও দারুণ।
@ovichowdhury3379 Жыл бұрын
একজন চাটগাঁইয়া হিসেবে আজ গর্ববোধ হচ্ছে । coke studio মত এতবড় একটা প্ল্যাটফর্মে নিজের ভাষাটা শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ coke studio বাংলারে আরার মাতৃভাষা গরে বিশ্বদরবারত তুলি ধরিবার লাই। 🖤🖤
@dewantahmid95 Жыл бұрын
Coke studio থেকে অনেক বড় চট্টগ্রাম, ভাই
@coderzakir Жыл бұрын
আমি ফুলতলার বাসিন্দা। ধন্যবাদ আমাদের মুড়িরটিন (লোকার বাস) নিয়ে এত সুন্দর একটা গান পরিবেশনের জন্য। এটা আমাদের খুলনার ঐতিহ্য । আমাদের (যখন স্টুডেন্ট ছিলাম) যাতায়াতের একমাত্র মাধ্যম ছিলো এটা (কম খরচে)। সর্বপরি অসাধারন লেগেছে গানটা।💝💝💝
@raihanshows Жыл бұрын
আমরা ও ফুলতলার
@mknishat4321 Жыл бұрын
আপনি জানেন কি এই গানের ভিডিওটা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কনসার্টে করা হয়েছে 🙂
@buffygaming2470 Жыл бұрын
আমি বাহিরসিগন্যাল এর বাসিন্দা
@srafid2000 Жыл бұрын
@@mknishat4321কুয়েটে শুধু বড় পর্দায় দেখানো হয়েছে, আর কিছু না
@tasnuvashamarukhproma3305 Жыл бұрын
Amr original hometown khulnar fultola..keu okhane akhon keu na thakay aj porjnto kokhon o okhane jawa hoyni..
@arupsaha7098 Жыл бұрын
Coke studio season 2 starts with a BANG!! A song grounded to Bangladesh. Even being a bengali From Tripura (India), couldn't stop myself from being Nostalgic. "murir tin" "bhara des na kere bhai" "afne to bura, afnar fura bhara diten na kere?" these are relatable here as well. Kudos to The entire team and the Drummer bhai from season 1, Tumi shera..tomar energy level ekdom👌
@CokeStudioBangla Жыл бұрын
Thank you for staying with Coca-Cola.
@tamimali320510 ай бұрын
গানটা এক বছর আগে রিলিজ হয়েছে ভাইরাল ছিল অনেকের কাছে শুনেছি কিন্তু প্রবাসে ব্যস্ততার কারণে গানটা শুনতে পারি নাই আজকে গানটা শুনলাম আসলে গানটা প্রেমে পড়ে গেলাম অসাধারণ হয়েছে
@yasminzaman9895 Жыл бұрын
অসাধারণ! বাংলাদেশের সব ভাষার সৌন্দর্য্য নিয়ে অপূর্ব পরিবেশনা! আমি চট্টগ্রামের বলে আমার আরো বেশী ভাল লাগছে। গীতিকার, সুরকার এবং গায়ক -গায়িকাদের সবাই কে অনেক ধন্যবাদ।
@Parikshit_Shubhro Жыл бұрын
I met Shaon Bhai at IFFI, Goa in Nov 2022 and when I said I speak Sylheti at home, he told me they're coming with a Sylheti rap in Season 2. Tokhon thekei anticipate kortesi , ar shei din Murir Tin shune eto moja lagse, likhe ba bole bojhate parbo na 😊. 7.4 million views and counting - sky is the limit for you now: keep rocking Coke Studio Bangla 😊😊❤️
@sylotibaha830 Жыл бұрын
সিলটি, রংপুরী এবং চাটগাঁইয়া ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া কোন আঞ্চলিক ভাষা নয়। সিলটি, রংপুরী বা চাটগাঁইয়ারা জাতিগত ভাবে বাঙালী জাতী নয়। তার সব চেয়ে বড় প্রমাণ হলো তাদের ভাষা। যেমন সিলটি ভাষা লিখার জন্য যে বর্ণমালা ব্যবহার করা হয় তার সাথে বাংলা বর্ণমালার কোন সম্পর্ক নেই। যদি সিলটি ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া আঞ্চলিক ভাষা হতো তাহলে একটি আঞ্চলিক ভাষা লিখার জন্য শত শত বছর সেই ভাষা কে নিয়ে চর্চা এবং গবেষণা করে আলাদা বর্ণমালা তৈরী করার করার কোন প্রয়োজন ছিলো না। যেহেতু বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা সেখানে আগে থেকেই ছিলো। সিলটী ভাষা বাংলার কোন আঞ্চলিক ভাষা হলে নিশ্চয়ই সিলটীরা সেটা জানতেন আর শুধু শুধু সিলটী ভাষার মতো একটি আঞ্চলিক ভাষার জন্য অকারণে বর্ণমালা তৈরী করে সময় নষ্ট করতেন না। সিলটী ভাষার ব্যাকরণ, বর্ণমালা এবং শব্দ ভান্ডার সব কিছু বাংলা ভাষার চেয়ে আলাদা। সিলটী ব্যাকরণের সাথে হিন্দি ব্যাকরণের অনেক মিল লক্ষ করা যায়। বাংলা ভাষা থেকে সিলটী ভাষার জন্ম হয়েছে এমন কোন তথ্য আজ পর্যন্ত সিলটী ভাষার কোন পুরোনো পুঁথি বা পান্জিতে লিখিত প্রমাণ পাওয়া যায় নি। বরং সিলটী অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে স্পষ্ট লিখা আছে সিলটী ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং সিলটী বর্ণমালা গুলো কে বিহার অঞ্চলের কাইথি লিপি থেকে অনুকরণ করে সৃষ্টি করা হয়েছিল। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না বা নেই। অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে সিলটী নাগরী লিপি এবং আসামী লিপি দিয়ে বাংলা লিখা হয়েছে কারণ তখনও বাংলা ভাষার জন্য বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয় নি! এতেই প্রমাণ হয় সিলটী ভাষা বাংলা ভাষার চেয়ে অনেক প্রাচীণ একটি ভাষা। সিলটী ভাষায় পুরোনো কিছু পুঁথিতে তারিখ লিখা আছে যা ২ হাজার বছর আগে লিখা হয়েছিলো। গবেষণা করে জানা গেছে পুঁথি গুলো ২ হাজার বছর আগে লিখা হয়েছিল। বাংলা ভাষার বয়স ১ হাজার ৩০০ বছর। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না আর সিলটীরা বাঙালী না। সিলটীরা হলো সিলটী জাতী। নুয়াখাইল্লা,কুমিল্লা,বরিশালি আরো অন্যান্য আঞ্চলিক ভাষা লিখার জন্য কোন আলাদা বর্ণমালা নেই কারণ এই সব গুলোর জন্ম বাংলা ভাষা থেকে।
@Jalalgm Жыл бұрын
অসাধারণ! ❤️🎵🎶🎼🎙️🎸🎷🎺🥁 শুধু গান নয়, যেন একটা পরিপূর্ণ শিল্প। কী নেই এই গানে? বাংলার আঞ্চলিক ভাষায় বৈচিত্র্য, গানের কথা সুর আর ছন্দ, আহ্! এবং সর্বোপরি মুড়ির টিন নামক সেই ঐতিহ্যবাহী গণপরিবহনের যেন এক সচিত্র বিবরন। সব মিলিয়ে একটা প্যাকেজ। কোক স্টুডিও বাংলা একের পর এক চমক দিয়েই যাচ্ছে। এবারেরটা সেরা। রিলিজ হবার পর তিনদিন ধরে টানা শুনছি। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
@rezaulkarim4114 Жыл бұрын
Really well done & outstanding performance
@kausersultana252111 ай бұрын
আহা, নিজের দেশ চট্টগ্রামের গান শুনে মন ভরে গেলো। কতো হাসলাম। স্মৃতি ফিরিয়ে দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। 🥰
@showmittrachowdhury3439 Жыл бұрын
নিজের জন্মস্থান বোয়ালখালী থেকে কয়েকশো কিলোমিটার দূরে জগন্নাথ হলে বসে এই গান শুনছি। আর ইমাজিনেশনে কালুরঘাটের ১/২ নাম্বার গাড়ির অতীতের দৃশ্যগুলো চোখে ভাসতেসে। অনেক ধন্যবাদ বোয়ালখালী/পটিয়াবাসীর দৈনন্দিন ব্যাপারটাকে এভাবে গানের মাধ্যমে তুলে ধরার জন্য।❤️❤️
@dhrubadas2344 Жыл бұрын
আরেক বোয়ালখাইল্যা ভাই🫡
@riadnajmul7509 Жыл бұрын
বোত দুরুত্তুন হালুঘাইট্টে বাস অর ফিল লইরদি🔥
@durjoybarua5341 Жыл бұрын
২ নম্বর। 😁
@sultankaykobadchowdhury8675 Жыл бұрын
Obai shera lager , F Rahman hall ot boiyere uniddi!
