দাবদাহে পুকুর/মাছের অবস্থা এবং করণীয়। Condition of fish and pond during drought and to do!

  Рет қаралды 18,067

ABEED LATEEF

ABEED LATEEF

Күн бұрын

যখন প্রচন্ড তাপদাহ শুরু হয় তখন পুকুরের পানির তাপমাত্রা বেড়ে যায় সেই সময়ে দ্রুত অক্সিজেনের পরিমাণ খুব কম হয়ে যেতে থাকে।
উচ্চ তাপমাত্রার জন্য পানির মধ্যে কার আন্তঃআণবিক ক্ষেত্রে অত্যন্ত সংকুচিত হয়ে যায় সেই কারণে অক্সিজেনের দ্রবীভূত অবস্থায় টিকে থাকার সম্ভাবনা টা কমে আসে; সেই সাথে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে একটা অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
এই অবস্থায় অতি তাপের কারণে অ্যামোনিয়া আয়নিত হয়ে NH3 তৈরি করার কারণে এমোনিয়া টক্সিসিটি হয়ে যায় এবং মাছ মারা যায়।
এ অবস্থা উত্তরণে চাষীদের যা করণীয়
১/ পুকুরের গভীরতা বৃদ্ধি করে রাখা;
২/ পানি সরবরাহ করা;
৩/ প্রতিমাসে প্রতি শতক পুকুরে 200 গ্রাম করে লবণ প্রয়োগ করা এবং এমত বিপদাপন্ন অবস্থায় আরো 200 গ্রাম লবণ বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা;
৪/ প্রতিমাসে মোলাসেস বা চিটাগুড়ের লবণের মাপেই প্রয়োগ করা;
At the time of drought, the temperature of water of pond become very high and the presence of oxygen become very low.
Due to the high temperature; intermolecular space of water become congested which reduces existance of oxygen in diluted form in water.
besides this the chance of existence of oxygen due to carbon dioxide.
in this situation ammonia toxicity may occur easily.
which may cause the death of fish 🐠 tremendously.
the farmers should do
1. Increase of water depth in Pond;
2. supply of water;
3. use of salt monthly (200 gram of salt per decmal per month);and with booster dose that is 200 gram also.
4. Use of molasses as salt used.
Thanks a lot.
#দাবদাহে_পুকুরের_অবস্থা_করণীয়,
#Safety_measure_during_drought,

Пікірлер: 212
@pridetradehouse4633
@pridetradehouse4633 Жыл бұрын
স্যার আপনার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করে এবং আপনার অনেক বড় ফ্যান আমি যদিও আমি মাছ চাষ করি না তারপরও এই মাছের ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে ডিয়ার স্যার দুটি পুকুর কিনেছে আমি দেশীয় মাছের জন্য আমাদের বাড়ি বিক্রমপুর এখন ওখানে ভালোই পানি এখন আমার কথা হল দেশীয় মাছ পুকুরে কিভাবে বেশি আনা যায় কোন পদ্ধতি বা কোন খাবার আছে কি দয়া করে এই সমস্ত বিষয় নিয়ে যদি একটা ভিডিও বানাতে তাহলে সাধারন মানুষ অনেক উপকৃত হতো আসসালামু আলাইকুম
@isk379
@isk379 Жыл бұрын
স্যার আমি ভারতের পশ্চিমবঙ্গের থেকে আপনার কথা গুলো শুনি আর আমি ওই ভাবে চাষ করি
@bharatchandraroy3726
@bharatchandraroy3726 Жыл бұрын
স‍্যার আপনাকে ও আপনার পরিবারকে ঈদের শুভেচ্ছা।স‍্যার আমি গতকাল ভেবেছি আজ সন্ধ‍্যা থেকে জল দেওয়া শুরু করবো।তাছাড়া আপনার আশীর্বাদে এখন অবদি ঠিক আছে।
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
জী, শুরু করেন।
@zahidakbar4575
@zahidakbar4575 Жыл бұрын
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন,দীর্ঘ হায়াত দান করুন।
@raghunathsantra1650
@raghunathsantra1650 Жыл бұрын
@raghunathsantra1650
@raghunathsantra1650 Жыл бұрын
নমস্কার স্যার আমার পোনাম নেবেন
@khorshedalom120
@khorshedalom120 Жыл бұрын
প্রিয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
💖💖💖
@MdIbrahim-tw2dj
@MdIbrahim-tw2dj Жыл бұрын
স্যার পাকা কলা কুমড়া ও পেপে ও মোলাসেস দিয়ে ভিজিয়ে প্রকৃতিক প্রোবায়োটিক তৈরির নিয়ম। এ বিষয়ে একটু বলবেন
@shahadatshahadat6043
@shahadatshahadat6043 5 ай бұрын
স্যার অবশ্যই এ ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করবেন
@UDOY999
@UDOY999 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ❤ 8:39
@raselmiah133
@raselmiah133 Жыл бұрын
স্যার কে আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুক। আমিন। ❤❤❤❤
@kopalpuraclub1
@kopalpuraclub1 Жыл бұрын
উপকার পাইছি আল্লাহ যেন সুস্থ রাখুন
@shamalbaidya8572
@shamalbaidya8572 Жыл бұрын
Thank you sir. I follow your lecture regularly. I have collected about 2800 kg IMC from 185 decimal water surface in 9 months. May God bless you.
