চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই গানটির অর্থ কি যদি বলেন
@robinhaydar14222 жыл бұрын
বেলির গলায় লালন সাঁইজির গান গুলো শুনছি আর মুগ্ধ হচ্ছি, প্রতিটি যন্ত্র বাদকদের জানাই আমার আন্তরিক প্রীতি, উপস্থাপক আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@mdbayzied31872 жыл бұрын
O
@abumdhabibullah7783 Жыл бұрын
স্পষ্ট উছছারনে মুল সুর বজায় রেখে লালন গীতি মনকে মুগ্ধ করে। শাহনাজ বেলি লালনগিতির উচু মানের শিল্পি। তাকে শ্রদ্ধা জানাই, আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন এ দোয়া রইল।
@tusharkantiroy9666 Жыл бұрын
বেলি কলকাতা থেকে বলছি, অনেক দিন পর তোমার গান শুনলাম। বাংলাদেশ থাকতে তোমার গান শুনতাম। ভীষণ ভালো লাগতো। অপূর্ব। এগিয়ে যাও।
@johialan246511 ай бұрын
ধন্যবাদ দাদা🎉🎉
@AburiyhanMia9 ай бұрын
আসলেই এই গানের কথা খুব কঠিন 🌺 শাহনাজ বেলী ধন্যবাদ অসাধারণ হয়েছে ❤ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ 🪴 লাইক ❤️ সাপোর্ট 💜 কফিলিং 💜 করে দিলাম ❤💯🌹💙
@bazlayahammed64912 жыл бұрын
শিল্পী শাহনাজ বেলির অপূর্ব লালন গীতি শুনে আমার জীবন সার্থক মনে করছি।বেলি ও তার বাবার কোনো অনুষ্ঠানের গান শুনতে ও দেখতে চাই।ধন্য বাদ যারা এরূপ অনুষ্ঠানের আয়োজক। বাজলে আহম্মেদ,বীরভূম,ভারত।
@md.shahidulislam95232 жыл бұрын
Thanks to organizers & Singer Belly
@radhakantamondal31872 жыл бұрын
লালন গীতি যিনি যে গাইবেন তার ভিতর যদি লালন ভাবনা না থাকে সে কোন দিন এতো সুন্দর লালন গীতি গাইতে পারেন না। আপনার ভিতরে সেই ভাবনা ফুটে উঠেছে বলে ই আপনার সুমধুর কন্ঠে লালন গীতি শুনে আমার মনটা উদাস হয়ে গেছে লালন ভাবনায়।
@mrsirajul99542 жыл бұрын
🎗️🇧🇩
@স্বপ্নতরী-শ৬ভ2 жыл бұрын
এত বাংলার আরেক ফরিদা পারভিন। অসাধারণ গায়,লালনগীতি। তার সব গানি আমি শুনেছি, কিন্ত লালন গিতি গায়, অসাধারণ।
@HaripadaDas-id8sq Жыл бұрын
খুব ভালো লাগলো লালন গীতি আর প্রথমে গুরু নামে গান করলেন আপনার কোনো জবাব নাই আপনি ভাগ্যবান আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বাজনা খুব সুন্দর আপনাদের সকলকে নমস্কার ও ধন্যবাদ আমি ভারত থেকে বলছি 🙏🙏
@panditaravindanathsharma13492 жыл бұрын
মুগ্ধ হয়ে গেলাম, লালনের গান যতই শুনি ততই নিজেকে হারিয়ে ফেলি । অসাধারণ কণ্ঠে গান গুলো শুনলাম। ধন্যবাদ।
@hrishikeshdas1372 жыл бұрын
Bely didir kanthe lalan geeti sune khube mugdha halam, aei team er sakal ke amar sradhargha janai. Ebong tribeni er sanchalak Uday da ke dhannabad.
@suvasbhattacharjee6892 жыл бұрын
Many many thanks for your nice singing.May God bless you.
