Conference Interior | Commercial Audit Directorate | কনফারেন্স ইন্টেরিয়র | বাণিজ্যিক অডিট অধিদপ্তর

  Рет қаралды 216

2ND SCHOOL

2ND SCHOOL

Күн бұрын

Conference Room Interior Design | Commercial Audit Directorate Office | C&B More, Laxmipur, Rajshahi
কনফারেন্স/ সম্মেলন কক্ষ ইন্টেরিয়র ডিজাইন | বাণিজ্যিক অডিট অধিদপ্তর অফিস | সিএন্ডবি মোড়, লক্ষীপুর, রাজশাহী
আমাদের এই প্রজেক্টটা হ্যান্ডওভার হয় মোটামুটি গত বছর এই সময়েই। ডিডি মহোদয়ের অফিস কক্ষের ইন্টেরিয়র কাজের পরপরই। অডিট অফিসে মোটামুটি রেগুলার কাজের সুবাদে সেখানে যাতায়াত ও একটা সুসম্পর্ক তৈরী হয়। উনাদের পূর্বের কনফারেন্স রুমটা যথেষ্ট বড় ও মোটামুটি ভালোই ছিল। তবে তেমন কোন ইন্টেরিয়র ছিল না বললেই চলে, শুধুমাত্র প্রয়োজনের তাদিগে বোর্ড দিয়ে ওয়াল পার্টিশন করা ছিল ও পলিশ করা ছিল।
তবে আমার কাছে যেটা মনে হয়েছিল সেটা হল পুরোটাই অপরিকল্পিত ও অগোছালো টাইপ। যেমন- প্রজেক্টর স্ক্রিন ছিল চেয়ারপার্সনের পেছনে কোন এক সাইডে, কোন পোডিয়াম ছিলনা, ফ্যান ও লাইটগুলো একেবারেই এলোমেলো, লাইট তারে ঝুলন্ত অবস্থায়, সুইচ-সকেটগুলো পুরোনো পিয়ানো টাইপ, ভার্টিক্যাল ব্লাইন্ডগুলো নষ্ট ও এলোমেলা, আইপিএস-এর ব্যাটারীগুলো ওপেন অবস্থায় এক জায়গায় রাখা। মানে সহজ কথায় সবই ছিলো কিন্তু এলোমেলো ও অগোছালো টাইপ।
আমি একদিন ডিডি মহোদয়কে বিষয়টা অবহিত করি এবং ইন্টেরিয়রের ব্যাপারে প্রস্তাব করি। আমার মূল প্রস্তাব ছিল সবকিছু ঠিকই থাকবে কিন্তু সুন্দর করে অর্গানাইজড বা সাজিয়েগুছিয়ে দিব। প্রথমে ডিডি মহোদয় রাজি না হলেও কিছু দিন পর আমাকে ডাকেন এবং জিজ্ঞেস করেন কনফারেন্স রুমটা একটু সুন্দরভাবে ইন্টেরিয়র করতে কেমন খরচ হতে পারে? আমি মোটামুটি একটা বাজেট সংক্রান্ত আইডিয়া দেই। তবে এখানেও উনি পুর্বের উনার অফিস কক্ষের ইন্টেরিয়রের ন্যায় বাজেটের একটা সীমাবদ্ধতা আমাকে জানান এবং একটা নির্দিষ্ট এমাউন্ট বলেন আরও বলেন এর মধ্যে কিছু করা যাই কি না। বা আমাদের এই বাজেটের মধ্যে সুন্দর একটা ডিজাইন করেন।
আমি পরিকল্পনা ও ডিজাইনের জন্য একটু সময় চাই। ঐ অফিসের সাথে আমাদের এমন একটা সুসম্পর্ক রয়েছে তাদের প্রতিটা কাজের পুর্বেই আমরা সম্ভাব্য ডিজাইন করে দিই। এবারও সম্ভাব্য বাজেটের মধ্যে একটা ডিজাইন করি এবং এই বাজেটের মধ্যে কি কি দেওয়া সম্ভব হবে তা উল্লেখ করি। সবকিছু মিলিয়ে উনি আমার সুন্দরভাবে অর্গানাইজড বিষয়টা খুব পচ্ছন্দ করেন এবং ‍কিছুদিন পর অফিসিয়াল নিয়মে কাজের অনুমোদন প্রদান করেন।
স্বল্প বাজেটে খুব সামান্য কাজ মনে হলেও সবকিছু অনেক সুন্দর ভাবে কনফারেন্সের থিম অনুযায়ী সাজিয়ে দিই।
যেমন-
জাতির জনক ও মাননীয় প্রধাণমন্ত্রীর ছবি চেয়ারপার্সনের পেছনে হাইলাইটেড ওয়ালে লাইটিং সহ দেওয়া হয়।
প্রজেক্টর সিলিং মাউন্ট দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া ও প্রজেক্টর স্ক্রীন চেয়ারপার্সনের অপজিট ওয়ালে দেওয়া হয়। তবে তা কনফারেন্সে বসে যেকেউ ল্যাপটপ দিয়ে ব্যবহার করতে পারবে এমন ব্যবস্থা করা হয়।
আমরা একটি পোডিয়াম তৈরী করে দিই। ফলে কোন ব্যক্তি স্টান্ডিং অবস্থায় বা দাঁড়িয়ে বক্তব্য দিতে চাইলে পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলতে পারবে।
