চাঁদা নয় অনুদান নয় কারো অনুপ্রেরণা ও নয় একান্ত আপন উদ্যোগে বিদেশের মাটিতে খুব সুন্দর আয়োজন !! 🌹🌷
@bimalkumarpanda80182 жыл бұрын
বাংলার বাইরে প্রবাসী বাঙালির শ্রদ্ধা দেখলে বিস্মিত হই। প্রকৃত বাঙালির কালচার। এটাই তো এই বাংলার হওয়া উচিত।
@Bipratip1232 жыл бұрын
পূজার কয়েক দিন সফিকুলদার ব্যতিক্রমী প্রতিবেদনগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এবং তার মাধ্যমেই বিদেশের মাটিতে মাতৃ বন্দনা দেখার বিরল সুযোগ পাই। এজন্য এবং তার অসাধারণ বিশ্লেষণের জন্য সফিকুলদার প্রতি কৃতজ্ঞ। তিনি আমার মতো অনেকেরই শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। খুব ভালো থাকুন সফিকুলদা। আর হ্যাঁ, নতুন পাঞ্জাবীতে আপনাকে দারুণ লাগছে।
@akashpathikmukherjee95032 жыл бұрын
এনারা বিদেশে থাকলেও বাঙলা সংস্কৃতি ও ঐতিহ্যের সত্যিকারের ধারক ও বাহক। সবাইকে মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। জয় মা দুর্গা 🙏🙏🙏
@moloyroy6142 жыл бұрын
আমাদের সফিকুল দা হল বিশ্বের এক নম্বর জার্নালিস্ট,যা আরামবাগ তথা আমাদের গর্ব।
@smarajitchakraborty76732 жыл бұрын
সফিকুল ভাই, আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তের শারদীয়া উৎসবকে এক সুতোয় বেঁধে দিয়েছেন। আপনার জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা গর্বিত। আপনার শুভা শুভ কামনা করি।
@রাধা-প৮ম2 жыл бұрын
অবিশ্বাস্য সাংবাদিকতার অনবদ্য ভূমিকা এর জন্য শফিকুলদার প্রতি রইল শুভ নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
@lifestylesofearth76252 жыл бұрын
এটাই তো বাঙালির ঐতিহ্য...🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@dipaksen44602 жыл бұрын
শুভ নবমী।। সফিকুল দা এবং সেই সাথে মেলবোর্নের পুজোতে সংশ্লিষ্ট বাংলাদেশের হিন্দুদের পুজো অর্চনায় অংশগ্রহন করবার জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।।
@raniadhikari98752 жыл бұрын
শফিকুল দা দারুন প্রতিবেদন , খুব ভালো লাগছে, সুদূর অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে বাড়ির পূজোতেও জাঁকজমকপূর্ণ চোখ জুড়ানো আয়োজন দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@bijaymojumder82452 жыл бұрын
আয়োজনটা যেমনি ভালো লাগলো তেমনি মা বাবা মেয়ে ওদেরকে খুব ভালো লাগলো ধন্যবাদ।।
সফিকুল দা জন্য আমরা গর্বিত, আপনার দ্বারা বিভিন্ন দেশের পূজ গুলো। দেখতে পাচ্ছি 🙏🙏🙏
@tapaskumargarai54782 жыл бұрын
ঘরে বসে পুজো দেখা। ভালোই লাগছে।
@amritakumar53432 жыл бұрын
দেখে মনটা ভরে গেল । নিষ্ঠা , ভক্তি সহকারে পূজো । সুন্দর ভাবে পরিপাটি রূপে পূজো যাকে বলে । আমাদের কলকাতায় সাবেকি পূজো ছাড়া , একটিও এরকম পূজা হয় না এখানে থিম পূজো আর আড়ম্বর বেশি । আর ভক্তির চেয়ে শক্তির জোর বেশি ।