@OmarFaruk-dn1pn Жыл бұрын
ভাই 1 নাম্বার বাস।
@tareqimon Жыл бұрын
বাহ! অসাধারণ। আমাদের চট্টগ্রামের ভাষাকে কোনোধরনের বিকৃত না করে একেবারে যথাযথ উচ্চারণ দিয়ে এই গানটি গাওয়া হয়েছে। খুব ভালো লাগল।
@yousufmeah192 Жыл бұрын
ব্যাপারটা ভালো লাগসে, অন্তত ভাষাটা পারফেক্ট ছিল। অন্যান্য কাজগুলোর মতন মিক্সড করে দেয়নি
@DesiTravellerWorldwide Жыл бұрын
আর আমাদের সিলেটী একটা সিলেটী ভাষারে র্যাপ করার নামে মায়েরে বাপ করে ফেলছে৷
@anayetali4192 Жыл бұрын
বাংলায় অনুবাদ করে দেন চট্টগ্রাম এর অংশটুকু
@jobairwp3870 Жыл бұрын
@@anayetali4192 subtitle diche tw dekhen
@aniquasharmily9089 Жыл бұрын
Yujj.. Iai
@priyadey9269 Жыл бұрын
Love that Line...🥰🥰🥰 "বদ্দারআট_চকবাজার_আন্দরকিল্লা_নিউমার্কেট" যখন গান টা শুনছিলাম... whole time I feel like I was riding a local Bus of Chittagong 🥰
@nimen199417 күн бұрын
সত্যি এই গান টা শুনে তখন কার দিনে কথা মনে পড়ে যায়।কারণ আমার মামার বাড়ি হচ্ছে কালুরঘাট,আর আমি ৬-৭ বছর হবে তখন এ,এল খান উচ্চ বিদ্যালয় পড়ালেখা করতাম।আর মাঝে মাঝে তখন মাসি দের সাথে চকবাজার যাওয়া হতো,,তখন কথা গুলা শুনতে পায়তাম।❤️❤️চিটাগং ❤️❤️
@RiadHasan Жыл бұрын
The love we have received for this song has been nothing short of overwhelming. I am humbled and very grateful to every single one of you. Thank you so much for listening and loving Murir Tin. Your support means the world to all of us. এই গানের জন্য যে ভালবাসা আমরা পাচ্ছি তা সত্যি অতুলনীয়! সকলের প্রতি ভালবাসা এবং কৃতজ্ঞতা ❤️
@naimhasan4148 Жыл бұрын
exccellent start of coke studio season 2, thanks to all 3 of you. আরুগগো চিটাইংগে গান অইলি সেরা অইবু রিয়াদ ভাই।
@jummanuddin63 Жыл бұрын
You guys are gems ❤❤
@abdullahalmamun6951 Жыл бұрын
Mesmerizing performance!
@fariharahman4385 Жыл бұрын
You have such a beautiful voice 😍
@RiadHasan Жыл бұрын
@@abdullahalmamun6951 Thank you :)
@MizanurRahman-ki5le Жыл бұрын
চট্টগ্রাম, সিলেট, খুলনা। অসাধারণ পরিবেশনা। গান থেকে শুরু করে প্রত্যেক কিছু দারুণভাবে প্রশংসা করার মতো। চাটগাঁর মানুষ হিসেবে দারুণ উপভোগ করেছি। তিন জেলার তিন গায়ক তাদের সেরাটাই দিয়েছেন।
@fahimmostafa42 Жыл бұрын
love from chittagong cant thank you enough for reviving the heritage filled language to the country once again
@surajitdas7695 Жыл бұрын
Isn't this Sylheti?
@fahimmostafa42 Жыл бұрын
@@surajitdas7695 HUH? it's made on 3 languages but the main lyrics is chittagonian there's sylheti rap part tho
@fahadhossain4645 Жыл бұрын
hey brother, same dp❤
@fahadhossain4645 Жыл бұрын
@@fahimmostafa42❤
@fahimmostafa42 Жыл бұрын
@@fahadhossain4645 hey ...yeah..jinx man
@sadiafatemamoula5121 Жыл бұрын
অজানা, না বুঝা ভাষার মধ্যে হঠাৎ খুলনার পরিচিত ভাষাটা শুনে, ইমোশনাল হয়ে যাচ্ছি। গ্রেট ওয়ার্ক কোক স্টুডিও বাংলা! আরও চাই এমন! সুদূর জার্মান ডুসেলডর্ফ থেকে শুনছি। বছরের পর বছর দেশ, মা, বাবা, ভাষা থেকে দূরে থাকা আমাদের মধ্যে এই গানটা কি যে একটা ইমোশন তৈরি করলো, শব্দে বুঝাতে পারব না।
@asiffaruki7097 Жыл бұрын
@@imranhossain4662 lol 😂😂
@MdNoman-qj9wn Жыл бұрын
সিলেটের ভাষা।
@mdyasinshakib7795 Жыл бұрын
Well sey💖
@FoodFantasywithArafat Жыл бұрын
এইটাকে বলে দেশকে রিপ্রেজেন্ট, যেখানে একসাথে বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, , সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধন 🥰 ক্রিন থেকে চোখ সরানো অসম্ভব। প্রত্যেকের পার্ফমেন্স, কনফিডেন্স অন্য লেভেলের। গানের ইতিহাসে এ এক অনবদ্য সৃষ্টি 😍
@tri2222b Жыл бұрын
@arif3499dude! Bhasa temn alada nh, banglai kintu chittagongian dialect. Chittagongian and sylheti are considered as Bengali.