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
Most welcome, Brother!💖💖💖
@FayzMd
@FayzMd Жыл бұрын
Sir Gulsa mach chas niye ekta video dile khub upokar hoto , thanks
@mohdshahab826
@mohdshahab826 Жыл бұрын
মাশাআল্লাহ আপনাকে খুব ভালো লেগছে ওস্তাদ 👍❤️
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
🌺🌺🌺🌺🌺💖💖💖💖💖
@mdsagarsheikh9994
@mdsagarsheikh9994 Жыл бұрын
Sir apanaka to miss korchi
@mdlimonmia9689
@mdlimonmia9689 Жыл бұрын
স্যার আপনি দাড়ি রাখেন সুন্দর লাগবে 🥰
@Mehedihasan-fu5df
@Mehedihasan-fu5df Жыл бұрын
জাজাকাল্লাহ খাইরান
@sulaymannomany7492
@sulaymannomany7492 Жыл бұрын
স্যার স্যালুট আপনাকে! আপনার দাড়ি দেখে খুব ভালো লাগছে!
@MdIbrahim-s9q3r
@MdIbrahim-s9q3r 11 ай бұрын
🎉
@alaminnew5635
@alaminnew5635 Жыл бұрын
Valuable content. Please check & update voice quality. Thanks.
@successtips8202
@successtips8202 Жыл бұрын
স্যার সালাম নিবেন।আশা করি,ভালো আছেন।স্যার রোদ থাকা অবস্থায় রাসায়নিক সার দিয়েছিলাম,এর কিছুক্ষন পর হালকা বৃষ্টি হলো,এরপর আবার রোদ যদি রোদ উঠে,রাসায়নিক সারের কার্যকারিতা কি কমে যাবে? ধন্যবাদ স্যার।
@coolmax9941
@coolmax9941 Жыл бұрын
মাশাআল্লাহ্
@sumanasarkar166
@sumanasarkar166 Жыл бұрын
Thank you sir,ami West Bengal teke bolchi.
@Shakib_Agrotech_Pvt_Ltd
@Shakib_Agrotech_Pvt_Ltd Жыл бұрын
দাড়িতে খুব সুন্দর লাগছে। সালাম নিবেন। Shakib Agro
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
ওয়ালাইকুমুস সালাম। ধন্যবাদ ভাই।
@sahidalsahab3873
@sahidalsahab3873 Жыл бұрын
আপনার পরামরশ অনুযায়ী মাছ চাষ করছি,, দিনাজপুরের হিলি তে আমার বাসা
@alquranershur383
@alquranershur383 Жыл бұрын
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। স্যার আমি পুকুরে সবুজ ফেনা দেই মোটামুটি সব মাছই খায়। এগুলোর মধ্যে কি পরিমান পুষ্টি থাকে আর মাছের কি কোন ক্ষতি হবে এই ফেনা গুলো খাওয়ালে। দয়া করে যদি জানাতেন উপকৃত হতাম। ফি আমানিল্লাহ।
@kalachandhaldar4591
@kalachandhaldar4591 Жыл бұрын
স্যার আমি পশ্চিম বঙ্গ থাকি। আমি একটি সমস্যা য় পড়েছি। আমার একটি চার বিঘা পুকুরে জলে নিমজিত উদ্ভিদ হয়েছে। আমি কিছুতে জলের কালার আনতে পারছি না। আমি আপনার গোবর +সরসের খোল +DAP এর ডোজ নিয়ম মতো করছি। আর লেবার দিয়ে সব উদ্ভিদ তুলে ফেলেছিলাম। কিন্ত দশ দিনের মধ্যে আবার পুকুরের তলদেশে ভর্তি হয়ে গেছে
@goldenaqua9098
@goldenaqua9098 Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার , আমি দেড় মাস আগে ২০০-২৫০ গ্রাম ওজনের কাতল মাছ ছেড়ে ছিলাম এখন ৪০০-৫০০ গ্রাম হয়েছে ৷ মাছগুলির পেটের দিকে লালচে দাগ দেখা যাচ্ছে ৷ এর কারণ এবং প্রতিকার কি ? পুকুরের আয়তন ৮০ শতাংশ , ৫ ফুট পানি ৷ কাতল ১৮০ পিস , রুই ২০০০ পিস(১৫০গ্রাম) , মৃগেল ১৫০০ পিস (১০০ গ্রাম), বাটা ৩০০০ পিস (২৫ গ্রাম ) সাইপ্রিনাস ৩০০ পিস (৫০ গ্রাম) দেওয়া আছে ৷ পুকুর প্রস্তুতির সময় ৪ কুই . মহুয়া খইল , চুন ৮০ কেজি , N :P:K- ১৫ kg ৩০ kg ৩০ দেওয়া আছে ৷ এক মাস পর আবার ৩০ kg চুন দেওয়া হয়েছে ৷