চেয়ারপার্সনের অপজিটে প্রজেক্টর ষ্ক্রিনের ঠিক নিচে একটি লো-হাইট কেবিনেট তৈরী করে দিই যেটাতে আইপিএস-এর ব্যাটারী ও অনান্য বিষয়াদী হাইড অবস্থায় থাকবে।
আমার কাছে সবথেকে বেশি যেটা অপরিকল্পিত মনে হয়েছে সেটা হলো রুমের সাউন্ড সিষ্টেম ও কন্ট্রোল সিষ্টেম। সেটা ঠিক চেয়ারপার্সনের পেছন পাশে অর্থাৎ কনফারেন্স চলাকালীন যদি কোন কিছু পরিবর্তন করতে হয় বা মেইনটেন করতে হয় সেটা হয়তো প্রোগ্রাম অফ করে একজন করবেন বা একজন ওগুলো নিয়ে কাজ করবেন এবং সবাই সেটা হয়ত দেখবে। মূল কনফারেন্সে বিঘ্ন ঘটবে।
আমি এই বিষয়টাকে সম্পূর্ন বিপরীত দিকে অর্থাৎ প্রজেক্টর স্ক্রিনের নিচের কেবিনেটে হাইড অবস্থায় সমস্ত কন্ট্রোলিং সিস্টেম ও ওয়্যার রাখার ব্যবস্থা করি। এটার সব থেকে বড় সুবিধাটা হলো যদি কোন কন্ট্রোল বা মেইনটেইন করতেও হয় তবে সেটা পেছনের দরজা দিয়ে এসে সবার পেছনে কেউ কাজ করবেন এবং মূল প্রোগ্রামে কোনরুপ ব্যাঘাত ঘটাবে না।
ফ্যানগুলোকে টেবিল-চেয়ার অনুয়াযী সাজানো ও প্রতিটাতে রেগুলেটর ব্যবস্থা করা হয়।
ফলস সিলিং করে লাইটগুলোকে টেবিল বরাবর সাজানো হয় এবং ওয়াল ও ছাদ টাচ করে ফলস ড্রপ করে লাইট সংযোগ ও বৈদ্যুতিক তারগুলোকে হাইড করা হয়।
সুইচ সকেট পরিবর্তন করে নতুন গ্যাং টাইপ সুইচ সকেট এবং সার্কিট ব্রেকার দেওয়া হয়।
জানালাগুলোতে নষ্ট ভার্টিক্যাল ব্লাইন্ডের পরিবর্তে ভেনিশিয়ান (Venetian) ব্লাইন্ডের ব্যবস্থা করা হয় এবং দরজাগুলোতে লাক্সারী অফিস কার্টেনের ব্যবস্থা করা হয়।
আমাদের পরিকল্পনা ও পরামর্শ অনুসারে উনারা চেয়ার অনুযায়ী মাইক্রোফোন ও স্পিকার সংযোগ করে নেন।
পুরো রুমের ওয়াল ডার্ক পলিশের পরিবর্তে নতুন করে ডিজাইন অনুসারে কালার করা হয় এবং আগের কনফারেন্স টেবিলটিকে নতুন করে পলিশ করা হয়।
কনফারেন্স টেবিলের মাঝের অংশে ইলেকট্রিক সংযোগ দেওয়ার জন্য ও আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজানোর জন্য দুটি সেলফ টাইপ তৈরী করে দিই।
উনারা কিছু ন্যাচেরাল গাছ নিয়ে আসেন সেগুলো কোথায় কোথায় রাখা যায় সে বিষয়গুলো আমারা পরামর্শ দিই।
ফ্লোর ম্যাট ক্যার্পেট ওয়াশের ব্যবস্থা করে দিই।
এক কথায় পুরো কনফারেন্স রুমটাকে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে সুন্দর ভাবে সাজিয়ে-গুছিয়ে দিতে আমরা সমস্ত সাপোর্ট প্রদান করি।
আমাদের এই পরিকল্পনা, ডিজাইন, সাপোর্ট উনারা সাদরে গ্রহন করেন এবং আমরাও অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ সমাপ্ত করি।
আপনার যেকোন ধরনের বাজেট ফ্রেন্ডলি ইন্টেরিয়র করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Thanks,
Md. Al Amin.
Facebook: 2ndschoolbd
KZbin: / 2ndschool
Email: al.amin.munnaa@gmail.com
#ইন্টেরিয়র #ডিজাইন #কনফারেন্স #রেনোভেশন #সংস্কার #বাণিজ্যিক #অডিট #অফিস #রাজশাহী #interior #design #conference #renovation #commercial #audit #office #rajshahi
----Happy Designing----

Пікірлер
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 57 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
how I would learn digital marketing (If I could start over)
19:52
Senator We Run Ads
Рет қаралды 1,8 МЛН
Freelancing এর যেই সত্যটা কেউ বলে না!
57:59
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 57 МЛН