@tinkusutradhar5370 Жыл бұрын
আমার জন্মস্থান মৌলভীবাজার, চাকরী করছি ১৮ বছর চট্টগ্রাম, মামার বাড়ি বাগেরহাট। সব কিছু পেলাম একসাথে, অসাধারণ সৃষ্টি cook studio. এর যাহা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য,আঞ্চলিকতা বহিঃপ্রকাশ। ধন্যবাদ cook studio কে ❤❤❤❤❤❤
@borhanuddinahmedfaruky6704 Жыл бұрын
এই মুড়ির টিন এ করে যারা স্কুল কলেজে আইতো তাদের এ গানটা যেন এক প্রকার স্মৃতি রমন্থন। ধন্যবাদ, এত সুন্দর পরিবেশনা জন্যে
@tarikurrahman343427 күн бұрын
বাড়ি বোয়ালখালি, ছোটবেলা থেকে এই কালুরঘাট এর ব্রিজ দিয়ে বাড়ি যাওয়া। গানের প্রতিটি লাইন ই কি সুন্দর। অস্ট্রেলিয়াতে🇦🇮বসে কাজের ফাকে গানটি শোনা। অমৃত।
@mdimranalislam2704 Жыл бұрын
এই গান টি রেকর্ড করেছে.... বাংলা গানের ভিতর সব চেয়ে কম সময়ে মিলিয়ন পার করেছে..... এটা অনেক বড় পাওয়া... ধন্যবাদ কোক স্টুডিও কে, ভাষার মাসে এত অসাধারণ একটা গান উপহার দেবার জন্য.....
@oceansky8347 Жыл бұрын
আমরা চাটগাঁ বাসীরা অজস্রবার শেয়ার দিচ্ছি গানটা
@borhan3608 Жыл бұрын
এইটা বাংলা নাহ, এটা চাটগা ভাষা। 😂😂
@Frank_Rijkaard_07 Жыл бұрын
এটা চাটগাঁইয়া গান! বাংলা খালি লাস্টে দুই চার লাইন আছে।
@durlov2343 Жыл бұрын
@@borhan3608 areh bhai eita Bangladesh der der music toh tai na?? Shey toh bolse je record er kotha 😒 Huddai triggered houwar toh kisui nai 😂 Bangla diya shey oita bujhaise Comment section e dekhtasi public ritimoro maramari lagaiya dise ei bepar ta niya 🥴
@shuhrahjahin4746 Жыл бұрын
চাটগাঁইয়া, সিলেটি আর খুলনার ভাষায় এমন একটা গান খুব চমৎকার ভাবে মিলে গেছে। বাংলার আঞ্চলিক ভাষা গুলো প্রত্যেক এর কাছে আবেগের। এরকম গান গুলোর মাধ্যমে ভালোবাসা ছড়াক সবার মধ্যে ❤️
@tashirikram3206 Жыл бұрын
চিটাইঙ্গা আর সিলেটি আলাদা ভাষা। এগুলা বাংলার আঞ্চলিক না। এখানে শুধু খুলনার টা বাংলার আঞ্চলিক।
@tawseeftaher9109 Жыл бұрын
@@tashirikram3206 hae
@afzzarif Жыл бұрын
@@tashirikram3206 na ...aigula ancholik bhasha ... specifically sylhet r ta pure ancholik
@shuhrahjahin4746 Жыл бұрын
@@tashirikram3206 এগুলা আঞ্চলিক ভাষা তবে স্বতন্ত্র ধরা হয়।
@tashirikram3206 Жыл бұрын
@@shuhrahjahin4746 একই ভাবে বাংলাও ইন্ডিয়ার বঙ্গ অঞ্চলের আঞ্চলিক ভাষা।
@AmitDas-oi5qz Жыл бұрын
অনেক অনেক অপেক্ষায় ছিলাম সিজন -২ এর,শুরুটা চট্টগ্রাম এর গান দিয়ে শুরু হলো, চট্টগ্রাম এর মানুষ হিসেবে এটা ভাবতেই দারুণ লাগছে। আর গানটা নিজের সাথে এতটাই রিলেইটেবল হলো যে কি বলবো!!! আমার বাসা কালুরঘাট, আর এই মুড়ির টিনে করেই রেগুলার বহদ্দারহাট হয়ে চকবাজার যাই❤️ দারুণ 👏
@CokeStudioBangla Жыл бұрын
ধন্যবাদ Coke Studio বাংলার সাথে থাকার জন্যে।
@mahmudhasansami298 Жыл бұрын
hometown sylhet..primary scl life in khulna...highschool life in chittagong....college life is running in sylhet.....this song is perfect for me
@Tafsi368827 ай бұрын
Love from Sylhet.
@mahmudhasansami2987 ай бұрын
@@Tafsi36882 thank u..
@ShuvenduDasShuvo Жыл бұрын
I am overwhelmed with joy that you guys loved the song so much. Thank you for supporting us and for the lovely comments. lots of love.
@sakibjamildipu7307 Жыл бұрын
You just rocked it, dada. Nothing can be better than this in this month of language.
@sunnojibon5353 Жыл бұрын
Nice composition Dada...pronam roilo
@TowfiqueRajotto Жыл бұрын
ভালোবাসা দাদাভাই
@ShuvenduDasShuvo Жыл бұрын
@@TowfiqueRajotto ❤❤ভালোবাসা ভাই
@FarhadMasum Жыл бұрын
শুভ দা, প্লিজ একটা মিউজিক ভিডিও বানান। চকবাজার, আন্দরকিল্লা, নিউ মার্কেট, বহদ্দারহাট দেখান। ডাইনে প্লাস্টিক, চাচার হুক্কুর হুক্কুর কাশি দেখান, লেডিস সিট থেকে জেন্টসকে উঠে যেতে বলতে দেখান। পিছনে খালি রেখে সামনে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখান।
@saidrahman9618 Жыл бұрын
চাটগাঁ ইয়া ভাষায় অনেক গান নাটক হলেও সেখানে চাটগাঁ ভাষার ক্লাসিক রুপটা থাকে না। অসম্ভব ভালো লাগল। চাটগাঁইয়া ভাষার এত সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য শিল্পী,কলাকুশলী, লেখক সবাইকে অসংখ্য ধন্যবাদ।
@prantoprotik8787 Жыл бұрын
এক কথায় অসাধারণ .........আমি গত ২১ বছর ধরে খুলনার বাসিন্দা....খুলনা-যশোর এর আঞ্চলিক ভাষাও গানটিতে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে,,,খুব ভালো লেগেছে.....দারুণ মিউজিক কম্পোজিশন ভাইয়ারা.....আপনাদের ফ্যান হয়ে গেলাম....এরকম সুন্দর সুন্দর আরও গান আমাদের উপহার দিবেন আশা রাখবো !!! 😻😻😻
@বোহেমিয়ান-র১য Жыл бұрын
' মুড়ির টিন ' বাংলাদেশের লোকাল বাসের নিত্যদিনের গল্পগুলো। খুব সুনিপুণভাবে তুলে আনার জন্য ধন্যবাদ। অসাধারণ 💟
@TamzidOronno Жыл бұрын
The most interesting thing to me is Mithun Charka's role: roaming around as a conductor, spitting some words, then again getting back to percussions. Wonderful!
