এতো বয়সে গান গাইছেন, মনে হয় সেই যেনো ছোটোবেলায় রেডিওতে সরাসরি শুনছি। সত্যি পুরোনো শিল্পী দের কণ্ঠে ভগবান থাকতেন ❤
@saanvisayantansasmal49715 ай бұрын
একদম ঠিক বলেছেন
@islamicnasheed36442 жыл бұрын
২০৩০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম... দেখবো কয়টা লাইক পরে.... যারা এইসব গান বুকে বেঁধে রেখেছো ভালোবেসে তারাই লাইক করো..🙏
@indranilmuk3 жыл бұрын
আমার প্রনাম জানালাম। গীতশ্রী কে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী কে এরকম সুন্দর চিন্তাভাবনা আর ব্যবস্থাপনা। মন প্রাণ ভরে গেল। চোখে জল ভরে গেল। সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের মধ্যে চিরকাল থাকবেন, আমাদের মনের মধ্যে সুরের মায়াজাল বুনে যাবেন আর আমরা মুগ্ধ থাকবো।
@debashissarkar57443 жыл бұрын
৮৯ বছর বয়সে গীতশ্রীর এত সুন্দর পরিবেশনা। কি সুন্দর গায়কী। একজন জাত শিল্পী। বাংলার সুরের আকাশে অনেক বড় নক্ষত্রের পতন। গীতশ্রীর আত্মার শান্তি কামনা করছি।
@basudebdas69402 жыл бұрын
Ll
@BristyySarkhel2 жыл бұрын
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩।from Barisal
@BhanuRanjon7 ай бұрын
8: 8:55 51
@MomotaTalukder-qf9ks6 ай бұрын
আসসালামু আলাইকুম ঠাকুমা, আমি বাংলাদেশ থেকে দেখছি। আপনার প্রতি আমার অনেক অনেক ভালো বাসা।
@kanaklatasarkar5963 жыл бұрын
শত শতবার প্রণাম জানাই মহীয়সী জননী কে। 89 বছর বয়সে ও সুরের রানী এত সুন্দর গাইলেন গাইতে পারবনা পারবনা বলেও বেশ তো গাইলেন। গান শুনে অশ্রসিক্ত জল আপন সুরে ঝড়ছে। কিংবদন্তী গায়িকা হাজার হাজার গানের ডালি রেখে গেলেন যুগ যুগ ধরে অনেক প্রজন্ম ধরে তাঁর মধুমাখা গানের সুরের ভেতরে উনাকে মনের মনিকোঠায় উনি বেঁচে থাকবেন পৃথিবীর বুকে। উনার আত্মার চির শান্তি কামনা করি। পরমধাম লাভ করুন খুব ভালো থাকুন ঈশ্বর যেন আপনার আত্মা পরমাত্মায় ঠাঁই দেন।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹
@debjaniukil14942 жыл бұрын
They are above any comment Debjani Ukil
@monoarabegum41843 ай бұрын
৮৯বছরে ও অসাধারণ গেয়েছেন। বিনম্র শ্রদ্ধা জানাই।
@bipashascreations33553 жыл бұрын
যতদিন বাংলা সংস্কৃতি থাকবে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও তাঁর অসাধারণ গান গুলো থাকবে আমাদের সকলের মনের মনিকোঠায়। আমার শ্রদ্ধাপূর্ণ শতকোটি প্রণাম রইল তাঁর প্রতি।
@iamaproudhindu.45693 жыл бұрын
সত্যি খুব সুন্দর ভিডিওটা!
@Latika905 Жыл бұрын
গানের দেবী সন্ধ্যা মুখার্জি কি অসাধারণ গাইলেন এই বয়সে,আমরা আর কখনও এমন মনমোহিনী শিল্পীর মত কাউকে হয়তো পাবোনা!তুমি চিরকাল বেঁচে থেকো আমাদের হৃদয়ে!!!
