ভাষা হারিয়ে ফেলেছি,প্রেমের কবি,সারাক্ষণ প্রেমের জন্য লালায়িত ছিলেন অথচ তিনি প্রেম ভালবাসা পান নাই।
@AbuBakarSiddique-k8qАй бұрын
প্রেম পান নাই কে বলেছে?
@MShahid-o3t9 ай бұрын
এরকম হৃদয়ের সবটুকু ভালোবাসা ও আবেগ ঢেলে দিয়ে লেখা একমাত্র দুঃখী মিয়ার দ্বারাই সম্ভব।
@mdrafat655910 ай бұрын
তিনিই তো বিংশ শতাব্দীর অন্যতম কবিপুরুষ কাজী নজরুল ইসলাম ❤
@zihadulislamjisan45798 ай бұрын
মানব দানব দেবতার ভয় পুরুষোত্তম বাবা নজরুল ইসলাম 🙏🙏
@ashrafulalom8682 Жыл бұрын
প্রত্যেকটা শব্দ একদম মেপে মেপে বলা কি এক প্রনয় ভরা আবেদন❤️। আহা, এ আবেদনে কি করে কোনো রমনী সাড়া না দেয়? আর প্রিয় কবিই বা কি করে রমনীর মনের কথা জানতেন? সব যেনো অলৌকিক এক আয়োজন। ভালোবাসা অবিরাম প্রিয় কবির প্রতি ❤️❤️❤️
@KawsarAhmed-695 Жыл бұрын
এতো অপূর্ব চমৎকার ভাবনাও,, মানুষের মনে আসা সম্ভব!! একজন নজরুলের জন্ম না হলে কখনোই অনুভব করতে পারতাম না!
@mdashiq1677 Жыл бұрын
Thik...
@nishattasnim4667 Жыл бұрын
U৮৮u>y)😮😮5@@mdashiq1677
@joynulabedin534811 ай бұрын
❤❤
@Mdmurad-q6c11 ай бұрын
অপূর্বই বল্লেন আপনি। ধন্যবাদ।
@helaluddinbhuiyan100310 ай бұрын
সঠিক
@AzharulIslam-jw5vb10 ай бұрын
এত সুন্দর গান লেখার জন্য কবিকে শতকোটি সালাম
@RajlaxmiChakraborty-hu5xi Жыл бұрын
কি অপূর্ব কল্পনা। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবে তাহার গায়ে। রামধনু হতে লাল রং ছিনে আলতা পরাবে পায়।,, আরও বলেন কবি। তাহারই গানের সাতসুর দিয়ে,,,,,। অসাধারণ গানের বর্ণনা। ভূলা যায় না কখনও। এমন গান রচিলেন তিনি, যাহা একবার শুনলে, বারবার শুনতে ইচ্ছে করে। শুভকামনা।
@shaikhmostafizurrahman85 Жыл бұрын
হে কবি তোমার মত আর কেহ কি প্রেম নিবেদন করতে পেরেছে? কি অসাধারণ তোমার প্রেম নিবেদন। কালজয়ী হয়ে আমাদের মনে অনুরনিত রইবে। আমরাও থাকবোনা, রয়ে যাবে তোমার এই অনবদ্য গান।
@nayansarker824 ай бұрын
আহা কি লিরিক্স মধুর মতো,,,শত সহস্র প্রনাম জাতিয় কবি নজরুলের পদচরনে
@sajedurrahman885918 күн бұрын
কি অসাধারন বানী ও সুর !!! গানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এক কথায় অনবদ্য ❤
@skbiswas1452 Жыл бұрын
প্রেম, বিরহের ও সাম্যের এবং দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের এক কালজয়ী প্রেমের গান। আমাদের প্রজন্মের প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্যের গায়কী সত্যিই অসাধারণ! প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য'কে শ্রদ্ধা এবং শুভ কামনা। তবে, আমরা কিম্বা আমাদের প্রজন্ম বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জির গায়কীতেই বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছি। কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জির অসাধারণ এবং অনবদ্য গায়কী অতিক্রম করা কারোর পক্ষেই সম্ভব হয়নি। প্রিয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।
@abdul-hoquekhandaker53515 ай бұрын
দাদা, আপনি আমার কাছে সত্যিকারের পন্ডিত। আল্লাহ আপনাকে একটি চমৎকার কণ্ঠস্বর এবং আবেগপূর্ণ কণ্ঠস্বর উপহার দিয়েছেন। আজ আমাদের প্রিয় ও প্রাণের কবি বিদ্রোহের কবি, দেশপ্রেমিক কবি, ন্যায়ের কবি, মানবতার কবি, বিপুল ভালোবাসার কবি, আবেগ ও অভিমানের কবি তিনি দরিদ্র, অসহায়, আশাহীন, গৃহহীন মানুষের কবি। আজ আমরা তাকে খুব মিস করছি। আমাদের এই মহান কবিকে প্রয়োজন সমগ্র মানবতার জন্য। তিনি সাড়ে ছয় হাজার গান লিখেছেন। মহান আল্লাহ পাক এই কবিকে জান্নাত দান করেন। আজ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাশজিদের পাশে চিরনিদ্রায় শায়িত।
@shiblymahmood2401 Жыл бұрын
অপূর্ব সুন্দর লেখনী বিশ্ব কবি জনাব কাজী নজরুল ইসলাম সাহেবের । বিশ্ব কবি বলতে বাধ্য হয়েছি। কি সুন্দর চিন্তা চেতনা যা আজও অমর অক্ষয়।
@garygeorge-wi7co9 ай бұрын
Have you ever read what Ahmed Chhofa said about Nazrul? It will definitely dampen your enthusiasm.