@CokeStudioBangla Жыл бұрын
Thanks for staying with Coke Stuido Bangla
@rabiafaisal7516 Жыл бұрын
Amazing loved the previous season, although I don't understand bangla but the songs are just love...., 💕,🇵🇰
@prithiby25tamannasharmin55 Жыл бұрын
He is really cool
@sagnikadas18548 ай бұрын
You guys have created one masterpiece by representing our culture. The most average lifestyle has been represented in the most lively manner. Excellent work and thanks for representing our lives through your art. Thank you.
@BHmusic426 Жыл бұрын
বাঙালি জাতিকে বিশ্বের কাছে পরিচয়ের অন্যতম মাধ্যম এই ভাষা। আঞ্চলিক ভাষায় মুরির টিন সত্যিই অনবদ্য। গানের মাধ্যমে ভাষাকে এত সুন্দর ভাবে উপস্থাপনের জন্য অনেক ধন্যবাদ "কোক স্টুডিও বাংলা" কে। ❤️
@sylotibaha830 Жыл бұрын
সিলটি, রংপুরী এবং চাটগাঁইয়া ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া কোন আঞ্চলিক ভাষা নয়। সিলটি, রংপুরী বা চাটগাঁইয়ারা জাতিগত ভাবে বাঙালী জাতী নয়। তার সব চেয়ে বড় প্রমাণ হলো তাদের ভাষা। যেমন সিলটি ভাষা লিখার জন্য যে বর্ণমালা ব্যবহার করা হয় তার সাথে বাংলা বর্ণমালার কোন সম্পর্ক নেই। যদি সিলটি ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া আঞ্চলিক ভাষা হতো তাহলে একটি আঞ্চলিক ভাষা লিখার জন্য শত শত বছর সেই ভাষা কে নিয়ে চর্চা এবং গবেষণা করে আলাদা বর্ণমালা তৈরী করার করার কোন প্রয়োজন ছিলো না। যেহেতু বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা সেখানে আগে থেকেই ছিলো। সিলটী ভাষা বাংলার কোন আঞ্চলিক ভাষা হলে নিশ্চয়ই সিলটীরা সেটা জানতেন আর শুধু শুধু সিলটী ভাষার মতো একটি আঞ্চলিক ভাষার জন্য অকারণে বর্ণমালা তৈরী করে সময় নষ্ট করতেন না। সিলটী ভাষার ব্যাকরণ, বর্ণমালা এবং শব্দ ভান্ডার সব কিছু বাংলা ভাষার চেয়ে আলাদা। সিলটী ব্যাকরণের সাথে হিন্দি ব্যাকরণের অনেক মিল লক্ষ করা যায়। বাংলা ভাষা থেকে সিলটী ভাষার জন্ম হয়েছে এমন কোন তথ্য আজ পর্যন্ত সিলটী ভাষার কোন পুরোনো পুঁথি বা পান্জিতে লিখিত প্রমাণ পাওয়া যায় নি। বরং সিলটী অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে স্পষ্ট লিখা আছে সিলটী ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং সিলটী বর্ণমালা গুলো কে বিহার অঞ্চলের কাইথি লিপি থেকে অনুকরণ করে সৃষ্টি করা হয়েছিল। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না বা নেই। অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে সিলটী নাগরী লিপি এবং আসামী লিপি দিয়ে বাংলা লিখা হয়েছে কারণ তখনও বাংলা ভাষার জন্য বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয় নি! এতেই প্রমাণ হয় সিলটী ভাষা বাংলা ভাষার চেয়ে অনেক প্রাচীণ একটি ভাষা। সিলটী ভাষায় পুরোনো কিছু পুঁথিতে তারিখ লিখা আছে যা ২ হাজার বছর আগে লিখা হয়েছিলো। গবেষণা করে জানা গেছে পুঁথি গুলো ২ হাজার বছর আগে লিখা হয়েছিল। বাংলা ভাষার বয়স ১ হাজার ৩০০ বছর। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না আর সিলটীরা বাঙালী না। সিলটীরা হলো সিলটী জাতী। নুয়াখাইল্লা,কুমিল্লা,বরিশালি আরো অন্যান্য আঞ্চলিক ভাষা লিখার জন্য কোন আলাদা বর্ণমালা নেই কারণ এই সব গুলোর জন্ম বাংলা ভাষা থেকে।
@allaboutblackscreen2825 Жыл бұрын
Chittagong (My home district), Sylhet (My in-law's house), Khulna (My University life). What better a person can expect from Coke Studio Bangla more than this. Total nostalgia
সত্যি এই গানটার মধ্যে জাদু আছে প্রথমে ভাবছিলাম মুড়ির টিম কেমন হবে গানটা পরে দেখি না এত মনে হয় মুড়ির টিনের ভেতরে স্বর্ণের খনি। ধন্যবাদ দেই কোক স্টুডিওতে এত সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য।
@BANDITGIRL Жыл бұрын
Obsessed with this classic masterpiece man. Local languages expresses the words of hearts, no deceptions
@gangchiladvertising9581 Жыл бұрын
কোনো এক সময় এই মুড়ির টিনই ছিল যাতায়াতের এক মাত্র ভরসা। আজ অনেক বছর পর আবার এই শব্দটি শুনলাম। যেন ছোট্টবেলা আবার ফিরে এলো। গানের মধ্যেই বেঁচে থাকা মুড়ির টিন 💟 ভাষার মাসে এক অপরূপ সুন্দর উপহার 👏
@mdbelal7881 Жыл бұрын
3 জেলার কে একত্রে করার জন্য একটা গান ❤️❤️সাথে আমাদের পল্লব ভাইয়ের কন্ঠে সিলেটি ভয়েস অস্তির ❤️❤️ Love from Sylhet ❤️❤️❤️
@CokeStudioBangla Жыл бұрын
ধন্যবাদ Coke Studio বাংলার সাথে থাকার জন্যে।
@robiulislamshakil4399 Жыл бұрын
সিলেটী ভাষা কিতা খালি সিলেট জেলায়ই কথা কয়? জেলা ভাগ হইছিল কোন সময় খবর আছে?১৯৮০/৮৩ এই রকম সালে এর আগে বৃহৎ সিলেট আসিলো এখন ভাগ করার সময় যদি ধরো জকিগঞ্জ অন্য জেলায় পরি যায় তে কিতা ইটা সিলেটের বাহির হই যায় নি? ইতিহাস জানিয়া কথা কইয়ো
@luciddream6983 Жыл бұрын
*আমি ভারতীয় কিন্তু বাংলাদেশের আঞ্চলিক ভাষা গুলো বুঝি। এখানে প্রথমে চিটাইঙ্গা তারপর সিলেটি এবং তারপর অবিভক্ত যশোর জেলার কথ্য ভাষার ব্যাবহার হয়েছে।* ❤❤❤❤❤❤
@tasninkeya4674 Жыл бұрын
Indian o Chittagong ar kotha buja... Eta jene tw khub valo laglo... Normally Bangladesh ar onno jaigar manush ra chottogram ar kotha buja na... Ar apni Indian hoia o bujan... Wow 😊
@luciddream6983 Жыл бұрын
@@tasninkeya4674 আরে দাদা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও অনেক উপভাষা আছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে কঠিন উপভাষা গুলোর মধ্যে সূর্যপুরী, মেদিনীপুরী, সুন্দরবনী অন্যতম। যেগুলো অন্য বাঙালিরা বুঝতে পারে না।
@swapnildas5978 Жыл бұрын
তারপর খুলনার কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে। খুলনা আর যশোরের বাংলা এক্সেন্ট সেম না!
