please donate & support our channels and subscribe to our channels. Jazzak Allah Khairan. Donate Here : fundly.com/the-believer-1?form=popup ►আমার ফেইসবুক (Facebook Profile ID) - facebook.com/pious.amin/ ►অফিসিয়াল বাংলা ফেসবুক পেজ : facebook.com/thebelieverbangla
@ampranto-d5d Жыл бұрын
taile ad samud jatir bapare jukti ki?
@md.robiulhasanmurshedromim4520 Жыл бұрын
একই প্রশ্ন!
@True_Islamic_Informations Жыл бұрын
⛔⛔⛔ আদম আঃ ৬০ হাত লম্বা ছিলেন এটাই সঠিক হওয়ার সম্ভাবনা বেশি কারন অন্য সহিহ বর্ননায় রয়েছে জান্নাতীগন ছিত্তুনা জিরায়ান ৬০ হাত লম্বা হবেন আর আদম আঃ তো প্রথমে জান্নাতেই ছিলেন সূতরাং তিনিও ৬০ হাতই ছিলেন, আর তাকে পৃথিবীতে নামিয়ে দেয়ার সময় ছোটো করে দেয়া হয়েছে এ মর্মে যেহেতু কোনো বর্ননা নাই আর কেনোইবা ছোট করা হবে তাতে তিনি নিজেকে অ-স্বাভাবিক ও অ-পরিপুর্নতা ফিল করবেন,তাছাড়া তখন জমিনে বড় বড় বিভিন্ন হিংস্র প্রানীরা ছিলো তাই আদম আঃ ও মা হাওয়া আঃ উভয়েই বড় লম্বা হওয়া আবশ্যক ছিলো জমিনের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে ⛔ যেহেতু সহিহ মুসলিম ২ টি সহিহ হাদিস রয়েছে আদম আঃ ৬০ হাত লম্বা ছিলেন এবং সমর্থক হাদিস রয়েছে জান্নাতীগনও ৬০ হাত লম্বা হবেন আর তিনি আদম আঃ ইতিপুর্বে জান্নাতেই ছিলেন তা হতেই নেমে এসেছেন তাই তিনি ৬০ হাত লম্বা ছিলেন এটাই জোর প্রতিমান হয় ⛔ তাছাড়া পৃথিবীতে আদিম মানুষের বড় বড় বহু কংকাল আবিস্কার হওয়া বাস্তবে পাওয়া এবং সেগুলো সংরক্ষিত আছে সেগুলোর জেনেটিক কোডও ৪৬ অর্থাৎ মানব কংকাল তার প্রমান করে এবং কোরআনে বলেন তোমাদের সকল কে এক ব্যক্তি থেকে সৃষ্টি করা হয়েছে সূরা আম্বিয়া আয়াত ৯২ ⛔ সূতরাং সহিত হাদিসের পক্ষে সমর্থক হাদিস থাকা,এবং বাস্তবে প্রমান থাকা এবং পৃথিবীতে পাওয়া বড় বড় কংকাল গুলো মানব কংকাল ও সকল মানব এক আদম আঃ হতে সৃষ্ট এর পক্ষে কোরআনের আয়াত থাকা এবং পাশাপাশি কিছু সনদ ও মতন গত দূর্বল হাদিস থাকা এ-সবিই প্রমান করে আদম আঃ ৬০ হাত লম্বা ছিলেন,প্রকৃত সত্য আল্লাহই ভালো জানেন
@MasudFahim-h2i Жыл бұрын
After Holy Quran All previous scripture null & avoid why Al Amin Bhai reference Hebrew Bible 🤔
@yep456 Жыл бұрын
এইসব ধান্ধা কত দিন ধরে চলছে। ইহুদিদের দালাল নাকি??
@a.k.matiqurrahman8953 Жыл бұрын
মানুষের উল্টা পাল্টা কথা শুনে কেউ বিভ্রান্ত হবেন না। রাসুল সা: যা বলেছেন এবং সাহাবিরা যেভাবে বুঝিয়েছেন সেই ভাবে আমাদের বুঝা উচিৎ।
@shamimalazad610611 ай бұрын
Thanks Al Amin bai so much for your illustration & research. You have quoted reference from a variety of sources. Your discussion always enriches me as well as give answers to my queries regarding a number of contradictory issues like this one. I appreciate your approach. Hope almighty Allah will help you.
@muhammadsakib2873 Жыл бұрын
: ৬৫ فَلَا وَ رَبِّکَ لَا یُؤۡمِنُوۡنَ حَتّٰی یُحَکِّمُوۡکَ فِیۡمَا شَجَرَ بَیۡنَهُمۡ ثُمَّ لَا یَجِدُوۡا فِیۡۤ اَنۡفُسِهِمۡ حَرَجًا مِّمَّا قَضَیۡتَ وَ یُسَلِّمُوۡا تَسۡلِیۡمًا ﴿۶۵﴾ অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। আপনি যদি জীবন্ত কুরআন দেখতে চান, তাহলে দেখবেন রাসূল (সঃ) কে। তো সাহাবী তাঁদের কাছে, ব্যাপারটা একটা লাইব্রেরির দুটো সেকশন ছিলো না। তা ছিলো শুধু একজন মানুষ। একদমই অবিচ্ছেদ্য। আর এখন আমরা, কুরআনকে ভাবি একটা উৎস আর সুন্নাহকে ভাবি আরেক উৎস। আমরা দুটোকে আলাদা করে ফেলেছি। তাই আল্লাহ বলেছেন, হাত্তা ইয়ুহাক্কিমুকা। যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসেবে গ্রহণ করেছে। ফী মা সাজারা বাইনাহুম । কি অসাধারণ ভাষা! আল্লাহ বলেছেন, যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসেবে নেবে যেকোন ব্যাপারে যা তাদের থেকে অংকুরিত হয়। সাজারা মানে কি জানেন তো, তাই না? গাছ। সাজারা একটা verb অথবা ক্রিয়া হিসেবে মানে যা মাটি থেকে বের হয়ে আসে। তো ব্যাপারটা হলো যে, কিছু জিনিস থাকে মাটির নিচে, আর কিছু পরে বেরিয়ে আসে। তাই নয় কি? এই আয়াতে আল্লাহ বলেছেন, যা কিছু মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ যেসব অভিযোগ বা সমস্যা ইতিমধ্যে আছে, আর যেসব বিবাদ বা অভিযোগ ভবিষ্যতে উঠবে, সবকিছুর ব্যাপারে কার উপর বিচারের দায়িত্ব অথবা সমস্যা মেটানোর ভার দেওয়ার কথা? - আল্লাহর রাসূল (সঃ) এর উপর। সুতরাং কুরআন সুন্নাহ থেকে অবিচ্ছেদ্য। তারা আইনের দু'টি ভিন্ন ভিন্ন উৎস নয়। তারা আসলে একের মাঝে আরেক। কুরআন রাসূল (সঃ) কে ছাড়া বুঝা অসম্ভব। তাই রাসুল( সঃ) সুন্নাহ পাওয়ার জন্য একমাত্র গ্রহণযোগ্য বই হচ্ছে সহিহ বুখারী আপনাকে বলতে চাই বিজ্ঞানের চোখ দিয়ে ধর্ম দেখবেন না বিজ্ঞান পরিবর্তনশীল কুরআন ও সুন্নাহ একমাত্র গ্রহণযোগ্য
@skfaridali9477 Жыл бұрын
বুখারি, বাকি হাদীসের কিতাব গুলো কি দোষ করলো
@mahabulalamalam878811 ай бұрын
@@skfaridali9477তুমি মূর্খ দের 😡 কোথা বার্তা বলতে আসছো,😡 কেন? যেটা ওনার বোলার দরকার উনি সেটাই বলবে, 😡 এখানে এসে বারাবাড়ি করার কী আছে, সমস্ত হাদীস হল আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ, তাই কোন ঠিক আর কোন টা ভুল এটা আমাদের দেখার অধিকার নেই, সেটা একমাএ আল্লাহ দেখবেন , তোমাদের মানতে বলা হয়েছে তোমরা মানো
@@skfaridali9477 আমার অবস্থানটা অন্তত আপনার অনুমান করতে পারার কথা। অপারগ হলে নিচে একটা মন্তব্য আছে দেখে নিন।
@abusayedwp6555 Жыл бұрын
একটু জানার ইচ্চে পায়ের ছাপ ছ্রিলংকায় এটা আশলে কি?
