ভাই এই বোর্ড গুলোতে খোঁচা লাগলে বা ঘসা লাগলে লেয়ার(চামড়া) উঠে যায়! আর বেশি খোঁচা লাগলে ভেতর থেকে কাঠের গুড়ি বের হয়! বিদেশে দেখলাম এক ধরনের প্লাস্টিকের মতন বোর্ড দিয়ে দোকানের রেক বানায়। এগুলো খোঁচা বা ঘসা লাগলেও লেয়ার বা চামড়া উঠার মতন সমস্যা হয়না। এরকম বোর্ড কি দেশে আছে? নাকি কাঠ দিয়ে বানালে ভালো হবে?