@luciddream6983 Жыл бұрын
@@swapnildas5978 যশোর রাজ্যের ইতিহাস খুঁজে দেখো। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ ও পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24পরগনা নিয়ে যশোর রাজ্য ছিল। তাই এই জেলাগুলোর কথ্য ভাষায় অনেক মিল আছে।
@mohammadkhurshed468710 ай бұрын
চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বুঝেন শুনে খুবই ভাল লাগছে। ধন্যবাদ ভাই আপনাকে।
@sajedurrahmansajjad5270 Жыл бұрын
ভাষার যে স্বাদ! গানটা শুনলেও মনে একটা আনন্দ কাজ করে। আহ্ বাংলা ভাষার সুন্দর্য! ধন্যবাদ কুক স্টুডিও বাংলা।
@mdjoyrahamanmondal9061 Жыл бұрын
অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ থেকে 🇮🇳 ❤
@noobx.gaming Жыл бұрын
Share this Bangladeshi song with your friends. ❤️
@Rakibul_Hasan9 Жыл бұрын
খুবই অসাধারণ! অসংখ্য ধন্যবাদ কোক স্টুডিই বাংলাকে।এই ভাষার মাসে এত সুন্দর একটি আঞ্চলিক গান উপহার দেওয়ার জন্য। বেঁচে থাকুক বাংলা ভাষা চিরকাল। বেচেঁ থাকুক বাংলার বৈচিত্র্যময় ঐতিহ্য।
@submarine4934 Жыл бұрын
গানের ভাষা,লিরিক, সুর,রং,বৈচিত্রে এক কথায় অসাধারণ পরিবেশনা। কোক স্টুডিও বাংলাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা গান উপহার দেয়ার জন্য,অপেক্ষায় আছি এমন আরো নতুন নতুন মাস্টারপিস দেখার জন্য❤️❤️❤️
@shihab0167 Жыл бұрын
Macarena by Los Del Rio - ... Copy ,
@Md._Ruhul-Amin Жыл бұрын
Shout out to this drummer who is acting as a cheerleader of this fantastic team. Seriously, for me his performance is acting as the click to open screen in-front of me to revisit my memories. 😊 What a piece of art! Thanks to all for the hard work.👏 👏
@jatra-pothe Жыл бұрын
গানের শেষে লেখা ছিল, CocaCola 'Real Magic'. তখন মাথা নেড়ে বললাম, আসলেই ম্যাজিক..... অসাধারণ....😍😍 লোকাল বাসের বাস্তব চিত্র তাও আবার খাঁটি মাতৃভাষা বাংলার আঞ্চলিক ভাষায় শ্রুতিমধুর উপস্থাপনা। ধন্যবাদ। গায়কদের ও সাথে স্ক্রিনে দেখা যাচ্ছে প্রত্যেককে ও পিছনের পুরো টিমকেও ধন্যবাদ।💐💐
@CokeStudioBangla Жыл бұрын
ধন্যবাদ Coke Studio বাংলার সাথে থাকার জন্যে।
@পুরন্দরভাট Жыл бұрын
সিলেটি, চাটগাঁইয়া ও খুলনার মতো বাংলার বিভিন্ন ডায়লেক্টের গান আরও বেশি বেশি করে এই ভাষার মাসে গাওয়া হোক। আমরা প্রমিত বাংলা নিয়েই মেতে থাকি,কিন্তু বাংলার আঞ্চলিক ডায়লেক্টগুলোর সমৃদ্ধতার পরিচয় করানোর দরকার আছে বিশ্ব বাঙালির কাছে।
@AbhishekMitra Жыл бұрын
I am a Bengali, from Kolkata. But I didn't understand the dialect at all. But the song is Pure Magic... I replayed over and over to feel the magic, and yes subtitles helped :) Love from West Bengal, India.
@rafiarman5416 Жыл бұрын
This is all about the local bus services and our day to day experiences from different regions...too relatable for us 😅
@@mdshafiqurrahman5509 Onek dhonnyobad ❤Nijer matri bhasa aj aro ekbar gorbo hocche 😍
@md.moktadirulislam8752 Жыл бұрын
I'm Bangladeshi. Still i don’t understand chatgaiya language. It’s very different and unique.
@ckdas39047 ай бұрын
সিলেটে ৬ বছর থাকার পর, সিলেটি ভাষার প্রেমে এতোটাই পড়ে গেছি যে, আমার নিজের আঞ্চলিক ভাষায় গানটা শুরু হলেও যখন সিলেটি র্যাপ শুরু হয়েছে তখন আরও বেশি আপন মনে হচ্ছে। অনেক অনেক ভালোবাসা সিলেট, চট্টগ্রাম ও সমগ্র বাংলাদেশ। ❤
@ar46617 ай бұрын
সিলেট কোথায় থাকেন?
@ckdas39047 ай бұрын
@@ar4661 ক্লীভডন চা বাগান, কুলাউড়া
@ckdas39047 ай бұрын
@@ar4661 কুলাউড়া
@sharminakthar45104 ай бұрын
আমার বাসা সিলেট,, আমি সিলেটি🌸
@ckdas39044 ай бұрын
@@ar4661 ছিলাম, এখন আর নাই
@HenryRoy-o8e Жыл бұрын
বাংলা ভাষা যে কত সমৃদ্ধ তা সবাই জানে না। সারা পৃথিবীতে আমাদের ভাষার মাধুর্য্য ছড়িয়ে যাক। যারা এই অসাধারণ গানটি উপহার দিয়েছেন তাদের ধন্যবাদ ... আরো আঞ্চলিক গান চাই ..