@nelsonquiah9243 Жыл бұрын
অসাধারণ অসাধারণ আর কোন দিন এইধরনের শিল্পী পাবনা নমস্কার তোমায়। বাংলাদেশ থেকে।
@jyotsnadas5243 жыл бұрын
এইঅনূষ্ঠানটি সরাসরি সম্প্রচার দেখেছি। এত তাড়াতাড়ি মহান শিল্পী কে হারাবো তখন ভাবিনি। অপূর্ব মূহুর্ত্ত টি দেখে চোখ জলে ভরে গেলো। অসংখ্য ধন্যবাদ।
@paritoshmondal690410 ай бұрын
৭০ বছর বাঁচতে পারবো কিনা চিন্তা করি
@GoutamkumarSau-kn7qs7 ай бұрын
খুব সুন্দর খুব ভালো লেগেছে অসাধারণ
@bharatipaul991411 ай бұрын
আজও সুরের সম্রাজ্ঞীকে শত কোটি প্রণাম।
@mdabdurrashid18502 жыл бұрын
লাখো কোটি শুকরিয়া, ৮৯ বছরের মানুষের মুখের কন্ঠ,,, চমৎকার
@tapanbasak5846 Жыл бұрын
❤❤❤
@ShyamalChakraborty-t8h Жыл бұрын
সন্ধ্যা মুখোপাধ্যায় একজন এমন মানুষ যারগলার সুর আমরা চোখ বন্ধ করলেও শুণতে পাই।তার গাণ চলাকালীন কুমার শানু এবং অভিজিৎজীর কথা বলাটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগল।
@rabighosh31043 жыл бұрын
এই বয়সেও কি মনমোহিনী কন্ঠে গান গাইলেন। আমার শতকোটি প্রণাম জানাই এই সুর সম্রাজ্ঞীকে।
@sailendrakrde627811 ай бұрын
ভগবানের অপূর্ব সৃষ্টি।শত কোটি প্রনাম এই স্বনামধন্যা গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায কে।
@manishankarmridha52077 ай бұрын
আমার পরম প্রিয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কে জানাই সহস্র কোটি প্রনাম। তিনিই হলেন গানের রোমান্টিকতার শুরু এবং শেষের জননী । এই 89 বছর বয়সেও সুতীক্ষ্ণ তলোয়ারের ধারালো অগ্রভাগের মত শানিত তাঁর কন্ঠ । গান শুনে রোমাঞ্চিত হলাম।
@saumyadebmukherjee95833 жыл бұрын
বয়েস অস্বীকৃত ওনার গানে। এই কন্ঠ হারিয়ে গেল।
@jayasrikundu63463 жыл бұрын
আমরা ধন্য হয়েছি, স্বয়ং ভারতী এসেছিলেন আমাদের গান শোনাতে। তাঁকে হারিয়ে শুন্য মনে আজ প্রণাম জানাই আমাদের সরস্বতীকে 🙏
@quazinasrullah97023 жыл бұрын
৮৯ বছর বয়সে ও এত সুন্দর সুর, অসাধারণ। এই গানের মধ্য দিয়েই অন্তত আরো একশত বছর এই গুনী শিল্পী মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
@munmunchowdhury23673 жыл бұрын
Antato 100 bachor.......???? Ganer jagot jatodin thakbe Tatodin uni Banglar Songeet premi der hridaye e bhenche thakben .