@arunchowdhury21242 жыл бұрын
Ekdam amar monh er kotha bollen 🙏
@rinachatterjee25142 жыл бұрын
অসাধারণ লাগছে পুজোর আয়োজন ।ধন্যবাদ সফিকুলদা আপনাকে এতো সুন্দর প্রতিবেদন টা দেখানোর জন্য ।
@tapaskumargarai54782 жыл бұрын
সেরা সাংবাদিক সফিকুল দা।
@chandandas14152 жыл бұрын
শুভ মহা নবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এইভাবে দেশ-বিদেশের পূজোগুলোকে সবার সামনে তুলে ধরার প্রচেষ্টা , একমাত্র শফিকুল দাই দেখিয়েছে , এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই 🙏🙏
@prasantamondal79362 жыл бұрын
Pujoy sokal Kay janai ...Subha cha.. 🙏🙏🙏💓💓💓💓🧡💛💚💙💙♥️
@lalmohansatvaya42872 жыл бұрын
অনেক ধন্যবাদ দাদা সদুর অস্ট্রেলিয়া থেকে প্রতিবেদন প্রকাশ করার জন্য।
@anilhaldar32362 жыл бұрын
অস্ট্রেলিয়ার বাঙ্গালীদের পশ্চিমবঙ্গ থেকে আমার প্রীতি ও শুভেচ্ছা।
@bhabanidasbose31192 жыл бұрын
নিজ নিজ ধর্ম নিয়ে গর্ব বোধ করা উচিৎ এবং কোন হীনমন্যতায় না ভোগা উচিৎ। সুদুর বিদেশেও নিষ্ঠার সাথে পূজা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
@srikantaghosh61042 жыл бұрын
শফিকুলদার প্রতিবেদন দেখে আনন্দে বুক ভরে যায়, মানুষে মানুষে মিলনের কথা দেখতে পায় তুমি মহান তুমি প্রকৃত মানবজাতির মানব সন্তান
@JOY09872 жыл бұрын
দারুন, আরামবাগ টিভির সৌজন্যে সুদুর অষ্ট্রেলিয়ার মেলবোৰ্নের শারদোৎসব দেখতে পেলাম। অনেক ধন্যবাদ সফিকুল দা।🌹🌹🙏শুভ নবমীর শুভেচ্ছা জানাই।
@tusharbhattacharya33372 жыл бұрын
মা দুর্গা সারা পৃথিবী তে পূজিত হোক। মা দুর্গা সকল কে ভালো ও সুস্থ রাখুন। জয় মা দুর্গা।
@basudevmondal59132 жыл бұрын
👍👍👍👍👍👍
@प्रेरणा-ख4प2 жыл бұрын
ব্রহ্ম + সত্য + আত্মা + পরমাত্মা = মা দুর্গা জয় মা দুর্গা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম
@shahnawaz_15232 жыл бұрын
সেজন্য ভারতের অন্য রাজ্যে হয়না
@basudevmondal59132 жыл бұрын
@@प्रेरणा-ख4प No, Maa Durga holen...Paro Brahmma r partial Roop matra Tumi ja chaiba, Tai Ami Debo...Tai Amar Naam 'Devota' Tai to dekha jay...sob Debota Paro Brahmer Roop matra 'Atma' e ' Sri Krishna ' ...Sri Geeta Ei 'Atma' r Gyan theke 'Parom Atmar ' Agya Chakre darshan hoy..Sadhonar madhyome Tai Durga ba kono Devota ke ..Paromatma ba Paro Brahmer sathe tulana kora jabe na
@priyankardutta91172 жыл бұрын
সফিকুল বাবু আপনার চমৎকার প্রতিবেদন, আপনার চমৎকার ব্যক্তিত্ব সহকারে প্রবাসী বাঙ্গালীর দুর্গাপূজার আকর্ষণীয় পরিবেশনা এককথায় অপূর্ব !! একজন বাঙ্গালী হয়ে বাংলার চিরন্তন ঐতিহ্য যে ভাবে তুলে ধরেছেন তারজন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয। এই ভাবেই আপনার বিজয়রথ এগিয়ে চলুক এই শুভকামনা রইল । ভাল থাকবেন।
