Рет қаралды 157
এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বেহালা শাখা দুদিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান হয়েছে। 26 শে জানুয়ারি 2025 প্রথম দিনে গীতা জয়ন্তী যোগ্য যজ্ঞের অনুষ্ঠানে উদ্ভোধক স্বামী বিমুক্তনন্দজী ভারত সেবাশ্রম। যজ্ঞে পৌরোহিত্য করে আচার্য বিজয় কৃষ্ণ দাস ভক্তিবেদান্ত গীতা একাডেমী তৎসহ শীর্ষবিন্দু সন্ধ্যায় ধর্মীয় আলোচনা বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভক্তিগীতি শ্রী রাজা গুহ দীপক অধিকারী সায়নী দাস শ্রী সম্পদ মুখার্জী সহ আরো অনেক।
27 শে জানুয়ারি 2025 সোমবার সকাল 10 টায় বিনা ব্যয় স্বাস্থ্য মেলা। সন্ধ্যায় নিত্য অনুষ্ঠান শ্রাবন্তী কলা কেন্দ্র পরিবেশিত প্রণামী তোমায়। প্রয়োগ ও পরিকল্পনা নিত্য গুরু শ্রাবণী রায় মহাশ্বেতা গাঙ্গুলী শ্রী অলক দাস শ্রী বিশ্বজিৎ দাস শ্রী কৌশিক সেন দেবপ্রিয় দাশগুপ্ত।
রাত্রি 9 ঘটিকায় শ্রী শ্রী রটন্তী কালিকা পুজো ও হোম যজ্ঞাদি করবেন -ব্রহ্মচারী শান্তনু ভাই আদ্যাপীঠ।
পরের দিন অর্থাৎ 28 শে জানুয়ারি ২০২৫ মঙ্গলবার সকাল সাত ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত প্রসাদের ডালি ও মালা ভোগ বিতরণ করা হবে। সঞ্চালক শ্রী তাপস রায়।
বিনীত
ব্রহ্মচারী মোরাল ভাই
সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি
শ্রী বিজন সরকার
যুগ্ম সম্পাদক
ব্রহ্মচারী ঋতেন ভাই
সভাপতি
মাতৃ সেবক:-
শ্রী সুশান্ত ভাই
তত্ত্বাবধায়ক
এই ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে মনে করে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।নমস্কার
#দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ #বেহালা শাখা #প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব#kolkata #vlog
......................................................
Google map location:-
https:/maps.app.goog...
.......,...............................,..
দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বেহালা শাখা এর আসল সহজ উপায় হলো বেহালা 14 নম্বরে নেবে 14 নম্বর বাসস্ট্যান্ডের কাছ থেকে অটোতে উঠে বলতে হবে আদ্যাপীঠ মন্দিরে যাব আপনাকে আদ্যাপীঠ মন্দিরের সামনে নামিয়ে দেবে। 10 টাকা ভাড়া নেবে। আর ট্রেনে এলে শিয়ালদা বজবজ লোকাল নিউ আলিপুর স্টেশনে নামবেন। নেবে আপনারা চলে আসবেন নিউ আলিপুর পেট্রোল পাম্প নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে অটোতে উঠে চলে আসবেন চন্ডীতলা অটোতে ভাড়া নেবে 10 টাকা চন্ডীতলা থেকে দু মিনিট হেঁটে পৌঁছে যাবেন আপনারা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বেহালা শাখা।
................................
দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বেহালা শাখা
দেবাশীষ ভাই মোবাইল ফোন নাম্বার: ৯৮৭৪৫৫৫৭৬৫
সুশান্ত ভাই ফোন নাম্বার:98300020357
KEY WORDS 💖 💖
....................................
Dakshineswar Ramkrishna Sangha আদ্যাপীঠ।
বেহালা শাখা
প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে শ্রী শ্রী গীতা জয়ন্তী যোগ্য।
শ্রী শ্রী কালিকা পুজো বিনা ব্যয় স্বাস্থ্য মেলা ভক্তিগীতি ও ধর্মীয় আলোচনা হোম যজ্ঞাদি সহ প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে।
..................
দর্শকদের উদ্দেশ্যে বার্তা:-
এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র বিনোদনের জন্য দেখবেন এই ভিডিও যা কিছু নেয়া হয়েছে ইন্টারনেট গ্রন্থ ও পত্রিকা থেকে অঞ্চল লোকের মাধ্যমে এই বার্ষিকী অনুষ্ঠান যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য দায়ী থাকিবো না।@JRoy-wx8of