@souvikgoldar5071
@souvikgoldar5071 Жыл бұрын
গোবর বা খোল করলে কি পুকুরের জলে tds বা ammonia বাড়তে পারে।
@azizulhoque4677
@azizulhoque4677 Жыл бұрын
Jute leaf carp fish er khabar hishebe bebohar kora jabe ki?? please ektu janaben
@ratandebbarma900
@ratandebbarma900 6 ай бұрын
sir chela fish farming ger sarthy kisho bolon
@shazal1976
@shazal1976 Жыл бұрын
স্যার, মাছ ভাসার কারণ তো জানি। কিন্তু আমার পুকুরে মাঝে মাঝে মনেহয় মাছ নাই। মাছ ডুবে থাকে। মাছের এক্টিভিটিও কম। খাবারের জন্য ছুটে আসে না এবং খাবারও খুব কম খায়।
@sahidalsahab3873
@sahidalsahab3873 Жыл бұрын
Sir apnar group e add kora nin. Sir ami apnar ratio mota feed making kora mash k khaoassi
@SaifulIslam-sc3ub
@SaifulIslam-sc3ub Жыл бұрын
স্যার, দাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগতেছে।
@tanmoyparai2689
@tanmoyparai2689 Жыл бұрын
স‍্যার আপনার বই পাওয়া যাবে কীভাবে পশ্চিমবঙ্গ কলিকাতা থেকে বলছি আপনার ভিডিও গুলো দেখে অনেক না জানা কথা ও অভিগতা হয়েছে মাছ চাষে
@jutikacookingstudiovlogs7219
@jutikacookingstudiovlogs7219 Жыл бұрын
দুলাভাই দেখে ভাল লাগল কিন্ত গরমের কথা শুনে খারাপ লাগল 😊😊😊
@binaysarkar5654
@binaysarkar5654 Жыл бұрын
Colin chloride কি? মাছ কি কাজে লাগে.
@HASIMHASIM-y1i
@HASIMHASIM-y1i Жыл бұрын
স্যার পুকুরে নতুন পানি করেছি কিন্তু রেনু চারার আগে কি গ্যাস ট্যাবলেট দেওয়া লাগবে , অথবা না দিলেও চলবে ,দয়া করে জানাবেন প্লিজ
@yeasinalom9196
@yeasinalom9196 Жыл бұрын
স্যার আপনার সঙ্গে যদি মোবাইলে কথা বলতে পারতাম, আপনার নাম্বারটা যদি দিতেন। অনেক উপকৃত হতাম এবং নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আমি বাংলাদেশের যশোর জেলার একজন উদ্যোক্তা। আপনার ভিডিও দেখে ২০২১ সাল থেকে ২৭ একর একটা ঘের পরিচালনা করে আসছি।ন্যূনতম অভিজ্ঞতা না থাকায়,এই পর্যন্ত লাভের মুখ দেখতে পারিনায়।আপনার অনুগ্রহ একান্ত কাম্য ❤অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য স্যার।
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
m.facebook.com/groups/2143121362500536/?ref=share&mibextid=NSMWBT
@indrajithaldar9577
@indrajithaldar9577 Жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সার ❤️❤️
@kalachandhaldar4591
@kalachandhaldar4591 Жыл бұрын
কিভাবে তলদেশ আগাছা মুক্তো করবো এ ব্যাপারে আপনার পরামস
@joy-tc6xf
@joy-tc6xf Жыл бұрын