@sandhyamandal30312 жыл бұрын
@@hrishikeshdas137 b
@DSTFolkSongs2 жыл бұрын
আমি লালন শাহ এর গান যখন শুমি তখন যেন কোন অজানা স্বপ্ন জগতে চলে যাই। জয় হোক লালন শাহের স্বপ্ন।
@mahadevkrishnahalder19633 жыл бұрын
ধন্যবাদ এমন সুন্দর লালন গীতি পরিবেশন করার জন্য।
@maniklalchakraborty66312 жыл бұрын
শ্রদ্ধেয়া শিল্পী শাহনাজ বেলী মহাশয়ার সুমধুর কণ্ঠ এবং বাদ্যযন্ত্রশিল্পীগণের হাতের যাদু মিলে মিশে একটা স্বর্গীয় অনুভূতি মনটাকে যেন নিয়ে যায় পার্থিব জগৎ থেকে দূরে অনেক দূরে.....!সৃষ্টিকর্তা -র নিকট শিল্পীর সুদীর্ঘ সঙ্গীত জীবন কামনা করি।
@mdsirajuddin458410 ай бұрын
আহ্ মনটা ভরে গেল। শুধু শুনতেই ইচ্ছে করে।
@mdnurulislampk8110 Жыл бұрын
ত্রিবেনীকে স্যালুট জানাই, এত সুন্দর সুন্দর শিল্পীদের নিয়ে প্রোগ্রাম করার জন্য।
@asimpatra5527 Жыл бұрын
শাহনাজ বেলী!তোমার গানেই অভিভূত হলো মন। ভারত থেকেই জানাই তোমায় শুভ অভিনন্দন।
@jagadishroy88882 жыл бұрын
কী সুন্দর গানের সুর। ঠিক ফরিদা পারভীনের মত অনেক টা। খুব ভালো লাগলো দিদি ভাই তোমার কন্ঠস্বর। খুশিতে মন ভরে গেছে।।হরে কৃষ্ণ।
@basudebkundu46033 жыл бұрын
আমি লালনের গানের ভক্ত। একজন নূতন শিল্পী খুজছিলাম। আমি খুব খুশী। পেয়েগেলাম। গান গুলো সেভ করে রাখলাম। রোজ শুনবো। বেলী আপা আরও নতুন নতুন গান চাই।
@Kamrul-pu7ke Жыл бұрын
Òk
@AK-bw1gc2 жыл бұрын
ইন্ডিয়া থেকে আপনার একজন গুনমুগ্ধ ভক্ত, আপনার গান প্রায়ই শুনে থাকি।দরদ মাখানো গায়কী ভাব। আপনার শিল্পীস্বত্ত্বা চিরজীবি হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।🙏🙏
@jagadishroy88882 жыл бұрын
আমি জগদীশ রায়। উত্তর দিনাজপুর, পশ্চিম বঙ্গ,ভারত থেকে বলছি। এগিয়ে যাও দিদিভাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন তোমার মন বাসনা পূরণ করেন।।হরে কৃষ্ণ।
@maniklalchakraborty66312 жыл бұрын
আহা,কি শুনলাম!জন্ম জন্মান্তরেও ভুলতে পারবো না!সৃষ্টি কর্তার কাছে বেলি শিল্পী মহাশয়ার সুদীর্ঘ সঙ্গীত জীবন কামনা করছি।
@noyondash5397 Жыл бұрын
Hi sweet girl Kemon aco tume..
@noyondash5397 Жыл бұрын
🌷🇦🇷🔝
@noyondash5397 Жыл бұрын
Yes exactly
@nibasdas8519 Жыл бұрын
শাহানাজ বেলীকে অসংখ্য ধন্যবাদ, এ গুরু তাত্বিক গান গাওয়ার জন্য
@jagannathbhattacharya67852 жыл бұрын
Khub sundor gaan. Lalan fakir er ashram a visit kore amon gaan sunechilam. Abar sune mon bhore gelo.
