দোস্ত তোরে এই টাইপ কথা কারা বলে? আমাদের সিএসসি ডিপার্টমেন্টে আমাদের ব্যাচের ভালো স্টুডেন্ট গুলার মধ্যে তুইও একজন ছিলি।
@DoyelAgro2 ай бұрын
আসলে বন্ধু গ্রামের অনেক মানুষ এটা বিশ্বাস বা মানতে পারে না যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আমি কি জন্য গ্রামে থাকি। অনেকেই ভাবে আমার একমাত্র পরিচয় হচ্ছে ইউটিউবার। এমন অনেক কমেন্ট দেখি যেখানে অনেকেই আমার সার্টিফিকেট ও দেখতে চাইছে :) তাদের জন্যই মুলুত আজকের ভিডিও। এখন দেখতেছি ইউনিভার্সিটির ফ্রেন্ড দের একদিন দাওয়াত দিতে হবে :) তরে দিয়ে দাওয়াত শুরু।
@farhanahaque23432 ай бұрын
সিএসসি ডিপার্টমেন্ট মানে হচ্ছে কম্পিউটার সাইন্স। আমার ছেলেও কানাডাতে কম্পিউটার সাইন্স এ পড়াশোনা করে। কম্পিউটার সাইন্স হচ্ছে থিওরেটিক্যাল ফাউন্ডেশন অফ কম্পিউটেশন এন্ড ইনফরমেশন। এরা মূলত প্রোগ্রামিং, কোডিং, করে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মূলত সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, মেইন্টেন্যান্স, টেস্টিং এন্ড ইভালিউশন অব সফটওয়্যার সিস্টেম। আপনি যদি সিএসসি তে মানে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করেন ( যেটা আপনার ফ্রেন্ড উল্লেখ করলেন) তাহলে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। দুইটা সাব্জেক্ট ওতোপ্রোতো ভাবে জড়িত হলেও পার্থক্য আছে। তারপর জানি না। ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। I commented according to your friend's statement. Thanks
@SalmaHabibi-r2x2 ай бұрын
@@DoyelAgroআজকাল মানুষের ভালো কেউ দেখতে পারে না সুধু হিংসা করে এই জন্যই মানতে পারে না??
@freedomcirlcle55812 ай бұрын
@@DoyelAgro দুঃখিত ভাই কিছু মনে করবেন না। কৌতুহল থেকে বলা। আপনি প্রায়ই বলেন আপনি নাকি ৯০ এর দশক এর ছেলে, সেই হিসেবে ১৯৯০-১৯৯৯ এর মধ্যে কোন এক বছরে আপনার জন্ম। আবার আজ বললেন আপনি শেষ কোম্পানিতেই চাকরি করেছেন ১০-১২ বছর এবং বললেন এর আগেও ৩-৪ কোম্পানিতে কাজ করেছেন যেখানে আরো অসংখ্য কলিগ বন্ধুবান্ধব আছে আপনার, যদি মনে করি সেই ৩-৪ টা কোম্পানিতে আপনি নুন্যতম ১ বছর করে ছিলেন তাহলেও আপনার চাকরি জীবনে যোগ হবে ৩-৪ বছর। সেই হিসেবে, আপনার যদি ১৯৯০ সালেও জন্ম হয় তাহলেও আপনার বয়স ৩৩ বছর, বাংলাদেশের পড়াশুনা অনুযায়ী একজন মানুষ গ্রাজুয়েট হিসেবে ২৩ বছর বয়সে চাকুরী জীবনে প্রবেশ করে। তাহলে গ্রাজুয়েশন এর পর এখন অব্দি আপনার ১০ বছর পার হয়েছে, কিন্তু আজকের ভিডিও এবং আপনার অন্য ভিডিও অনুযায়ী আপনি প্রায় ১৫-১৬ বছর চাকরী করেছেন, ফ্রীল্যান্সিং ছাড়াই। তাহলে ভাই কোনটা সঠিক বলে ধরে নিবো?? আপনার ৯০ এর দশক এর মানুষ নাকি আপনার চাকরি জীবন প্রায় ১৫-১৬ বছর। এই হিসেবের গরমিল গুলো কি ভিডিওতে কথা বলতে বলতে ফ্লোতে বলা, স্লিপ অব টাং হিসেবে ধরে নেবো?? তাহলে ভাই পরবর্তীতে আপনার ব্যক্তিগত তথ্য গুলো বলার সময় অবশ্যই দয়া করে সচেতন থাকবেন৷ একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বললাম, মনে কষ্ট পেলে আবারো আমি দুঃখিত!!