@jihantajrin7306 Жыл бұрын
Excellent informative and useful informative video Vaia...ma sha Allah...ALHAMDULILLAH Vaia...❤😊
@imranhossainmj969 Жыл бұрын
Vai ekta question. Srilanka te je adam foot er visit e sobae jay, oe foot er size ta kar. Karon apni to hadith wise bolte parchen na je age manush huge figure er chilo na. Apni to kichu research ar motobed er opor vitti kore bolchen hadith gula sahih na. Kichu mone korben na, ami apner sob video e dekhar chesta kori. Apner ae mote ami ektu confused tae question ta korlam. Asa kori answer korben.
@shahimran6697 Жыл бұрын
আমিন
@mdhanifurrahaman8260 Жыл бұрын
حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ، طُولُهُ سِتُّونَ ذِرَاعًا، فَلَمَّا خَلَقَهُ قَالَ اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ النَّفَرِ مِنَ الْمَلاَئِكَةِ جُلُوسٌ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، فَإِنَّهَا تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ. فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ. فَقَالُوا السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ. فَزَادُوهُ وَرَحْمَةُ اللَّهِ، فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الْخَلْقُ يَنْقُصُ بَعْدُ حَتَّى الآنَ ". আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা’আলা আদাম (আঃ) -কে তাঁর যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন, তাঁর উচ্চতা ছিল ষাট হাত। তিনি তাঁকে সৃষ্টি করে বললেনঃ তুমি যাও। উপবিষ্ট ফেরেশতাদের এই দলকে সালাম করো এবং তুমি মনোযোগ সহকারে শোনবে তারা তোমার সালামের কী জবাব দেয়? কারণ এটাই হবে তোমার ও তোমার বংশধরের সম্ভাষণ (তাহিয়্যা)। তাই তিনি গিয়ে বললেনঃ ‘আস্সালামু ‘আলাইকুম’। তাঁরা জবাবে বললেনঃ ‘আস্সালামু ‘আলাইকা ওয়া রহমাতুল্লাহ’। তাঁরা বাড়িয়ে বললেনঃ ‘ওয়া রহমাতুল্লাহ’ বাক্যটি। তারপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরও বললেনঃ যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদাম (আঃ) -এর আকৃতি বিশিষ্ট হবে। তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশঃ কমে আসছে।(আধুনিক প্রকাশনী- ৫৭৮৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৮১) সহিহ বুখারী, হাদিস নং ৬২২৭ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@jannatuljinat2805 Жыл бұрын
Right Appreciated 💯
@riazuddin7300 Жыл бұрын
ভিডিও না দেখেই হাদীসটা দিয়ে দিলেন....!!
@mdhanifurrahaman8260 Жыл бұрын
@@riazuddin7300 এই হাদীস টা হাদীস অশিকারকারীদের কাছে জাল অতএব বানোয়াট হাদীস। আল আমিন দুই বছর যাবত হাদীসের উপর পিএস ডি করে ফেলেছে অতএব 100% হাদীসের উপর মুহাদ্দিস। বর্তমানে জমানায় শ্রেষ্ঠ মুহাদ্দিস। 😇😇😇😇😇🧐🧐🧐🧐
@mahabulalamalam878811 ай бұрын
ভাই আপনি আরবী লেখা গুলো কি ভাবে লিখতে ছেন, আমাকে বল তো আমি লিখতে পাই কি না
@Md.Rakyhossain Жыл бұрын
আদম আ: এর সুরত সম্পর্কে যদি ভিডিও দিতেন তাহলে অনেক উপকার হত। অনেক ধন্যবাদ আপনাকে 💖 আল্লাহ আপনাকে উত্তম ইলম দান করুন আমীন 🌟🌟🌟🌟🌟
@ParvezKhan-xo5ok Жыл бұрын
আদম আ: সুরত সম্পর্কে জানতে চাই
@HasanainTusar Жыл бұрын
সাউথ আফ্রিকাতে যে বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে সেটা কোটি কোটি বছর আগেকার। আপনি শুধু ইউটিউবে সার্চ করুন এটা লিখে ' Giant foot print in south africa'। তাহলে ভিডিও সহকারে দেখতে পাবেন। সহিহ বুখারিতেই হাদিস আছে যে আদম আলাইহিস সালাম ৬০ হাত ছিলেন।
@User_47536 Жыл бұрын
What about A'dd and Samud civilization?
@দেখা-অদেখা540 Жыл бұрын
ডাইনোসর সম্বন্ধে কুরআন হাদীস এর আলোকে জানতে চাই?
@frkhairuzzaman Жыл бұрын
আপনার কি মাথায় সমস্যা আছে
@দেখা-অদেখা540 Жыл бұрын
ওনার কথাগুলো যুক্তিসম্মত ও প্রমাণ নির্ভর।মানুষের মনে কুরআন সম্পর্কে সঠিক জ্ঞান নিতে সহায়তা করে।
@দেখা-অদেখা540 Жыл бұрын
ঘুঘু আর কবুতর দুটিই একই প্রজাতির ভিন্ন রূপ। অপরদিকে নাতিশীতোষ্ণ অঞ্চলের দোয়েল অস্ট্রেলিয়া তথা অরিয়েন্টাল অঞ্চলের দোয়েল একই প্রজাতির ভিন্ন রূপ।
@ShahjahanMiah-b1o Жыл бұрын
ভাই আগের বাস্তবতা আর বর্তমানের বাস্তবতা এক না তাহা মিলানো ঠিক না তা মিলবে না ।
@rezaurrahman4220 Жыл бұрын
ভাই নবী আদম ( আঃ ) যদি ষাট হাত নাই হবেন তাহলে " আদ এবং সমুদ " জাতির বিষয়ে কি বলবেন...?
@zinformative Жыл бұрын
Aad ar samud jati Rao 60 hat lommba silo na. Apni golath ar Kotha chinta koren na, golath o physically oto lomba cilo na. Ar internet e maximum Boro Boro skull er sobi gölü vua/fake.
@truemessage1185 Жыл бұрын
Right
@Infozonebn Жыл бұрын
২০ মিনিটের পর থেকে দেখুন
@touhistory Жыл бұрын
13:40
@nowajeshali626 Жыл бұрын
লোল
@DelourHossen-lz1ch Жыл бұрын
ভালো
@artarek995711 ай бұрын
ফেরাউন এতো লম্বা হতে পারলে আদম কেনো নয়?
@Kamrul.Director2 ай бұрын
ফেরাউন তো ৬ ফিট ছিল, ইউটিউবে লাশের ভিডিও পাবেন।
@sahulbiswas397520 күн бұрын
মিশরের জাদুঘর এ মমি গুলো দেখলেই বোঝা যায় যে তারা কত লম্বা ছিল তারা আমাদের মতোই ছিল ফেরাউন 6 ফিট 7 ইন্চি। এই 2024 সালেও এসে যদি ওসব কুসংস্কার মানতে হয়, কোনো মানুষ 60 হাত ছিলনা হাদিসের নামে জালীয়াতি
@muzammelhaque5433 Жыл бұрын
জিরা শব্দের অর্থ হাত কোন গাধা কয়ছে????