@jagadishroy88882 жыл бұрын
এভাবে যে জন,নিজ সমালোচনা করতে পারে। তিনি আর যাই হোক। সাধারণ লোক হতে পারে না।হরে কৃষ্ণ।
@ankitabiswas15042 ай бұрын
জয় হরিবল 🙏🚩🙏🚩,জয় শাহনাজ বেলী দিদি🙏🚩🙏🚩, সত্যিই দিদি অসাধারণ গান শোনালেন, আমি বাবা হরি গুরুচাঁদ ঠাকুরের কাছে তোমার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি, জয় হরিবল 🙏🚩🙏🚩🇮🇷🇮🇷।
@moazzemnilu19252 жыл бұрын
শিল্পী শাহনাজ বেলী'র গান আজ আমি প্রথম শুনলাম। আমার চেতনায় লালনের গান আর ফরিদা পারভীন একাকার হয়ে আছে। আজ বেলীর গান শুনে মনটা ভরে গেল। খুব ভালো লেগেছে বেলীর গায়কী! কবে যে তাঁর দর্শন পাবো .. .. প্রতিক্ষায় রইলাম!
@debasisbanerjee90136 ай бұрын
ত্রিবেণী কে অসংখ্য ধন্যবাদ এই রকম সুন্দর অনুষষ্ঠান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শিল্পী কে
@debasisbanerjee90136 ай бұрын
এতো গান নয় মনেহয় ধ্যান খুবই সুন্দর খুব ভাব
@AburiyhanMia9 ай бұрын
অসাধারণ 🌺 আসলেই অনেক অনেক সুন্দর হয়েছে গান জানাই ধন্যবাদ 🌺 ময়মনসিংহ ❤
@asimpatra5527 Жыл бұрын
শাহনাজ বেলী যেখানে, সেখানে গুরু লালনের গান। ভারত থেকেই এই গায়িকাকে শুভেচ্ছা, সম্মান।
@nareshdas3926 ай бұрын
লালনের গান, মানবতার গান, ঈশ্বর প্রেমের গান, অন্তরের গান..... পশ্চিম বাংলা, হুগলী জেলা থেকে লিখছি ; খুব খুব ভালো অনুষ্ঠান । বাঙ্গালীর আইডেন্টিটির প্রধান একজন হলেন, লালন !!! ওনাকে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে শতকোটি প্রনাম ।
@ashokpatra-q6u11 ай бұрын
এসব অসামান্য সাধনার ফল এখানে সামান্য ধন্যবাদ টুকু নয়। অত্যন্ত মনোযোগ সহকারে গানটি শুনে ভাবলাম প্রকৃত শিল্পীর পক্ষে সবকিছু সম্ভব তারা সুরের বিন্যাসে মানুষের মনে আনন্দ ফিরিয়ে দিতে সক্ষম। মাননীয়া শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ
@abushama25312 жыл бұрын
আমি সৌদী আরব থেকে শাহানজ বেলীর গান গুলো শুনলাম তবে এই আমিঐ চরনের দাসের জগ্যন য় অনেক শিল্পী রমুখে এই গান শুনলাম শাহানাজ বেলীর মত কেউ ভাষা গুলো বুজাইয়া কেউ শুনাতে পারেনা ধন্য বাদ
@BonolotaMedia8 ай бұрын
আইলাই না আইলানারে বন্ধু
@goutambiswas20212 жыл бұрын
দিদি আমি একজন ভারতবাসী কিন্তু আমার জন্ম বাংলাদেশের টাংগাইল জেলার ধনবাড়ীতে ৷ দিদি আপনার এই সুমধুর দরদী কন্ঠে এইসব সংগীত শ্রবণ করলে যে কোনও শ্রোতা অনায়াসে লালনের ভক্ত হয়ে যাবে এতে কোনও সন্দেহ নেই ৷আপনার সংগে যিনি এংকারিং করছেন তাকেও খুব ভালো লাগছে ৷ যদি কখনও বাংলাদেশে যাই আপনার সংগে দেখাকরে ধন্য হতে পারবো কি ? আমি আপনার শুভাকাংখী ৷
@monamar21332 жыл бұрын
আমি জখন লালনের গানেৰ বিচার কৰি তখন মনে হয় লালন ফকির আদ্ধামিক জগতেৰ কত বড় কবি আমি তাৰ সিমা নির্ধারন কৰতে পাৰিনা
@bimalhalder56712 жыл бұрын