@dilipkumarmandal85492 жыл бұрын
খুব সুন্দর ঘরের বাঙালির পূজার আয়োজন ঐতিহ্য খুব সুন্দর মেলবোরন এ দুই বাংলার মেলবন্ধন। নমস্কার ।
@tapaskumargarai54782 жыл бұрын
হিন্দু সনাতনী বাঙালীদের সত্যিটা দেখানোর জন্য সফিকুল দা কে অসংখ্য ধন্যবাদ।সকল দর্শককে শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন সবাই।
@प्रेरणा-ख4प2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে ,, আপনাকে শুভ মহানবমী র অনেক অনেক শুভেচ্ছা জয় সনাতন ধর্ম জয় মা দুর্গা জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ জয় মহাকাল জয় মা কালী *ব্রহ্ম + আত্মা + পরমাত্মা + সত্য = ভগবান শ্রীকৃষ্ণ + ভগবান শ্রী রাম + ভগবান শিব + মা দুর্গা + মা কালী , This Is Great Sanatan Dharma.. Vedanta Philosophy Is Best Philosophy.. Jai Shree Ram.*
মা দুর্গার কাছে আমার প্রার্থনা, মাগো সফিকুল দাকে আশীর্বাদ করো,মঙ্গল করো,,,,এইভাবে প্রতিনিয়ত সত্য-নিষ্ঠার সাথে খবর যেন পরিবেশন করতেই পারে,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sisirdas14002 жыл бұрын
অনেক ধন্যবাদ৷ অস্ট্রেলিয়ার ঘরোয়া বারী র পূজো ও দেখিয়ে দিলেন। খুব ভাল লাগলো। অন্যান্য অনুষ্ঠান ও দেখছি সেগুলো এখানে আলোচনায় যাচ্ছিনা।
@narayansarkar96202 жыл бұрын
আরামবাগ টিভি যেন সাধারণ মানুষের মনের সংবাদমাধ্যম হয়ে উঠছে।
@manikchatterjee12242 жыл бұрын
আরামবাগ টিভি দেখতে হয়। অনেক কিছু জানা যায়। ধন্যবাদ আরামবাগ টিভি কে।
@Rahul-je9ir2 жыл бұрын
দাদা, দারুন লাগছে আপনাকে 👌
@sameshchandrarayray88442 жыл бұрын
16 ana bhalo .
@tapaskumargarai54782 жыл бұрын
প্রবাসী বাঙালীদের জয় ।
@amarkumardas3542 жыл бұрын
দাদা অসাধারন উপস্হাপনা। মন ভরে গেল।
@roksrb12382 жыл бұрын
সত্যি সফিকুল দাদা. গ্রেট Man 🙏
@amitkumarnath7182 жыл бұрын
সারা বিশ্বে দুর্গাপূজা যেখানেই বাঙালি আপনার দৌলতে দেখতে এজন্য আমরা সকল দর্শক আপনার কাছে কৃতজ্ঞ।
@jyotsnadutta90912 жыл бұрын
মহা নবমীর শুভকামনা রইলো ।তুমিওতোমার পরিবারের মঙ্গল কামনা করি ।এই প্রতিবেদনটি দেখে মনটা ভরে গেলো ।
@manickdas6312 жыл бұрын
সফিকুল দা মুম্বাই থেকে বলছি আরামবাগ টিভি আশা করি আগামী দিনে National TV তে দেখতে পারবো সেই দিনের অপেক্ষা করে আছি
@Babai57512 жыл бұрын
এই কর্মব্যস্ততার মাঝে মনে প্রানে একটা অন্যরকম এর শান্তিপূর্ণ মুহুর্ত এনে দিলো আপনার প্রতিবেদন
@rajuseet86432 жыл бұрын
সাফিকুলভাই আন্তর্জাতিক দুর্গাপূজা আরামবাগ টিভি চ্যানেলে।বাংলার মানুষের মান মর্যাদা এবং আত্মবিশ্বাস সবের উত্তরণ ঘটাচ্ছে আমাদের প্রিয় সাফিকুলভাই। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