@Matir_pinjira12 ай бұрын
Love from India Assam sontoli ❤️🥀❤️🥀
@jhumadewan48482 ай бұрын
সব কিছু জন্য আলহামদুল্লিয়া , মাশাআল্লাহ। আপনার সফলতা আর ফ্যামেলি ওপর যাতে কোনো বদ নজর না লাগে । সব সময় সুস্থ্য সুন্দর, হাসি খুশি ভাবে ফ্যামিলি - আত্মীয় স্বজন নিয়ে আনন্দে জীবন যাপন করুন এই দোয়া রইলো। ❤❤
@mdrobin27062 ай бұрын
সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজে একজন ভালো মনের মানুষ তাই আপনার কাছে সবাইকে ভালো মনে হয়
@rupisdailylifeАй бұрын
Right
@alamgirhossain76312 ай бұрын
প্রিয় ভাই আপনি আপনার সকল আত্মীয়-স্বজনকে এবং বন্ধুদেরকে যেভাবে আপ্যায়ন করেন সাধ্য হলে আসমানের চান ও এনে দিতেন আপনার কাজ আর আমার হুজুরে পাকের বাণী মিলে যায়
@rajuahamed50622 ай бұрын
ভাই রেগুলার ভিডিও দেখি কিন্তুু কমেন্ট করি না,তবে যেনো মাইন্ড খায়য়েন না। আপনি অনেক একজন ভালো মনের মানুষ।
@hillncer12 ай бұрын
ভালো লাগলো কথাগুলো যে "অন্যকে দেখে তেমনভাবে কাজ করতে গেলে সফল নাও হতে পারেন"
@MuradSarker-q6s2 ай бұрын
আমি জানি আপনার মুল এবং গোপনিয় ট্রিপস হলো-ফরেক্স ট্রেডিং।এবং আপনি ভালো একজন ট্রেডার।
@kamruzzahansiddika34282 ай бұрын
Alhumdulillah onek fine laglo.Bhai Ami o jeno dawat pai.Onek onek mono basonaApnar khamer Bari bekhbo InshaAllah.
@Bengalifans-x4e2 ай бұрын
ভাই আপনার চ্যানেলের একটা জিনিস খুব মিস করি,বলতে পারেন সেটা কি.? সেটা হলো ড্রোন শটের ভিডিওর সাথে আপনার চ্যানেলের সেই বিক্ষ্যাত ব্যাকগ্রাউন্ড মিউজিক। দুইটা এক হলে জাস্ট মনটা জুরায়া জায় ভাই❤ প্লিজ এমন একটা ভিডিও আমার জন্য হলেও করেন❤
@mdasadkhandakarsuvo2 ай бұрын
মাশাআল্লাহ আপনার বাড়িটা অনেক সুন্দর হয়েছে খামার সহ পুরো বাড়ি গুছানো হলে আরো সুন্দর লাগবে।
@rajonahmed82442 ай бұрын
ভাই বাড়িটা সুন্দর হইছে কিন্তু বাড়িটা কেনো জানি ফুটতেছে না বাড়ির আগিনা আরো সুন্দর করবেন।
@mdsahadathossainmalaysia78312 ай бұрын
এটাই তো বাংলাদেশের মানুষের সমস্যা কারো ভালো কিছু দেখতে পারে না সেই কারনে সোনার বাংলা এখনো পিছিয়ে আছে মালোশিয়া থেকে ছালাম ভাইয়ের জন্য দুয়া ও ভালো বাসা রইলো আপনি আরো এগিয়ে জান দুয়া করি ❤❤❤
@moznumiahniyamat43742 ай бұрын