স্যার আমার পুকুরে তেলাপিয়ার পোনা ছারচি দু সপ্তাহ হয়( ৫০)টায় কেজি।কিন্তু মাছ গুলো ফিড খাচ্ছে না।আমি ৮ শতাংশের জন্য দুই কেজি চুন ও লবন দিয়েছিলাম এক সপ্তাহ আগে।স্যার দয়া করে একটু পরামর্শ দিবেন।মাছ খাবার না খাওয়ায় অনেক টেনশনে আছি
@biltusk8776
@biltusk8776 Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার আমার একটা দুই বিঘা পুকুর আছে সেই পুকুরে কিছু কচুরিপানা হয়েছিল সেই কচুরিপানা গুলো তুলে ফেলে দিয়েছে এবং কিছু পচে গলে গিয়েছে ওই কচুরিপানার জন্য পুকুরে প্রতিদিন মাছ ভাসছে এবং পুকুরে গ্যাস হয়েছে তাছাড়া এই গাছটা কাটানোর জন্য পান এটাকে পরিষ্কার করার জন্য কি ব্যবহার করা যায় একটু বলুন না প্লিজ স্যার আমি ভারত থেকে বলছি আপনাকে স্যার অনুরোধ করছি প্লিজ স্যার একটু বলুন
@RahatKhan-yy1bo
@RahatKhan-yy1bo Жыл бұрын
গোবর আর খৈল মিশিয়ে দেওয়া যাবে কি ৪৮ ঘন্টা পর
@sdkitchenplaza2308
@sdkitchenplaza2308 Жыл бұрын
স্যার আমার 50 শতাংশের পুকুর জল আছে 3 ফিট । মাছ আছে প্রায় 100 কেজি । কয়েকদিন যাবত দেখতে পারছি জলটা ঘোলা হয়েছে । সার প্রয়োগ করার পর জল সবুজ না হয়ে ওপরে সবুজ সর পড়েছে আর জল ওরকম ঘোলাই হয়ে আছে। 2-3 দিন যাবত দেখছি আমার পুকুরের বেলে মাছ গুলো মরে ভেসে উঠছে বেলে মাছের সাথে কয়েকটা বাটা মাছের পোনা দেখতে পারছি। তবে বেলে মাছের পরিমাণ টাই বেশি। এই অবস্থায় আমার কি করণীয় ? আপনার পরামর্শ পেলে উপকৃত হতাম।
@khalilrahman5135
@khalilrahman5135 Жыл бұрын
অভিনন্দন বস
@mdmorshed-r6h
@mdmorshed-r6h Жыл бұрын
আসসালামু আলাইকুম .. স্যার কেমন আছেন স্যার চিতল মাছের (মেইল - ফিমেল) কিভাবে চিনা যায় ভিডিও একটা দেখালে ভালো হতো।
@Bashirbd
@Bashirbd Жыл бұрын
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অপেক্ষা করছিলাম আপনার ভিডিওর জন্য। আমার অনেক মাছ মারা গেছে এই সমস্যায়। চিটাগুড় নিয়মিত দিছি তারপরও এমন হল। মিশ্র চাষ। সপ্তাহে 2/3দিন ডাকউয়িড দেই 3/4 ড্রাম করে। এতে কি সমস্যা হচ্ছে? পুকুর 1 একর পানি 4 ফিট। আর হাতে তৈরি খাবার দেই। সার দিতে পারিনা। অল্প দিলে ওমাছ জেগে ওঠে।হালকা সবুজ পানি। কি করলে মাছ জাগবেনা স‍্যার দয়াকরে জানাবেন। ধন‍্যবাদ।
@MdTandir-pz3bq
@MdTandir-pz3bq Жыл бұрын
স্যার ১০-১২ কেজি সাইজের মাছ করার পদ্ধতি নিয়ে একটা ভিডিও দিবেন দয়া করে স্যার দয়া করে
@kaziarifurrahman5999
@kaziarifurrahman5999 Жыл бұрын
ধন্যবাদ ❤
@robiulislam603
@robiulislam603 Жыл бұрын
স্যার ছালাম নিবেন, স্যার চিটাগুড় কি শুধু পানির সাথে গুলে ছিটিয়ে দিলে হবে, নাকি সাথে অন্য কিছুর সঙ্গে মিশিয়ে দিতে হবে? ধন্যবাদ আপনাকে
@james-cr4wf
@james-cr4wf Жыл бұрын
স্যার, ভেন্চুরী এরেটর কিভাবে পেতে পারি? আমি অনেক খুজেও মাঠ পাম্প পেলাম না। আপনার একটা ভিডিওতে দেখেছিলাম এক ভাই এরেটর সরবরাহ করেন। এখন কী পাওয়া যাবে?