@BarsonGhosh19109 ай бұрын
সঠিক তথ্যে সঠিক মূল্যায়ন করুন😊 মোর প্রিয়া হবে এসো রানী আর তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো এই দুটো পিছে পিছে মধ্যে নিজেকে ডুবিয়ে একবার ভাবান
@LabonnyoAktar Жыл бұрын
সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান .হারিয়ে যাই অজানা এক মুহূর্তে .সেটা কেবল রাব্বুল আল আমীন জানেন .এইবার অসুস্থতার মধ্যেই এমনটি অনুভব করলাম
@soumyahalder4863 Жыл бұрын
অনবদ্য শব্দের সমাহারে ,প্রকৃতির রূপে প্রিয়ার বর্ণনা.... কবির এই অপূর্ব সৃষ্টির জন্য অনেক অনেক ধন্যবাদ। ।
@jakariamahamud9838Ай бұрын
আমার মত ক্ষুদ্র মানুষের এসব অনিন্দ্য সুন্দর গানের প্রসংশা করে আজীবনেও শেষ করতে পারবো না। এক কথায় অনবদ্য ❤
@abusultanpatowary Жыл бұрын
সর্বকালের সর্বশ্রেষ্ট কালজয়ী রোমান্টিক গান। অসাধারণ লিখনি। এটি শুধু গান নয়, এ যেন প্রেমাসম্পদকে উদ্দেশ্য করে লেখা নিখুত প্রেমের নিগুঢ় রোমান্টিকতার এক অপূর্ব বহিঃপ্রকাশ। অসাধারণ!!!কালজয়ী। নজরুল বিদ্রোহী কবি ঠিকআছে কিন্তু তার চেয়ে কোটিগুন বেশি প্রেম ও রোমান্টিকতার কবি। পৃথিবীর ইতিহাসে রোমান্টিকতার এমন অপূর্ব শৈল্পিকতা আর দ্বিতীয়টি নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোমান্টিক কবি নজরুলের এ কালজয়ী সৃষ্টি সবসময়ই থাকবে অনন্ত যৌবনা।
@anuktasarkar96952 ай бұрын
Ekdam thik apni
@kabita8629Ай бұрын
নজরুল যেন আপনার কণ্ঠের জন্য এ গান রচনা করেছিলেন। ❤
@ShrutiDastider5 ай бұрын
আমার প্রিয় কবি প্রেমের কবির সশ্রদ্ধ প্রণাম। এগান কখনো পুরনো হবে না। প্রকৃতির রুপ মিশিয়ে অসাধারণ প্রেমের গান রচনা করেছেন।অপূর্ব প্রেমের বহিপ্রকাশ। যতবার শুনি ততবারই নতুন লাগে হৃদয় স্পর্শ করে।
@giashuddin4075 ай бұрын
যখন স্কুলে পড়তাম, আমরা বন্ধুরা মিলে এ গান গাইতাম, এখন ঐ বন্ধুদের অনেকে আর এ পৃথিবীতে নেই, কিন্তু আমরা গুটি কয়েকজন এখনও সেইসব মধুর স্মৃতি নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় জীবনটা এত ছোট কেন?