আপনার ভিডিও দেখি অনেক দিন থেকে! আজকের কথাটা অনেক দামি কথা।কারো সফলতা দেখে সফল হওয়া যায়না। তবে সফল মানুষদের যে পরার্মশে ভালো কিন্তু সম্ভব! আপনার থেকে অনুপেরোনা পাই। আমি একদিন আপনার বাসায় যাবো ইনশাআল্লাহ। কিছু চাইবো না।দোয়া আর পরামর্শ চাইবো।
@raselmamun20192 ай бұрын
রাইট কথা বলছেন সালাম ভাই অন্যের কিছু না দেখে নিজে কিছু করার চেষ্টা করতে হবে তাহলে ইনশাআল্লাহ সাফল্য পাওয়া যাবে
@Limacookingandvlog2 ай бұрын
একদম সত্যি
@Mahmuda_Akter2 ай бұрын
সুদুর ইংল্যান্ড থেকে যিনি এসেছিলেন - তার সঙ্গে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া উচিত ছিল। আপনার বন্ধুদের স্মরণ রাখা এবং আতিথেয়তা দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা।
@MDlutfuLutfor2 ай бұрын
আপনি এক জন ইন্জিনিয়ার আপনার বিডিও দেখি সেই ২০২০সাল থেকে
@mstnurjahunnurjahun39022 ай бұрын
যে যেমন তার মাইন্ড তেমন, আমার দেখা সর্বোচ্চ ভালো, মার্জিত, ইউটিউবার, যাদের ভিডিও দেখলে শান্তি পাই❤
@DoyelAgro2 ай бұрын
ধন্যবাদ
@mdasadulislam34632 ай бұрын
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে
@MdShoidulIslam-zu7pe10 күн бұрын
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আয়াতকে ও আব্দুস সালাম ভাই কে ভালো রাখুন আমিন
@mstsultana16222 ай бұрын
আসসালামু আলাইকুম ভাইজান। এত তাড়াতাড়ি ভিডিও দেখতে পাব ভাবিনি। পাছে লোকে কি বলে না বলে তাতে আপনি কান দিবেন না। দোয়া করি আপনি আপনার মতো এগিয়ে যান।❤❤❤❤
@SanzidaAkter-y9l2 ай бұрын
বাড়ির চারদিকে ভালোভাবে মাটি উচু করে এবং সামনে অনেকটাযায়গা নিয়ে উঠানের মত করে দিলে আর ভালো লাগবে।
আপনার আজকের ভিডিও টি বেশ ভাল লাগল ।ইচ্ছে করছে সরাসরি গিয়ে সবচক্ষে আপনার বারিটি ঘুরে দেখি ।এমন সুন্দর লোকেশন ।অসাধারন
@mdmanik9762 ай бұрын
ভাইয়া আপনার তো ভাগ্য ভাল যেশম্পা আপুর ❤❤❤ মত একজন সঙ্গী পেয়েছেন যা অন্য কেউ পায়নি
@rezwan9292 ай бұрын
সম্পা আপু অনেক ভালো।সব কাজ পারে।আর অনেক ক্যায়ারিং।হাজবেন্ড,শ্বশুর -শাশুড়ির ব্যাপারে।আয়াত অনেক কিউট।মাশাল্লাহ। ❤️
@tarminely93852 ай бұрын
Ai kono kotha apni ki Bangladesh er 18 koti manuser modhe jara chale beya korse tader sober somporke ki apni janen je tara painai, seta kemne bujhlen. Joto sob faltu kota koy kichu ajaira manus.