@mahbubalam67403 жыл бұрын
Nice song
@reziakhatoon65883 жыл бұрын
¹¹¹¹15th
@mdjahangirhossain77152 жыл бұрын
@
@prashantamallick61132 жыл бұрын
অসাধারণ,অপৃব'ও অতুলনীয়
@manabendrapakhira58019 ай бұрын
আজন্ম যাঁর সঙ্গীত শুনে বেড়ে ওঠা, তাঁরই কন্ঠে জীবনের শেষ মুহূর্তের সর্ণকন্ঠের সুর হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে, সব শ্রোতাদের কাছে। দিদি কে আভূমি প্রনাম জানাই। ❤❤❤🙏🙏🙏❤❤❤
@ashrafislam73563 жыл бұрын
আমার প্রিয় শিল্পী স্বর্গীয় সন্ধ্যা মুখোপাধ্যায় তার জীবনের শেষ স্টেজ গানটি শুনে ধন্য হলাম। ৮৯ কোঠায় এসেও বিধাতার নিজ হস্তে দানকরা গলার সেই অবিকল অপূর্ব কারুকাজ যা আমদের মূগ্ধ করে। তার অমর গানগুলো বাংলা সাংস্কৃতিকে আবহমানকাল সমৃদ্ধ করে রাখবে।
@ramasen7254 Жыл бұрын
P
@chitradasgupta6488 Жыл бұрын
ভাবা যায় না।আর এনাদের দেখতে পাবোনা।
@pradipdey304311 ай бұрын
🙏💕 শ্রদ্ধা ও প্রনাম 💕🙏
@JakirHossain-q4z15 күн бұрын
স্রষ্টা শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
@rameshchandramondal19867 ай бұрын
সারা জীবন কার স্মৃতি দাগ দিয়ে গেলেন অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল
@mirzaabujafar72922 жыл бұрын
আমার প্রাণের চেয়েও প্রিয় শ্রদ্ধেয়া সন্ধ্যা'জী--জানিনা কেন?শ্রদ্ধা-ভালবাসা কখনোই জোর ক'রে কেড়ে নেওয়া যায় না,এক অবলীলাক্রমে সন্ধ্যা'জী আমার মনের মণিকোঠায় স্থান ক'রে নিয়েছেন পরম পূজনীয়া এক শাশ্বত দেবীসম!তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। 👏👏👏👏
@haradhanchakraborty1066 Жыл бұрын
Sandha mukherjee😊
@Gamer_biman11 ай бұрын
আমাদের দেশের গর্ব। আমরা সবাই ধন্য ওনার সঙ্গে আমাদের কেউ ভগবান এক সময় পৃথীবির বুকে পাঠানোর জন্য।
@ApurbaKumarDebnath-gy1wk10 ай бұрын
@@haradhanchakraborty1066bananta ektu bhul hoyechhe, ota hobe Sandhya, Sandha noy
@LekhaBanerjee-y4z10 ай бұрын
Gaaner rani sandhya rani
@ashokeojha1179 ай бұрын
গঙ্গীতের সম্রাজ্ঞী আমি মৃত্যু কে আলিঙ্গন করে আপনার পদস্পর্শ পেতে চাই।
@tamonashchakraborty71163 жыл бұрын
কোটি কোটি প্রণাম। যুগ যুগ সাধনার ফল এ কন্ঠ এই বয়সে । সরস্বতীর আশীর্বাদ
Shandhaya dir departed souler emancipation kamona korechi Iswar ter atmer mongal korun
@kumardebu1011 ай бұрын
ভারতীয় বাংলা গানের এক প্রবাদপ্রতিম শিল্পী কিংবদন্তি গীতশ্রী সন্ধ্যা মুখার্জি'র গাওয়া এক অসাধারণ কালজয়ী স্মরণীয় বাংলা গান! প্রিয় শিল্পী কিংবদন্তি শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলিও শতকোটি প্রণাম।♥️🙏
@mironmeah Жыл бұрын
আমি পূর্ববাংলা থেকে বলছি- আমার মনে পরে, আমি শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান সেই কৈশর থেকেই পছন্দ করতাম, এখন আমি মধ্য বয়সে উপনীত হয়েছি, এখনও আমি উনার গান শুনি। উনার গানের শব্দ কানে গেলেই খুব মনোযোগ দিয়ে শুনতে থাকি। উনার বিদেহী আত্মা শান্তিতে থাকুক এই কামনা করি!
@AlokChakraborty-d3b Жыл бұрын
পৃথিবীতে যতদিন সুর সাধনা থাকবে সঙ্গীতকে ভালোবাসবে ততদিন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম স্মরনীয় হয়ে থাকবে Love forms Bangladesh Gulshan
চোখ জলে ভরে গেল। যতদিন বাংলা গান বেঁচে থাকবে ততদিন শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
@biswanathmukhopadhyay60253 жыл бұрын
Excellent and beautiful talent singer. Pranam to Sandha Mukhopadhyay.