লালন ফকিরের গানের মনে/প্রানে ভক্ত। 2জন লোকের গান বিশ্ব বিখ্যাত একজন লালন এবং অন্যজন বিজয সরকার। দিদিভাই তোমার গানের জন্য অশেষ ধন্যবাদ। তোমাকে নমস্কার। এবার আসি। বযস ও 80(আশি)।
@azamkhan50352 жыл бұрын
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য দেখলাম ভালো লাগলো তাই কমেন্ট করলাম, আমি বাংলাদেশের ফরিদপুরে বাড়ি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার ও লালন গীতি এবং বিজয় সরকারের গান অনেক ভালো লাগে, (পোশাপাখি উড়ে গেল সই একদিন ভাবিনাই মনে) লালোনের একটা গান বেশি মনে বাজে,লালোন বলে মন রশনা কেন সাদুর হটে আলী, অবোধ মন তোরে কি বলি!!! আমার বয়স ৫৯,আমি একজন প্রবাসি,আমার লেখায় ভুল হলে ক্ষমা করবেন, অনেক অনেক শুভকামনা রইল, আজম খান।
@mahbubmorshed2792 жыл бұрын
What a sense 😂😂😂 of humor in 80 years old. Salute to you sir. Wish you all the very best from Pallabi, Dhaka.
@azamkhan50352 жыл бұрын
ধন্যবাদ, আমি বিমল হলদার এর কমেন্ট পড়েছি এবং তকে লিখেছি, আপনি কি জুঝে কি লিখলেন কিছুই বুঝতে পারলাম না, বুজবো বা কি করে? লিখাটা ছিল বাংলায় উত্তর আসলো ইংরেজিতে ধন্যবাদ।
@mahbubmorshed2792 жыл бұрын
My comment belong to Bimal Halder. Thanks.
@SREERADHAMUSICC2 жыл бұрын
ত্রিবেণী আয়োজিত এত সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য ধন্যবাদ আর অভিনন্দন সাহনাজ বেলীকে ।
@sukdevchandramondal4834 Жыл бұрын
শাহনেজী আপনার লালন ফকির দেহতত্ব বাউল গান শুনে খুব ভাল লাগল। গানের কিছু তত্ত্বের ব্যাখ্যা শোনালে খুব ভাল হত।
@sukdevchandramondal4834 Жыл бұрын
শাহনাজ বেলী লালন ফকির বাউল সম্রাজ্ঞী সত্যিই আপনার কন্ঠে লালন ফকিরের গান ও সলিলতি সুর ও অজানা লালনের বাউল গানে মন ভরে গেল । আরও গান গাও । মালিক ভাল রাখুন।
Ami Sainjir khub Bhakta Sainjir gaan Suni Besirbhag Samay Khub Bhalo Laglo Dhanyabad 👌👌👌👌🙏🙏🙏🙏
@sankarmukherjee9576 Жыл бұрын
শাহনাজ বেলীর গান আমাকে মন্ত্রমুগধ করে দিয়েছে। ওনার জন্য আমার আন্তরের অনেক শুভেচছা রইল।
@mohandas866010 ай бұрын
শাহনাজ বেলী,, লালন গীতি, সুমধুর কন্টে শুনানির জন্য ধন্য বাদ,,,,,
@babulrazz43782 жыл бұрын
শাহনাজ বেলী আপা আপনাকে এবং আপনার লালন গীতি গান আমার খুব ভালো লাগে বাট স্যার যে বললেন ৮৪ ভুবন অর্থ টা কি আসলে আপা ৮৪ ভুবন মানে হচ্ছে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে আবার এই মানবকুলে জন্ম হতে হবে এটাই লালন শাহ্ বুঝিয়েছেন৷🙏🙏( ধন্যবাদ )
@sangeetlahari317210 ай бұрын
অসাধারণ লালন প্রতিভা ❤ ঈশ্বর মঙ্গল করুক ।
@habiburrahaman61623 жыл бұрын
বেলীর কন্ঠে লালন শাহ র গান অসাধারণ। মিউজিক, উপস্থাপন সুন্দর।
@bablahoque16922 жыл бұрын
Osadharon song Sis.Suvokamona tomar jonno valo theko sob Somai.
