কিছু গান আন্ডাররেটেড থাকাই ভালো । সবার শোনার দরকার নাই।যাদের ফিল আছে তারাই শুনে যাবে। প্যারা নাই আপনাদের গান শুনে কিছু মানুষ অনুপ্রেরণা পেলেই হলো এবং ভালোবাসা রইলো💖
@avoidtosif Жыл бұрын
Ho don tomar
@ishraqsakin1732 Жыл бұрын
Underrated hole to singer der labh hobe na🙂
@m.gshamim3419 Жыл бұрын
গান এর অর্থ নাই🙂👍 অর্থ থাকলেও বুঝা যাচ্ছে না এই গান এর ফিল নেওয়াও কঠিন।
@soundvives69 Жыл бұрын
@@m.gshamim3419 Sobai gan er meaning buje na ,apni age mature hon
@eshatbhuiyan1739 Жыл бұрын
মনের কথা ভাই ❤️🫶
@mahtabarju7512 Жыл бұрын
"সময় বৃথা তুমি বললে না" অংশটুকু শুনেই চলে এলাম পুরো গানটা শুনতে।পুরো গানটাতেই ইন্সট্রুমেন্টাল এক অসাধারণ মিশ্রনের সাথে দারুণ ভোকাল এটাকে আলাদা মাত্রায় নিয়ে গেছে!!এছাড়াও এটা যেন লিরিক্স নয়,প্রাণের কথা।কনক্লিউশন ব্যান্ডটা এভাবেই আমাদেরকে অপূর্ব গানসমূহ উপহার দিক।
@jannatara206 Жыл бұрын
❤❤
@kmmoin3931 Жыл бұрын
heaaa thik...ami toh sohomot
@mahtabuddin3165 Жыл бұрын
Hm
@aiyubislamovi8021 Жыл бұрын
সহমত আপনার সাথে কারন আপনিই যে লিরিক্স টার ফ্রিল নিতে পারছেন 🥰😎🖤🙏
@ajmolsharifuddib101 Жыл бұрын
সময় বৃথা 😢
@mdalifahmedali2575 Жыл бұрын
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
@Umme.... Жыл бұрын
Hea...,,
@ToolBoxBD00711 ай бұрын
😮
@MDHazaratAli-os9uj10 ай бұрын
Hmm
@ParthoPaul-hk6jp10 ай бұрын
Yea 😴😴1:11....is just wow
@TasniyaTuly-e8p9 ай бұрын
yes
@omorfarouk29959 ай бұрын
আমি প্রেমে ব্যার্থ কোনো মানুষ নই তবুও গানটা অনেক পছন্দের । পরিণীতা থাকা সত্বেও এই গানটা শুনি , ভালো লাগে ❤
@RIFATXSAITAMA9 күн бұрын
same🙂
@tahmidfuad3020 Жыл бұрын
সময় বৃথা তুমি বললেনা বোকা ভেবে গেলে আমারে পরিণীতা, তুমি একা আমি ঠিকই ভাবি তোমারে🙂❣️
@T_Music77 ай бұрын
আহারে 😌❤️🩹
@mdsadmansarar51 Жыл бұрын
সময় বৃথা তুমি বললেনা বোকা ভেবে গেলে আমাকে পরিণীতা, তুমিই একা আমি ঠিকই ভাবি তোমাকে 😊🥀
@md.raihan3422 Жыл бұрын
😊😊
@shahinalom6055 Жыл бұрын
❤
@sinthiyasin2049 Жыл бұрын
পরিণীতা তুমিই একা আমি ঠিকি ভাবি তোমারে >This line❤
@jahidhossain6797 Жыл бұрын
বিশ্বাস ভেঙে যাওয়ার চাইতে, সম্পর্ক ভেঙে যাওয়া ভালো❤
@jakariaahmed5534 Жыл бұрын
Beshir bhag Somporko to benge jay biswas jaoyar jonno🙄😒
@Aeinberry-x1x4 ай бұрын
Frfr😔
@darkpark.official Жыл бұрын
কত কত রাতের ঘুম মাটি করে আমি এসেছি; খবর রাখোনি পরিণীতা। খবর রাখোনি তুমি খবর রাখোনি তুমি আমার!