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
ওই ভিডিওতে নাম্বার দেয়া আছে।
@amitbiswash9537
@amitbiswash9537 Жыл бұрын
স্যার গলদা কার্প জাতীয় মাছ এক সাথে আছে এক্ষণ কি আমি বিঘায় ৫কেজি খইল ২০ কেজি গোবর ৪০ লিটার পানি ড্যাপ সার দিতে পারবো
@mdabdurrahman1695
@mdabdurrahman1695 Жыл бұрын
সার পানি ঘোলা হলে কি করবো,,,আমি নতুন মাছ চাষ করতেছি,,পুকুরে এক ফিট পানি থাকার সময় চুন প্রয়োগ করছি,,,পরে মাছ ছাড়ছি তবে পানি ঘোলাট ছাড়ছে না,,,,
@user-wt5ml2cl6v
@user-wt5ml2cl6v Жыл бұрын
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি আপনার একজন ভক্ত🙏 আপনার মাছের উপর দেয়া লেকচার গুলো নিয়মিত শোনার চেষ্টা করি। যদিও আমি মাছ চাষি নয়।
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
অজস্র ধন্যবাদ ভাই।
@user-wt5ml2cl6v
@user-wt5ml2cl6v Жыл бұрын
@@abeedlateef8059 জাজাকাল্লাহ খাইরান। আপনার মতন ভালো মানুষের প্রচেষ্টায় অনেক বেকার জীবন কর্মসংস্থান এর পথ দেখতে পেয়েছে। আল্লাহ পাক এর উত্তম বিনিময় ইহকাল ও পরকালের জন্য দান করবেন ইনশাআল্লাহ।
@mdsohel-go6di
@mdsohel-go6di Жыл бұрын
ভাই জালটেনে মাছ ধরার পরে মাছমারা যায়, এই সময় চুন দেওয়া যাবে?
@viky9281
@viky9281 5 ай бұрын
ভোরবেলা মাছ gasping korche na.মারা যাওয়ার কারণ চিহ্নিত করা যাচ্ছে না। ইতিমধ্যে 10 থেকে 12 দিন আগে একবার চুন গুড় এবং লবণের ডোজ করা হয়েছে। আবার ধন্যবাদ স্যার, আপনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হই
@abeedlateef8059
@abeedlateef8059 5 ай бұрын
ফাইটোপ্লাংক্টন জমে বিষাক্ত হয়ে গেছে। তলা নাড়িয়ে গ্যাস বের করে দিন। ইনশাআল্লাহ মাছ মারা যাওয়া বন্ধ হবে।
@viky9281
@viky9281 5 ай бұрын
@@abeedlateef8059 অসংখ ধন্যবাদ স্যার আপনাকে, ব্লুম কিন্তু হয়নি , বেশ সিলভার কার্প মাছ আছে.
@astamnath4175
@astamnath4175 Жыл бұрын
ধন্যবাদ স্যার, কাল রাত্রি বেলা আমাদের ওখানে বৃষ্টি হয়েছে
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য।
@akshaydash6430
@akshaydash6430 Жыл бұрын
Sir apnar sate kotha bolar khub dorkar kemne jogajhog korbo sir
@alammiah4973
@alammiah4973 Жыл бұрын
স্যার সালাম নিবেন। পাংগাসের খাবারে ২০%খৈল৪০% রেপসিড কেক ১৫%ব্রান ৩৫%ডিওআরবি ২%লবন২%চিটাগুর দেই তাহলে কি ভাল ফল পাব?
@mdsohel-go6di
@mdsohel-go6di Жыл бұрын
ভাই এইগরমে কি হররা টেনে চুন দেওয়া যাবে?