@moslehuddin5159 Жыл бұрын
কথা আর সুর, শ্রীকান্ত দা'র কন্ঠ, যেন সের এর উপর সোয়া সের।
@moslehuddin5159 Жыл бұрын
@@Banglaviewer2023 নজরুলের লিখা জানি, সুরের ব্যাপারে সন্দিহান ছিলাম। তাই লিখিনি। ধন্যবাদ।
@Saifulislam-tx5nd5 ай бұрын
আপনার স্মৃতির মৃত্যু নেই অমর হয়ে থাকবেন বাংগালী জাতির কাছে,আপনার অর্জন আর আকাশ ছোঁয়া প্রতিভা মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম, ভালো থাকবেন ঐ পাড়ে বাংলার শ্রেষ্ঠ সন্তান কাজী নজরুল ইসলাম!
@rayhanahmed17872 ай бұрын
অদ্ভুত সুন্দর গানের কথা গুলো আর অতি চমৎকার কন্ঠ, শুনে খুব ভালো লাগলো ❤
@mdMahabub-q8e9 ай бұрын
আহ কি আবেগ ভরা গান এক মাএ দুখু মিয়াই এমন গান লিখতে পারেন
@harunrashid4906 Жыл бұрын
নজরুলের সেরা প্রেমের লিপি, আর এটি জীবন্ত হয়ে উঠলো শ্রীকান্ত আচার্যের কন্ঠে 🎉
@szzamantipu3169Ай бұрын
দাদা শ্রীকান্ত দা আপনার গান শুনলে আমার নজরুলের এত দরদ কান্না আসে।
@palashroy3430 Жыл бұрын
বাবার প্রিয় গানগুলির মধ্যে একটি ছিল এটি। আজ ৯ বছর হলো তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন😢 ঈশ্বর বাবাকে স্বর্গবাসী করুক🙏🙏🙏
@JashodaRani-n8yАй бұрын
কথা ও সুর শুনে আজও প্রেমের রাজ্যে হারিয়ে যাই। কবিকে শ্রদ্ধা জানাই।
@marauf79429 ай бұрын
কি অপূর্ব ছন্দের মিলন,গর্ব হয় এমন বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে নিয়ে।❤
আহ কতো আবেগ, মায়া জড়ানো ভাষা। আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান 💙❤
@prasantapathak77244 ай бұрын
Kazi Nazruler lekha kaaljoyee. Ei gaantay kalpona asadharan. Shrikanto gaantar proti subichar korechhen.
@IbrahimKhan-pm9iu8 ай бұрын
আহহহ কি অনিন্দ্য সুন্দর সূরেলা গান। নজরুল সত্যি মহাকবি
@shukchandmondal62943 ай бұрын
অসাধারণ বললেও কম বলা হয়ে যায়। 💞
@saikotfelling11 ай бұрын
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।। কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস-সারির দুলানো মালিকা বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায় রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।
@helaluddinbhuiyan1003 Жыл бұрын
সর্ব কালের সেরা প্রেমের ছিঠি!! আহা,,,,কি কথা গায়ের লোম দাড়িয়ে যায়। হেলাল ভূইয়া
@sujitkundu1345 Жыл бұрын
LK mm l pp pp
@rainbowembroiderymachine7001 Жыл бұрын
চিঠি হবে নাকি !
@pollobray907510 ай бұрын
❤❤❤
@pramathanathbarai740510 ай бұрын
❤️❤❤🙏🙏🙏
@helaluddinbhuiyan100310 ай бұрын
হা
@MdAnwarHussain-l8y3 ай бұрын
অ সাধারণ গান খানি " বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে বিনম্র শ্রদ্ধা
@sampadasgupta75110 ай бұрын
সর্বকালের প্রেমের কথন। অপূর্ব। আর গায়কের হৃদয় নিংড়ানো সুরের খেলা মোহিত করে দেন মোহিত খান
@mahbubhasanshimul2775 Жыл бұрын
