এর চেয়ে সহজ পদ্ধতি হলো কলম ঢালাইয়ের উপরে একটা টাই থাকে, তার উপর একটা ৫ লিঃ তেলের খালি কন্টিন বশিয়ে দিয়ে কন্টিনের মুখে সুই দিয়ে ১ অথবা ২টা ছিদ্র করে দিলেই কাজ হবে এতে করে ২৪ ঘন্টায় একবার পানি ভরে দিলেই হবে।
আমার বাড়ির কাজ চলছে পিলারে ৩ দিনের বেশি পানি দেইনা
@md.arifuzzaman72406 ай бұрын
প্রথমে চটের বস্তা পেচিয়ে তার উপরে যদি পলিথিন পেচিয়ে দেই তাহলে কেমন হয় প্রত্যেকদিন একবার কলামের টপ থেকে পানি দিয়ে ভিজিয়ে দিলাম এবং চটের বস্তা ভিজে গেল। জাসট একটা আইডিয়া। সাজেশন দিবেন
@BuildingPlanPoint6 ай бұрын
করতে পারেন।
@emonmaia23742 жыл бұрын
আপনার ভিডিও দেখে আমি পলিথিন দিয়ে কলামের মধ্যে কিউরিং করেছি পানি দেওয়ার আগে দেখি পলিথিন গুলা গেমে আছে
@BuildingPlanPoint2 жыл бұрын
ধন্যবাদ ভিডিও দেখে কাজটি করার জন্য। আরো ধন্যবাদ ফলাফল পাওয়ার জন্য।
@azizsumon4370 Жыл бұрын
ভাই, আমিও পলি দিয়ে ডেকে রেখেছি। কিন্তু প্রচুর রোদ এর গরমে পলির ভেতরে পানি ঘামাচ্চে না এতে করে কি কলাম এর সমস্যা হবে?
@BuildingPlanPoint Жыл бұрын
ভালোকরে পলি পেচিয়ে দিন যেনো কোন পার্শ্বে খোলা নাথাকে। তাহলে ঘেমে উঠবে। আর না ঘামলে সকাল বিকাল পলির ভিতর দিয়ে পানি দিন।
@noyondaktar6535 Жыл бұрын
পলিথিন দিয়ে দিলে কি বারবার পানি দেওয়ার প্রয়োজন নাই?
@BuildingPlanPoint Жыл бұрын
জি, বারবার পানি দেওয়ার প্রয়োজন নেই।
@shibageedas1531 Жыл бұрын
পলিথিন দিয়ে কত দিন পেচিয়ে রাখতে হবে।
@BuildingPlanPoint Жыл бұрын
ধন্যবাদ, কিউরিং টাইম ২১ দিন হওয়া জরুরি। অর্থাৎ পলিথিন ২১ দিন রাখবেন।
@mdabulhashemmoni50472 жыл бұрын
এই গরমে পলি পেচিয়ে কিউরিং করছি আজ ২য় দিন; সমস্যা হলো কলাম খুব গরম থাকছে। দিনে ৪-৫ বার পানি দিয়ে দিয়ে ঠাণ্ডা রাখার চেষ্টা করছি। এখন কম্বল পেচাবো না পলি-ই থাকবে। দয়া করে জানাবেন।
@BuildingPlanPoint2 жыл бұрын
পলি থাকলে সমস্যা নেই, এই সিদ্ধান্ত বুয়েটের প্রফেসরদের। বাকিটা আপনার ইচ্ছা।
@MirajHossain-wq8dq2 жыл бұрын
কিউরিং কম সময় করলে কি সমস্যা হবে??
@BuildingPlanPoint2 жыл бұрын
এখানে পানি ছিটিয়ে কিউরিং করার বদলে পলিথিন পেচিয়ে কলামকে ঢেকেরেখে দিলেই অটোমেটিক কিউরিং হয়ে যাবে।