@ashokroy18272 жыл бұрын
সফিকুল ভাই আপনি এই বছর যে বিষয়টি নিয়ে ভিডিও করছেন এক কথায় অনবদ্য, সারা বিশ্বের বাঙালিরা যে ভাবে এই সময়ে পূজো নিয়ে মেতে আছে সেটা দেখে আমরাও খুব আনন্দিত, ভালো থাকবেন।।।
@pulakporia27512 жыл бұрын
নস্টালজিয়া,,উৎবুদ্ হযে যাই। বাংলার সনাতন ধর্মের পূজা উদযাপন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, ধন্য আমার মাতৃভূমিকে, ধন্য আমার মা কে, আমি হিন্দু 🌸🌸🙏🙏🌸🌸
@singwithanirban2 жыл бұрын
দাদা আপনি বুঝিয়ে ছিলেন সম্প্রীতি ও সাম্প্রদায়িক বিষয় টা, তা আমার মনে আছে, পুজো তে আপ্নার প্রতিবেদন গুলো দেখে আমি সম্প্রীতি অনুভব করছি, আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা দাদা, খুব ভালো থাকবেন আপ্নার প্রতিটা প্রতিবেদন আমি দেখি ও সাবধানে কমেন্ট ও করি, আমার ভালো লাগে।।।।
@kabitadas45312 жыл бұрын
সফিকুল ভাই আপনাকে শুভ মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। মা দূর্গা আপনাকে সুস্থ রাখুন এবং সমৃদ্ধি প্রদান করুন এই প্রার্থনা করি।
@pd99582 жыл бұрын
আপনার এই প্রতিবেদনগুলি খুব প্রাসঙ্গিক , আমাদের সমৃদ্ধ করছে।
@jayantabhattacharya13052 жыл бұрын
দারুণ একটি প্রতিবেদন। 👌👌👍👍🙏🙏
@supornaroysoma93772 жыл бұрын
প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এর জন্যে যে, আমাদের জন্যে দেশ বিদেশের নানার ধরনের বাঙালির প্রাণের উৎসব শারদীয় দূর্গা পূজার বিভিন্ন রিপোর্ট করছেন!! কত সুন্দর করে উনারা পুজোটা উদযাপন করছেন সেটা তুলে ধরছেন আমাদের কাছে!! আমাদের সামনে যে ভাবে রিপোর্টগুলো দেখাচ্ছেন, সেটা এতো সুন্দর আর আনন্দঘন পরিবেশে হচ্ছে,তা আমরা জানতেও পারতাম না আপনার রিপোর্ট না পেলে!! আর আপনাকে অনেক অনেক অনেক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন!! মা দুর্গতিনাশিনী যেনো আপনাদের সবাইকে সুস্থ, সুন্দর, সুখী ও নিরাপদে রাখুন!! 🙏🙏💐💐💐
@anitabag29012 жыл бұрын
পূজার আয়োজন বিদেশের মাটিতে এত চমৎকার ভাবে দেখতে পাই । মনটা ভরে ওঠে আনন্দে বাংলার বাইরে বিদেশে অবস্থানরত বাঙালি নিজের সংস্কৃতি টা ধরেরেখেছে ।আর বিদেশের মাটিতে দুর্গা পূজার উৎসব অনুষ্ঠিত হয় সুন্দর ভাবে দেখানোর জন্য অনেক ধন্যবাদ।
@anupsaha14982 жыл бұрын
ভীষন ভালো লাগলো সব চেয়ে বেশি ভালো লাগলো নিয়ম নিষ্ঠা ও ভক্তি বাংলাদেশে হলে হয়তো এতো সুন্দর করে পূজা করতে পারতো না শুভ নবমী জয় মা দুর্গা
@arupdas40052 жыл бұрын
এককথায় অনবদ্য,অনন্য, অসাধারণ। অশেষ ধন্যবাদ সফিকুল ইসলাম সাহেব কে
@ranjitsen72402 жыл бұрын
অপূর্ব অপূর্ব অপূর্ব, অনেক অনেক শুভেচ্ছা জানালাম সফিকুলদা।
@sunitasmagicalworld2 жыл бұрын
অনুভূতি টাই আলাদা আমরা গর্বিত আমরা বাঙালী
