No video

দীর্ঘদিন বাইক বন্ধ অবস্থায় ফেলে রাখতে চাইলে যা করবেন এবং যেভাবে যত্ন নিবেন - Bike Maintenance

  Рет қаралды 46,080

Ojana Express

Ojana Express

3 жыл бұрын

একটি বাইক দীর্ঘদিন বন্ধ অবস্থায় রাখার ক্ষেত্রে কিভাবে এটি মেইন্টেনেন্স করতে হবে। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন কিংবা অনেকেই রয়েছেন বাড়িতে বাইক কিনে রেখে আসেন এবং অন্য জেলাতে চাকুরী করে থাকেন। হয়তো বছরে একবার বা ৫-৬ মাস পর পর একবার করে বাইক চালানোর সুযোগ পান। আর বাকি সময়ে বাইকটা পড়ে থাকে। এখন এরকম ক্ষেত্রে কিভাবে বাইক বন্ধ অবস্থায় পড়ে থাকলে কি কি সমস্যা হবে এবং এট কিভাবে রাখলে কোনও সমস্যা হবে না এ সব ব্যাপারেই আজকের ভিডিও তে জানাবো।
বিস্তারিত জানতে যুক্ত থাকুন আমাদের সাথেঃ
Follow and Like Our Page: / ojanaexpress
Join Our Group: / ojanaexpress
এছাড়া, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন রাখুনঃ
Subscribe: www.youtube.co...
এখন মোটরসাইকেল যদি কেউ দীর্ঘদিন বন্ধ অবস্থায় ফেলে রাখতে চান তাহলে, সেই ক্ষেত্রে এক রকম নিয়ম হবে আবার, কেউ যদি চালানোর সুযোগ পাবেন না কিন্তু মাঝে মাঝে স্টার্ট করতে পারবেন, তাদের ক্ষেত্রে নিয়মটি আরেক রকম হবে। আমি সব ধরণের নিয়মের কথা এই ভিডিও তে উল্লেখ করবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও টি দেখবেন। তবে, প্রথমে আমি একেবারেই স্পষ্ট করে বলে দিতে চাই, মোটামুটি যে কোনও জিনিস দীর্ঘদিন বন্ধ বা অচল অবস্থায় ফেলে রাখা উচিত নয়। একজন মানুষ যেমন দীর্ঘদিন শুয়ে বসে কাটিয়ে দিলে পরবর্তীতে শরীরে বিভিন্ন ধরণের রোগ বাসা বাধে একইভাবে একটি বাইক দীর্ঘদিন বন্ধ অবস্থায় ফেলে রাখলে এতেও অনেক ধরনে সমস্যা তৈরি হতে পারে। তাই সুযোগ পেলে বাইক নিয়মিত ব্যবহার করা ভালো তবে, যত্নসহকারে ব্যবহার করতে না পারলে, কম ব্যবহার করা কিংবা বন্ধ অবস্থায় ফেলে রাখা তুলনামূলকভাবে ভালো।
১। প্রথমে বলবো, যারা দীর্ঘদিন বাইক বন্ধ অবস্থায় রাখতে চান, অর্থাৎ এর মধ্যে হয়তো আপনি বাড়িতে থাকবেন না, কিংবা বাইক স্টার্ট করার মত বাড়িতে কেউ থাকবে না। হতে পারে ৬ মাস থেকে ১ বছর কিংবা তার অধিক সময় বাইকটি এরকম বন্ধ অবস্থায় পড়ে থাকবে, সেই ক্ষেত্রে আপনার প্রথম করনীয় কাজ হবে বাইকটির জ্বালানী ট্যাংক যতদূর সম্ভব ভর্তি করে রাখা। অর্থাৎ বাইকের ট্যাংকে পর্যাপ্ত তেল রাখতে হবে, আপনি চাইলে ট্যাংক ফুল করেও রাখতে পারেন। কারণ, আপনারা জানেন যে, জ্বালানী তেল আস্তে আস্তে বাষ্প হয়ে যায় ফলে, এটা কমতে থাকে। এখন ফুয়েল ট্যাংক যদি বেশি খালি হয়ে যায় তাহলে এর মধ্যে মরিচা পড়ে ছিদ্র হয়ে যেতে পারে। তাই কখনোই এরকম বাইক দীর্ঘদিন বন্ধ রাখলে ফুয়েল ট্যাংক খালি রাখবেন না বরং, যতদূর সম্ভব তেল ভর্তি করে রাখবেন।
২। বাইকের মধ্যে দীর্ঘদিন ব্যবহার করা ইঞ্জিন অয়েল না রাখা ভালো, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে দীর্ঘদিন বন্ধ রাখবেন এবং সেই মুহূর্তে আপনার বাইকে দীর্ঘদিনের ব্যবহার করা ইঞ্জিন অয়েল থাকে তাহলে আপনি সেটি পরিবর্তন করে নতুন ইঞ্জিন অয়েল দিবেন। তবে, আপনি যদি সম্প্রতি ইঞ্জিন অয়েল একবার পরিবর্তন করে থাকেন তাহলে আর পরিবর্তন করার দরকার নেই।