@shajahanbhuiyan63252 жыл бұрын
অসাধারণ একটি গান গেয়েছেন অনেক দরদ দিয়ে অনেক ধন্যবাদ শিল্পিকে।
@kakolisarkar97576 ай бұрын
অসাধারণ কথা, সুর। তেমনি আপনার গায়কী।আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, নিজে ধন্য হলাম। প্রণাম নেবেন।❤
@adityakole25712 жыл бұрын
🙏 জয়গুরু জয়গুরু রাধাস্বামী আমি অনুকুল ঠাকুরের দীক্ষিত আমি সনাতনী হিন্দু ধর্ম প্রচার সংঘ ও মায়েরা আমার পরিচয় আমি একজন সাধারণ নাগরিক আর কতোটুকু বুঝি আমার মনে হয় মা ত্রিনয়নী মাগো আমার 🙏 জয়গুরু মা
@ujjwalkumarmondal513611 ай бұрын
ভারী সুন্দর এই শৈল্পিক প্রয়াস।
@mdnurulislampk8110 Жыл бұрын
বা!ব!!বা!!! সত্যই অসাধারন।
@MhHemu-wl7cy Жыл бұрын
খূব ভালো লাগল
@adityakole25712 жыл бұрын
🙏 জয়গুরু মা ত্রিনয়নী মাগো আমার 🙏 জয়গুরু বাংলার মায়েরা আমার পরিচয় আদিত্য কোলে
@adityakole25713 жыл бұрын
🙏 জয়গুরু মা ত্রিনয়নী মাগো আমার হইলো আমার পরিচয় আদিত্য কোলে আমার কিছু বলার নেই
@mustafizurrahman91532 жыл бұрын
yes,A dasi always need like you....carry on
@MDaktherMia-pr5lp11 ай бұрын
ধন্যবাদ শাহনাজ বেলি আপা কে
@bimalhalder56712 жыл бұрын
দিদিভাই চালিযে যাও।আমি বরিশালের মানুষ।বর্তমানে আমি ভারতে থাকি। ঠাকুরপুকুর, যামিনীবাস, কোল-63 : তোমার কন্ঠ অসাধারন/অতুলনীয। দীর্ঘজীবন লাভ করো সাহনাজ বেলী।
@BonolotaMedia8 ай бұрын
আইলাই না আইলানারে বন্ধু
@jagadishroy88882 жыл бұрын
আমার মনে হয়, চুরাশি বলতে, চুরাশি লক্ষ জনমের কথা হতে পারে।হরে কৃষ্ণ।
@zahidmnm86613 ай бұрын
চৌ রাশি।। সকলকে এই চৌ রাশির ভিতর দিয়ে আসতে হবে পৃথিবীতে 🙏🙏🙏
@SultanNasiruddinkhan Жыл бұрын
Congratulations Shanajvaly আমি পালনের গান ভালোবাসি
@subodhmandal93452 жыл бұрын
দুর্দান্ত। এতো সুন্দর পরিবেশনা।
@mdakber80012 жыл бұрын
শাহনাজ বেলীর দুইটি কেসেট আছে, দীন দরদী সাই এবং জীবন নদীর নাইয়া,লালনের গানএত সুন্দর করে গাওয়ার জন্য শাহনাজ বেলীকে অনেক অনেক ধন্যবাদ এবং নেক হায়াত কামনা করি, ঢাকা থেকে আকবর হোসেন শুনছি।
@nurmohammad2173 жыл бұрын
আমি লালন ভক্ত আপনার গানে পাগল (ভারত) বীরভূম
@shuvoshorma-i5z Жыл бұрын
আমি কুষ্টিয়া থেকে লিখছি লালন আমাদের অনুপ্রেরণা দিদি এগিয়ে যাও লালনের অনুপ্রেরণায়
@শ্যামলদাসবাউল-প২ঘ2 жыл бұрын
গুরু গুরু জয় শাঁই
@islamnb403Ай бұрын
ওয়ালটন আপনাদের অনেক ধন্যবাদ ☺️💰🥺
@সমরেশহালদার3 жыл бұрын
লালন সাঁই জীর অসাধারণ গান গেয়েছেন, মুগ্ধ হলাম।