@biswabhusandeb43082 жыл бұрын
প্রত্যেকটা উৎসবের (সে কোন ধর্মের ই হোক না কেন) এমন অনবদ্য প্রতিবেদন চাই
@sukumarmajumder90152 жыл бұрын
সফিকুল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ, সারা পৃথিবীর নানা জায়গার পুজো দেখানোর জন্য। আসলে বাংলার বাইরে অন্য কোথাও আমাদের এবং আমাদের কালচার দেখতে পেলে ভাল লাগে।
@biswajyotipandey2 жыл бұрын
অসাধারণ প্রতিবেদন করেছেন সফিকুল বাবু,আপনাকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা এই ভাবে বিদেশের পুজোগুলেকে তুলে ধরার জন্য
@asimsaha8742 жыл бұрын
আরামবাগ টিভি যে ভাবে বিদেশের পুজো আমাদের সামনে হাজির করেছে তা শুধুমাত্র প্রশংসার দাবি রাখে না।অবশ্যই মৌলকত্বের দাবি রাখে । এক অনন্য অভিজ্ঞতার সাক্ষীর থাকলাম ।
@aninditachakraborty68982 жыл бұрын
সারা বিশ্বে আপনার খ্যাতি ছড়িয়ে পড়ুক সফিকুল দা, এটাই চাই
@sikharoy10392 жыл бұрын
সফিকুল ভাই সত্যিই চোখ জুড়িয়ে গেল।
@biswamitraarya52682 жыл бұрын
বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্ববাসী আমার আত্মীয় এই শাস্ত্র বাক্যের যথার্থতা শফিকুল বাবু আপনি প্রমাণ করে দিলেন।আপনি যে বড়ো মনের এবং বড়ো মাপের মানুষ সেটা বোধ করি আপনার অতি বড়ো শত্রুও স্বীকার করবে।ভালো থাকবেন।
@chandanroy79812 жыл бұрын
সফিকুল দা অন্যদিনের তুলনায় আজকের সাজগোজ খুব ভালো লাগছে। মহানবমীর শারদীয়ার শুভেচ্ছা।
@utpalmahalder69522 жыл бұрын
আপনাকে শুভ নবমী আর আপনাকে আজ খুব সুন্দর লাগছে
@user-dp9fr9ci3h2 жыл бұрын
Apnar bibhinyo desher Durga pujor coverage simply outstanding. Sanmoy da r barir episode coverage was nice.
@sanatdey49852 жыл бұрын
সফিকুল দা, অসাধারণ। প্রবাসী বাঙালিদের পুজো আগে গল্প শুনতাম আপনার লাইভ ভিডিও মাধ্যমে অনেক কিছুই জানা যাচ্ছে খুব ভালো লাগছে। এখন বুঝি কেন এতো আপনার ভিউ। সারা পৃথিবীর প্রবাসী বাঙালিরা আপনার আত্মীয় ও ফ্যান ফলোয়ার। আমরা আরামবাগের ছেলে হিসাবে এটাই আমাদের গর্ব। ধন্যবাদ। ভালো থাকবেন। পুজোর নতুন জামাটা খুব ভালো লেগেছে।
@nanigopalchakraborty27272 жыл бұрын
এবার সফিকুল ভাইয়ের পুজো পরিক্রমা বিশ্ব রূপ নিয়েছে। দারুণ।❤️❤️
@jyotisankarhalder91962 жыл бұрын
সত্যি, এই প্রতিবেদনটি যেন এক ঝলক তাজা বাতাস এর স্পর্শ আনল প্রাণে।
@ratanmondal24752 жыл бұрын
সফিকুল দা, আপনার জন্য বিদেশের মাটিতে বাঙালিয়ানা কে দেখে খুবই ভালো লাগছে প্রতিটা দিন যেভাবে মহা ষষ্ঠী থেকে আজ মহা নবমী প্রতিটা দিন দুর্গাপুজোর লাইভ অনুষ্ঠান দেখাচ্ছেন, আপনার আরামবাগ youtube এর মাধ্যমে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি, অন্য চটি চটা চ্যানেলে আমরা এইরকম অনুষ্ঠান দেখতে পাই না, আজ মহা নবমীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার ফ্যামিলির সবাইকে এবং আপনার youtube চ্যানেলের যারা খবরে সহযোগিতা করছেন সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি। ❤️❤️❤️