@hridoy.io6 Жыл бұрын
সময় বৃথা তুমি বললে নাহ , কত ভালোবাসি তোমারে ! এই কলিটা এইখানে রেখে গেলাম , যেইদিন প্রিয়ার মন খারাপ হবে সেইদিন শুনে নিবে । মন ভরে ! আর আমার আক্ষেপ রয়েই যাবে।
@Xrox52 Жыл бұрын
পরিনীতা তুমি বোকা ভেবে গেলে আমার!! বোকার মত আজও আগলে রাখি কিছু বৃথা স্মৃতিরে।।❤
@alvizisan8404 Жыл бұрын
সময় বৃথা... তুমি বললেনা বোকা ভেবে গেলে আমারে। পরিণীতা, তুমিই একা আমি ঠিকই ভাবি তোমাকে।😊🥀
@mdadnanhabib22008 ай бұрын
জানি না,এই গানটা এতো দিন কোথায় ছিলো হয়তো আগে শোনলে গানের যে ফিলিংটা ওইটা বুঝতাম না তাই হয়তো আজকে হঠাৎ সামনে চলে এলো। গানটা সত্যি অসাধারণ প্রতিটা লাইন হৃদয়ের ভিতরে গিয়ে লাগছে...🤕🤕
@mehedihasan2276 Жыл бұрын
The song🗿 The singer🗿 The instrumental🗿 The viewers🗿 The song listener🗿 The saver of the song🗿 The one who added this song in his playlist🗿 The one who got motivated and went to gym after listening this masterpiece🗿 The whole gym🗿 All the gym equipments including the mats🗿 The gym shoes🗿 The one who play this at gym All who listens it🗿 All who get more excited to do more reps🗿 The nerves of the body The blood streaming at speed of light after hearing this🗿 The comments🗿 The thoughts while writing this🗿 My hands while typing this🗿 The keyboard🗿 The alphabets🗿 KZbin🗿 Thumbnail🗿 This comment🗿 Those who likes this comment🗿 Those who start a convo in this comment🗿 Those who comment🗿
@legends950811 ай бұрын
🗿🗿❤
@ahmedchowdhury942911 ай бұрын
dude is creating a whole joint family
@legends950811 ай бұрын
😂yeah I think he is from the sigma community @@ahmedchowdhury9429
@riyadyaara9 ай бұрын
❤😅
@ToobaisSleeping9 ай бұрын
@@mehedihasan2276 wow even the gym shoes are 🗿W
@FarhadArif19 Жыл бұрын
It hits different when he says “সময় বৃথা, তুমি বললে না, বোকা ভেবে গেলে আমারে।”
@robiulhasanrefat5267 Жыл бұрын
Goosebumps mannnnnnnnn✨
@joyontoroy9339 Жыл бұрын
সময় বৃথা তুমি বললে না,বোকা ভেবে গেলে আমারে..পরিণীতা! 💔🥀 সারা জীবন মনে থাকবে😇
@muntashirrahmansijan7811 Жыл бұрын
সময় বৃথা তুমি বললে না, বোকা ভেবে গেলে আমারে,,,,, পরিণীতা 💔 সময় বৃথা,,,,,,,,,,,
@mdrashed-q7e3 ай бұрын
Vai mone ase akhono vabire?
