Рет қаралды 450
এই ভিডিওতে আমি দেখিয়েছি মজার মজার সব প্রতিভার অধিকারী গোলক মন্ডলকে। খুলনা জেলার ডুমুরিয়া থানার দেড়ুলি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী গোলক মন্ডল মুখ দিয়ে হুবহু সব বয়সী গরুর ডাক দিতে পারে, এ্যাম্বুলেন্সর সুর নকল করতে পারে, মানুষের সব বয়সী বাচ্চার কান্নার সুর দিতে পারে। ভিডিওটি দেখে আপনি না হেসে পারবেন না।