এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
@parthashome1554 Жыл бұрын
প্রিয় কবি.. 🌸 ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল 🙏🙏
@arifzuberi69122 жыл бұрын
সরকারের উচিত হেলাল হাফিজের মত গুণী মানুষের পাশে দাঁড়ানো জীবনের শেষ কিছুটা সময় যেন সে একটু সুখে থাকতে পারে।
@nahidsultana7084 Жыл бұрын
প্রিয় কবির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানাই। সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করি। আর ইসমত শিল্পী আপুর প্রতি ও ।
@azbablu11182 жыл бұрын
ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করবো না। ❤️ আমাদের দেশে এখনো সত্যিকার অর্থে ভালো ওল্ড হোম নেই। যেখানে এমন সম্মানিত মানুষদের রাখা যায়।কেউ একজন উদ্যোগ নিন দয়া করে। অনেক ফাউন্ডেশনতো মানুষের সাহায্যে চলে।একটি ফাউন্ডেশন না হয় এই বিশাল হ্রদয়ের মানুষদের জন্য কাজ করবে।
@nusratkamal45512 жыл бұрын
কষ্টের ফেরিওয়ালা !!! বাংলার অমূল্য সম্পদ !!! ভালোবাসা আর মমতা দিয়ে, যত্মে রাখুন আগলে থাকুন !!!
@dakdiyejai53832 жыл бұрын
ইসমত শিল্পীকে অনেক ধন্যবাদ। তিনিও একজন মানবতার ফেরিওয়ালা
@shilpisamadder93 Жыл бұрын
প্রিয় কবি,,,শুভ কামনা। কষ্টের ফেরিওয়ালা।
@khokonporaan2 жыл бұрын
যে জীবনের মূল্যবান সময় জিনি অপচয় করবেন,তার পরিনতি এমনি হবে। অপচয় জিনিসটা এমনই। এটাই প্রকৃতি 😭
@morshedsaurav43462 жыл бұрын
Hudai falul statement
@FoodFavouriteBD2 жыл бұрын
ভালো একটা ব্যবস্থা দরকার। শিল্পী যে কাজটি করেছেন, করছেন তা প্রশংসার ।
@Sandip-rx5im Жыл бұрын
Amr priyo kobi ❤
@wahidninan1203 Жыл бұрын
আল্লাহ্ স্যার কে সুস্থ করে দেক দোয়া করি। প্রিয়। কবি আবার আমাদের জন্য কবিতা লিখবে প্রাণ খুলে।
@PSOnlineMarketOfficial2 жыл бұрын
আমার কবিকে রাখার মতো পরিবেশ থাকলে আমি তাঁকে রেখে সারাজীবন সেবা করতাম, ঠিক যেভাবে আমার বাবা মায়ের সেবা করেছি ও করি। কিন্তু আমার বাবা মাকে তো আমি আমার সামর্থ্যের পরিবেশে রেখেছি যে বিষয়ে কাউকে কোন কৈফিয়ত দিতে হয়নি আমার। কিন্তু কবি তো সবার, তাই তাঁর কিছু হলে অনেক কৈফিয়ত দিতে হবে। আমার খুব মনে পড়ে কবি অনেক আগে আমাকে বলেছিলেন, "শেষ সময় আমার ভালো না লাগলে তোর আর সালেহার কাছে গিয়ে থাকবো।" আসলে আমার কাছে কবিকে রাখলে যত্নের বিন্দুমাত্র অবহেলা করবো না সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু আমার কাছে কবিকে রাখার মতো বাসস্থানের ভালো পরিবেশ নেই। আমি নিজেই জলে ভাসা পদ্মের মতো, তাই ভারি হৃদয় নিয়ে কবির জন্য দোয়া করা ছাড়া কিইবা আর করবো! অনেক অনেক ধন্যবাদ প্রিয় munni saha দিদি শিল্পী আপাকে কবির পাশে থাকার জন্য 🙏🙏
@moh_721 Жыл бұрын
He is our national hero and its the responsibility of the govt to assure him a peaceful life so that he can focus on his literary works.
@MasudRana-pm7sxКүн бұрын
তিনি কবিতায় জ্ঞান দিলেন, অথচ জ্ঞান নিজে নিলেননা ।
@muktochinta3828 Жыл бұрын
আমার বাল্যকাল ও কৈশোরের সময়ের সাথে কবির জীবনের মিল আছে। লেখাপড়া করেছি সর্বোচ্চ পর্যায় পযর্ন্ত । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যাদের জন্য সারাটা জীবন উৎসর্গ করেছি তারাই আমার বাড়ি, জায়গা জমি সব নিয়ে গিয়েছে। এতোবড় পৃথিবীতে আমার এক শতক জায়গা নেই। চারিপাশে কত খালবিল, নদী নালা, পাহাড় পর্বত কোথাও নেই কোন এক ছটাক জায়গা।
@nusratkamal9884 Жыл бұрын
কবিয়াল !!! তুমি কি সত্যিই কষ্টের ফেরিওয়ালা !!!
@antornautiyal2846 Жыл бұрын
কষ্টের ফেরিওয়ালা
@jabirabdullah1260 Жыл бұрын
কষ্টের পর আসতে পারে সুখনামক পাখি! শেষ ভালো যার সবভালো তার