@jinatjoana1204 Жыл бұрын
খুবই সুন্দর গানটা। প্রথম লাইন থেকেই ভালো লাগা শুরু হলো! সম্পূর্ণ শুনলাম আর মনে হচ্ছে এটাও আমার ফেভারিট লিস্টে যাবে। সত্যিই এপ্রিশিয়েটেবল। কিপ ইট আপ!!🧡🧡
@srijondutta3794 Жыл бұрын
গানটা আপনার মতোই খুব সুন্দর🌸
@insta-swz_jawad Жыл бұрын
Insta 👀
@tasnimtuba1454 Жыл бұрын
আমি কখনো জানতামই না যে পরিণীতা নামেও কোনো গান থাকতে পারে.. আমি মনে করতাম পরিণীতা বলতে শুধু আমি একাই আছি এই পৃথিবীতে.. যাই হোক.. গানটা খুবই সুন্দর ছিল.. প্রতিটা লাইন নিখুঁত.. আর অসম্ভব সুন্দর.. তবে সবাই এটা বুঝতে পারবে না.. এই জেনারেশনে হয়তো এই গানটা মুল্যহীন হতেই পারে. তবে সত্যিই গানটা অসাধারণ.. ❤❤❤
@bombsquad7529 Жыл бұрын
তোমাকে পেয়ে গেলে হয়তো এই সুন্দর গানটা শুনা হতো না প্রিয় 🙂! স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে, মানুষ যখন এই গানটি শুনতে আসবে, আমার কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো এই প্রিয় গানটা।❤️🥀
@RahulChandraSarkar Жыл бұрын
আমিএই আশায় এখানে কমেন্ট করে গেলাম যে,যখনি কেউ ভবিষ্যতে এটাতে একটা লাইক করবে আমি আরো একবার এই মাস্টারপিসটা শোনার সুযোগ পাব!💙 0:18
@mahmudibnemizan11679 күн бұрын
আজকে দশ মাস দশদিন হল মা কে হারাই এক করালগ্রাসি ক্যানসারে। মাকে আইসিইউ তে রেখে রাস্তায় বসে কান্না করছিলাম সেই রাতগুলায় সাথে এই গানটা। এই গানের প্রতিটি শব্দ ফোটা ফোটা জল হয়ে ঝরে পড়ে আমার চোখ থেকে। ইনশাআল্লাহ মায়ের গর্ভের কারন হয়ে দাড়াবো কোন একদিন। ভালোবাসি তোমায় মা
বোকা ভেবে গেলে আমারে তুমিই একা, আমি ঠিকই ভাবি তোমারে...🖤
@gamingX_Xnehal Жыл бұрын
সময় বৃথা🥺 তুমি বললেনা💔 বোকা ভেবে গেলে আমারে💔😔 পরিনীতা😇 তুমি একা 💔 আমি ঠিকই ভাবি তোমারে💔
@talhaibnashorif52802 жыл бұрын
অদ্ভুত এক ভালোলাগার অনুভূতি পেলাম অনেকদিন পর এমন কিছুর সামনাসামনি 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
@jannatulfardoushliza Жыл бұрын
যারা নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে না গানের কথা গুলো তাদের জন্যই।।
@hasibesaidi82710 ай бұрын
right
@ARAFAT99OP11 ай бұрын
আমার যখন মন খারাপ থাকেনা কিছুই ভাল লাগেনা তখন আমি গানটা শুনি গান টা শুনলে আমার এক অন্যরকম অনুভুতি হয়😅 সময় বৃথা তুমি বললেনা বোকা ভেবে গেলে আমারে।
@ariyank000072 жыл бұрын
Saw this on Spotify, seeing the name 'Conclusion', listened it. Now its on loop. This is my new favourite after 'Priyo Ondhokar' from this band.
@arefinchowdhuryeshan4362 Жыл бұрын
Potinita" is an absolute masterpiece! This song has captivated my heart from the very first note. The mesmerizing melody, the enchanting vocals, and the soul-stirring lyrics make it an unforgettable musical experience.
@tahminatamanna3112 Жыл бұрын
✌️
@arefinchowdhuryeshan4362 Жыл бұрын
@@tahminatamanna3112😫🎖️
@sayakroy2129 Жыл бұрын
potinita??🙂
@MahediHasan-yg9uq2 жыл бұрын
I love Munhamanna since his EIDA days. Love this song too. I am just not sure if I am too happy about the direction CONCLUSION will be going in from now on judging from this one song alone. And here I was thinking CONCLUSION will be the next big thing in the BD rock music scene if they just are a little bit more consistent. Let's see what lies ahead. Fingers crossed!!