@abusayedwp6555 Жыл бұрын
ভাইয়া অনেক ধন্যবাদ আমার চিন্তার খোরাক দেয়ার জন্য এ বিষয়গুলো নিয়ে আমি আগেও চিন্তা করেছি অনেক কিন্তু আদম আলাইহিস সালামের বিষয় নিয়ে না অন্যান্য লোকের বিষয় যেমন শুনি সাগরে হাঁটু পানি অন্য জায়গায় এগুলা বিষয়ে আমার বিশ্বাস হয়না এগুলা নিয়ে অনেক চিন্তা করছি আসলে বিশ্বাস করার মতো না ❤
@HasanainTusar Жыл бұрын
সাউথ আফ্রিকাতে যে বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে সেটা কোটি কোটি বছর আগেকার। আপনি শুধু ইউটিউবে সার্চ করুন এটা লিখে ' Giant foot print in south africa'। তাহলে ভিডিও সহকারে দেখতে পাবেন। সহিহ বুখারিতেই হাদিস আছে যে আদম আলাইহিস সালাম ৬০ হাত ছিলেন।
@muzammelhaque5433 Жыл бұрын
ذراعا অর্থ গজ এক গজ = ২ হাত
@RiRifat-hd5fh Жыл бұрын
আর ভাই আপনি সাহাবাদের রা: নামের পর রাদিআল্লাহু তাআ'লা আনহু কেনো বলেননা আর তাবেয়িদের নামের পর র: রহিমাহুল্লাহ কেনো বলেননা আর রাসুলুল্লাহ সাঃ এর নামের পর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার বলছেন না এটা অত্যান্ত নিন্দনীয়।
@moshiurKhan-hb6wr Жыл бұрын
What about aad and saamud
@kajolhossain5629 Жыл бұрын
সালাম কালাম না করে শুরু করে দিলেন ভাই 😊😊😊
@zawadx4501 Жыл бұрын
Live program theke cut করে দিসে যার কারনে সালাম।ছিলোনা। তবে আলাদা করে সালাম যোগ করলে ভালো হতো
@shaguftahassan1609 Жыл бұрын
বিসমিল্লাহ বলে শুরু করেছেন ত, শুনেন নাই?
@zawadx4501 Жыл бұрын
@@shaguftahassan1609 cut scene er por theke? Kheal korinai maybe
@Bangladesh.24-bd Жыл бұрын
আল-আমিন ভাই তাহলে কি সহীহ বুখারী ইফাঃ হাদিস নং ৩০৯১ জাল ?
@kawsartelleom9683 Жыл бұрын
উপস্থাপনা আরও সংক্ষিপ্ত করা যায়। কথাগুলো রিপিট হয়ে যায়।
@dollarraz4339 Жыл бұрын
সহমত
@rezaulsiddiq Жыл бұрын
এগুলো ফাজলামো না এগুলো বিস্তীর্ণ আলোচনা কেন্দ্রীক জরুরি বিষয়।।। আপনি না শুনলে আগে বারয় তেল নেন।।কেমন
@nabinchowdhury1893 Жыл бұрын
@@rezaulsiddiq amar to mone hosse apni ee ADMIN! emon baze reply na dileo parten!
@digantachhabi8583 Жыл бұрын
বায়তুল্লাহ তে "মাকামে ইব্রাহিম " এ পাথরের উপরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর যে পদ চিহ্ন আছে তা বর্তমানের মানুষের পদ চিহ্নের সমান। ---- তিন হাজার বছর আগের সেই পদ চিহ্নের সাথে বর্তমান সময়ের মানুষের পদ চিহ্ন আকৃতি তে যদি একই পাওয়া যায়,তাহলে সময় স্বাভাবিক ভাবেই আদম আলাইহি ওয়াসাল্লাম এর দেহ ষাট হাত ছিল তা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।।
@sahulbiswas397520 күн бұрын
আমাদের মতোই ছিল খুভ jor 6/7 feet হবে height
@KabirSirDhaka Жыл бұрын
প্রাচীন কালের কবর সমূহ অনেক লম্বা দেখা যায়। ....
@JohnPet-k4k8 ай бұрын
Anr akidha and manhaj ki vhii????
@sadmansamir1019 Жыл бұрын
আদম আ: যেমনি হোক না কেন আজকের এই সময় এটা নিয়ে কেন কথার প্রয়োজন। জানুন মানুন আমল করুন এবং প্রচার করুন। অনুমান করা কথা বলা বন্ধ করুন।
@ramimkhan-ok7jx Жыл бұрын
ভাই আমি একজন মুসলিম আমি জানার জন্য বলছি,, আল্লাহ কি মেরাজের রাতে মোহাম্মদ স এর সাথে সরাসরি কথা বলেন নাকি ওহির মধ্যেমে
@TheBelieverBangla Жыл бұрын
ALLAH malum
@mazharulislamovie4431 Жыл бұрын
Yes Prophet Muhammad PBUH did speak to Allah directly on the night of miraj, also known as Al-Isra wal miraj. On that day the Prophet Muhammad PBUH, went to the seventh heaven. It was on that day when the Prophet PBUH met Allah, and during the journey he met different prophets whom were at different levels of the sky through Buraq, the creation can also be called an animal. And he PBUH lastly met Allah swt on the highest level of sky. Allah called out, "I had made fifty Salat for each day incumbent upon the Prophets who came before you; and upon you and your Ummah, I make these incumbent too for these fifty Salat I have confirmed." He PBUH returned to Sidratul Muntaha and fell into prostration. I said, "O' Allah! You have made fifty daily Salat obligatory on my Ummah and me. However, my Ummah and I do not have the ability to perform this much. From your Holy Presence, I request a reduction in this." And He PBUH kept going back and forth asking Allah to reduce the number of prayers, and lastly with Musa a.s. repeatedly telling Muhammad PBUH to reduce the salat, it was shortened to 5 prayers. Allah knows best. Allah please forgive me if I'm wrong.
@sohanphotography6897 Жыл бұрын
@@mazharulislamovie4431 মানুষের জন্য সহজ হউন। জবাব সহজে দেয়ার চেষ্টা করেন। এখানে ইংলিশ ব্যবহারের চেয়ে বাংলা ব্যবহারটা বেশি সম্মানের ছিলো।
@Rbd19766 Жыл бұрын
60 হাত কার হাতের? আদমের না অন্য কারো।
@golamrabby6767 Жыл бұрын
আচ্চা তাহলে শ্রীলংকায় নাকি আদম আঃ এর পায়ের ছাপ পাওয়া গেছে সেটা কি? আবার আদম আঃ এর কবর নাকি অনেক বড়। তাহলে সেটা কি আপনার জানা থাকলে দয়া করে উত্তর দিবেন।
@SaddamHossain-ll1sq Жыл бұрын
আদম আ: এর কুনো ঘোড়া ছিলো না,,,
@dollarraz4339 Жыл бұрын
ভাইয়া, তাহলে আমরা এডামস এর পায়ের যে চিহ্ন দেখতে পাই (In Sri Lanka) সেটা ৬৭ ইঞ্চি. ঐটা তাহলে কি?
@nafis824 Жыл бұрын
নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না যে সেটি আদম (আ.) এর পায়ের ছাপ।
@dollarraz4339 Жыл бұрын
@@nafis824 সেটা তো কোনও না কোনও মানুষের পায়ের চিহ্নই, তাইনা ভাইয়া? অন্য কোনও জীবের পায়ের চিহ্ন বলে কেও তো ক্লেইম করেনি এখনও!
@nafis824 Жыл бұрын
@@dollarraz4339 Claim তো অনেক প্রকারেরই রয়েছে সেটি নিয়ে। অনেকের মতে পাথরের উপর পায়ের ছাপের মতো এই আকৃতিটি প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে। সেটি যদি কোনো মানুষের পায়ের ছাপই হতো তাহলে সেই স্থানের অন্যান্য অংশেও এইরকম কোনো পায়ের ছাপের মতো আকৃতি থাকতো। কিন্তু এরকম কিছু তো দেখা যায় না!
আল আমিন ভাই ইলম অর্জনের সাথে আমল ও ধরে রাখতে হবে। আপনি মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি না করলেও পারতেন। আমার ভয় হয় আমার অর্জিত ইলম না আবার আমাকে ভুল পথে পরিচালিত করে। আল্লাহ তাআলা আমার উপর রহমত দান করো।
@mahmudurrahman9444 Жыл бұрын
নুহ আলাইহিসালাম এর জাহাজের ধ্বংসাবশেষ যেখানে পাওয়া গেছে। তার আশেপাশে কিছু কবর পাওয়া গেছে। সেখানে মানুষের হাতের হাড় পাওয়া যায়। যেটা হিসাব করে পাওয়া গেছে যে ঐ মানুষটার উচ্চতা ১৮ ফুট ছিল।
@informalmathstudy2660 Жыл бұрын
Reference?
@mahmudurrahman9444 Жыл бұрын
@@informalmathstudy2660 একটা ডক্যুমেন্টারিতে পাইসিলাম। আপনি সার্চ করলে পাবেন ইউটিউবে। অনেক আগের।
@ahmedasik1367 Жыл бұрын
এসব মিথ্যা কথা। মানুষ এর সাইজে এক ই ছিলো।
@fayazurrahmanfahim283 Жыл бұрын
@@ahmedasik1367ho sei😂😂,, apnar height r apnar bap, dada sobar height I same?? Bokar moto Kotha kmne bolen Vai?
@rehansekh4802 Жыл бұрын
Punjab re sirhind sohore 32fit kore kobor acche ami dekhe asechi
@shaguftahassan1609 Жыл бұрын
বিসমিল্লাহ ত বলেছে
@mdshabbirhasan81334 ай бұрын
vai dat selo 60 hat bolen ki.. tyle manus koto boro selo
@muzammelhaque5433 Жыл бұрын
ستون ذراعًا =ষাট গজ তথা ১২০ হাত
@rakibraehan6882 Жыл бұрын
তালেবানের আকিদা কি এই বিষয় ভিডিও দিন
@HasanainTusar Жыл бұрын
উনি কি আলেম যে উনার কাছে দ্বীন শিখতে এসেছেন? একজন বিজ্ঞ আলেমের কাছে জান। না হলে যে বিষয়ে উনি নিজে বিভ্রান্ত সেই বিষয়ে আপনাদেরও বিভ্রান্তকরবে।
@RAZU-PLUMBAR-B.DАй бұрын
ভাই আমি লেবানন ৭২ হাত লম্বা নবী দের মাজার দেখেছি
@TheBelieverBanglaАй бұрын
Ota mitthya
@TheBelieverBanglaАй бұрын
Ota mitthya
@NurullahReza-er1hs Жыл бұрын
হযরত আদম ষাট হাট এই হাদিস সহি।
@kanijfatemamitu46623 күн бұрын
Arthur
@thecooldeen5193 Жыл бұрын
Assalamualaikum bhai apni ki javed Ahmed ghamdi r follower apni ki ISA Alayhias Salam er 2nd coming deny koren??? Boro Bhai hishab a Ekta request muslim Der ijmaa ta grohon koren safe thakben. Akhon oneek hadith oshikaar Kari so called alem Bair hoise I request all of my muslim brothers to b careful ... Follow Quran n Sunnah
@realstory6543 Жыл бұрын
কার্বন টেস্ট এর উপরে আস্থা রেখে,,,হাদিস অসিকার করা কি বুদ্ধিমানের কাজ,,,?
@chandrasanjay1997 Жыл бұрын
হাদিস দুর্বল বা জাল হতে পারে।ধর্ম ও বিজ্ঞান আলাদা কিছু নয়।আল্লাহ বিজ্ঞানীদের চাইতেও মহাজ্ঞানী।
@anonymoussoul3343 Жыл бұрын
@@chandrasanjay1997 তো মালাউনদের নাম দিয়ে বেশ ধরছেন কেন? তাদের নামে নোংরামি করার জন্য নাকি কাফের হইতে ইচ্ছা করছে?
@MasudFahim-h2i Жыл бұрын
apnar mote sahih hadith o zaal hadith hoi All sahih hadith 💯 correct 🤔
@fayazurrahmanfahim283 Жыл бұрын
K jane,, edi vaotabazi
@mukshadulhaque2088 Жыл бұрын
আদম ৬০হাত হলে হাওয়া কত হাত ছিল?
@eyaqubali4845 Жыл бұрын
এই প্রশ্নটা আমার মনে অনেক বার এসেছে।
@skunderworld5202 Жыл бұрын
Bhi apnara pothovrosto hoiyen na. Ei hadis mane ki na sondeho ase. E ulta palta meaning ber korse
@mazharulislamovie4431 Жыл бұрын
This time you are going in a wrong path. If a persons feet is 5.7inch then tell me how tall can that person be? A 6ft person have 1 ft foot. Adam should be at lest 60ft in that case. Only Allaw SWT knows better.
@shardulmahmud1237 Жыл бұрын
Where did you find this foot measurement?
@mazharulislamovie4431 Жыл бұрын
@@shardulmahmud1237 google it. There are several websites you can find. Wikipedia says it's 5.11 ft but most of the other say its 5.7ft
@NazmulHasan-cs5uu Жыл бұрын
আদম (আ:) যদি প্রচন্ড লম্বা না হতেন তাহলে শ্রীলংকাতে তাঁর যে পায়ের ছাপ আছে সে বিষয়ে আপনার মতামত কি ভাই?? আর এটি মোটামুটি স্বীকৃত যে আদম (আ:) শ্রীলঙ্কাতেই নেমেছিলেন।
@riazuddin7300 Жыл бұрын
শ্রীলঙ্কাতে আদম আ. নেমেছিলেন...সেটার পক্ষে দলিল দিন।
@shardulmahmud1237 Жыл бұрын
আপনার জানার স্বল্পতা আছে। ওটা মানুষের বানানো একটা পায়ের অবয়ব।
@dollarraz4339 Жыл бұрын
@@shardulmahmud1237 উচ্চতা সম্ভবত ২২৪০-৫০ মিটার। এত পরিশ্রম করে প্রতিকুল পরিবেশ পারিদিয়ে মানুষ বানানো পায়ের ছাপ দেখতে যায়?
@captainfaisal4971 Жыл бұрын
Noah AWS o lomba cilo ar er Kisti banate lomba manush cilo
@HasanainTusar Жыл бұрын
ইব্রাহীম 'আলাইহীস সালাম এর কত কোটি বছর আগে আদম আলাইহিস সালাম এসেছিলেন তার হিসেব আছে? মানুষ এতটাই ধির গতিতে ছোটো হচ্ছে যা তার কল্পনারও বাইরে। হইত ১ ইঞ্চি ছোটে হতেই লেগে গেছে ১ লক্ষ বছর! আল্লাহই ভালো জানেন। সাউথ আফ্রিকাতে যে বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে সেটা কোটি কোটি বছর আগেকার। আপনি শুধু ইউটিউবে সার্চ করুন এটা লিখে ' Giant foot print in south africa'। তাহলে ভিডিও সহকারে দেখতে পাবেন। সহিহ বুখারিতেই হাদিস আছে যে আদম আলাইহিস সালাম ৬০ হাত ছিলেন।
@mu55567 Жыл бұрын
তাহলে বুখারী শরিফে কি জাল হাদিস আছে?????
@imran98T Жыл бұрын
Bukharir Haidthe 60 hater kota bola nai
@TheBelieverBangla Жыл бұрын
Vai Imam Bukhari manush____ tar collection e vul thaktei pare
@mahbub4583 Жыл бұрын
@@TheBelieverBangla সহীহাইনের মধ্যে হাসান হাদিস আছে, দুর্বল হাদিস আছে ঠিক আছে কিন্তু সেখানে জাল হাদিসও আছে এটা একদমই নতুন কথা। আপনার আলোচনা অতিরিক্ত লম্বা হয়ে গেছে পাঁচ দশ মিনিটের হলে প্রতিটা শব্দ কে সামনে রেখে কথা বলতাম।
@imran98T Жыл бұрын
@@TheBelieverBangla Accha Emon Kore Bistarito Gobesona Kore Ki Hadith er Kitab Gulu Notun Kore Sonskar Kora Hoy Na keno?
@ahmadabdullahnazib1486 Жыл бұрын
@@TheBelieverBanglavai tahole amra bujhbo kivabe kon hadith sahih
@md.abubakarsiddiquebhuiyan10696 ай бұрын
জাল তাওরাত পরে শুনাচ্ছেন কেন?
@HasanainTusar Жыл бұрын
উনি সম্পূর্ন ভুল। আগেকার যুগের মানুষ যে অনেক বড় ছিলো তার প্রমান আছে সাউথ আফ্রিকাতে, ইন্দোনেশিয়াতে। এজন্য শুধু গুগলে সার্চ করুন 'Big footprint in South Africa, Big footprint in Indonesia . আমি নিজেই দিতাম লিংক গুলো কিন্তু ইউটিউব লিংক যুক্ত কমেন্ট গুলো ডিলিট করে দিচ্ছে তাই লিংক বাদেই কমেন্ট করতে হচ্ছে।
@ahmedasik1367 Жыл бұрын
কাবা তে গেছোস ভাই ইব্রাহিম (আ) পায়ের ছাপ আমাদের মতোই নিজে চোখে দেখছি 😊
@HasanainTusar Жыл бұрын
@@ahmedasik1367 মুখের ভাষা একটু ভদ্র করুন, কাবাতে গিয়েছি। আর ইব্রাহীম আলাইহিস সালাম আমাদের মতোই ছোটো মানুষ ছিলেন। এমনকি ইব্রাহীম ইসাহাকের কবরও তো বিদ্যমান আছে শামে। কিন্তু তাতে কি? ইব্রাহীম 'আলাইহীস সালাম এর কত কোটি বছর আগে আদম আলাইহিস সালাম এসেছিলেন তার হিসেব আছে? সাউথ আফ্রিকাতে যে বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে সেটা কোটি কোটি বছর আগেকার। আপনি শুধু ইউটিউবে সার্চ করুন এটা লিখে ' Giant foot print in south africa'। তাহলে ভিডিও সহকারে দেখতে পাবেন। সহিহ বুখারিতেই হাদিস আছে যে আদম আলাইহিস সালাম ৬০ হাত ছিলেন।
@muhammadjasimuddin383 Жыл бұрын
আদ ও সামুদ জাতির কথা বলেন
@islamchowdhuryimranul7457 Жыл бұрын
Sri Lanka আদম (আঃ) পায়ের ছাপ না এটা made by man
@sskssksskssk428 Жыл бұрын
কিছু মনে করবেন না। আদম আঃ ৬০ হাত ছিলো কি ছিলো না এটা গুরুত্বপূর্ণ???? এইটা নিয়ে এতো বিশ্লেষণ প্রয়োজনীয় ইসলামের প্রচার প্রসারে? যদি সহিহ হাদিস থাকে আমাদের মেনে নেয়া উচিত আর না হলে মানা উচিত না।
@Travelwithsajib53 Жыл бұрын
ভাই আপনি ইউটিউব এর মাধ্যমে দাওয়াত দেন। তবে আপনার ভিডিও দেখার সময় আজেবাজে অ্যাড আসে এবং অন্যান্য অনেক বাজে অ্যাড আসে। এগুলো কি ইসলামের দাওয়াতের জন্য ভাল । না এটা আপনার বিজনেস ।দয়া করে জানাবেন।
@rabiulislamsobuz1508 Жыл бұрын
এড আসে আপনার ডাটার উপর ভিত্তি করে। সারাদিন আজে বাজে ভীডিও দেখবেন আজেবাজে সার্চ করবেন আর ইসলামিক কোন ভিডিওতে এড আসলেই জাত গেলো জাত গেলো। প্রথমত, ৯৫% এড ভিউয়ার নেইজড দ্বিতীয়ত, কেউ মনিটাইজেশন অন না করলেও এড আসবে। এটা ইউটিউবের গত বছরের আপডেট। তৃতীয়ত, একটা ভিডিও বানাতে কি পরিমান সময়, শ্রম দিতে হয় আপনাদের জানা আছে? জানা থাকলে জেউ যদি মনিটাইজেশন অন করে তারপরেও অভিযোগ করতেন না। সময়=টাকা। বেগার খাটনি খুব কম মানুষ করে আর করলেও কিছু দিন পরে সময়,অর্থ আর ইচ্ছার অভাবে তারা ছিটকে যায়। বাংলাদেশের দেশের মানুষের কাজ হলো কিভাবে কাকে একটা খোচা দেওয়া যায়। আপনারা যা বলেন তা করতে হলে সব ভিডিও বানানোই বন্ধ হয়ে যাবে, ইসলামিক ভিডিও পাশে রাখি এমনি শিক্ষনীয় ভিডিও বা টিউটোরিয়ালও পাওয়া যাবে ন। তখন শুধুই গান-বাজনা খিল্লইপানা পাওয়া যাবে। এগুলো আপনাদের মাথায় আসবে না। যাই হোক আপনার সমস্যার সনাধান হলো নিজে আগে সংশোধন হওয়া নয়ত ইউটিউব ব্যবহার ছেড়ে দেওয়া। উল্লেখ্য, আনার কোন চ্যানেল নেই, আপনাদের হিপোক্রেসির কারনে বলা।
@miskatsharif6109 Жыл бұрын
It’s business😅😅
@SaifulAlamMdKabir Жыл бұрын
আল আমিন ভাই, আপনি নিশ্চয়ই অনেক রিসার্চ করেন এবং যুক্তি দিয়ে কথা বলেন । আপনি যদি ভালো করে খেয়াল করেন তবে দেখবেন আমাদের প্রচলিত হাদিসের বেশিরভাগ ভাগই বাইবেল আর তাওরাত থেকে অনুপ্রাণিত । ওদের গল্পগুলোই নবীজির নামে হাদিস হিসেবে আমাদের ধর্মে ঢুকিয়ে দিয়ে পবিত্র কুরআন থেকে আমাদের কয়েকশো মাইল দূরে সরিয়ে দিয়েছে ।
@TheBelieverBangla Жыл бұрын
Ji vai____ tobe amar mote kichu kichu
@AbduIahmah Жыл бұрын
Pago naki apone??
@mahfuzurrahman974 Жыл бұрын
১০০% সঠিক কথা।
@WishMoments Жыл бұрын
কি ধরনের কথা যে আপনারা বলেন? আরে ভাই নিজে আমল করেন আগে ভালো করে। সালাতের দাওয়াত দেন।
@RS_SadStatus01 Жыл бұрын
Vai gaga khawa bad din
@ImranAhmad-tr1gw Жыл бұрын
আদম পাহাড়ের ৫ ফিটের বেশি লম্বা পায়ের ছাপটা কার,, অবশ্যই কোন মানবের হবে,,, কোন জ্বিনের ও ত হওয়া সম্ভব নয়,,,, এতে বুঝা যায় ১০০% সত্যি যে ৬০ ফিট লম্বা কোন মানব ছিল,,,, নিঃসন্দেহে,,,
@ronyrasaltithi Жыл бұрын
এটা হচ্ছে পাগলের. কারণ এই পরিমান লম্বা ছিলেন বেহেস্তে.কিন্তু পৃথিবীতে যখন পাঠানো তখন তিনি আমাদের মতোই লম্বা হয়ে যান.আবার আমরা যখন বেহেস্তে যাবো তখন সেই পরিমান মানে ছেলেরা ৬৫ হাত ও মেয়েরা ৬০ হাত থাকবেন সবাই.কিন্তু এই হাত আমাদের পৃথিবীর মানুষের হাত নয়.
@Fazley1983 Жыл бұрын
@@ronyrasaltithiএই তথ্যগুলো কোথায় পেলেন?
@khairulislam-qe8jk Жыл бұрын
সেটা গেরে গেলো কিভাবে?
@HasanainTusar Жыл бұрын
সাউথ আফ্রিকাতে যে বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে সেটা কোটি কোটি বছর আগেকার। আপনি শুধু ইউটিউবে সার্চ করুন এটা লিখে ' Giant foot print in south africa'। তাহলে ভিডিও সহকারে দেখতে পাবেন। সহিহ বুখারিতেই হাদিস আছে যে আদম আলাইহিস সালাম ৬০ হাত ছিলেন।
@fayazurrahmanfahim283 Жыл бұрын
@@ronyrasaltithireference koi? Khali bok bok korlei hoibo?
@almamun8528 Жыл бұрын
এই মানুষটার কথা শুনে কেউ বিভ্রান্ত হবেন না।আমাদের উচিত হবে রাসুল সা: যা বলেছেন এবং সাহাবি,তাবেয় তাবেয়ীনরা যেভাবে বুঝেছেন সেই ভাবে বুঝা।আমার মনে হয় উনি অনেক বিষয়ে সংশয়ের মধ্যে আছেন।
@mohammadsobhandhali9070 Жыл бұрын
মাওলানা মোজাম্মেল হক সাহেব অনেক দিন থেকেই বলতেছেন যে আদম আঃ ষাট হাত লম্বা ছিলেন না।
মাওলানা মোজাম্মেল অনেক কিছু বর্তমানের সাথে মিলাতে চান। ওনার কিছু কথায় ভূল আছে কিন্তু উনি লোক ভাল। আজকের দুনিয়ায় সাথে মিলিয়ে যুক্তি দিয়ে মিলাতে চান, এটাই হলো প্রবলেম।
@Darkangel-xv7bs Жыл бұрын
Shunen sotto ber kora onek kothin.....Haadis Kotha bolchen ihudira toh Al Quran ke change kore felte cheye chem kintu lahe Maffuze thakai seta sombob naa.....onek kisui janen kintu sotto ta janen naa
@injamamislamchowdhury7939 Жыл бұрын
এই তুমি কি কোন আলেম নাকি মুফতি, যদি না হয়ে থাকো তুমি এসব বিষয়ে কোন যোগ্যতায় কথা বলো? সবাই এই লোকটার ভিডিও বয়কট করে রিপোর্ট করা হোক।
@khanismilebilla2717 Жыл бұрын
সুনান আন নাসায়ী ৩৯৬১ নাম্বার হাদিচ এটা নিয়ে যদি কিছু বলতেন অনেক ভালোহতো আমাকে একজন সনাতন ভাই প্রশ্ন করছে ১১টা বউ থাকতে কেনো সে দাসির সাথে সহবাস করলো তাকে আমি কি উত্তর দিবো
@HasanainTusar Жыл бұрын
উক্ত দাসীর নাম ছিলো মারিয়া ইবনে কিবতিয়া রাঃ। আল্লাহ বলেন "তবে তাদের স্ত্রী ও ডান হাতের মালিকানাভুক্তদের (দাসীদের) ক্ষেত্রে [যৌনাঙ্গকে] সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। "[২৩:৬]। সূরা মুমিনুনের এই আয়াতে আল্লাহ দাসীর সাথে যৌন মিলন বৈধ করেছেন। আর যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন সেহেতু রাসূল সাল্লাল্লাহু 'আলাইহী ওয়া সাল্লাম মিলিত হয়েছেন। এটা তো খাটি হালাল। যার উপর কুরআন অবতীর্ন হলো তিনিই কি উক্ত হালাল কাজ করবেন না? এতে সমস্যা কোথায়! এই যুক্তি দিয়ে বোঝান। আর এসব সনাতনীদের থেকে দূরে থাকুন কারন হলো ওদের প্রশ্ন হবে সংশয় পূর্ন আর এসব সংশয় পূর্ন প্রশ্নের উত্তর দিতে না পারলে নিজের ঈমান বিপন্ন হতে পারে।
@nafis824 Жыл бұрын
ইমাম ইবনে কাসীর তাঁর বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া তে এই হাদিসটিকে অগ্রহণযোগ্য বলেছেন। সুতরাং, যে হাদিসটি সহীহ বা গ্রহণযোগ্য হাদিসই নয়, সেটি নিয়ে অভিযোগ করা কি সমীচীন হতে পারে? 😂😂😂 তাকে বলুন ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে সহীহ হাদিস থেকে রেফারেন্স দিয়ে অভিযোগ করুক। অগ্রহণযোগ্য হাদিসগুলো তো সহীহ না। সেগুলোতে বর্ণনাকারীদের ত্রুটির জন্য কিছু ভুল তথ্য এসে গিয়েছে যার কারণে হাদিসটি অগ্রহণযোগ্য হয়েছে।
@khanismilebilla2717 Жыл бұрын
@@nafis824 সুনান আন নাসায়ীতো অনেক বড় একটা কিতাব এখানেও কি ভুল আছে
@nafis824 Жыл бұрын
@@khanismilebilla2717 আমার যত দূর মনে হচ্ছে ইসলাম এবং হাদিস শাস্ত্রের উপর আপনার ধারণা কম। Please আপনি Study করুন। অযথা নিজেকে অপমান করবেন না! সুনান আন নাসায়ীতে একটি নয়, বরং বহু অগ্রহণযোগ্য এবং দূর্বল হাদিস বিদ্যমান। আর ইমামরা তাদের গ্রন্থ গুলোতে দূর্বল হাদিসকে Include করার অর্থ এটা নয় যে তাঁরা বুঝতে পারেননি হাদিস গুলো দূর্বল ছিল। তারা এইজন্যই সহীহ হাদিস গুলোর পাশাপাশি দূর্বল হাদিসকেও তাদের গ্রন্থে Include করেছিলেন যাতে মানুষ বুঝতে পারে সমাজে প্রচলিত সেই হাদিস গুলো আসলে সহীহ নয়। উদাহরণ হিসেবে বলা যায় সুনান আবু দাউদ গ্রন্থটির কথা। সেটিও হাদিসের একটি অন্যতম গ্রন্থ এবং ৬টি প্রশিদ্ধ হাদিস শাস্ত্রের একটি। সেই গ্রন্থের বহু হাদিসকে লেখার পর ইমাম আবু দাউদ নিজেই সেই হাদিসটিকে দূর্বল বলেছেন।
@anonymoussoul3343 Жыл бұрын
@@nafis824 এটা সহিহ হাদিস। আপনি নিশ্চয়ই কোন মুহাদ্দিস না। আর এই দাসীর কথা আরো বিভিন্ন জায়গায় এসেছে। তাকে নিয়ে উম্মুল মুমেনীনদের মধ্যে ঝগড়া হয়ে নবীজি ১ মাস বিছানা ত্যাগের ঘটনাও ঘটেছে, সব মিথ্যা হয় কি করে?
@manikvoicebd1722 Жыл бұрын
ফেরাউন কেন এত লম্বা ছিল
@HasanainTusar Жыл бұрын
ফিরাউন লম্বা ছিলো না। ফিরাউন আমাদের আকৃতিরই মানুষ। ছবিতে দেখেন তো তাই লম্বা মনে হয় তবে আদম আলাইহিস সালাম ৬০ হাত ছিলেন। ইব্রাহীম আলাইহিস সালাম আমাদের মতোই ছোটো মানুষ ছিলেন। এমনকি ইব্রাহীম ইসাহাকের কবরও তো বিদ্যমান আছে শামে। কিন্তু তাতে কি? ইব্রাহীম 'আলাইহীস সালাম এর কত কোটি বছর আগে আদম আলাইহিস সালাম এসেছিলেন তার হিসেব আছে? মানুষ এতটাই ধির গতিতে ছোটো হচ্ছে যা তার কল্পনারও বাইরে। হইত ১ ইঞ্চি ছোটে হতেই লেগে গেছে ১ লক্ষ বছর! আল্লাহই ভালো জানেন। সাউথ আফ্রিকাতে যে বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে সেটা কোটি কোটি বছর আগেকার। আপনি শুধু ইউটিউবে সার্চ করুন এটা লিখে ' Giant foot print in south africa'। তাহলে ভিডিও সহকারে দেখতে পাবেন। সহিহ বুখারিতেই হাদিস আছে যে আদম আলাইহিস সালাম ৬০ হাত ছিলেন।
@SindidAraf Жыл бұрын
Firaun er height 5 ft 6 inch. Google koren.
@LastMoment5 Жыл бұрын
@@HasanainTusarইব্রাহিম আঃ হলেন আদম আঃ এর দশ পুরুষ পরের নবী। আদম আঃ এক হাজার বছর হায়াত পেলে তার পরবর্তী 10 পুরুষ ইব্রাহিম আঃ পর্যন্ত আসতে সর্বোচ্চ 10 হাজার বছর লাগার কথা। আপনি লক্ষ কোটি বছর পার করে ফেললেন
@HasanainTusar Жыл бұрын
"ইব্রাহিম আঃ হলেন আদম আঃ এর দশ পুরুষ পরের নবী।" সম্পূর্ন ভুল কথা। আপনার এই কথার কোনো ভিত্তিই নেই। এমন জাল হাদিসেও এসব কথা আসে নি। ইব্রাহীম আলাইহিস সালাম হইত লক্ষ লক্ষ বছর পরে এসেছেন। আর আদম আঃ যে ষাট হাত লম্বা ছিলেন এজন্য আপনি ইউটিউবে সার্চ করুন 'Giant footprint in south africa' দেখবেন প্রমান সহকারে বিশাল পায়ের ছাপ পাহাড়ের গায়ে আছে। ওয়ি পায়ের ছাপ অবশ্য আদম আঃ এর না। কোনো এক মানুষের।@@LastMoment5
@Shakilchy-yb9to Жыл бұрын
Konkal na dakha ila bhalo hoto.
@mdarifuzzamanrintu2727 Жыл бұрын
ভাই আপনি আর কোনো ব্যাবসা পেলেন না, ইসলাম নিয়ে ব্যাবসা করেন।এগুলো আপনার কাজ না,এগুলো পড়াশুনা করা আলেম ওলামাদের কাজ
@ShahjahanMiah-b1o Жыл бұрын
কেন এটা কি এমন ভাষা যে সাধারণ মানুষ বুঝতে পারবে না কোন কিছুর সঠিক উত্তর না থাকলে বলে দেন আলেমের কাজ। প্রশ্ন এড়ানোর সহজ পদ্ধতি ।
@sarowerhossain3665 Жыл бұрын
একটা ভিত্তি হীন কাহিনি কে প্রমাণ করতে এতো রেফারেন্স দরকার নেই। গল্পের গরু কলা গাছে উঠে।
@anonymoussoul3343 Жыл бұрын
এভাবেই ইসলাম বিতর্কিত হচ্ছে। কিছুদিন পরে কুরান নিয়েও এরকম আলাপ শুরু হবে হেহে।
@selimff1794 Жыл бұрын
এই মানুসটাৰ মানুস সম্বন্ধে শিক্ষালাভ কৰে নাই। মীৰজুমলা দশ হাত লম্বা ছিলেন । লোক টা মিথ্যা কথা সাযিয়ে বলতে।
@saeedsoju488510 ай бұрын
হাদিস হয়ে গেছে হাদিত😅
@abukhabu6009 Жыл бұрын
আপনি হাদিস ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করছেন যেখানে কোরআন ও হাদিস আরবি। আপনি যদি আরবি না জানেন তাহলে কোরান হাদিস সরাসরি বাংলায় আছে, তাই আপনি সরাসরি বাংলা বলুন। এতে সমস্যা কোথায়?
@fayazurrahmanfahim283 Жыл бұрын
Hadish er man lekha Sahih,, taile jal hadish hoy kmne😂😂,, joto vaotabwzi
@roxanarakhalid2022 Жыл бұрын
আপনার কোনো ভিডিও র শুরুতে কখনও কোনো সালাম থাকে না কেন!?? এখন দলিল দিতে আসবেন না যে, সালাম না দিলেই বা কি , দিলেই বা কি!! দিলে নেকী হবে, না দিলে কিছুই হবে না। কিন্ত একটি ইসলামিক কন্টেন্ট সমৃদ্ধ এবং শরিয়তের গুরুত্বপূর্ণ বিষয়ক একটি পর্যালোচনামূলক চ্যানেল হিসেবে ইসলামি আদব, আখলাক, শিআর তো আপনার থেকেই বেশি প্রত্যাশিত!! সেখানে মুসলিম সমাজের অতি পরিচিত এবং চমৎকার এই অভিবাদন আপনার থেকে আসে না কেন!?? সব ভিডিওতেই দেখি আপনি হঠাৎ করেই শুরু করে দেন! আপনার চ্যানেল এর বেশিরভাগ আলোচনা ও ভিডিও ভালো লাগে, সব বিষয়ে না। কিছু বিষয়ে র অংশে অংশে আপনার পর্যালোচনা তে যুক্তি ও রেফারেন্স এর দূর্বলতা দেখা যায়। সেটা যাই হোক, মুসলিম উম্মাহ্ এর জন্য দ্বীনের এই ক্ষেত্রে চমৎকার অবদান রেখে চলেছেন। আল্লাহ তা'আলা আপনাকে জাযায়ে খাইর দান করুন।
@imran98T Жыл бұрын
Vai eta live stream er ekti onkso ei live ta aro onekdin ager.
@roxanarakhalid2022 Жыл бұрын
@@imran98T তাই কি ? অনেকদিন আগে করুক, অথবা আজ , এখন করুক!! যেহেতু তিনি এটা তার চ্যানেল এ লাইভ দিচ্ছেন না, সেহেতু তিনি তো এটা এডিট , মোডিফিকেশন করেই আপলোড করেছেন। সবকিছু করতে পারেন, ছোট্ট একটি বাক্য যুক্ত করে আপলোড করতে পারেন না বা করেন না, এটা এখন মেনে নিতে হবে?? তার মনে রাখা উচিত, এই আলোচনা বা লাইভ স্ট্রিম এর অংশ , সেটা যেমন ই হোক, আপলোড করছেন তার সাব্সক্রাইবার দের জন্য!! সেখানে হাজার হাজার মানুষ দেখবে। তাদের উদ্দেশ্যে সালাম বিনিময় কি যুক্তিযুক্ত নয় !??
@imran98T Жыл бұрын
@@roxanarakhalid2022 Khoma Chai Vai. Onar Vul Hoise Amio Mani. Kintu Tai Bole Eto Bbesi Kotha Bola Thik Hobena. Ete kore ohonkar chole aste pare. Allah Maf Koruk Amader
@yasinbaidya2814 Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই। সালাম দিয়ে শুরু করাই উচিত। আপনিও আপনার কমেন্ট সালাম ছাড়াই শুরু করেছেন। আপনাকেও সালাম দিয়ে শুরু করা উচিত ছিল।
@simonbashar Жыл бұрын
আসসালামু আলাইকুম... আপনিও কিন্তু সালাম ছাড়াই কমেন্ট শুরু করেছেন.. উনি বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে শুরু করেছেন.. আপনি লক্ষ্য করেননি... আর আপনার ইসলাম দাড়ি টুপি খোরমা খেজুরের ইসলাম.. তা নিয়েই থাকুন..
@RiRifat-hd5fh Жыл бұрын
আপনি কি কুরআন মাজীদ পড়েননি আল্লাহ তায়ালা বলেছেন " আর আমি সামুদ জাতিকে সৃষ্টি করেছি এমনভাবে যে তাদের পাগুলো ছিলো স্তম্ভের মতো এবং যখন তারা যমীনে চলাফেরা করতো তখন পাথরের মধ্যে তাদের গোড়ালি পর্যন্ত ডুবে যেতো " তাহলে কি এই আয়াতকে স্বীকার করবেন না? আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আল্লাহ তায়ালা তাওবা করার তাওফিক দান করুন।
@rabiulislamsobuz1508 Жыл бұрын
এদের যা মনে হয় তাই বলে দেয়।
@RiRifat-hd5fh Жыл бұрын
@@zakirhazari9102 আপনি সূরা আল -ফাজর পড়ে দেখেন আর এটার তাফসির ভালো করে পড়বেন , তাফসিরে ইবনে কাসির ১১ নং খন্ড।
@RiRifat-hd5fh Жыл бұрын
@@zakirhazari9102 আর কথাটা পাথরে পা ঢুকে যায় না বরং তাফসিরকারক এখানে বলেছেন তাদের পায়ের গোড়ালি পর্যন্ত দেবে যেতো।
@RiRifat-hd5fh Жыл бұрын
@@zakirhazari9102 আর আপনি কি কায়রোর যাদুঘরে ফারাওদের লাশগুলো দেখেননি তাদের মধ্যে অনেক লম্বা মানুষ আছেন তাহলে এটা কিভাবে সম্ভব হয় বলবেন? আর আপনি কি নবীগন আ: দের কবরগুলো দেখেননি সেগুলো কতটা লম্বা সামান্য বিবেক খাটালেই তো বোঝা যায় ভাই।
@RiRifat-hd5fh Жыл бұрын
@@zakirhazari9102 ভাই আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকেন আর আমি আমার বিশ্বাস নিয়ে থাকি। আমরা বিশ্বাস করি রাসুলুল্লাহ সাঃ এর সাহাবায়ে কেরামগন রাসুলুল্লাহ সাঃ থেকে যা বর্ননা করেছেন তা সত্য। সেই সোনালী মানুষগুলোর গবেষণা কে বর্তমান যুগের কারো কথায় অস্বীকার করতে পারিনা। আপনার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে সহীহ বুঝ দান করুন।
@মীরসরাইইকনোমিকজোনАй бұрын
ওহাবী মতবাদের লোক
@AgnosticTheist-YT Жыл бұрын
ভাই আপনাকে পছন্দ করতাম। কিন্তু এখন দেখতেছি আপনি তো হাদীস অস্বীকারকারী। আপনি কিভাবে সহীহ হাদিসকে জাল বলতে পারেন। আপনি হাদিসের উল্টাপাল্টা মনগরা ব্যাখ্যা শুরু করছেন। আপনি এখন মুসলমান আছেন কিনা আমার সন্দেহ হয়। এসব থেকে তওবা করে ফিরে আসেন। আমল কম করেন,পাপী মুসলমান হন তাও কোরআন হাদীস অস্বীকার করে অমুসলিম হয়ে যায়েন না।
@HasanainTusar Жыл бұрын
ইব্রাহীম 'আলাইহীস সালাম এর কত কোটি বছর আগে আদম আলাইহিস সালাম এসেছিলেন তার হিসেব আছে? মানুষ এতটাই ধির গতিতে ছোটো হচ্ছে যা তার কল্পনারও বাইরে। হইত ১ ইঞ্চি ছোটে হতেই লেগে গেছে ১ লক্ষ বছর! আল্লাহই ভালো জানেন। সাউথ আফ্রিকাতে যে বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে সেটা কোটি কোটি বছর আগেকার। আপনি শুধু ইউটিউবে সার্চ করুন এটা লিখে ' Giant foot print in south africa'। তাহলে ভিডিও সহকারে দেখতে পাবেন। সহিহ বুখারিতেই হাদিস আছে যে আদম আলাইহিস সালাম ৬০ হাত ছিলেন।
@RiRifat-hd5fh Жыл бұрын
রাসুলুল্লাহ সাঃ যা ইরশাদ করেছেন আমরা তা মনে প্রানে বিশ্বাস করি। আপনি বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি আপনাকে তাওবা করার আহ্বান জানাচ্ছি।
@DRROBIN-jw9yc Жыл бұрын
আগে সম্পূর্ণ বিডিও দেখুন
@RiRifat-hd5fh Жыл бұрын
@@DRROBIN-jw9yc apni ki muslim?
@DRROBIN-jw9yc Жыл бұрын
@@RiRifat-hd5fh বললাম কি?? উত্তর দিলেন কি?? ইমাম মালেক,, আসকালানি ওনারা তাহলে মুসলিম ছিলেন না??
@subhashdasadhikary5263 Жыл бұрын
@@DRROBIN-jw9yc *Quran. Nojil. Hoer. Age. Kau. Muslman Chilen. NA *SURA. An. Anm. 6: 14 *SURA. Az. Zumar 39:12 *Parun. Abng. ANS. Diben. MURTHI. Pujar Refarence *Sura. Saffat. 37.: 95 *Sura. Saffat. 37.: 96 *AL QURAN. AROBIC Chara. Kono. ANUBAD KE. QURAN. Bala. Jabe. NA SURA Ash.Sejdha26: 195 TAFSIR.-" It. Is. Known From. The. Verse. That The. Quran. Written In. Arobic. Is. The. Quran. A. TRANSLATIN Of. ANY. Content. Of. The. Quran. In to. Other Languge. Shall. Not. Be CALlED. The. QURAN. " ( See: ibn. Kashir. ) **KURBANI. SUDHU. HAJ.e KABAR. KACHE Habe. OR. HAJ. Jabar Pathe. Badha. Parpto Hole. Sae. Khane. KURBANI. HABE *SURA.Baqra. 2: 196 (Anno. Khotao. KURBANI. Habe. NA ATA. JABAI. HABE)
@mamunhosen1559 Жыл бұрын
আপনে মিথ্যা বলছেন
@AgnosticTheist-YT Жыл бұрын
পথভ্রষ্ট বিদ্যান 😂
@RiRifat-hd5fh Жыл бұрын
আমি মনে করি আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়েছেন। একজন ব্যক্তির তিন বছরের গবেষনা বড় হয়ে গেলো আর গত ১৪০০ বছর ধরে সাহাবা তাবেঈ তাবে তাবেঈ এবং সকল উম্মতের গবেষণা ভুল তাইনা?
@zakirhazari9102 Жыл бұрын
আবু হুরাইরা মানেই বিনোদন।
@HasanainTusar Жыл бұрын
মানুষ এতটাই ধির গতিতে ছোটো হচ্ছে যা তার কল্পনারও বাইরে। হইত ১ ইঞ্চি ছোটে হতেই লেগে গেছে ১ লক্ষ বছর! আল্লাহই ভালো জানেন। সাউথ আফ্রিকাতে যে বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে সেটা কোটি কোটি বছর আগেকার। আপনি শুধু ইউটিউবে সার্চ করুন এটা লিখে ' Giant foot print in south africa'। তাহলে ভিডিও সহকারে দেখতে পাবেন। সহিহ বুখারিতেই হাদিস আছে যে আদম আলাইহিস সালাম ৬০ হাত ছিলেন।