@mohiruddin13282 ай бұрын
Right Sir
@Rakib-4532 ай бұрын
সে সম্পা আপুর মতো একজন ভালো মানুষ বউ হিসেবে পেয়েছে সেটা বুঝলাম কিন্তু অন্য কেউ তেমন বউ পায়নি এটা কোন ধরনের কথা?আপনি কি দুনিয়ার সব ঘরের খবর জানেন?মানুষের ভালো গুন গাও ভালো কথা কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত তেল মারতে যেও না🙄
@mohammadashik3252 ай бұрын
Right
@anfiahmed-b6n2 ай бұрын
সুন্দর হয়েছে ভাই,, প্রতি দিন দেখি ভালো লাগে,, আয়াত কে ভালোবাসি ♥️
@shekhjabed68122 ай бұрын
আপনারভিডিও অনেক ভালো লাগে
@TaslimaFarhaVlog012 ай бұрын
কিছু কিছু সময় অনেক মধুর হয় ওই সময় গুলো চাইলে ভুলা যায় না মাশাল্লাহ ভিডিও ভালো লাগলো
@hasanc.t2201Ай бұрын
অসংখ্য ধন্যবাদ সত্যি আপনি একজন সফল উদ্যোক্তা
@Mr.Faltu1812 ай бұрын
ভিডিও তে আপনারা কথাগুলো আমাকে অনেক অনুপেরনা যোগায় ❤❤❤ দীর্ঘ আড়াই বছর এর উপরে আমি আপনার ভিডিও দেখি❤️❤️
@mdnayem30062 ай бұрын
আলহামদুলিল্লাহ ভিডিওটা খুবই ভালো লাগছে
@EverydayVillageLifeBD2 ай бұрын
ভাই আপনি আপনার মতো এগিয়ে যাচ্ছেন যা কিনা আপনার সফলতার মূল কারণ কাউকে অনুসরণ করে নয় এটা আমার খুব ভালো লাগে ❤
@sahidasahida30612 ай бұрын
সালাম ভাই একজন ভালো মানুষ ২০২১ সাল থেকে ভিডিও দেখি
@সারা-ম৩প2 ай бұрын
কিউট সালাম ভাইয়ের চোখ দুটো বেশি attractive .
@NeelasHobby2 ай бұрын
মাশাআল্লাহ আপনার আপ্যায়ন দেখে মন থেকেই অনেক দোয়া অসে আপানার জন্য ভাই।
@SakibMolla-rx5ew2 ай бұрын
সালাম ভাই আপনি একদম রাইট কথা বলছেন❤❤❤❤❤❤❤❤❤❤
@Submission2252 ай бұрын
বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার হলেন আপনি
@ShezadHossain2 ай бұрын
অসাধারণ 🌹🌹 সাফল্যের গল্প 🌹🌹 ভাই আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল ।
@Ashik-Ahmed-5562 ай бұрын
দোয়েল এগ্রো আমার অনুপেরণা ছিলো! আপনাদের কার কার আমার মতো ছিলো ?
@sinthiyaislam95922 ай бұрын
প্রতিদিন অপেক্ষা করে থাকি আপনার ভিডও দেখার জন্য সব কিছুই এত প্রাকৃতিক ও মনোমুগ্ধকর বলার ভাষা নেই দোয়া করি আরও এগিয়ে যান
@Mohammadmohsinali1522 ай бұрын
ইনশাআল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤❤❤
@shamukerchoktv2 ай бұрын
ভাই আপনার সাথে দেখা করার খুবই ইচ্ছা ছিলো জানিনা আল্লাহ্ ভাগ্যে রাখছে কি না ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥🥀🥀🥀🌹🌹🌹
@RobiSim-i9z2 ай бұрын
ভাই আপনার বাড়ির সামনে একটা পুকুর করলে বাড়িটা আরো অনেক সুন্দর লাবে।
@TravelerOfBangladesh2 ай бұрын
ভাই সফলতা নিয়ে যে উক্তিটি করেছেন তা ১০০% সঠিক। আমিও এই কথাটাই সবাইকে বলি।।।
@limonlimonmia98912 ай бұрын
আলহামদুলিল্লাহ গরুর অপেক্ষায় থাকলাম ভাই অনেক সুন্দর হয়েছে ভিডিওটা
@AtikHasan-pm3yn2 ай бұрын
কে কিভাবে নাবে জানিনা সত্যি বলতে আমার আপনাকে ভালো লাগে আর আপনার ভিডিও তো দেখি চার বছর যাবৎ মালয়েশিয়া থেকে ❤❤❤❤
আপনার বিল্ডিংটা ভালো একটা রং ব্যবহার করেন যেন আপনার বাড়িটা খুব সুন্দর ফুটে উঠে এখন ফুটতেছে না বাড়িতে বাড়িটা সুন্দর হয়েছে কিন্তু কিসে জানি একটু কম আছে
@nipunnipun23522 ай бұрын
আমরা বাঙালি আর কিছু করতে পারি বা না পরি মানুষের সমালোচনা করতে পারি তাতে কার কাছ থেকে শেখা লাগে না ❤❤
@jojo623692 ай бұрын
Errands bhai Amar o colleague chilo, Wunderman Thompson (Graphic People) e. Uni asholei akjon bhalo manush. Best of luck, Salam bhai.