দেলোয়ার হুসাইন সাইদির এক ওয়াজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভার কথা শুনতেছি। হঠাৎ সাইদি বলে উঠলেন এই গানটা, এক লাইন শুনে অনেক ভালো লাগছে তাই ইউটিউবে এসে সার্চ করে শুনতেছি নজরুল সংগীতটা
@asadujjamanasad-k4j3 ай бұрын
সেম
@md.mahfuzurrahman72273 ай бұрын
সর্বকালের সেরা গান যা কখনো পুরোনো হবে না, আহা কি সুন্দর প্রেমের বানী,❤১৪-১০-২০২৪
আহ! এ কি গান নাকি অন্য কিছু!!! অন্তর স্পর্শ করে ফেলেছে। কি অসম্ভব প্রতিভা ছিলেন, শ্রদ্ধেয় জাতীয় কবির
@ratandebnath4491 Жыл бұрын
যেমন কবির কবিত্ব তেমনি কন্ঠের যাদু দুয়ে মিলে এক অনবদ্য সৃষ্টি। এমন কবি আর কখনো বাংলায় হয়তোবা জন্মাবে না, কিন্তু তার সৃষ্টি তাকে অমরত্ব দান করবে।
@mdsaidulislam40764 ай бұрын
সর্বকালের সেরা গান যা কখনো পুরানো হবে না। আহা কি সুন্দর প্রেমের বাণী💗💗 ১৬.০৯.২০২৪
@MdRayhan-yf9zs8 ай бұрын
এরচেয়ে রোমান্টিক গান কি আর কখনো বাংলায় সম্ভব? আমার শোনা শ্রেষ্ঠ রোমান্টিক গান, আহ্ গানটিতে কি নেই
@md.sohelshahriar8676 Жыл бұрын
কি ছন্দ, কি লেখা, কত্ত সুন্দর ভাবে মিলে যায় একটার পর একটা লাইন,
@syedabulfarah42954 жыл бұрын
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।। কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস-সারির দুলানো মালিকা বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায় রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।।
@golamjilanyjoy9007 Жыл бұрын
Nice
@sahinrayhan1641 Жыл бұрын
যেমন কথা তেমন সুর অসাধারণ। আল্লাহ কবি কাজী নজরুল ইসলাম কে উত্তম জান্নাত দান করুন।
@minakshimandal427 Жыл бұрын
Keshorani
@MdsakilHossain-y8q11 ай бұрын
এ
@SAnowarHossain-m7b10 ай бұрын
আমি আপ্লুত ও অভিভূত এমন সুন্দর ভাবনাময় সুরের মূর্ছনা শুনে।
@mdmostafakamal29186 күн бұрын
আহারে কি আবেগ মিশ্রত গান।শুনলেই মনের ভেতর কেমন জানি একটা অনুভূতি হয়❤❤
@anupdebnath220310 ай бұрын
আহা কি সুন্দর কি অপূর্ব গান শুনেছি অনেক কিন্তু এরকম ভাবনা চিন্তা গান শুনে চোখের সামনে বাস্তবটা ভেসে উঠছে আমার প্রিয়া না ফেরার দেশে চলে গেছে রোড এক্সিডেন্টে 2019 সালে তাই মনে পড়ে যাচ্ছে গানটি শুনে পুরনো স্মৃতির কথা 👏👏👏👏👏
@SudiptaKar-er9og2 ай бұрын
আহা কি অপরূপ সুন্দর মিস্টি গানের কথা বিদ্রোহী কবিকে প্রনাম, কন্ঠ টিও অসাধারন ❤️❤️❤️❤️❤️❤️❤️🪷🪷🪷🪷🪷🪷
@md.rashedali6316 Жыл бұрын
প্রকৃতির রূপ মিশ্রিত প্রিয় রমণীর কাছে অসামান্য প্রেম নিবেদন 🥰 আহ কি চমৎকার জাদু গানের কথায় 👌🙏❤️
@prodipchanda965611 ай бұрын
এগুলো কালজয়ী গান ❤️😍 কি অসাধারণ লিখনী তার সাথে কি মনোরম সুর..! ❤️
@maladas5880 Жыл бұрын
আহা কি সুন্দর কথা সুর গান এটা আমার প্রিয় কবি নজরুল ইসলামে গান। তিনি প্রেমের কবি ধন্যবাদ শিল্পী কে।
@dilipkumargupta.3374 Жыл бұрын
🥀 অসীম আবেগ আর দরদে সৃষ্টি হয়ে ঝরে পড়েছে গানটি। কবি নজরুল ইসলাম এর যেমন অনবদ্য সৃষ্টি। তেমনি হৃদয় নিংড়ানো রাগের বহিঃপ্রকাশ গায়কের কন্ঠে। অন্তর বিগলিত হয়ে গেলো।🥀02.01.2024.