@tapatibhattacharjee29392 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ সফিকুল ভাই এতো সুন্দর প্রতিবেদন । মেলবোর্নে থেকে এতো সাবেকিয়ানা ও নিষ্ঠার সাথে পূজো ।সত্যি মন ভরে ওঠে ।
@bikashmahato99712 жыл бұрын
বাঙ্গালীর হৃদয়ের ঐতিহ্য 🙏🙏🙏
@atanubasu84562 жыл бұрын
ভাই সফিকুল তোমার মতন উদার মনের মানুষের আজ খুব বেশি প্রয়োজন।যখন ধর্মের নামে এই সমাজ কে খণ্ড করার অপচেষ্টা চলছে, তখন তুমি অহিন্দু হয়েও যেভাবে দেশে বিদেশের পুজোর গুলো কে সমাজের সামনে তুলে ধর, সেটা সত্যিই অসাধারণ। তুমি মে সমস্ত রকম সঙ্কীর্ণ তার কে ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে চলেছ, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
@ratanmajumder44042 жыл бұрын
আরামবাগ টিভি কে ধন্যবাদ জানাই সারা বিশ্বের দূর্গা পূজা দেখানোর জন্য।
@Reality.00712 жыл бұрын
অসাধারণ । এই ধরনের এতো সুন্দর প্রতিবেদন কোনো টিভি চ্যানেলে ও খুবই কম । অসংখ্য ধন্যবাদ সফিকুল বাবুকে ।
@kunalmookerjee87012 жыл бұрын
মহানবমীর আন্তরিক শুভেচ্ছা, শফিকুল ভাই। খুব ভালো থাকবেন।
@kartikroy64832 жыл бұрын
সফিকুল বাবু আপনাকে এবং আপনারা পরিবারের সকলকে শুভ নবমীর শুভেচ্ছা এবং আরামবাগ টিভির সমস্ত দর্শকদের নবমীর শুভেচ্ছা রইলো আরামবাগ টিভি সফিকুল বাবুর জন্য আমরা দেশ বিদেশের দুর্গা পূজা দেখতে পেলাম তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
@premkumardas89272 жыл бұрын
মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল শফিকুল দা। কোচবিহার থেকে মিঠুন দাস।
@keshabnath60832 жыл бұрын
সফিকুল ভাই, পুজোর প্রোগরাম গুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
@vidyapatighosh89452 жыл бұрын
সফিকুলদা আপনাকে খুব সুন্দর লাগছে।।। ভালো থাকুন । সবসময় সুস্থ থাকুন। পুজোয় খুব ব্যস্ততার মাঝেও আপনার প্রতিবেদনগুলো নিয়মিত দেখি।।। ধন্যবাদ।
@indian83682 жыл бұрын
জয় মা দূর্গা 🌺🕉🔱🙏🙏🙏🧡🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@tapaskumargarai54782 жыл бұрын
বাংলার অসুরদের বিনাশ করো, মা।
@parthabhattacharya50652 жыл бұрын
অসাধারণ। শুভেচ্ছা রইল।
@eagleeye55012 жыл бұрын
এবারের দুর্গা পূজোর বিশেষ আকর্ষণ আরামবাগ টিভি। অনবদ্য। অনেক অনেক ধন্যবাদ সফিকুল কে। মনে হচ্ছে সফিকুল বিশ্বে যত বাঙালী আছেন তাদের সবার কাছে প্রিয় একজন বাঙালী ইউটিউবার। সফিকুল অনেক সাফল্য পাবেন। শুভেচ্ছা রইল। 👌👍✌️❤️ 🌹🇮🇳🙏
@dineshsinha21442 жыл бұрын