@Jesus_Saves_Believers Жыл бұрын
আপনি কি জানেন যে ঈশ্বর আপনাকে ভালবাসেন? যীশু খ্রীষ্ট ঈশ্বরের পুত্র এবং ঈশ্বর। যীশু আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন, কবর দেওয়া হয়েছিল এবং আবার পুনরুত্থিত হয়েছিল তাই যারা এই সুসংবাদটি বিশ্বাস করে তারা অনন্ত জীবন পাবে। প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস করুন এবং আপনি সংরক্ষিত হবে. জন 3:36
@ejaankajol9785 Жыл бұрын
আমাদের আঞ্চলিক ভাষার উপরে নির্মিত এই যাবৎকালের সেরা গান। আমি এই গান শুনে মুগ্ধ,অভিভূত। কোক স্টুডিও কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই অসাধারণ সৃষ্টি কর্মের জন্য। আমি গর্বিত চট্টগ্রামের মানুষ হিসেবে, কালুরঘাটের মুড়ির টিনের(বাসের) সে সময়ের যাত্রী হিসেবে এই গানের সাক্ষী হতে পেরে। এই গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।
@tashirikram3206 Жыл бұрын
তুই ভইঙ্গে
@jebadr4345 Жыл бұрын
আমার বাড়ি সিলেট, এই গানটা পুরো বাংলাদেশকে এক করে দিলো...এটাই আমাদের সংস্কৃতি... ভাষার মাসে এই গানটা পুরো জমিয়ে দিলো...এই সুন্দর ভাষার জন্য শহীদ হয়েছেন আমাদের বীররা...এমন ভাষার জন্য হাজার বার প্রাণ দিতে প্রস্তুত, কেননা আমি বাঙালী🇧🇩
@sylotibaha830 Жыл бұрын
সিলটি, রংপুরী এবং চাটগাঁইয়া ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া কোন আঞ্চলিক ভাষা নয়। সিলটি, রংপুরী বা চাটগাঁইয়ারা জাতিগত ভাবে বাঙালী জাতী নয়। তার সব চেয়ে বড় প্রমাণ হলো তাদের ভাষা। যেমন সিলটি ভাষা লিখার জন্য যে বর্ণমালা ব্যবহার করা হয় তার সাথে বাংলা বর্ণমালার কোন সম্পর্ক নেই। যদি সিলটি ভাষা, বাংলা ভাষা থেকে জন্ম নেওয়া আঞ্চলিক ভাষা হতো তাহলে একটি আঞ্চলিক ভাষা লিখার জন্য শত শত বছর সেই ভাষা কে নিয়ে চর্চা এবং গবেষণা করে আলাদা বর্ণমালা তৈরী করার করার কোন প্রয়োজন ছিলো না। যেহেতু বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা সেখানে আগে থেকেই ছিলো। সিলটী ভাষা বাংলার কোন আঞ্চলিক ভাষা হলে নিশ্চয়ই সিলটীরা সেটা জানতেন আর শুধু শুধু সিলটী ভাষার মতো একটি আঞ্চলিক ভাষার জন্য অকারণে বর্ণমালা তৈরী করে সময় নষ্ট করতেন না। সিলটী ভাষার ব্যাকরণ, বর্ণমালা এবং শব্দ ভান্ডার সব কিছু বাংলা ভাষার চেয়ে আলাদা। সিলটী ব্যাকরণের সাথে হিন্দি ব্যাকরণের অনেক মিল লক্ষ করা যায়। বাংলা ভাষা থেকে সিলটী ভাষার জন্ম হয়েছে এমন কোন তথ্য আজ পর্যন্ত সিলটী ভাষার কোন পুরোনো পুঁথি বা পান্জিতে লিখিত প্রমাণ পাওয়া যায় নি। বরং সিলটী অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে স্পষ্ট লিখা আছে সিলটী ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং সিলটী বর্ণমালা গুলো কে বিহার অঞ্চলের কাইথি লিপি থেকে অনুকরণ করে সৃষ্টি করা হয়েছিল। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না বা নেই। অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে সিলটী নাগরী লিপি এবং আসামী লিপি দিয়ে বাংলা লিখা হয়েছে কারণ তখনও বাংলা ভাষার জন্য বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয় নি! এতেই প্রমাণ হয় সিলটী ভাষা বাংলা ভাষার চেয়ে অনেক প্রাচীণ একটি ভাষা। সিলটী ভাষায় পুরোনো কিছু পুঁথিতে তারিখ লিখা আছে যা ২ হাজার বছর আগে লিখা হয়েছিলো। গবেষণা করে জানা গেছে পুঁথি গুলো ২ হাজার বছর আগে লিখা হয়েছিল। বাংলা ভাষার বয়স ১ হাজার ৩০০ বছর। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না আর সিলটীরা বাঙালী না। সিলটীরা হলো সিলটী জাতী। নুয়াখাইল্লা,কুমিল্লা,বরিশালি আরো অন্যান্য আঞ্চলিক ভাষা লিখার জন্য কোন আলাদা বর্ণমালা নেই কারণ এই সব গুলোর জন্ম বাংলা ভাষা থেকে।
@rapperbion Жыл бұрын
watch now my music video i hope you enjoy my song : kzbin.info/www/bejne/equ8hnisa7FoqKc
@docpool1 Жыл бұрын
Bai gaan er kicui to buji na
@raqibulhasan4351 Жыл бұрын
@@docpool1 কিছু বুঝা যায় কিছু বুঝতে কষ্ট হয়..এতটা ও কঠিন নয়
@ismailctg Жыл бұрын
@@raqibulhasan4351 Gv
@anirbanganguly6678 Жыл бұрын
Entertaining 👍, খুব ভালো লাগলো।। বৈচিত্র্যময় বাংলা ভাষা, ভালোবাসা রইলো ভারত থেকে 🇮🇳...
@bdsanchannel9856 Жыл бұрын
আমাদের বাংলাদেশের ভাষা এতো সুন্দর এবং মধুর কেন?😍😍😍😍😍😍😍
@konyctg Жыл бұрын
I’m amazed……perfect Chittagonian language…..mone hochche puro Chittagong er culture tai jeno chokher shamne dekhte pachchi….gaan ta shune puroi nostalgic hoye porechi….A big thank you to the whole team of this fantastic song😮❤️❤️❤️
@Network516 Жыл бұрын
You know, I am utterly proud of you guys because when entire Bangladeshi songs are geared towards Bollywood and then you have really proved that Bengalis are really talented individuals, keep adding different instruments like, darbuka, zurna, baglama etc. I will keep watching you guys for more creativity. PROUD OF YOU.
@amithalder8469 Жыл бұрын
অনবদ্য!! গানটার মধ্যে একদিকে যেমন ঝরনার উচ্ছ্বলতা আছে তেমনি আছে প্রাণের হিল্লোল... এই দুটোই একসাথে গানটাকে প্রাণোচ্ছ্বাসে ভরপুর করে তুলেছে।
@sanjidasharmin5694 Жыл бұрын
তোফিক এর fan ১০ বছর আগে থেকেই ছিলাম , এখনো আছি। আজকে নিজের অঞ্চলের ভাষার গান coke studio থেকে পেয়ে অসম্ভব ভালো লাগছে সাথে গান টা বেশ বেশ ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ভালা থাইক্কু বেকে।
@marufsentire3807 Жыл бұрын
- অসম্ভব সুন্দর হইছে। প্রথমেই চট্রগ্রাম,সিলেট এবং খুলনা অঞ্চলের সবাইকে অভিনন্দন। কারণ আপনাদের ভাষায় স্বতন্ত্রতা রয়েছে বলেই কোক স্টুডিও এতো সুন্দর একটি গান উপহার দিতে পেরেছে। ধন্যবাদ কোক স্টুডিওকে এই জন্য যে তারা বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলোকে তুলে ধরছেন আধুনিকতার মিশেলে।🧡
@iftekharchow310 Жыл бұрын
Ekane kuno ancholik bhasa nei Tinta different language Bengali sylhethi and chatgaiya
@md.mrn6111 Жыл бұрын
এই গান চাঁটগাইয়া ভাষায় লেখা। বাংলা বা কোন ভাষার আঞ্চলিক ভাষায় না।
@abusalehmohammadsultan6343 Жыл бұрын
@@iftekharchow310 বাংলা কই পাইলেন?