@Allahisthecreatorofeverything
@Allahisthecreatorofeverything Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি এক একর জমির উপর একটি নতুন পুকুর খনন করেছি। এখন পুকুর প্রস্তুতির জন্য চুন দেওয়ার কত দিন পর গোবর সার প্রয়োগ প্রয়গ করবো, না চুন গবর গবর একই দিনে একসঙ্গে প্রয়গ করবো। আর একটা বিষয় জানতে চাই নতুন পুকুর প্রস্তুতির জন্য গবর চুন দেওয়ার সময় পুকুরের জল কত ফুট থাকা উচিত।
@rahadulislam9465
@rahadulislam9465 Жыл бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার সরিষার খোল দুই ধরনের একটা হলুদ একটা লাল এই হলুদটার প্রোটিন কি 32% ছাড় নাকি এই হলটা প্রোটিন বেশি আর এটা কি ভিজায় খাওয়ানো লাগবে না সরাসরি দেয়া যাবে প্লিজ একটু জানাবেন
@pabitramukherjee3354
@pabitramukherjee3354 Жыл бұрын
Sir gd eveng. Ami aktu janta chaichi je amr pukur deep hoacha 3ft thake 4 ft. Aai gobhirotai ki dhoroner fish farming kora jeta pare. Pukure kechuta area bali aca.
@AbdullahAlMamun-bv8uo
@AbdullahAlMamun-bv8uo Жыл бұрын
Assalamualaiku.Sir i m dr mamun mbbs from rangpur medical college home dist Mymensingh. আমি cement tank এ aquarium এর মত করে বড় মাছ রাখতে/ পালতে চাই। কিন্তু একজন Bsc in fishery ভাই আমাকে বলেছেন যে এভাবে মাছ বাচবে না mobile এ কথা হয়েছে অল্প । তারপর আমি অনেক youtube vdo দেখেছি ও সিদ্ধান্ত নিয়েছি যে যদি ৭০০ থেকে ৮০০ sft জায়গায় ৬ ফুট গভীর করে ১০ inch wall করে মাঝখানে অরধেক জায়গা (৩৫০ থেকে ৪০০ sft) মাটি রেখে বাকি জায়গা circular করে পাকা করলে tank এর ecosystem maintain হে কিনা। আমি কোন অক্সিজেন pump বা বিদ্যুৎ use করতে চাই না। সেক্ষেত্রে শতাংশ প্রতি ৫০ কেজি মাছ পালা যাবে কিনা শখের বশে। মাঝখানে ৫০ জায়গায় floor মাটি ;বাকি চারপাশ circular floor পাকা থাকবে। সে ক্ষেত্রে এমোনিয়া ও পানির ecosystem maintain হবে কিনা। please explain me the role of soil in maintaining the ecosystem of water. আর আমি কি আমার শখের aquarium like pond তৈরী করতে পারব কিনা। আমি carp জাতীয় মাছ সাভাবিক ঘনত্বে পালতে চাই। যদি sir একটু explain করতেন দয়া করে অথবা আমার mobile no. 01710648305. I shall very greatfull to you.Assalamualaikum..
@sanjoybarick1754
@sanjoybarick1754 Жыл бұрын
ধন্যবাদ স্যার
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ।
@SaifulIslam-sc3ub
@SaifulIslam-sc3ub Жыл бұрын
স্যার, আমার বাড়ি নীলফামারীতে, এখানে বালু মাটি, আমি ৬০শতাংশ একটি পুকুর কাটতে চাচ্ছি।৬ফুট গভীর করে পানি থাকবে ৩ মাস।আর ১৫ ফুট করলে জলবন হয়। এখন আমি কি করবো দয়া করে জানাবেন ।।
@indrajithaldar9577
@indrajithaldar9577 Жыл бұрын
Assalamu alaikum sir ❤❤ সার 1 মাসের ওপর হয়ে গেছে আপনার আর কোনো ভিডিও আসছেনা আপনি কেমন আছেন একটু জনাবেন সার ঈশ্বর আপনাকে সব সময় জন্য ভালো রাখুক সুস্থ রাখুক সার আমাদের সবার মাঝে
@kartickdas5754
@kartickdas5754 Жыл бұрын
স্যালুট স্যার 🙏🙏
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
Salute!
@cricketshorts7586
@cricketshorts7586 Жыл бұрын
ajke 15 May....bristi nai...pokor ar pani sukiye geche..