Bhaba jai!!!!ei boyeshe ei range ar surela kantho ..osadharan.
@udaynarayanmandal23223 жыл бұрын
সত্যিই তাই। যৌবনে তাহলে কি গলা ছিল 🙏🙏
@brojenmallick68973 жыл бұрын
সুরেলা কন্ঠে সুরের মূর্ছনায় গাইলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, স্বর্গে তাঁকে শ্রেষ্ঠ স্থান দিক অনাদি অনন্ত দীনবন্ধু ভগবান দয়াময়।
@PIFSL3 жыл бұрын
🙏🙏🙏
@makazad9153 жыл бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ। সৃষ্টিকর্তা তাঁকে তাঁর উত্তম স্থানের ফুলবাগিচায় স্থান করে দিও, আমিন 🙏🙏🙏🙏🙏🤲 ।
@tapanranjan323211 ай бұрын
আমার জীবনে সবচাইতে শ্রদ্ধেয় ব্যক্তি। ওনাকে প্রনাম ।
@somanandi91672 жыл бұрын
সন্ধ্যা দেবী কে আমার সশ্রদ্ধ প্রনাম।তিনি যেখানেই থাকুন।
@siddiquerrahman17493 жыл бұрын
কখনও ভুলবো না।বিনর্ম শ্রদ্ধা রইলো বাংলাদেশের জনগনের পক্ষ থেকে।
@MoLLaMoFFez2 жыл бұрын
ঠিক আছে ছিদ্দিক
@shambhunathpaik52842 жыл бұрын
Chokhea jal aschea galo,
@ferdousara19143 жыл бұрын
এই যে গুনি মানুষ কে,, শ্রদ্ধা,ভালবাসা,সন্মান দেখানো,মমতা আপার এই গুনটা অসাধারণ টানে আমাকে।এই জন্যই মমতা আপা আমাদর দেশের মানুষের ভালবাসা পাত্র হয়েছেন।কোথায় যেন,উনি আমাদের ই আপনজন এমন মনে হয়। আর সন্ধ্যাজি তিনি তো বহুবছর সুরের যাদু দিয়ে পুরো বাঙ্গালী জাতি কেই মোহবেষ্ঠিত করে রেখেছেন,মনে হয় সারাজিবন রাখবেন,প্রজন্ম পর প্রজন্ম।কেউ তাকে ভুলতে পারবপ না।
@udaynarayanmandal23223 жыл бұрын
👌👌
@mridulasuman13143 жыл бұрын
Ekdom thik ktha bolechen
@ramlalsarkar70322 жыл бұрын
অসাধারণ। দিদির গান যত শুনি ততই শুনতে ইচ্ছে করে। দিদির প্রতি আমি ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।
@nabendubairagi86362 жыл бұрын
এই একটি কাজের জন্য আমি মাননীয় মূখ্য মন্ত্রি কে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
@GopalDey-z6z4 ай бұрын
মাননীয়া সন্ধ্যা মুখোপাধ্যায় চির স্মরনীয়া হয়ে থাকবেন সকলের মনের মনিকোঠায় ।উনার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই ।
@sailendrakrde627817 күн бұрын
সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁর বড় দাদার হাত ধরে গানের জগতে এসেছেন । উনার বড় দাদা গান গাইতেন না তবে সন্ধ্যা মুখোপাধ্যায় কে নিয়ে যেতেন বিভিন্ন অনুষ্ঠানে। বড় দাদার মেয়ে আমার বাড়ীতে থাকেন,তাঁর কাছ থেকেই আমি অনেককিছু শুনেছি।আজ যদি সন্ধ্যা মুখোপাধ্যায় বেঁচে থাকতেন তাহলে তাঁকে আমি আমার বাড়ীতে এনে রেখে দিতাম। সন্ধ্যা মুখোপাধ্যায় ভগবান দত্ত প্রতিভা নিয়ে জন্মেছেন।আমি জগৎবরেণ্য এই প্রতিভাধর শিল্পী কে কোটি কোটি প্রনাম জানাচ্ছি। কিছু দিন আগে উনার মেয়ে জামাই আমার বাড়ীতে এসেছিলেন।
@rakeshroy95323 жыл бұрын
ঈশ্বর এর দেওয়া অমূল্য সম্পদ হলেন সন্ধ্যা মুখোপাধ্যায l ওনার আত্মার শান্তি কামনা করি l