৩। চাকার প্রেশার ঠিক রাখবেন অর্থাৎ পরিমাণমত হাওয়া দিয়ে রাখবেন।
৪। বাইকটি রাখার জন্যে একটি নিরাপদ জায়গা নির্বাচন করুন যেখানে ধুলাবালি কিংবা পানি লাগার সম্ভাবনা না থাকে।
৫। বাইকটি নিরাপদে রাখার পূর্বে আপনি বাইকের নিচের অংশে অর্থাৎ যেখানে যেখানে মরিচা পড়ার সম্ভাবনা রয়েছে সেই অংশগুলোতে একটু কেরোসিন এবং ডিজেল মিক্সড করে লাগিয়ে রাখতে পারেন। তবে, সরাসরি বাইকের মূল কালারে উপরে এগুলো না লাগানো ভালো।
৬। চাইলে বাইকের ব্যাটারির সংযোগ খুলে রাখতে পারেন কিন্তু, এটা আপনার ব্যাটারি ভালো থাকার নিশ্চয়তা দিবে না বরং, এমনিতেই দীর্ঘদিন বন্ধ থাকলে ব্যাটারি বসে যায় বা ডাউন হয়ে যায় এবং এতে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই যদি নষ্ট হয়ে থাকে তাহলে ব্যাটারির সংযোগ খুলে রাখলেও নষ্ট হবে আবার, না খুলে রাখলেও নষ্ট হবে। সুতরাং, আপনি চাইলে ব্যাটারি লাগিয়েও রাখতে পারেন। তবে, ব্যাটারির সাথে যদি কোনও ধরণের সিকিউরিটি লক বা জিপিএস ট্র্যাকার সংযোগ করা থাকে তাহলে ব্যাটারি থেকে সেগুলোর সংযোগ অবশ্যই খুলে রাখবেন বা বিচ্ছিন্ন করে রাখবেন।
৭। বাইকটি নিরাপদ জায়গায় রাখতে হবে যাতে করে বাইক চুরি না হয়ে যায় এবং এমন জায়গায় রাখতে হবে যেন ধুলাবালি বেশি না পড়ে। অবশ্যই ভালো মানের কাপড় বা বাইক ঢাকার জন্যে যে সব কাভার পাওয়া যায় সেগুলো দিয়ে ঢেকে রাখতে হবে।
৮। বাইকটি তে ভালো মানের তালা ব্যবহার করে লক করে রাখবেন। যেহেতু আপনি এটা দীর্ঘদিনের জন্যে বন্ধ রাখবেন তাই একাধিক তালা ব্যবহার করতে পারেন। শিকল তালা পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু প্রতিদিন খোলার ঝামেলা নেই তাই আপনি একটু কঠিনভাবে লক করে রাখতে পারেন।
৯। বাইকটি মুছে তারপর, ভালোভাবে ঢেকে রাখবেন।
এভাবে আপনি বাইকটি বন্ধ অবস্থায় দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন।
এবার আপনি যখন দীর্ঘদিন পর বাইকটি স্টার্ট করবেন। যদি ইঞ্জিনের অবস্থা ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ্‌ বাইকটিতে কয়েকটি কিক দিলেই স্টার্ট নিবে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইকের চোক টেনে স্টার্ট করতে হবে এবং ৫-১০ টি কিংবা এর বেশিও কিক দেওয়া লাগতে পারে। কিন্তু অবশ্যই কিক দিয়ে স্টার্ট করবেন। এই মুহূর্তে সেলফ ব্যবহার করা যাবে না। যদি বাইকটি স্টার্ট নেয় তাহলে অন্তত ২-৩ মিনিট স্টার্ট ধরে রেখে ইঞ্জিন গরম করে নিবেন তারপর, চোক নামিয়ে বাইক চালানো শুরু করবেন। ৪-৫ কিলোমিটার চালিয়ে তারপর দেখবেন যে, বাইকের হর্ন বাজে কিনা। যদি হর্ন বাজে তাহলে আশা করা যায় ব্যাটারি ভালো আছে কিন্তু ব্যাটারিতে চার্জ কম থাকতে পারে। আপনি বাইকটি পর্যাপ্ত চালালে তবেই ব্যাটারি চার্জ নিবে। এভাবে পর্যাপ্ত চালানোর পর যদি দেখেন সেলফ কাজ করছে তাহলে ভালো। আর যদি কাজ না করে তাহলে ব্যাটারি খুলে আলাদা চার্জ করিয়ে নিতে হবে।
- Md Saifur Rahman Saif.
মোঃ সাইফুর রহমান সাইফ
অজানা এক্সপ্রেস - Ojana Express

Пікірлер: 219
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 16 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 39 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 16 МЛН