এক কথায় বলবো আমার কাছে বাংলার সেরার সেরা অরুন বাবুর হোটেলের রান্না লেগেছে । অসাধারণ তার রান্নার স্বাদ । সম্পূর্ণ নিরামিষ রান্না এবং যথেষ্টই পরিস্কার ও পরিচ্ছন্ন । ব্যবহার যে সব ইউটিউবে দেখছেন খুবই মিষ্টি কথা ও ব্যবহার, বাস্তবে আমরাও ওনার হোটেলে খেতে গিয়েও দেখেছি একি রকম খুবই সুন্দর ব্যবহার। অবশ্য বাড়িতে কি ব্যবহার বলতে পারবো না ,হ্যা হা হা । আজকের ইউটিউব চেনেলে চমৎকার আরেক জিনিস দেখলাম উনি শুধু অসাধারণ রান্না করেন তাই না , অসাধারণ ব্যবহার তাই না শুধুই, অসাধারণ মানবিকও বটে, সেলুট জানাই আমাদের অরুণ বাবুকে।আগামী দিন গুলো ব্যবসার পাশাপাশি এই ভাবেই দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান। ইশ্বর আপনার মঙ্গল করুন।শুভেচ্ছা রইল।❤❤❤❤❤
@kamalnaskar23 Жыл бұрын
আমি অনেককে দেখেছি যারা ক্যামেরার সামনে এক আর ক্যামেরার পিছনে আরেক রূপ দেখা যায়। কিন্তু এই অরুণ বাবু মানুষটা যেন একই রকম। সে ক্যামেরার সামনে বলুন বা পিছনে তিনি শুধু আমাদের ভালো ভালো খাবার করে খাওয়াচ্ছে শুধু তা নয় তিনি অনেক দুঃখী মানুষদের পাশে দাড়াচ্ছেন আমি তো সামান্য একটা ভিডিও তুলে ধরেছি আমি আশেপাশে দিয়ে শুনলাম এই দুর্গাপূজায় যেসব গরিব মানুষের জামা প্যান্ট হয়নি তাদের জামা প্যান্ট দিয়ে সাহায্য করেছে এক কথায় সত্যি অরুণদা সেরা আর ঈশ্বরের কাছে প্রার্থনা 🙏 করি , এই ভাবেই যেন অসহায় মানুষের পাশে সারা জীবন থেকে যায় ♥️