@samsulalam98683 жыл бұрын
মনে হচ্ছে কোথায় যেন দেখেছি।
@musefahmed63832 жыл бұрын
ঈশ্বর প্রদত্ত স্বর-সুর-যাহা আর কোনো বাংলায় শুনতে পাবনা! দিদিকে আমার ভক্তিপুণ ছালাম।🌹🌹💖💖💖
@MDmafiz-x3j2 ай бұрын
ধন্যবাদ অজানা গল্প চ্যানেলকে। এই অসাধারণ উপস্থাপনায় এই অনুষ্ঠানটিকে আরো উপভোগ্য করে চলছে। সন্ধ্যা মুখোপাধ্যায় আমার প্রিয় শিল্পী। উনি যেখানেই থাকুন না কেন ওনার জন্য আন্তরিক শুভেচ্ছা। এই মহীয়সী নারী পৃথিবীতে আরেকজন আসবেন না।
@AjanaGalpo2 ай бұрын
❣️❣️❣️❣️
@tapashdhali8758 Жыл бұрын
ও মোর কখন শুরু কখন যে শেষ কে জানে.......কি দারুণ সত্য কথা গাইলেন তিনি!!!!❤❤
@aminislam48842 жыл бұрын
এতো সুন্দর আয়োজন সন্ধ্যা দিদির জন্য, আসলেই খুব ভাল লাগলো, অনেক অনেক শ্রদ্ধা দিয়েছে, এই গুলি আমাদের বাংলাদেশে চলে না, আমরা বাংলাদেশীরা আসলেই অকৃতজ্ঞ জাতী
@sankarpramanik7446 Жыл бұрын
ছোট বেলায় মাতৃহারা হয়েছি তখন অত জ্ঞান ছিলনা কিন্তু 62বছর বয়সে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু ,সত্যি কারের মাতৃ হারার বেদনা ,আমার যে মা চলে গেলো ,মা তুমি আনন্দ লোকে ভালো থেকো তোমার অজানা সন্তানের জননী প্রনাম নিও 🙏🙏🙏🙏😭😭😭
@shefardbaroi79306 ай бұрын
বাহ্ এখনও কত মিস্টি কন্ঠ এবং গায়কী ভংগিমা দারুন, চমৎকার। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
@kohinoorsultana93163 жыл бұрын
অসাধারণ। সত্যিই অসাধারণ। বিনম্র শ্রদ্ধা।
@pradyutkumarpaul97957 ай бұрын
প্রণাম জানাই শিল্পীকে সাথে নমস্কার ও শ্রদ্ধা জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে।
@akmhaque5503 жыл бұрын
Unbelievable, super , she has really God gifted voice.
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩।
@gitikaganguly51493 жыл бұрын
আমার প্রিয় শিল্পী সন্ধ্যা মুখার্জিকে জানাই শতকোটি প্রণাম।
@shamparanjit70711 ай бұрын
উনি ও ওনার গান সকলের অন্তরে অমর হয়ে থাকবে, প্রণাম জানাই ওনাকে 🙏
@ChittaRanjanRaptan-wi6uy2 ай бұрын
অসাধারণ প্রতিভার অধিকারীনী সন্ধ্যা মুখোপাধ্যায়, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম, ঈশ্বরের কাছে তার আত্মার চির শান্তি কামনা করি।
@indirakanjilal18392 жыл бұрын
এই বয়সে এত সুরে তালে উনি যে গাইলেন ভাবা যায়না।ভগবানের পাঠান সৃষ্টি উনি আমরা শুধু জীবন ভোর ওনাকে সুনলাম আর উনি আনন্দ বিতরন করে গেলেন।শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।🙏
@munirhossain8033 жыл бұрын
এপার ওপার বাংলার দু'পার তিনি তাঁর যাদুকরি কণ্ঠে মাতিয়ে রেখেছিলেন যুগ যুগ ৷ ছোট বেলায় ঘরে থাকতে পারতামনা যখন মাইকে শ্রদ্ধেয়া সন্ধ্যা মুখার্জির গান বেজে উঠতো ৷ ছুটে যেতাম মাইকওয়ালার কাছে ৷ তিনি অনেক স্মৃতিময় এবং স্মরণীয় ৷ ওপারে শান্তিতে থাকুন ৷
@hiralalraychaudhuri12192 жыл бұрын
অপূর্ব!কিছুবলে খাটো করিপাছে----------!
