Рет қаралды 93,327
বিএনপির ভুল রাজনীতি ও বাংলাদেশের মানুষের রাজনৈতিক জ্ঞান! BNP is making mistakes? Shahedin| Tarek zia
চ্যালেঞ্জের মুখে তারেক জিয়া! ভুল পথে বিএনপি?! BNP is making mistakes?Shahedin|Tarique zia|Bangladesh
Script & Edit- Shahedin
Thumbnail- Md Abid (Abidgfx)
জেনারেল জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, তখন দেশে নানান সংকট ছিলো, নানা দিক থেকে চ্যালেঞ্জ এসে ভর করেছিলো। সেটা জিয়া তার নেতৃত্ব গুনে উতরে গিয়েছেন এবং একটা দল গঠন করে গিয়েছিলেন।
আজ প্রায় ৫০ বছর পর আবার দেশে নানা মুখী সংকট এবং এই সংকটের মধ্যে আবার রাষ্ট্রক্ষমতা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়ার হাতে।
জিয়া যেমন সব সামলেছিলেন এবং জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছিলেন, মানুষের ভালোবাসা নিয়ে ছিলেন। একই রকম ভাবে যদি তারেক জিয়ার উপর রাষ্ট্র ক্ষমতা যায়, তবে তিনি কি তার বাবার মতো সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন?
অতীত ও তার চরিত্র কি বলে? বর্তমান বিএনপিই বা করছে টা কি? চলুন একটু দেখি-
দেখেন একটা গণতান্ত্রিক দেশের ভাগ্য অনেকাংশে সে দেশের রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলো যদি সৎ এবং দেশ প্রেমিক হয় তবে, তবে সেই দেশের অগ্রগতি নিশ্চিত। সেই সাথে এখানে একটা বড় ফ্যাক্টর দেশের জনগণ, তাদের রাজনৈতিক সচেতনতা ও বিশ্বাস।
জুলাই বিপ্লবের পরে একমাত্র তারেক রহমানই স্মার্ট এবং যুগোপযোগী বক্তব্য দিয়েছেন, আইডিয়া শেয়ার করেছেন। তিনিই কেবল তরুণদের পালস বুঝার চেষ্টা করেছেন।
কিন্তু যেহেতু তিনি এখনও দেশে আসেন নি, তাই প্রকৃত মুভটা এখনও বুঝা যাচ্ছে না। তার সকল বক্তব্য কি শুধু ক্ষমতার জন্যই নাকি আসলেই তিনি ভালো কিছু করতে চান সেটাও বুঝা মুশকিল।
যাই হোক, তার সামনে এখন একটা বিশাল চ্যালেঞ্জ যে, তিনি আসলে কি করবেন? প্রথমত সাবেকি চিন্তার গণমানুষের ভোটে তিনি নির্বাচিত হয়ে যাবেন, এইটা ধরেই শুধু পরে থাকবেন? নাকি তরুণদের পালস বুঝে, দলের বয়স্ক নেতাদের পাশ কাটিয়ে ভীন্ন কিছু করবেন? যদি পরেরটা করেন তবে সেটা দারুণ কিছু হবে। আর যদি শুধু প্রথম অপশনটা নিয়েই বসে থাকেন, তাহলে এই ক্ষমতা স্থায়ী হবে না, মানুষকে স্থায়ীভাবে খুশি করতে পারবেন না। কারণ তরুণ সমাজ সেই পুরাতন চিন্তা ও আদর্শকে আর রাখতে চায় না।
এই জায়গায় একটা জিনিস আমাদের খুব ভালোকরে বুঝতে হবে , এই যে দেশের নতুন প্রজন্মের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এই সচেতনতা দেশে আধুনিক ধারার রাজনৈতিক চর্চা শুরুর আগ পর্যন্ত কিন্তু থামবে না।পরিপূর্ণ সংস্কারের আগে হয়ত বারবার বিপ্লব হতেই থাকবে।
The Bangladesh Nationalist Party (BNP) is one of Bangladesh's major political parties, established in 1978 by General Ziaur Rahman. The BNP emphasizes nationalism, democracy, and economic self-reliance, often serving as the main opposition to the ruling Awami League. Its support base spans various sectors, including urban professionals, rural communities, and conservative groups. The party has faced challenges in recent years, including allegations of corruption and diminished electoral participation amid political tensions.
Tarique Rahman, the son of Ziaur Rahman and former Prime Minister Khaleda Zia, is the current acting chairperson of the BNP. He became a prominent figure within the party in the early 2000s. His tenure has been controversial, marked by allegations of corruption and legal battles that led to his self-imposed exile in the UK since 2008. Despite these issues, Tarique remains an influential figure in BNP's politics, shaping its strategies and policies from abroad. His leadership faces scrutiny, especially concerning his ability to unify the party and mobilize support in a politically polarized environment.
#bnp #bnpnews #tarique_rahman #khaledazia #mejor_zia #বিএনপি_কি_ভুল_করছে
#চ্যালেঞ্জের_মুখে_তারেক_জিয়া
#বিএনপি_নেতাদের_বক্তব্য
#দ্রুত_নির্বাচন_চায়_বিএনপি
#বিএনপি_ভবিষ্যৎ
#বাংলাদেশের_মানুষের_রাজনীতি
#ইউনুস_সরকার
#সংস্কার_না_নির্বাচন
#নির্বাচনের_মাধ্যমে_সংস্কার
#সরল_কথক
#সরল_কথা
#sorol_kotha
#shahedin