@shoponshopon2498 Жыл бұрын
চিটাগাং এর ভাষা মানে কী?
@313_Arif Жыл бұрын
@@shoponshopon2498 স্বতন্ত্র ভাষা । সিটাইঙ্গা ভাষা বাংলার উপ ভাষা নয়। সিটাইঙ্গা ভাষা সম্পূর্ণ স্বতন্ত্র ভাষা।
@tonmoyfishing5079 Жыл бұрын
এই গানটা যতবারই শুনি ততবারই ভালো লাগে ।এই গানটি শুধু গান নয় পুরো বাংলাদেশের আবেগ। কোক স্টুডিও বাংলাকে অসংখ্য ধন্যবাদ।আমার বাড়ী যদিও বরিশাল,সিলেট বা চট্টগ্রাম না তবে আমার বড় পরিচয় আমি একজন বাংলাদেশি। এই বাংলা ভাষা যারা আমাদেরকে উপহার দিয়ে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
@mortozamahbub5071 Жыл бұрын
Vai ekhane Chatgai,Syloti r Amader khulnar local languages use hoyesay
@jishnukanjilal89618 ай бұрын
I’m a Bong from India and I can sooooo relate to this song with our own versions of “Murir tin” buses and their crazy conductors and drivers shouting stuff like “aaste ladies ladies” “khali gadi!”. But for me “plastic” takes the cake! In Kolkata it’s generally “ei Maruti!” - anything that’s not a bus is a Maruti hahaha. Love the calypso beat, Sylheti and Khulna rap is amazing and the lyrics are downright funny hahaha. Once again an amazing job Coke Studio Bangla!
@jishnukanjilal89618 ай бұрын
Oh yeah I meant the Chatgaiyya lyrics!
@kamaluddin96 Жыл бұрын
বিলিভ ইট অর নট এমন একটা মজার গানেও চোখ ছলছল হয়ে গেল। নিজের ভাষার, মায়ের ভাষার যাদু বোধহয় এটাই। ধন্যবাদ কোক স্টুডিও বাংলা।
@believertechPubg Жыл бұрын
Understand 0% Enjoyed 100% Love from Pakistan 🇵🇰 to Bangladesh 🇧🇩 ❤️
@InnerLife108 Жыл бұрын
I am bengali, Bangladeshi. But Understand only 5-10% Enjoy 100%
@tohurajaman752 Жыл бұрын
@Believer tech u can read subtitle
@agathosdaimon9433 Жыл бұрын
It's in three distinct dialects of Bangla. And many of the speakers of two of them claim that their dialect is an independent language. You know the Punjabi-Saraiki case. So not even all Bengalis can understand it wholly😅
I'm from Phultola, Khulna. I was a proud MURIR TIN Rider.... MURIR TIN was our emotion to the all section of people of phultola, shiromoni, fulbarigate, daulotpur. We used to ride on the Murir tin just to save money for having a cigarette on the next day. Though it was time consuming but did create immense impact specially to the students.
R ami phultala theke murirtin a utam tokhn gari faka thakto akghonta por ghum theke uta boikali namte gia in tin khulto butam sirto aro koto ki....
@TheRedCloud.1 Жыл бұрын
Same here ❤️❤️❤️
@shykotrahman6309 Жыл бұрын
আমি ফুলবাড়ি গেট থেকে ভাই
@atifaslaamsumon6333 Жыл бұрын
আটরা,আফিলগেট থেকে!
@raisulislam4458 Жыл бұрын
কিছুদিন আগে বদ্দারহাট থেকে ঘুরে আসলাম। বদ্দারহাট থেকে নিউ মার্কেট, স্টেশনে এসেছিলাম একটা টেম্পু রিজার্ভ করে। পথে ছেড়ে দিলাম এই গানটি। দারুন ভাবে উপভোগ করলাম। ঢাকায় থেকে যা কল্পনাও করা সম্ভব ছিল না! ধন্যবাদ সবাইকে ❤
@mohammadfaisal3195 Жыл бұрын
As someone from Chittagong, I can assure that's one of the most authentic and best Chittagonian dialect song, sung ever. 💓
@ahtheh Жыл бұрын
As someone from Rajshahi, I had to turn on subtitles.
@nazmulrashed380 Жыл бұрын
@@ahtheh ki ar goriba bodda ekkana fuailo
@ahtheh Жыл бұрын
@@nazmulrashed380 (-_-)
@shouravbiswas8445 Жыл бұрын
@@nazmulrashed380 vaiyya rajshahi asii...itera manush gom no
@najmuschowdhury1766 Жыл бұрын
@@shouravbiswas8445 gom ka no otu..kiredde etara
@omikhasansohel3165 Жыл бұрын
খুলনা আমাদের আবেগ, আমাদের অহংকার। আর আমাদের খুলনার ভাষায় কথা বলে যে শান্তি পাই তা অন্যকোন ভাষাতে পাইনা। ধন্যবাদ কোক স্টুডিওকে ❤️❤️
@rnrpage3356 Жыл бұрын
এইটা চট্টগ্রামের ভাষার গান।
@ARN1828 Жыл бұрын
@@rnrpage3356 Towfique gaige khulnar ta
@g_neee Жыл бұрын
@@rnrpage3356 চট্টগ্রাম+সিলেট+খুলনা
@সবুজেরসমারোহ-শ৯ত Жыл бұрын
@@rnrpage3356 🤣🤣🤣🤣🤣 4:03 থেকে খুলনার আন্চলিক ভাষায় গান...ওখানে খুলনার বিখ্যাত ঐতিহ্যবাহী চুইঝালের গোশ....খুলনা শহরের ফুলতলা ,সোনাপোতা এলাকার নাম ও আছে গানের মধ্যে.......
@abulkhalam9202 Жыл бұрын
মুগ্ধ হলাম আমাদের চট্টগ্রামের ভাষাকে এত সুন্দরভাবে পরিবেশন করার জন্য ❤️👀
@monirahaque1355 Жыл бұрын
কী চমৎকার মেলবন্ধন, দেশ, ভাষা আর মানুষের! আশা করি এই সম্প্রীতি বজায় থাকবে!
@raxino774 Жыл бұрын
"সাতকাইন্যে-ফটিকছড়ি" শুনার পর রিয়াদের রীতিমতো ফ্যান হয়ে গেছিলাম, এতদিন পর কোক স্টুডিওতে দেখে অনেক ভালো লাগছে!
I am from North but live in Dhaka. People usually use the common Bangla in Dhaka so I never really got to know about how diverse our language is. I didn't understand a single word at first and then when I tried to listen to it by imagining my own dialect I could easily understand. Thank you coke studio and all the artists.
@tashirikram3206 Жыл бұрын
Chittagonian is not a dialect of Bangla. Its a separate and distinct language.
@king_halcyon Жыл бұрын
@@tashirikram3206 no
@tashirikram3206 Жыл бұрын
@@pritiza লিপি থেকে কেনো ভাষা আসতে যাবে? লিপি ভাষা এগুলা সম্পর্কে কোনো আইডিয়া আছে??
@tashirikram3206 Жыл бұрын
@@king_halcyon Boinga's opinion doesn’t count.
@tashirikram3206 Жыл бұрын
@@pritiza অবশ্যই মাগধী প্রাকৃত এর অধীনে চিটাইঙ্গা ভাষা। তার মানে তো এই না যে বাংলার আঞ্চলিক। বাংলা, অসমীয়া, চাটগাঁইয়া, সিলেটি, চাকমা এই সবগুলা ভাষা মাগধী প্রাকৃত থেকে আসছে। বাংলা এখানে বাকি চারটা ভাষার মতই ভাষা। বাংলা কে এখানের রাজা ভাবার কোনো কারণ নাই। এদের প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ডেভেলপড হইসে।
@arabicchannelbd6309 Жыл бұрын
বাংলাদেশে আঞ্চলিক গানে এই গানটার মত আর কোনো গান হবে না। আমি চট্টগ্রাম এর মেয়ে বলে বলতে পারি প্রত্যেক টা শব্দ প্রতিদিনের চিত্র। সিলেট কুষ্টিয়া এসব ভাষা বোঝার কারনে এত বেশী পুলকিত হই গানটা শুনে যা বলার বাহিরে। আমি কাজের প্রয়োজনে ঢাকা থাকি বাট সর্বদা চট্টগ্রাম কে মিস করি। এই গানটা শুনার সময় চোখের জল চলে আসে নিজের অজান্তেই। এত আবেগ এত বাস্তবতা জীবনের কথা যা বলে শেষ করা যাবে না। এই পর্যন্ত একটানা 30 বার শুনলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ
@JumayerAhmedTamim-tv4tb8 ай бұрын
সিলটি ভাষা কোনো আঞ্চলিক ভাষা নয় এটি একটি সতেন্ত্র স্বাধীন ভাষা।
@fkhan62553 ай бұрын
আলাউদ্দিন আলী যে সময়ের চেয়ে কতটা এগিয়ে ছিলেন, তা খুব সহজেই এই গানদুটিতে ধরাপড়ে। অসাধারন। দুই বাংলা মিলিয়ে এরকম মেলোডিয়াস টিউন খুজে পাওয়া যায়না। পরপারে অনেক ভালো থাকুন আপনি।
@opithe402 Жыл бұрын
কোক স্টুডিও মানেই একটা ইউনিক ব্যাপার স্যাপার। হয় মিউজিক দিয়ে সেরা কিছু নিয়ে আসবে, না হয় ডেকোরেশনের দিক দিয়ে। এমন একটা জায়গায় যখন দেখি আমাদের বাংলাদেশও জড়িত আছে, বাংলা ভাষা জড়িত আছে তখন গর্ব হয়। 🖤 Another Masterpiece & This is 1st Comment Of Coke Studio Season Two's 1st Song! 🖤
@latifajahan9 ай бұрын
আমি ১.৫ বছর আগে এই গানটি শুনি। আমি এই চাটগাঁরই সন্তান। আমি তো অভিভূত এই গান শুনে। আমার ভাষায় এত সুন্দর গান! অসংখ্য ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।🇧🇩🇧🇩🇧🇩
@nadirabintaalam7537 Жыл бұрын
When I was a kid I used to commute via this murir tin almost every day with my mom and my brother from kalurghat to chawkbazar . I felt like crying after watching this beautiful masterpiece. Reminds me of my late mom . Brought back my childhood
@shahirkhan6344 Жыл бұрын
Mithun Chakra dada grabbed attention the whole time & toufique was the show-stopper! Splendid production, unparallel!
@CokeStudioBangla Жыл бұрын
Thanks for staying with Coke Studio Bangla.
@Prema_Anthony14 күн бұрын
*Chatgaiya Vasha fully na bujhleo keno jeno ekta soft corner ache ei vashar proti* ❤❤❤
@munasibchowdhury7808 Жыл бұрын
Proud to be a Chittagonian... This song made for Chittagong... Kalurghat is the Famous Area of Our Chittagong... ❤️❤️
@sahilhossainsahil9490 Жыл бұрын
Tik hoiwon bhaiyya
@durjoybarua5341 Жыл бұрын
তিন ভাষায় অসাধারণ সৃষ্টি, এ যেন ভাষার উৎসব। বাংলাদেশের সব ভাষাই তার নিজ সৌন্দর্যে মহিমান্বিত। ❤️
@kayes_sheikh Жыл бұрын
কোন তিন ভাষা?
@napoleonbonaparte9869 Жыл бұрын
একদম
@aryanrahman575 Жыл бұрын
@@kayes_sheikh সিলোটি চাটগাঁইয়া আর খুলনা
@Irthiza Жыл бұрын
@@kayes_sheikh Funiere no bujo?
@shoponshopon2498 Жыл бұрын
ভাষাতো একটাই 🤷🏻♂️
@soumitrobhattacharjee Жыл бұрын
born is sylhet , spend my childhood in chittagaan, and living is dhaka. this song was specifically made for me
@mimur7 Жыл бұрын
Apart from Khulna part..
@khokonmimikhan2658 Жыл бұрын
Very bad and terrible English!
@mannadiisyed259 Жыл бұрын
haha surely it is for you!
@mdswapon7533 Жыл бұрын
গানটি সত্যিই অসাধারণ লেগেছে। এইসব ভাষাগুলি বাংলাদেশের সম্পদ। একমাত্র গানের মাধ্যমেই এগুলো বাঁচিয়ে রাখা সম্ভব। ধন্যবাদ কোক স্টুডিও এবং এই দলটিকে।❤❤❤❤❤
@voiceofriaz2320 Жыл бұрын
বন্দর নগরী চট্টগ্রাম আমাদের আবেগ, আমাদের অহংকার। আর আমাদের চাঁটগাইয়া ভাষায় কথা বলে যে শান্তি পাই তা অন্যকোন ভাষাতে পাইনা। ধন্যবাদ কোক স্টুডিও বাংলা। ❤️
@pial13rahman Жыл бұрын
সদানির ফুয়া
@raihanislam9352 Жыл бұрын
দুর্নীতি, পলুশন আর মিসম্যানেজমেন্ট কে বাদ দিলে এই দেশটা আসলেই সুন্দর। অসম্ভব সুন্দর আমাদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, উপভাষা। ধন্যবাদ কোক স্টুডিও বাংলাকে। এই সিজনটা ফাটিয়ে দিক। ফার্স্ট সিজনের হিউজ সাকসেস এই সিজনের এক্সপেক্টেশন অনেক গুনে বাড়িয়ে দিয়েছে।
@sharminjahaan5949 Жыл бұрын
💝
@apelmahmud8585 Жыл бұрын
@@sharminjahaan5949 and opp0lpp
@apelmahmud8585 Жыл бұрын
Opp
@amitmondal_6770 Жыл бұрын
ধর্মবিবাদ টাকেও বাদ দিয়ে দিন দাদা !
@anisaquatrans9634 Жыл бұрын
@@amitmondal_6770 That's mostly come from your country. Religious fantatics are deeply enrouted within your own country history.
@rukhsananisar1142 Жыл бұрын
This is so refreshing..💫.the colours🤩..the view...the music💥... everything is superb💖...so happy to see coke studio Bangla.. Love from Pakistan..🇵🇰❤️