@maitreyeeganguly6541 Жыл бұрын
ভগবান দেওয়া গলা । অবিস্মরণীয় গান পৃথিবীর কাছে যাকেউ দিতে পারে নি। তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়।যেখানে থাকুন সুস্থ থাকুন। নমস্কার তবে চরণে।
@JayantaMalik-ol1ko Жыл бұрын
A
@bhupendranathmallik1474 Жыл бұрын
এইবয় সেও শর্দধেয়া সনধযা মুখপাদধা এরগলায় গান শুনে খুবই ভালো লাগল ।যিনি উপস্থাপনা করেছেন তাঁকে অশেষ ধন্যবাদ ।
@jamilaakterjinnat43013 жыл бұрын
এই বয়সে ও অসাধারণ সুরের সেরা গুণী শিল্পী আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sabbirrahmanansary61932 жыл бұрын
Ai bisshobikhyato silpi sondhhya di jug jug jio sara jibon mone rakhar moto bisoi many many thanks .
অপূর্ব সুন্দর ভজন পরিবেশন করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল মাতা আপনার জন্য ভগবানের নিকট প্রার্থনা করি আপনার আত্মাটিকে সান্তিতে রাখুন মাতা আপনার রাস্তা খোলা রয়েছে।
@mukthizcreation2 жыл бұрын
চোখে পানি এলো রে দিদি। জীবনে কত হাজার বার কতবার ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাসেট বাজিয়ে শিশুকাল থেকে শুনেছি তোমার গান। আজ তুমি নেই। ভাবতেই কেমন হৃদয়ে রক্তক্ষরণ হয়। ভালো থেকো সেপারে।
@latifurrahman66092 жыл бұрын
অসাধারণ, অসাধারণ। আর দেখতে পাবোনা আপনাকে বড় আফসোস। বাংলাদেশ থেকে।
@jayashreeroy84793 жыл бұрын
অসম্ভব আনন্দ বেদনা ও শ্রদ্ধা য় ভরে থাকবে মন।,,🙏🙏🙏
@skbiswas1452 Жыл бұрын
কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখার্জির অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রনাম।
@GiyashUddin-d8c8 ай бұрын
অনেক ধন্যবাদ কুয়েত
@SanjibBiswas-g5j9 ай бұрын
নমস্কার জানাই আমার প্রিয় শিল্পী কে।যতদিন বেঁচে থাকব তার গান শুনবো।
@JahangirAlom-ro4mr2 жыл бұрын
আসলে আগেরকার দিনের সঙ্গীত শিল্পীগন খুবই বিনয়ী ভদ্র শীতল স্বভাবের হয়ে থাকেন ও সাধারণ জীবনযাপন করতে সাচ্ছন্দ বোধ করতেন। এবং তারা মানুষের হৃদয়ে লালন হয়ে থাকেন। আমি সন্ধ্যা দিদিকে শ্রদ্ধা ও সম্মান করি।
@basudebdas7789 Жыл бұрын
P D. f moon
@shivsankarkansabanik Жыл бұрын
😢 TV mo X D❤❤ by CT
@tuhinmondal6595 Жыл бұрын
বর্তমান সময়ের নোবেল ভালো উদাহরণ
@ashrukanadas6546 ай бұрын
সংগীতশিল্পী কে একজন মূখ্যমন্রী খুব সুন্দর করে সম্মান জানালেন। অসাধারণ।
@swapanmukherjee22423 жыл бұрын
অসাধারণ,এরাই তো মানুষ রুপে ভগবান, নাহলে 89 বছর বয়সে এরকম গানের গলা, ভাবা যায়
@hajikulsk87923 жыл бұрын
Nice singing sweet voice
@najrulislam20703 жыл бұрын
1
@ajoychakraborty52843 ай бұрын
Sandhya Mukharjee one of the greatest legendary singer in our country. We allow infront of her feet........