@syedanabila95462 ай бұрын
Never knew he was in EIDA. Even I thought the same thing when CONCLUSION came to existence. Both are my favourite bands by the way. ❤️
@ifnaanshaawon9747 Жыл бұрын
সময় বৃথা তুমি বললেনা বোকা ভেবে গেলে আমারে পরিণীতা, তুমিই একা আমি ঠিকি ভাবি তোমারে -.- 🌼🖤
@AshrafShifat2 жыл бұрын
এটা হচ্ছে আমার কাছে conclusion 2.0 এর নতুন গান! কারন আমি যে কনক্লুশন কে চিনতাম তাদের কম্পোজিশন, গানের ধরন থেকে এই লাইনআপ এর সাথে একেবারেই মিলে নাই।এটা আমার মতামত যেহেতু আমি প্রায় সপ্তাহেই কোনক্লুশনের গান একটা হলেও শুনি। যাই হোক,সবাই সব সময় থাকবে এটা নিশ্চয়তা দিতে পারবে না।সময়,মানুষ বদল হবেই।তবে কিন্তু ক্ষেত্রে ব্যান্ডের চেনা টেস্ট যদি কম সময়ের ব্যনধানে বদলে যায় সেটা অনেক বেশি কানে লাগে।সব সময় আগ্রহ নিয়ে যেভাবে শুনেছি,সেটা অবশ্যই থাকবে। 😊😊
@NabhanZaman Жыл бұрын
This song is great but can we appreciate the Recording, Mixing & Mastering? So good !
@iftesham8455 Жыл бұрын
I just hear 5 times for last 2 hours to understand the hidden feelings now i am surprised thanks 😊 For this another masterpiece Take love ❤
@shawon610 Жыл бұрын
"সময় বৃথা তুমি বললে না" Hits hard to me because this line related to me😔
@reduanhatake Жыл бұрын
এরকম একটা মাস্টারপিস যারা এখনো শুনেনাই তাদের মিউজিক টেস্ট আসলেই খারাপ ❤ অবিরাম ভালোবাসা Conclusion এর জন্য 🌸...
@umme-habiba2747 Жыл бұрын
আপনি নিজেই তো ১০ মাস পর আবিস্কার করলেন।
@reduanhatake Жыл бұрын
@@umme-habiba2747 নাহ আমি আগে শুনতাম..তবে তখন ফিল করি নাই..এখন ফিল করছি এটা কত বড় মাস্টারপিস
@RRR-os9yn3 ай бұрын
পরিণীতা = কালনাগিনী
@upcomingmotivation0113 күн бұрын
😂
@shakibxten Жыл бұрын
"বোকা ভেবে গেলে আমারে" hits different :)
@dasmonddoss22352 жыл бұрын
I listen to this song for this specific part 1:12 Man so gooooodddd
@ummetabassum4597 Жыл бұрын
so its not a girl singing this part?
@jubaeirislam8249 Жыл бұрын
মাস্টারপিস'টা রয়ে যাবে আমৃত্যু কাল🧡
@HelloSnowman2 жыл бұрын
পরিণীতা তুমি একা , আমি ঠিকই ভাবি তোমারে ! 🧡🌼
@sadiaafroj3166 Жыл бұрын
🫠
@ashfiksazzadshanto Жыл бұрын
যদি কোন একটা লাইনে গা এর লোম দাঁড়িয়ে যায়....তাহলে I can feel u😍
@ProtikkhaOfficial Жыл бұрын
এক সময় আন্ডার-রেটেড ছিল আর এখন সবার মুখস্ত❤
@prittyahmed9 ай бұрын
সময় বৃথা,, তুমি বললে না বোকা ভেবে গেলা আমারে। পরিণীতা, তুমি একা আমি ঠিকই ভাবী তোমারে 🌸
@florenciaperez26822 жыл бұрын
I feel blessed for being today here in the streaming of a song of my favourite band ❤🤗 a lot of love theke Argentina 🇧🇩❤🇦🇷
Usually I am the guy who never comment on anything Facebook, KZbin, Insta. But 3:20 that time of lyrics I had to comment for this beautiful song. I wish they play a vocal version with only guitar. I played this song many times Today is the we celebrate Eid al-Fitr. Commenting as a Memory. 22/04/2023
@saymonaaktar5287 Жыл бұрын
Nice🌼
@zamilurreza557227 күн бұрын
reminding you of this song! 8.12.24 😁😁
@mdrakib1173 Жыл бұрын
ভাগ্য নাই বলে হা'ল ছে'ড়ে দিও না কাউকে ভালোবাসলে এমন ভাবে ভালোবাসো, যদি সে তোমার ভাগ্যে নাও থাকে। তাও যেন সৃষ্টিকর্তা তোমার ভালোবাসায় মু'গ্ধ হয়ে তোমার ভাগ্য লিখে দিতে বাধ্য হয়।🖤
@dipamnath92972 жыл бұрын
মিউজিক তো অবশ্যই অসাধারণ, এবিষয়ে রিভিউ দেওয়া মানে সূর্যকে ডেকে বলা হেক্কে তুমি দেখি লাইট মারো বা। কিন্তু লিরিক্স জাস্ট! আরো চাই এমন। Best wishes bros.