@সারা-ম৩প2 ай бұрын
সালাম দেখতে আসলেই অনেক handsome😘😘😘.cute Salam bhai❤❤❤❤❤❤
@mdtanvir19232 ай бұрын
একদম প্রথম থেকে আপনার ভিডিও দেখি আপনার জন্য সব সময় শুভকামনা ও ভালোবাসা থাকবে
@Faruque_hossain-n1m2 ай бұрын
🎉🎉আয়াত মামুনির কথা গুলো খুব সুন্দর এবং ভালো লাগে ❤❤
@mirmaraj2832 ай бұрын
আলহামদুলিল্লাহ আপনার সব ভিডিও দেখি এব
@user-bv6zk8fi5iАй бұрын
মাশাআল্লাহ আপনার ভিডিও গুলা খুব সুন্দর ভাইয়া আপনি অনেক বড় মনের এক জন মানুষ দোয়া রহিলো সব সময় ভালো থাকেন 🤲🤲🤲🤲
@Salimmondolxt4wz1b2 ай бұрын
আসসালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর লেগেছে
@mismoklima14972 ай бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর আয়োজন করলেন ভাই মেহমানদের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এরকম সুন্দর সম্পর্ক সারা জীবন থাকুক দোয়া রইল ভাই
@muhammedsohal35782 ай бұрын
ভাই আপনাকে অনেক ধন্যবাদ একজনকে দেখে তো আরেকজন উৎসাহ পাই এবং এটাই নিয়ম
@NormalCook112 ай бұрын
কথা গুলো সঠিক তাই আপনার ভিডিও দেখতে ভালো লাগে 💚🤲 10:41
@FATEMABEGUM-o9q2 ай бұрын
ভাইয়া ভালো লাগল ভিডিও দেখে, আপনার বিল্ডিয়ের মেইল গেট থেকে সোজা বরাবর ৩,৪ হাত চওড়া করে পাকা করেনিবেন চলাফেরা করা বা গাড়ি নিয়ে ঢুকতে সহজ হবে
@shahidislam630624 күн бұрын
আপনার বাড়ীর ডিজাইন টা অনেক সুন্দর হইছে। এক কথায় অসাধারণ❤
@m.sdoyelagro46512 ай бұрын
আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুশিদাবাদ বাড়ি। আপনাকে আমার খুব ভালো লাগে। আপনার বাড়ি সামনে জমি টা সোমান করেন।ভালো লাগবে দেখতে
ভাইয়া কে কি বললো তাতে কি আসে যায় আসল কথা হলো আমরা আপনার ভিডিও অনেক পছন্দ করি আপনি আয়াত শম্পা ভাবি সবায় কে মিলিয়ে অনেক সুন্দর একটা প্ররিবার দেখতেও ভালো লাগে আসলে যারা এসব কথা বলে তারা নিজেও কিন্তু আপনার ভিডিও অপেক্ষায় থাকে কিছু কিছু মানুষ আছে যে দেখতেও ভালো বাসে ভিডিও আবার দুস ও ধরে এসব মানুষ কে পাত্তা দুবেন না ভাইয়া ❤ অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না আসলে ভিডিও দেখতে দেখতে আপনাদের প্রিরিবারের একজন হয়ে গেছি তায় কেউ কিছু বললে সইতে পারি নাহ 💙☺️☺️
@KingKhan-lp8kv2 ай бұрын
সত্যি অনেক ভালো লাগলো।
@Dildarahmed-mo1he2 ай бұрын
ভাই আপনার বাড়িটা অনেক সুন্দর হয়েছে
@MdAli-l9s9rКүн бұрын
ভাইয়া আপনার কথা অনেক ভালো লাগে আপনাকে দেখার অনেক ইচ্ছে
@MdNurunabi-h3x18 күн бұрын