@rinadutta969011 ай бұрын
আমার প্রিয় শিল্পীর গান শুনে চোখের জল ধরে। রাখতে পারলাম না ওরা কেন অমর হয়না
সত্যি কি যে 9:13🎉 ভালো লাগলো বলার নয় শ্রদ্ধেয় সন্ধ্যা জিকে আমার প্রনাম জানাই 🙏🙏🙏❤
@romimajumder92623 жыл бұрын
পরমেশ্বরের আশীর্বাদ ধন্যা, কি অসাধারণ গাইলেন 89 years এ 🙏🙏🙏
@ShibaniDas-ee9eo11 ай бұрын
Onake valo lagaychay ganta sunay onake sundor hoachay.apne jaykhanay achen valo thakben .Pronam niben Amar.
@udaynarayanmandal23223 жыл бұрын
ওপারে শান্তিতে থাকুন হে মহান শিল্পী 🙏🙏🙏🙏
@mujibrahman65382 жыл бұрын
Thai houk from BD
@MANOBIKAJodder Жыл бұрын
আমার প্রিয় গায়িকা। সেই ছোট বেলা থেকেই আমি তার গানকেই ভালোবেসে আসছি।❤
@mdayubkhan92633 жыл бұрын
What a biggest singer. Not believable. .God bless you.
@uncutruby20385 ай бұрын
স্তৌত্রটি শুনতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল..... ঠিক কথাই বটে....এ যে বাজীকরের খেলাই তো ! কখন যে শেষ কেউ জানে না....... অনেক অনেক ধন্যবাদ এমন একটি ভিডিও উপহার দেবার জন্যে।🙏
@satyeshchakraborty86343 жыл бұрын
অসাধারণ এক অভিজ্ঞতা
@ParvejhabibParvejhabi11 ай бұрын
ami Bangladesh theke dekhsi i love you 💕❤️💝 sondha mukhopatdoy
@mdhashem77772 жыл бұрын
কলকাতা ভারতের স্বর্গ ❤️। কলকাতায় যত গানের নক্ষত্র জন্ম নিয়েছে ভারতের আর কোন প্রদেশে আছে বলে মনে হয় না। ভালোবাসি কলকাতা ❤️❤️❤️। আমি বাংলাদেশের কক্সবাজার থেকে দাওয়াত রইলো কলকাতার সকল ভাই বোনদের,,,, পৃথিবীর সব চেয়ে লম্বা সমুদ্র সৈকত দেখার জন্য ❤️
@biswajitpatra47482 жыл бұрын
Tairi how abar amora zermoney r moto ak hobo.Bharat+Bangladesh.
@BristyySarkhel2 жыл бұрын
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩।r
@MoLLaMoFFez2 жыл бұрын
ঠিক কইছসরে পাগলা
@souravnaskar5101 Жыл бұрын
#mdhashem আমরাও বাংলাদেশের সকল ভাই-বোনদের কে খুব ভালোবাসি। বন্ধু রাষ্ট্রের প্রতি জানাই সম্মান ও অনেক ভালোবাসা। পৃথিবীতে বাঙালি হয়ে বাঁচার একটা আলাদাই মজা। যে বাংলাভাষাকে বোঝেনি এই সমস্ত গানের মানে বোঝেনি তাদের জীবনে অনেক কিছুই না পাওয়া থেকে গেছে। হৃদয় স্পর্শ কারী গান শুধু বাংলা ভাষাতেই তৈরি হয়। ভালোবাসি আমার বাংলাকে, বাংলা ভাষাকে ও সকল বাঙালিকে।
@BasukiNathMajee-j5j2 ай бұрын
এই দূর্লভ মূহুর্ত দিদি ছাড়া দেখতে পেতাম না। দিদিকে অসংখ্য ধন্যবাদ।