হরে কৃষ্ণ। প্রনাম মহারাজ। অনেক কিছু শিখলাম। দমদম এ গিরিধারি মন্দিরে রাস পূর্ণিমায় চাল, চিনি দুদ , কিসমিস নিবেদন করে পায়েস রেঁধে ভগবানকে নিবেদন করার জন্য পূজারীকে বলেছিলাম। আজ জানলাম যে সে কেবল দুদ ভোগ দিয়ে ছে , পায়েস করে নি। ভগবান হয়তো পায়েস ভোগ চান নি। আমার কোনো অপরাধ হলো।