@MehediHasan-uo6pi Жыл бұрын
সময় বৃথা, তুমি বললেনা, বোকা ভেবে গেলে আমারে পরিণীতা, তুমিই একা, আমি ঠিকই ভাবি তোমারে এই লাইনটা অনেক কিছুই লুকানো রয়েছে।
@zakariarahmanfoysal653 Жыл бұрын
তার নাম ছিলো পরিণীতা। স্কুল লাইফের অবুঝ ভালোবাসা আমার।আমি পড়তাম 7 এ আর সে পড়তো 8 এ। এইভাবে তখন সারাদিন চেয়ে থাকতাম একে-অপরের দিকে।কখনো প্রেম হয়নি এইভাবে তিনবছর চেয়েই থাকতাম।এসএসসি পরীহ্মার পর তার বিয়ে হয়ে যায় কোনো এক ভাগ্যবান পুরুষের সাথে।আর সেই ক্লাস 10 থেকেই আমি সেই একজনেই আসক্ত।সবার লাইফেই পরিণীতারা আসে কেউ পায় কেউ হারায় কেউ আবার পুরন করে নেয় কিন্তু আমি একটাতেই আটকে আছি..........
@isratborsha112 Жыл бұрын
Oi boyosh e prem e porlen tao abr senior Meyer🌚
@zakariarahmanfoysal653 Жыл бұрын
@@isratborsha112 কি আর করার সবই বয়স 😊
@isratborsha112 Жыл бұрын
Seitai🙂❤️🩹
@SuperMahdee26 күн бұрын
'সময় বৃথা, তুমি বললে না বোকা ভেবে গেলে আমারে!' বোকার মতই পাহাড়সম পুরনো বৃথা স্মৃতি আকড়ে ধরে নির্ঘুম রাতের পর রাত পাড়ি দিয়ে যাচ্ছি। কোন আশা নেই, প্রত্যাশা নেই - তবু এইসব মন খারাপ করা আনন্দ স্মৃতিই যেন সম্বল। যে তোমায় হারায় নি, সে এই স্মৃতির মর্ম কি করে বুঝবে অতন্দ্রিলা?
@kalamanik477 Жыл бұрын
Guru apnar new vokto ami 😊✨ becetak hajaro bochor amader ei bangla band gula
@nababtuhin8517 Жыл бұрын
রাত ১:২৭,, এই পর্যন্ত ৪ বার শুনলাম গানটা। কিছু গানের ভেতর সারাদিনের ক্লান্তি চলে যাওয়ার এক আলাদা শান্তি কাজ করে। এই গানটা শুনে মনের ভেতর কি এক অগোছালো সুখ অথবা দু:খ শুরু হল বুঝে উঠতে পারছিনা। এমন গান শুনলে💗💗💗
@AlexTahim Жыл бұрын
"বোকা ভেবে গেলে আমারে" this line hits different✨🖤
@ViJay53-f5b4 ай бұрын
সবাই শুনবে না এসব মাস্টারপিস--- সত্যি অসাধারণ
@rakibhasanmiraj45 Жыл бұрын
এই গানের দুটো পার্ট,,, প্রথমটা যখন সে তোমার সাথে থাকে! এবং দ্বিতীয় টাতে যখন সে তোমাকে ছেড়ে চলে যায়!🙂💔
@farhan51476 ай бұрын
সময় বৃথা তুমি বললেনা বোকা ভেবে গেলে আমারে, পরিণীতা তুমি একা আমি ঠিকি ভাবি তোমারে 🌸
@notyoursiam7340 Жыл бұрын
ai gan ta sunle tar kotha mone pore 'paromita'💝💝💝