@engineermohibul4110
@engineermohibul4110 Жыл бұрын
স্যার আমার প্রায় 50 পিস মাছ মারা গেছে আমি কিছু কচুরিপানা দিয়ে তাপ কমানোর চেষ্টা করেছি . এবং চুল দিয়েছি কাজটা কি ভালো করেছি জানাবেন প্লিজ
@devilyoutubechallenge7978
@devilyoutubechallenge7978 Жыл бұрын
দাদা তাড়াতাড়ি মাছ কিভাবে বড় করা যায়
@redoychowdhury8294
@redoychowdhury8294 Жыл бұрын
Sir silver . katla .bighead er jonno kivabe sorisa khoil ar ata dibo liquid kore soraye dibo ? Nki ball kora pukura dibo? Na bostay badhaye dibo? Na jalbag a jholayr pukurer panite ektu dobaye rakbo? Ar koi bela kabar dibo?Help me sir Iam confused❤
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
৪৮ ঘন্টা ভিজিয়ে রেখে পানি দিয়ে তরল করে ছড়ায় দিতে পারেন।
@md.belayethossaintoha7863
@md.belayethossaintoha7863 Жыл бұрын
অভিনন্দন।
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
@mdsayfullasayem5292
@mdsayfullasayem5292 Жыл бұрын
❤❤❤
@bulbulbulbulsarker6389
@bulbulbulbulsarker6389 Жыл бұрын
Sir ভাল আছেন অনেক দিন পর দেখা পাইলাম ।
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
জী, আল্লাহর রহমতে ভাল আছি।
@aqibaqibaqibaqib9079
@aqibaqibaqibaqib9079 Жыл бұрын
Salam 🎉sir. Musur dal koto % protein?
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
২৪% প্রায়।
@tarunroy2517
@tarunroy2517 Жыл бұрын
Sir pronam neben. Apnake follow kori.. Sir ami fish farming notun. Ami jante chaichi Desi magur mach er pona pukure charar jonne kon mash ideal?? Baa ei je ekhon april May cholche ei somoy ki amra magur er pona charte pari??? Amar doubt ta ajker video r sathe related noy tobuo Asha kori amay ektu help korben. Bhalo thakben sir 🙏
@mahbubalam7502
@mahbubalam7502 Жыл бұрын
কার্প মাছের খাবার কি প্রতিদিন দিতে হবে স্যার???
@billafeski-li3dq
@billafeski-li3dq Жыл бұрын
Assalamualaikum Sir Ami India theke bolchi Reege Vita ki ba kono kaj Hobe kina ota valo kina please Bolbe sir
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
এগুলি পুকুরের জন্য ভালো মনে হলেও পরবর্তী ফলাফল খুব খারাপ।
@mdamiruddin3191
@mdamiruddin3191 Жыл бұрын
OK thank you
@sk.habiburrahaman127
@sk.habiburrahaman127 Жыл бұрын
Sir ami anek Ananda pelam
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
ধন্যবাদ ভাই।
@dr.debashishroy1103
@dr.debashishroy1103 Жыл бұрын
স্যার হাঁস পোকা কি আজো রেনুর পেট কেটে ফেলে তার প্রমান আছে ,না কি অনুমান। জানা থাকলে বলবেন প্লিজ।
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
আমি অনুমানের উপর কথা বললে সেটা বলে দিই।
@abdullahalbokhari3387
@abdullahalbokhari3387 Жыл бұрын
Sir east ar Probiotic ki pukura aki kaj kora
@kajisohel2731
@kajisohel2731 Жыл бұрын
সালামুআলাইকুম স্যার কেমন আছেন
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
ওয়ালাইকুমুস সালাম।
@ashiksujan9543
@ashiksujan9543 Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? স্যার আমার পুকুরে পাবদা চাষ ও সাদা মাছের চাষ আছে, আমার চারবিঘা পুকুর পানির হাইট আছে পাঁচ ফিট, আমার পুকুরের পানি হঠাৎ কালো হয়ে গেছে এবং প্রতিদিন ৪০-৫০ টা করে মাছ মারা যাচ্ছে স্যার, যেমন রুই কাতলা সিলভার জাপানি ব্রিগেড, আমি অনেক ওষুধ ব্যবহার করেছি অনেক ডাক্তার দেখেছে,তারপরেও কোন কাজ হচ্ছে না, প্লিজ স্যার আপনি আমাকে কোন পরামর্শ দিন।😢
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
সপ্তাহে একবার করে ২০০ গ্রাম করে চুন দিন। ২-৩ সপ্তাহ দিবেন।
@ajaypatra2039
@ajaypatra2039 Жыл бұрын
স্যার বারন ছাড়া অন্য আর কয়েক টা আইটেম বলুন যেটা চিটা গুড়ের সাথে মেশানো যায়।
@TouhidNoman
@TouhidNoman Жыл бұрын
স্যার রাইস ব্রানের পরিবর্তে দেশি কুড়া টা ব্যাবহার করতে পারবো?
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
খাঁটি হলে সমস্যা নাই।
@binaysarkar5654
@binaysarkar5654 Жыл бұрын
স্যার বাটামাছ কত বর হয ? সব কিছুঠিক থাকলে.সময 1 বছর.