@sukumarmajumder9015 Жыл бұрын
প্রথমে সঞ্চালকে তার অসাধারণ বাচনভঙ্গীর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই । শিল্পীর অসাধারণ গান পরিবেশনের জন্যও ধন্যবাদ ।
@siniksa37392 жыл бұрын
Thank you my dear God bless you and long live
@BonolotaMedia8 ай бұрын
আইলাই না আইলানারে বন্ধু
@abdulhaioman3311 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ চমত্কার পরিবেশনের জন্য।
@SkSaidulIslam-dw3yq Жыл бұрын
Asamannaya talent excilent marhaba marhaba ❤️
@hnlokmanhossainlee65182 жыл бұрын
শাহনাজ বেলি মেডাম আমার একজন পছন্দের শিল্পী
@mdalommiaalfadanga2932 жыл бұрын
লালনের গান আমার প্রান শাহনাজ আপা আমার জান।
@SukhenduDasFolk6 ай бұрын
শাহনাজ বেলী দিদির গান বরাবরই টানে আমায় ৷ কিন্তু এখন বলতে চাইছি মিউজিশিয়ান ভাইদের কথা ৷ এতো পরিশিলীত এত পরিমিত এত সুন্দর বাজনা শুনে তাজ্জব বনে গেলাম ৷ গীটার অসামান্য ৷ মাঝে মাঝে চোখ বন্ধ করে একতারা শুনতে পাচ্ছি ৷ চোখ খুলে দেখি গীটার ৷ প্রনাম সক্কলকে.....
@santohowlader62867 ай бұрын
লালন বাংগালির গর্ব, লালন বাংগালির গৌরব, মনে চায় আবার একতারাটা হাতে নেই।
বাংলাদেশ মুসলিম সমাজের লোক ছিল না। মোগল আমলে দিকে মুসলিম ধর্মাবলম্বী হয়। তবে হ্যাঁ মানব ধর্ম আসল ধর্ম। ধর্ম বলে তাকে বাচার বাড়ার মরম যা ধর্ম বলে তাকে। ধর্ম হলো মতবাদ।যত ধর্ম সব ই এক ই পথ।মানে ঈশ্বরের সাধনার পথ। জয় শ্রী রাম।
@shaidgsahomed6302 жыл бұрын
প্রিয় ত্রিবেনী এমন তরো প্রেমোময় বাংলার প্রেমোময় সাধক লালন সাঁইজির গান প্রচার করার জন্য ধন্যবাদ । এবং লালন কন্যা শাহনাজ বেলী প্রতি শুভেচ্ছা জানাই এবং তাহার প্রতি বিনীত অনুরোধ করি লালন সাইজির গানের কিছু শব্দ বা কথা না বুজতে পারলে যেনো অভিজ্ঞ জনের নিকট জেনে নিবেন । যেমন চির দিন ইচ্ছা মনে আল ডেঙ্গায়ে ঘাস খাবা ধাগার উপর মুগুড় পরলে সেই দিনে গা টের পাবা । এখানে সাঁইজি মানুষে মধ্য পশু (গরুর) কিছু স্বভাব ক্ষেতের আইল ডেঙ্গাই পরের ক্ষেতের ঘাস খাওয়া এমন স্বভাব হলে দাগার (কোমড় এর) উপর মুগুড় মারার কথা বলেছে ডাবের উপর নহে ।
@sohelmd52432 жыл бұрын
ল
@sohelmd52432 жыл бұрын
ল্ল)ল)
@sohelmd52432 жыл бұрын
)ল্লল))ল
@sohelmd52432 жыл бұрын
ল
@sohelmd52432 жыл бұрын
ল
@fazlorahman59602 жыл бұрын
লালন সাঁইয়ের গান আমার কে খুব মুগ্ধ করে
@BonolotaMedia8 ай бұрын
আইলাই না আইলানারে বন্ধু
@sudhirray21252 жыл бұрын
Sadhu sadhu, ahha sundor apurbo!