@IsmailMajumder-le5cm Жыл бұрын
স্কুল এ বসে ছিলাম একা একা। হঠাৎ কোথায় যেন সুনলাম যে সময় ব্রিথা,,। এর পর গুগল করে গান টা বের করলাম। সত্যি সুনে আমি just অবাক গান টা এত সুন্দ্র যে এইটা এখিন আমি জেই কোনো সময় এ সুনি ❤❤
@Odhora19196 Жыл бұрын
গানটা প্রথমে শুনেছিলাম প্রিয় মানুষটার কন্ঠে।সেদিন থেকে এই গানটার প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করে😅🥰 যদিও মানুষটা কখনো আমার হবে না। তবুও অনেক ভালোবাসি তাকে সাথে এই গানটা কেউ😇
@bdopera380eventlogisticssu8 Жыл бұрын
অসাধারণ সাউন্ড ডিজাইন। গানের কথা আর নাইবা বললাম!❤️🔥❤️
@BayezidTheGreat Жыл бұрын
সব গান সবার জন্য না। কিছু মানুষের জন্য স্পেশালি গাওয়া হয়। আর সবাই চাইলেও বুঝবে না। 😊
@Smn-Ju-463 ай бұрын
বোকা ভেবে গেলে আমারে 😢পরিনীতা, তুমিই একা, আমি ঠিকই ভাবি তোমারে.....
@tahmid_accidentally2 жыл бұрын
সময় বৃথা তুমি বললেনা বোকা ভেবে গেলে আমারে :))
@sabirsahana4419 Жыл бұрын
Fb meme theke sune ekhane sunte elam.Favourite list ekta gaan add holo❤❤❤
@mjmishkat2 жыл бұрын
Mone hocche chorus ta aro 2/3 bar dorkar chilo!🥹❤️
@Athoyanushua Жыл бұрын
Agreed
@anamulhasanniloy8417 Жыл бұрын
Mishkat vai big fannnnnnnn
@TheDragell Жыл бұрын
হ্যাঁ। পুরো গান যেন একদম ভাল লাগে না।
@MdSohag-bg1zb Жыл бұрын
মনের কথা ভাই🥴😅
@rifahmahmud7678 Жыл бұрын
shohomot
@mohammadmarufhossain64632 жыл бұрын
কোনো এক মহাকাশযান এ, আমি আর আমার পরিণীতা
@farhadrinkurun2 жыл бұрын
For the last 2 months I'm listening this song 10 times a day! Let's see how long it goes!
@SumaiyaKhatunShonali Жыл бұрын
Porinitaaa tumiiii ekaaaa Amiii thik e vabii tomare🧠❤️ . . . Kind of peaceeee🦋
@prantoas3595 Жыл бұрын
গানটা সার্চ করে শুনতেই ভাল লাগে..♥️
@mehrabsyam7516 Жыл бұрын
Take ami pabo kina Amar Jana nei Tobe Manush ta jehutu priyo Tar proti kuno ovijug o nei ❤️
@x-10silent61 Жыл бұрын
They absolutely blasted it on Back to underground concert! Was there and definitely had a great time with them and others.