@subaldas8710
@subaldas8710 Жыл бұрын
Thank you sir
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
So nice of you!
@harekrishnabiswas1745
@harekrishnabiswas1745 Жыл бұрын
Thanks sir🙏
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
Most welcome!!💖💖
@shifulalamnirob8751
@shifulalamnirob8751 Жыл бұрын
Sir ekta iPhone nile valo hoi, video onek stable ashbe insha'Allah.
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ ভাই। ভালোর থেকে ভালো; তার থেকে আরো ভালো, সবচেয়ে ভালো হয় ক্যামেরাম্যান নিয়ে ভিডিও করা সবার পক্ষে কি সবকিছু সম্ভব!
@mdibrahim-cc6in
@mdibrahim-cc6in Жыл бұрын
আসসালামুয়ালাইকুম স্যার কেমন আছেন। আপনার সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ। কিভাবে বলবো?
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপে যুক্ত হলে যোগাযোগ হতে পারে।
@mdibrahim-cc6in
@mdibrahim-cc6in Жыл бұрын
@@abeedlateef8059 ঐটা কি ভাবে করবো জানি না তো স্যার ।
@nirmalyabiswas9712
@nirmalyabiswas9712 Жыл бұрын
স‍্যার পুকুরের মাপ নিয়ে আপনার ভিডিও শুনেছি কিন্তু আমার প্রশ্ম লম্বা পুকুরের ক্ষেত্রে মিনিমাম চওড়া কত রাখতে হবে..আসলে আমার জমি লম্বাটে তাই এই প্রশ্ম
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
কত লম্বা কত খাটো এটা তো ব্যাপার নয় ; ব্যাপার হচ্ছে জল আয়তনের পরিমাণ। অতএব কোনই সমস্যা নেই।
@shohaghasan5901
@shohaghasan5901 Жыл бұрын
আপনার সাথে কথা বলা দরকার কিনতু আপনার কোনো নাববার পেলাম না আমার ঘেরে খুব বিপদ আমার মনেহয় ঘের আর কোরতে পারবো না😢
@sheikhshakir4716
@sheikhshakir4716 Жыл бұрын
Thanks sir ❤
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
So nice of you!!!💖💖💖💖💖💖🌸🌸🌸🌸🌸🌈🌈🌈🐟🐟🐟🎁🎁🎁
@anwarsadat2216
@anwarsadat2216 Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার চিটাগুড় এর পরিবর্তে চিনি দেয়া যাবে কি না যানাবেন ধন্যবাদ
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
জী, লাল চিনি হলে আরো ভাল। সেক্ষেত্রে শতকে ২০ গ্রাম দিলেই চলবে।
@nirontoragro8845
@nirontoragro8845 Жыл бұрын
Sir বট গাছটির বয়স কত? Thank you
@ZahidHasan-km1pk
@ZahidHasan-km1pk Жыл бұрын
আস্সালামু আলাইকুম স্যার আমি একজন গরিব ছেলে আমার রাজশাহীর বাগমারার হাট গাংগো পাড়া বাজারে একটি ছোট দোকান আছে আমি সেখানে শুধু মাছের ওষুধ বিক্রয় করি তাতে আমার বিক্রয় কম হয় পরবর্তীতে আপনার সকল পরামর্শ অনুসরণ করে চাষিদের দিকনির্দেশনা দিয়ে আমি অনেক শুফল পেয়েছি আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই স্যার আপনার সংগে যোগাযোগ করা আমার বিশেষ জরুরী আমাকে যোগাযোগ করার জন্য ব্যবস্থা বলে দেবেন
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
অনেক ধন্যবাদ।
@palashmanna6411
@palashmanna6411 Жыл бұрын
প্রনাম গুরুজি 💖💖💖💖💖💖।
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
আল্লাহ্ আমাদের সবার মঙ্গল করুন। 💖💖💖💖💖🌈🌈🌈🌈🌈🌸🌸🌸🌸🌸🌸🐟🐟🐟🐟🐟🐟🎁🎁🎁🎁
@lavluds7603
@lavluds7603 Жыл бұрын
স্যার আমি একজন নতুন উদ্দোক্তা দয়াকরে আপনার গুরুপে একটু এ্যাড করে নিলে চিরকৃতজ্ঞ থাকতাম
@abeedlateef8059
@abeedlateef8059 Жыл бұрын
প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপে যোগ দিন।
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
মাছ চাষে আরএএস প্রযুক্তি...
4:04
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19