অষ্ট্রেলিয়ায় বাড়ীর দুর্গা পূজা। দেখি ভক্তির সঙ্গে অনেক মজা। নিষ্ঠা ভক্তি মিলেমিশে একাকার। আনন্দে স্ফূর্তিতে মন ভরুক সবার। সন্ধ্যাদেবীকে বিশেষ ধন্যবাদ। দুই বাংলাকে মিলিয়ে দূর করেছেন বিষাদ।
@tapaskumargarai54782 жыл бұрын
এই বিশ্ব বাংলায়, একটা জিনিস দেখে অবাক হয়ে যায়, যে চটিবুড়ির দাঁতকেলানো ছবি সব জায়গায়! খুবই দুঃখ লাগছে দাদাভাই।
@jagadishsikdar33852 жыл бұрын
সবাই কে শারদীযার শুভেচ্ছা জানাই। আপনারা খুব ভাল থাকুন।
@neepabanerjee172 жыл бұрын
আমি এই প্রথমবার দেখছি। অজস্র ধন্যবাদ আরামবাগ টিভি চ্যানেলকে এই উদ্যোগের জন্য ।
@debabratasengupta47112 жыл бұрын
খুব ভাল লাগছে আপনার প্রতিবেদনগুলো।মন ছুঁয়ে গেল।
@radhakantamondal31872 жыл бұрын
সফিকুল ভাই আপনার সোস্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকি অধীর আগ্রহে অপেক্ষা করি কখন কোন বিদেশের দুর্গাপূজা দেখতে পাব ।এর জন্য আপনার কাছে কৃজ্ঞতা বোধ করি।
@khokanmishra...24412 жыл бұрын
ধন্যবাদ এই প্রতিবেদনের জন্য।
@swapanmondal14882 жыл бұрын
সত্যি খুব ভালো লাগছে যে বিদেশের মাটিতে ও আমাদের মা পূজিত হচ্ছেন
@kartikchandrasarkhel57282 жыл бұрын
সফিলকুল দা পুজোয় যেভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পুজো কভার করছেন তাতে আমরা ঘরে বসে বিভিন্ন পুজো দেখতে পেলাম, একটা ইউটিউব চ্যানেল এই ধরণের বিশ্ব পুজো পরিক্রমা করছেন কোনো স্যাটেলাইট চ্যানেলে তা করে না, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সত্যিকারের সেক্যুলার, ভালো থাকবেন, আপনি এগিয়ে যান, আমরা পাশে আছি
সফিকুল দা, আপনাকে আজ নতুন সাজে দারুণ লাগছে। আপনার উপস্থাপন এককথায় অসাধারণ এবং অনবদ্য। Main stream media গুলোকে একদম পেছনে ফেলে আপনি যেভাবে এগিয়ে চলেছেন, আমরা ভীষণ গর্বিত। আরও সফল হোক আপনার উপস্থাপন। ❤️❤️❤️
@mkbiswas38982 жыл бұрын
প্রতিদিন একটা করে বিদেশে অনুষ্ঠিত পূজা দেখতে পাচ্ছি আরামবাগ টিভির দৌলতে। প্রথমে ক্যালিফোর্নিয়া, তারপর পোল্যাড, তারপর হংকং, আজ মেলবোর্ন। ধন্যবাদ সফিকুল ভাই। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
@sudipamaitycreation36122 жыл бұрын
আপনার আরামবাগ টি ভি এর মাধ্যমে দেশের বাইরের অনেক দেশের পূজা দেখে মন ভরে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@nilujash95882 жыл бұрын
শুভ নবমী দাদা দারুন সুন্দর লাগছে ফাটাফাটি 👌❤️❤️❤️
@bapiroy57402 жыл бұрын
🙏🙏🙏 জয় মা দূর্গা 🚩🚩🚩🚩 আপনাদের জানাই অনেক অনেক ❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@dr.rangadharkar53142 жыл бұрын
Three cheers to this devoted family !
@kamalkrishnaghna2 жыл бұрын
আরামবাগ টিভি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল