বাই দখল ই বড়ো নয়তো জমি কাগজ দলিল মিথ্যা মানুষকে জমি না কিনে হাতিয়ার কিনার জন্য পতি আহবান জানান + সরকারের কাছে লাইসেন্স করে দিতে যোরালো আহবান জানান
@MdAbir-yc1fy2 ай бұрын
আমি কিছু জানতে চাই আপনার কাছে
@MdrubelBm2 ай бұрын
ভাই আমার বাবার কাছ থেকে ৫ শতাংশ জমি কিনে নিছি ২ দাগের জমি দলিল দিছে দিয়ার কথা ছিলো ১দাগের ভিতর দখল দিছে ১দাগে আছিও১ দাগে ঘর বাড়ি করে আছি এখন বলে দাগে দাগে যাও এখন৷ আমি কি করবো কি করা যায় একটু জানালে আমার খুব উপকার হতো
@royaltv-bd2 ай бұрын
আমার ব্যাপারে এই ঘটনা ঘটেছে আমি মামলার প্রমাণ করেছি সাক্ষী কাগজপত্র সবকিছু দিয়ে হঠাৎ করে একদিনে
@mnbbnmzxcxz76613 ай бұрын
আমার কবুলিয়াত আছে, আর এস আছে কিন্তু বি এস অন্নের নামে করে ফেলেছে, আমি দখলে নেই। তারা অনেক আগে আমার দাদাদের বয়বিতি দেখিয়ে ওখান থেকে তারিয়ে দিয়েছে।এখন আমরা কি করতে পারি,,,স্যার।
@meemakther80613 ай бұрын
Dolil,deecre ase but dokhol ney.ki korbo?
@deskoflawyer3 ай бұрын
@@meemakther8061 দেওয়ানি জারি মামলা দায়ের করেন।
@banglaGMT2 ай бұрын
উত্তর করলে খুব উপকার হবেঃ ধন্যবাদ A ব্যাক্তি ১৯৯০ এ ৫০ শতকের মধ্যে অন্দরে ২ শতক যায়গা কিনে নেয় । B ব্যাক্তি ২০০০ সালে ৫০ শতকের মধ্যে নির্দিষ্ট যায়গা ১০ শতক মালিক হয়ে বিক্রি করে দেয়। এখন A ব্যাক্তি B ব্যাক্তির বিক্রিত যায়গা দখল করে বসে আছে অন্দরে দাবী করে । যেখানে B ব্যাক্তি চৌহাদ্দি উল্লেখ করে C ব্যাক্তির নিকট করে দেয় ও B ব্যাক্তি বৈধ মালিকানা পেয়ে বুঝে বিক্রি করে। সেক্ষেত্রে বেদখল C ব্যাক্তি কি যায়গা ফেরত পাবে নাকি A ব্যাক্তি যে জোর করে দখল করে নিলো সে পাবে ?
@md.aminulhaque9753 ай бұрын
সেটেলমেন্ট অফিসে তো দখল দেখতে চাই
@deskoflawyer3 ай бұрын
ভাই আপনি যে সেটেলমেন্ট অফিসের কথা বলছেন বিজ্ঞ আদালত এর রায় ও ডিক্রি দিয়ে থাকলে সেটেলমেন্ট অফিসের বাপেরও ক্ষমতা নেই আপনার দখল দেখতে চাওয়া।
@meemakther80613 ай бұрын
Ha dektei chay
@pghs493 ай бұрын
একই সমস্যা আমার
@shohagbhuiyan-xd5jsАй бұрын
@@deskoflawyerতাদের প্রশ্ন করুন কোন পরিপত্র বা আইনের বলে তারা দখলকে গুরুত্ব দেয়।
@shahabulshabu68903 ай бұрын
ভাইয়া সি.এস খতিয়ান দিয়ে মালিকানা পাওয়া যায় কি না । কারণ এস এ এবং আর এস রেকর্ড ভুল কিন্তু দখলও নেই
@deskoflawyerАй бұрын
খুবই চমৎকার প্রশ্ন ভাই আপনার এই প্রশ্নের উত্তর আমি গতকালকের ভিডিওতে দিয়েছি কাইন্ডলি একটু দেখে নেন আমি লিংক দিয়ে দিচ্ছি kzbin.info/www/bejne/g4vLdGSsesp2htE
@computerworld81783 ай бұрын
স্বত্ব ও বন্টন মামলায় কি স্বত্ব ও দখল দুইটি থাকতে হবে? দখল না থাকলে কি ডিক্রি আসবে না স্যার?
@deskoflawyer3 ай бұрын
ষ বিবেক বন্ধন মালা মামলায় আসতে পারে কিন্তু সত্যের মামলায় অবশ্যই দখল বিষয়ে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হয়।
@rahimmiah37183 ай бұрын
ভাই আপনি কেমন আছেন। আমি একটি বিষয় জানতে চায়। দয়াকরে জানাইলে উপকার হবে। মামলার নম্বর দিয়ে অনলাইনে চেক দিলে দেখতে পাই। মামলার পরবর্তী তারিখ এবং নিচে আছে কার্যকম- বরাবর নতুন মামলা।এর নিচে আছে প্রতিবেদন পাপতি।আমার জানার বিষয় হলো( নতুন মামলা) মানে কি।
@deskoflawyer3 ай бұрын
নতুন মামলা মনে হয়তো রিসেন্ট মামলাটা বিজ্ঞ আদালতে দায়ের করা হয়েছে।
@rahimmiah37183 ай бұрын
ভাই আপনি কোন জেলা সুপ্রিম কোর্টের আছেন।
@deskoflawyer3 ай бұрын
@@rahimmiah3718 ভাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট শুধু একটা। সেটা ঢাকায়। আমি আমার কর্ম জীবন শুরু করি ঢাকা কোর্টে ২০১৩ সালে। পরে আমার নিজ জেলা কুষ্টিয়া তে চলে আসি। ২০১৭ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন এডভোকেট হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করি।
@MdRipon-kw3wk3 ай бұрын
আসসালামু আলাইকুম স্যর আমার বাবা বাড়ি কোরেছে ৪৮ বছর কিন্তু দলিল করতে পারেনি আমরা সুদু দখলে আছি এখন আমি কি দখল সুতরে তামাদি করতে পারবো বা সত্য পোচার মামলা করতে পারবো এতে আমার কি কি লাগবে
@deskoflawyerАй бұрын
আপনাকে জবর দখলের মামলা করতে হবে ভাই এই জন্যই তো বলি যে তামা দিয়ে আইনটি এখনও যে ২৯-২৮ ধারা বলেন ২৯ দ্বারা বলেন বা যেধারাই বলেন তুলে দেয়ার সময় আসেনি
@raselmian15383 ай бұрын
Sir,,১৯১৭ সালের দলিল কি এখন পাওয়া যাবে??
@deskoflawyer3 ай бұрын
খুবই চমৎকার প্রশ্ন করেছেন এবং বস্তুনিষ্ঠ প্রশ্ন করেছেন। আপনি যে এলাকায় আছেন অর্থাৎ আপনার দলিলটি যে এলাকার যে জেলার আওতাভুক্ত সে জেলার সাব-রেজিস্ট্রি অফিসে যে খোঁজ নেন দলিলটি আছে কিনা।
@raselmian15383 ай бұрын
@@deskoflawyer ধন্যবাদ sir
@pghs493 ай бұрын
ক্রয় ১৯৬০ এর ভিতরে যে মালিক তার মেয়ে এর অংশ ক্রয় করে,, তবে রেকর্ড হয় ছেলের নামে বেশি, মেয়ের নামে কম, তারা আবার ছেলের আংশ ক্রয় করে। আরএস ১ম দে: ৪৪/৭২ মামলায় রায় পাইছি, ২য় মামলা১৫/৯১ তারা মামলা করে ১ম টা বহাল রাখে,বিআরএস ফাইনাল ৮৮ তে, আপিল করে ৯১/৯২ মামলা রায় ১৯৯৫ শালে তাতে ১ম টা বহাল রাখে, তারপরও আমি নামজারি করতে পারছি না ক্ষমতার বলে কি করতে পারি। প্লিজ সহায়তা করেন।
@MamunHossain-ru4wo3 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছিলাম আমরা ১৯৪০ সাল থেকে বসবাস করে আসছি আমাদের নামে আর এস, বিএস রেকর্ড হয়েছে আমরা ৮০ বছর দখলে আছি আমার দাদার নামে বাবার নামে কোন দলিল পাচ্ছিনা। আমাদের নামে মামলা করে জায়গা কি ওদেরকে দিয়ে দিতে হবে একজন ব্যক্তি দলিল দিয়ে, বি এস খতিয়ান মামলা করে সংশোধন করে ফেলছে। স্যার এখন আমরা কি করব জায়গাটা আমাদের বাড়ি কবরস্থানআসসালামু আলাইকুম স্যার আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছিলাম আমরা ১৯৪০ সাল থেকে বসবাস করে আসছি আমাদের নামে আর এস, বিএস রেকর্ড হয়েছে আমরা ৮০ বছর দখলে আছি আমার দাদার নামে বাবার নামে কোন দলিল পাচ্ছিনা। আমাদের নামে মামলা করে জায়গা কি ওদেরকে দিয়ে দিতে হবে একজন ব্যক্তি দলিল দিয়ে, বি এস খতিয়ান মামলা করে সংশোধন করে ফেলছে। স্যার এখন আমরা কি করব জায়গাটা আমাদের বাড়ি কবরস্থান
@shuvoafsar68453 ай бұрын
স্যার মিত্যুকালীন বা মারজিকুল মৌউত 93 /94 বয়স বাবার কাছ থেকেও সব সম্পত্তি হেবা রেজিস্ট্রেশন করে নিতে পারে সন্তান। এটা ও কি সম্পূর্ণ বৈধতা পাবে।
স্যার জায়গার সব ধরনের রেকর্ড আমার নামে, ২০২৪ পযন্ত খাজনা আপডেট। ৩০ বছর হয় জায়গাটা দখল হয়ে আছে, এখন দখলদার কোটে' এডভান্স পজিশনের মামলা করে আমি মামলায় লড়ছি রায় কি আমার পক্ষে আসবে। দয়া করে জানাবেন।
@deskoflawyer2 ай бұрын
আপনি বিজ্ঞ আদালতে উচ্ছেদের মামলা করেননি ওষুধের মামলা না করলে তো করে দেয়া উচিত ছিল এতদিন। আর ভূমি অপরাধ প্রতিরোধায়নে যদি আপনার বিধিমালা আসে তাহলে ওই আইনে মামলা করে দেন।