Рет қаралды 180
দেখুন ছেলেটির কি অসাধারন প্রতিভা!
বাংলাদেশের এই ছেলেটা টেক্সটাইলে কাজ করে। সারা মাস শেষে বেতন পায় মাত্র ৭ হাজার টাকা। ওর গান শোনার মতো একটা ডিভাইস নাই ! ভাঙা একটা মোবাইলে গান শিখে সে !
এরকম অসংখ্য প্রতিভা ছড়িয়ে আছে দেশের আনাছে কানাছে। শুধু একটু সহযোগীতা পেলেই এরাও হয়ে উঠতে পারে বাংলাদেশের অরিজিত সিং।