@mfipikul4289 ай бұрын
আমরা যা চাই তা পায়না, পরিণীতারা হয়তো পূর্ণ থাকে, আর আমি পরিণত এই গান শুনে ❤
@fimafarabi3007 Жыл бұрын
সময় বৃথা, সে বল্লো না। কোনদিন বলবেও না❤️🩹
@mgmasud2697 Жыл бұрын
তার বেশি স্মৃতি আমার কাছে নেই,তবে যেটুকু আছে সেটুকু নিয়েই বেচে থাকতে পারব।
@nahyyd2 жыл бұрын
কানের শান্তি 💖
@eleyasemon8920 Жыл бұрын
সময় বৃথা, তুমি বললেনা, বোকা ভেবে গেলে আমারে পরিণীতা, তুমিই একা, আমি ঠিকই ভাবি তোমারে
@arafathassan5539 Жыл бұрын
first heard the song when views were just 28k now its 600k, this song is getting the prize it deserves
@salinaakter788 Жыл бұрын
And now its 2million views
@mdalimulislam632111 ай бұрын
সময় বৃথা তুমি বললে না বোকা ভেবে গেলে আমারে, পরিণীতা তুমি একা আমি ঠিকই ভাবি তোমারে 🙂
@ALIFEchance12345 Жыл бұрын
মন ছুঁয়ে দিলো গানটা ❤️🥀
@MdArif-q2c9p6 ай бұрын
পরিনীতা তুমি ছিলে হৃদয়ের আয়নায় 😊
@rafiulrifat87562 жыл бұрын
Honestly Vocalist change howa is a big challenge for a band , but this new vocalist is too good . Gaan ta beshi joss hoise ❤❤
@tarekrahman8454 Жыл бұрын
কিছু মানুষ আছে তারা গান শুনে আর তাদের প্রিয় মানুষকে স্মরণ করে। আর গান গুলোর কথা নিজের প্রিয় মানুষকে উৎসর্গ করে। এই মানুষ গুলোর ভালোবাসা অমৃত্যু, কখনো পুরাবো না, কবে যাবে না। তবে এমন ভালোবাসা সবার কপালে থাকে না। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি 🌸🖤হাবীবী🖤🌸
@Dipu1Saha2 жыл бұрын
গানটা অনেক জোশ হইছে। প্রতিদিন ৫-৭ বার না শুনতেই হয় কিন্তু সত্যিটা হলো গানটায় conclusion এর সিগনেচার সাউন্ড,লিরিক্স এর ছিটেফোঁটাও নেই!!
@kaziriponmahmud19712 жыл бұрын
The chorus is like floating in the sky 🖤🖤🖤🤘🤘🤘
@SHEIKH-MOHAMMAD-EMON7 ай бұрын
সময় বৃথা , তুমি বললে না।। বোকা ভেবে গেলে আমারে। পরিনীতা , তুমি একা । আমি ঠিকি ভাবি তোমারে।।
@asifreza2 жыл бұрын
The best one so far by you, guys. I got goosebumps assuming if this was sung by Yaatri. You guys rock....
@sugarteddybear2508 Жыл бұрын
সময় বৃথা, তুমি বললে না বোকা ভেবে গেলে আমারে পরিণীতা, তুমিই একা আমি ঠিকই ভাবি তোমারে
@anikbepari589210 ай бұрын
যারা ২০২৪ সালে এসেও এই মাস্টারপিচ গানটি শুনছেন তাদের গান শুনার রুচির প্রতি সম্মান রইল ❤❤
@mdsharifulislam8459 Жыл бұрын
Tmke peye gele hoyto eto sondor gan ta shuna hoto na priyo😊 smrity rekhe gelem.. Jug jug dore manush ei gan shunte asbe. R amr comment like korle notification peye abar shunte asbo❤
@lyricsabbirsheikh Жыл бұрын
আমার এক বন্ধু, ব্যান্ড এর নামই জানে না কিন্তু তার ফেভারিট🔥
@baitullahlohit8458 Жыл бұрын
অনেক কমলা রঙের রোদ;. আর তুমি ছিলে। তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না,. খুঁজি না। ~ জীবনানন্দ দাশ
@Nij_swy Жыл бұрын
সময় বৃথা, তুমি বললেনা, বোকা ভেবে গেলে আমারে পরিণীতা, তুমিই একা, আমি ঠিকই ভাবি তোমারে চিনেছি।
@shuvroguitarist Жыл бұрын
chorus ta 10 bar sunlam just osam
@towshinst9 ай бұрын
ভাল ভাল গান গুলো আন্ডাররেটেড হয়ে থাকে। আজ চক বাজারের ইফতার বাজারের ভিডিও দেখতে যেয়ে গান টা প্রথম শুনলাম 💛
@NEX_LINE Жыл бұрын
1:19 this Moment 😌
@MehediHasan-gb5ez10 ай бұрын
অনেক সুন্দর একটা গান 😊❤
@sogoodmuziek Жыл бұрын
Lyrically felt like Topu's solo album songs 💖🥀 Loved it!
@Nb-1221 Жыл бұрын
The Magic line is "সময় বৃথা,তুমি বললে না, বোকা ভেবে গেলে আমারে