@bkghosh Жыл бұрын
যে গান হৃদয়স্পর্শী, কাজী নজরুলের চিরকালীন ও অতুলনীয় সৃষ্টি যা শিল্পীর কন্ঠমাধুর্যে প্রাণবন্ত হয়েছে।
অপূর্ব ! বলার কিছু নেই ! সুন্দর--- থেকে সব মিলে সুন্দরতর,,, অভিব্যক্তি ❤❤❤❤ ❤❤❤
@amaldatta174 Жыл бұрын
কবি নজরুলের লেখা এই চির অম্লান প্রেমের অনুভব সঞ্চারি গান এমন কণ্ঠে এসে পেলো বুঝি তার প্রাপ্য সম্মান।❤❤❤❤❤❤ গানটির জন্য যে আবহ সজ্জা করা হয়েছে তাকে এক অনন্য সৃষ্টি বলা যেতে পারে। ❤
@kartickchakraborty2584 Жыл бұрын
খোঁপার সৌন্দর্য অতুলনীয় ।
@DxRadi9 ай бұрын
যত বার শুনি,, তথ বার, মনের কোরাক জুটে,,
@garygeorge-wi7co9 ай бұрын
what is কোরাক? you are hopeless.
@ShaWn-5211 ай бұрын
স্বর্ণখচিত লিরিক্স, আহা কি প্রেমময়। সর্বকালের শ্রেষ্ঠ প্রেমময় বাণী।❤❤❤ #ShaWn 28.02.2024
@M.AKarim-b8f4 ай бұрын
আমি চলে যাবো,,, তবুও আমাই ভুলে যেতে দিবো নাহ🥰🥰 কাজী নজরুল ইসলাম 🥰🥰
@anwarulquddus250310 ай бұрын
প্রেম, ভালোবাসার অনুভূতি কিভাবে এত সহজ কিন্তু কঠিন প্রকাশ করা যায় নজরুল ছাড়া সম্ভব হত না।
@babluzzamanzzaman3289 Жыл бұрын
বাহ্ কবি বাহ্ অসাধারণ।। অপারে ভালো থেকো প্রেমিক কবি অভিমানী কবি বিদ্রোহী কবি।।
@drmillon22699 ай бұрын
এ ডিজিটাল যুগেও এ গানগুলো এত মধুর, শুনতেই মন চায়। আবার যদি ফিরে যেতে পারতাম --সেই চাঁদনি রাতে, তারাভরা রাতে, গ্রামের আঁকা-বাকা রাস্তা ধরে চলে যাওয়া, চাঁদনি রাতে পুকুর পাড়ে বসে ভালবাসার কথা বলা---অনেক মিচ করি।
@labonifashionstudio8 ай бұрын
কি কথামালা, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়,,,, বাহ বাহ বাহ 🖤🖤
@sukantacomputer385 Жыл бұрын
কাজী নজরুল ইসলামের অসাধারণ সৃষ্টি। অনেকদিন পর গানটি শুনে সেই ক্যাসেট প্লেয়ারে গান শোনার কথা মনে পড়ে যাচ্ছে।
@Tamimtalukdar-z2l5 ай бұрын
lyrics delicate all my listener's ❤️🖤💚🙏↩️ প্রেম অনলে অঙ্গ জ্বলে যায়, প্রাণ ও সখি লো চিও কালা বন্দুয়ার চিন্তায় আয়। ও সখি লো, সোনার যৌবন দিল উকি, বান্ধিয়া কেমনে রাখি, বল গো সখি কি? করি উপায়। ধু।। উড়ু উড়ু করে মন, সহেনা বিষের দহন, ২ কত কথা উটে মনুরায়।। ও সখি সো,একদিন মাত্র দিলে দেখা, প্রতিজ্ঞা করে হে মোর সখা, ভূলিবে না আবদ্ধ থেকে কোথায়। ধু।। এই দিল প্রতিদান সম্বল, বুকে আগুন আর দুই চোখে জল, ২ একলা গৃহে ভাবে বসে অনুরাগ সাজ শয্যায়।। ও সখি লো, প্রথম প্রেম নতুন বয়সে, প্রাণেশ্বর রইল দূর বিদেশে, জাতি কূল মান অর্পণ করি বন্ধুয়ার ঔ রাঙ্গা পায়। ধু।। এ যুগে কত নারী, পথী লইয়া চলছে গৌরব করি, ২ মন আনন্দে হাট বাজারে যায়।। ও সখি লো, সুখ বসন্ত মুখের কালে, বিরহ আগুনের চিতা হিয়ার শূলে, ঝাপ দিয়া মরিব যমুনায়। ধু।। বলিস তোরা শ্যাম উদ্দেশ্যে, মুকিম শাহ্ রে নিলনা ভালো বেসে, ২ অপার হয়ে বসে আছি নৈরাশায়।। প্রাণ ও সখি লো চিও কালা বন্দুয়ার চিন্তায়। প্রেম অনলে অঙ্গ জ্বলে যায়, প্রাণ ও সখি লো চিও কালা বন্দুয়ার চিন্তায় আয়।। কথা ও কণ্ঠস্বর,, আমাহতে, অনুসন্ধানী গীতিমালা শাস্ত্রীয় আত্মা তত্ত্ব! বাউল দর্শন , বাংলাদেশ সিলেট। মাজন পদবী পদক স্মরণে।
@rabindranathsarkar7563 Жыл бұрын
স্বর্গের উপমা " ❤❤❤❤ হৃদয় বাণের হৃদয়বতী"আহা !
@RajibBaidya-u5d3 ай бұрын
বা অসাধার গান❤
@cr7krishno9307 ай бұрын
প্রিয় কবি-র লেখা গান প্রিয় শিল্পীর কন্ঠে এককথায় অসাধারণ। ❤
@TamimTalukdar-q5o3 ай бұрын
congratulations Kazi Nazrul Islam 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Rownak_Ashrafee_Shuchi_03 Жыл бұрын
স্বর্ণা শুভকামনা রইল তোমার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সত্যিই খুব ভালো একটা সময় কাটাই একসাথে ❤❤❤❤❤❤❤
@minatidebnath43212 ай бұрын
Khub Khub valo laglo gant sune ❤
@sultanmia327910 ай бұрын
প্রোপোজের সেরা উপমা হতে পারে❤
@BrajendraDebnath-rz8wd8 ай бұрын
শ্রেষ্ঠ রোমান্টিক উপহার........
@szzamantipu3169Ай бұрын
শ্রীকান্ত দা সালাম নমস্কার দাদা আমার খুব কাঁদতে ইচ্ছে করছে কেন মানুষ এত খারাপ হয় আমরা কি ভালো হতে পারি না দাদা আমরা তো একই জাত দাদা আমরা তো মানুষ তো আমরা কেন এরকম দাদা সালাম আসসালামু আলাইকুম আপনাকে আল্লাহ দীর্ঘায়ু করুক শুভেচ্ছা বাংলাদেশ থেকে শামসুজ্জামান টিপু।
@BashundharaRcc3 ай бұрын
Really amazing. God gifted voice...
@TEM_KING_01 Жыл бұрын
যতই শুনি ততই আরো শুনিতে চাই, তবুও যেন আমার তৃষ্ণাত হৃদয় বিধুর হয়ে যায়
@mdarifarif29418 ай бұрын
২০২৪ এসেও সেরা গান, ধন্যবাদ কবি, মোঃ নজরুল ইসলাম
@mdarifarif29417 ай бұрын
❤❤❤
@dcmamzadhossain6685 Жыл бұрын
জীবনের প্রথম প্রেম এবং জীবনের প্রতিটি পরোতে পরোতে স্মৃতি বিজড়িত সেই দিনগুলো মনে পড়ে। আজ
@shohidulislam.barisal Жыл бұрын
আমার প্রিয়ার বাসর সাজিয়ে ছিলাম তোমার গানে সুরে।
@metrolife1292 Жыл бұрын
জাতীয় কবির অসাধারণ সৃষ্টি। ❤❤❤
@rabindranathsarkar7563 Жыл бұрын
এমন আবেদনের চেতনায় কবি নজরুল সুর গেঁথে মালা পরালে শিল্পী এতটা আকুল ।।
@chandamukherjee6002 Жыл бұрын
কি অপূর্ব সুন্দর আমার প্রিয় ভীষণ প্রিয়
@BashundharaRcc3 ай бұрын
Every time I listen to this song, I admire Nazrul, a God gifted talent, and Srikant God gifted voice.
@dipabiswas8543 Жыл бұрын
❤❤❤ কত সুন্দর,, যত শুনি ততই মুগ্ধ হই
@ShankarChakrabarti-t3v Жыл бұрын
এমন গানের জন্য ভগবান আপনাকে যেখানে ই থাকেন ভালো থাকবেন।
@snigdhadatta792 Жыл бұрын
ভীষণ পছন্দের একটা গান...❤️❤️
@rafiqueislam22199 ай бұрын
Wonderful presentation of a Nazrul Sangit by Shrikanto Achyrja
@mostofa22747 ай бұрын
তোমার ঐ নীল নীল চোখে....বিরহের গান শুনে আজও আছি শোকে....ঐ সবুজের মাঝে তোরে খুঁজি বারবার....তুই হারিয়ে গেলে কোথায় নিলুফার........??😢😢