ভাই বাড়ির চার পাশ দিয়ে বাউন্ডারি দিলে অনেক সুন্দর লাগবে
@50Rubel-c8o2 ай бұрын
আলহামদুলিল্লাহ ভাই ভালো করতাছেন ভালো করেন
@SweetyNikson2 ай бұрын
বাড়ির উঠান আশেপাশের চারদিকটা সুন্দর করলে আরো বেশি সুন্দর লাগবে বাড়িটা
@smritiaktar27922 ай бұрын
আমার বাসা মানিকগঞ্জ সদর। আমার ইচ্ছে আছে একদিন যাব আপনার বাসায়।
@mdmaksud20892 ай бұрын
হুম ভাই রাইট কথা বলছেন আয়াত মামুনি মাশা আল্লাহ্ সুন্দর করে কথা বলে ইনশা আল্লাহ্ দোয়া করি সবার জন্য
@md.sumonhosain25552 ай бұрын
আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন
@taslimasvlogz58552 ай бұрын
সব মিলিয়ে ভিডিও সুন্দর হয়েছে
@ishrajahanvlogs19072 ай бұрын
আলহামদুলিল্লাহ 😊
@Arshed1002 ай бұрын
সুন্দর ভিডিও ভাই অনেক ভালো লাগলো। সালাম ভাই অনেক বড় মনের মানুষ।❤❤
@biddutkhan86042 ай бұрын
সালাম ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে শম্পা আয়াত তারা এদের অনেক ভালো লাগে
@MajedurRahaman-j1q2 ай бұрын
ভিডিওটা খুব ভাল লাগল আরও বেশী বাড়ীটা ৷
@FatemaAkter-yw2nw2 ай бұрын
ভাই বাড়ির সামনে দিয়ে উচু নিচু মাটি গুলো সমান করে দিবেন।সাথে স্টেপ বাই স্টেপ কিছু ফুল গাছ লাগালে আরো সুন্দর ভাবে ফুটে উঠবে।
@Mdridoy-fu5by2 ай бұрын
ভাই কথা ঠিক বলছেন অন্যের কিছু না দেখে নিজে কিছু করার চেষ্টা করতে হবে তাহলে সাফল্য পাওয়া যাবে ইনশাআল্লাহ ❤
@MilonKhan-ce2vz2 ай бұрын
দোয়া ও ভালবাসা রইলো❤
@MdMalek-tg3mc2 ай бұрын
ভাই আপনারা অনেক ভালো মানুষ আপনাদে অনেক ভালো বাসি ❤
@KalponaSouthKorea2 ай бұрын
Love from South Korea ❤❤❤
@selinaakhter2862 ай бұрын
বাড়ীটা ঠিক সুন্দর হয়েও হচ্ছেনা;পাশ থেকে মাচাটা সড়ান কিছু ফুল গাছ লাগিয়ে দিন।খাপছাড়া লাগছে।তবে অভিনন্দন নতুন বাসার জন্য।
@saifulislam018khan2 ай бұрын
ভাইয়া অনেক সুন্দর কথা বলেছেন❤❤❤
@MDRUBEl-gv9ky2 ай бұрын
প্রবাস থেকে আমি আপনার ভিডিও দেখি নিয়মিত।
@world.27982 ай бұрын
খুব ভালো। লিজার World. সিঙ্গাপুর থেকে দেখছি।
@shohelrana21682 ай бұрын
ভাই রোট থেকে ঘর পযন্ত ইটের রাস্তা বানান তাহলে আরো সৌন্দর্য বেড়ে যাবে তার পর রাস্তার দুই পাশে ফুল গাছ থাকবে।
@SakilIslam-v6x2 ай бұрын
আমারওজীবনের বড় স্বপ্ন এরকম একটা ডুপ্লেক্স বাড়ি বানানো❤
@Bithy-u9d2 ай бұрын
Ai salam apanky amr onkk valo lagy,tarpor voice to mahshallah,
@gazigazi55342 ай бұрын
চমৎকার সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