@purnakamaldebnath7993 жыл бұрын
অপূর্ব,,, শাহনাজ বেলি,,
@ManindranathBiswas-hc4sp Жыл бұрын
আঃ খুব সুন্দর লাগলো গানটা। গায়কি খুব ভালো ভারত থেকে শুনছি। দিদির কথা গুলো খুব ভালো লাগলো।
@MdKabir-p2o Жыл бұрын
অনেক সুন্দর সুন্দর গানের আয়েজন করেছেন ৷ ত্রিবেণী ধন্যবাদ ৷ শাহনাজ বেলী আপু কেউ ধন্যবাদ 💝💝💝💝💝💝💘
@titudas66653 жыл бұрын
অসাধারণ কণ্ঠ সুন্দর উপস্থাপনা সবাইকে ধন্যবাদ
@sarajitmandal48353 жыл бұрын
অতুলনীয় গান
@BonolotaMedia8 ай бұрын
আইলাই না আইলানারে বন্ধু
@BonolotaMedia8 ай бұрын
আইলাই না আইলানারে বন্ধু
@abulkashem87052 жыл бұрын
মিলন হবে কতো দিনে আমার মনের মানুষেরি সনে।গানটি শুনালে ধন্য হবো।
@SultanNasiruddinkhan Жыл бұрын
Congratulations Sahanajvaly ❤❤❤❤
@debabratachakraborty37262 жыл бұрын
অপূর্ব!মন ছুঁয়ে যায়!(ভারত)
@mdshamsulhaqueakkas20862 жыл бұрын
তোমার লালনের গান শত্তি কারের গ্যানো মুগ্ধ কর
@মৌলিকইসলামিকসুরএ.এইচ.বাবুল2 жыл бұрын
লালনের গানের সংস্কার দরকার। মানব জাতির সরল চাহিদার উপর ভিত্তি করে।
@চান্দসওদাগর2 жыл бұрын
লালনের গান সংস্কার না করলেও চলবে, এটা ইটপাথর নয় যে ধ্বসে পড়ে যাবে। বরং মানব জাতি আর মানবতার জন্য ইসলামের সংস্কার দরকার বর্তমানে।
@MdalommiaMdalommia-ey8ow Жыл бұрын
আমার প্রথম পছন্দের একজন লালনের গানের শিল্পী।
@sabinasanuara53323 жыл бұрын
♥ অসাধারণ ♥
@sujasbandyopadhyay7092 Жыл бұрын
Beautifully sang all the songs.
@srirajib15432 жыл бұрын
চমৎকার গান 💜💜
@harendranathmandal38773 жыл бұрын
Thank you ❤️ all so much for this type of humanism Video.Jai Lalon jee.Jai Banga Maata.Again thanks to the honorable singer for singing these sweet ❤️ songs.
@swapanchakraborty25312 жыл бұрын
Aami sob gaan gulo shunechhi, R aalochanaa shunechhi.valoi legechhe. Shilpee+committee dirgho jibon laav kore dhonyo hok tader jibon, Aami Bharoter West Bengol theke dekhechhi.
@sangitabhattacharjee74379 ай бұрын
আমি আপনার লালনের গানে মুগ্ধ। উত্তরবঙ্গের (পশ্চিম বঙ্গ) মানুষ এই নিয়ে গভীর ভাবে গবেষণা করুক আমি আশীর্বাদ করি আপনি বহুদেশে ছড়িয়ে দিন আপনার কণ্ঠ স্বর ও লালনের গান।