সাধারণ মানুষ কি করে এটার চর্চা করতে পারে এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়া জন জীবনে কি করে এটি বিস্তার ঘটানো যায় আশাকরি এটার জন্য একটি ভিডিও তৈরি করবেন। আমি কি করে আপনাদের সঙ্গে কাজ করতে পারি কোন সুযোগ থাকলে জানাবেন।
@sharminakter135Ай бұрын
অনেক সুন্দর আলোচনা
@ziaurrahman87392 жыл бұрын
Thank you so much Madam for giving your motivational speech, really it’s help us to accept philosophy as a royal subject 😍
@anindonojhaАй бұрын
চমৎকার আলোচনা
@foodandshoppingguide12836 ай бұрын
মাশ আল্লাহ চমৎকার আলোচনা!
@tajulislam5750 Жыл бұрын
অসাধারণ আলোচনা। ধন্যবাদ ম্যম।
@abidbadhon6354 Жыл бұрын
শ্রদ্ধেয় ম্যাম দর্শন সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করতে কি পদক্ষেপ গ্রহণ করা যায়? বি দ্রঃ আমি হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।
@tanvirahmed00134 ай бұрын
দর্শনের কিছু সেরা বই সাজেস্ট করুন প্লিজ
@horishroy33812 жыл бұрын
ম্যাম আমি দর্শন নিয়ে অনার্স করতেছি, আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না, আমি দর্শনের জ্ঞান কোথায় কাজে লাগাবো,,,,সাধারণ মানুষও যৌক্তিকভাবে অনেক কিছু ভাবে,,,,,,,তা হলে দর্শন না পড়েও তো,,, মানুষ যৌক্তিকভাবে চিন্তা করতে পারে,,,অন্যান্য বিষয় নিয়ে যারা পড়াশুনা করছে তারাও,,,তো দার্শনিক হতে পারে,,,,,তা হলে দর্শন নিয়ে আমি পড়ছি আমার speciality টা কোথায়?? যারা ডাক্তারী পড়ছে,,তা রোগীর কাজে সে জ্ঞান কাজে লাগায়,,,যারা ইঞ্জিনিয়ার তারা অবকাঠামোতে সে জ্ঞান কাজে লাগায়,,, মূলত আমি আমার এই জ্ঞান দিয়ে কি কাজে লাগাতে পারি ম্যাম,,, খুব কষ্ট থেকে কথাগুলো বলা,,খুব অনুরোধ করছি উত্তরগুলো পাওয়ার জন্য
@gamaerwithhaker5248 Жыл бұрын
অনেক অশিক্ষিত মূর্খ লোকও যুক্তি দিয়ে আলোচনা করতে পারে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি বা পেশা বেছে নিবেন
@kdroy3681 Жыл бұрын
তুমি করেই সম্বোধন করছি। আমার বয়স ৬০+....। দেখলাম যে মাননীয়া ম্যাডাম আট মাস ধরে তোমার তোমার তোলা প্রশ্নটির উত্তর দেননি, তাই আমার মনে হলো আমি আমার মতন করে এই সংক্রান্ত একটা আলোচনার অবতারণা করতে পারি। আমি নিজে ফিলোসফির প্রথাগত ছাত্র ছিলাম না, কিন্তু আমার এটা একটা আগ্ৰহের বিষয়। তোমার বর্তমান পড়াশোনার স্তর থেকে অনুমান করা যেতে পারে যে তুমি সারা বিশ্বের সব স্থান -কালের এবং সব ধারার ফিলোসফির সঙ্গে পরিচিত। সত্যি বলতে কি, মাননীয়া ম্যাডাম কিন্তু সব ছাত্রের কথা চিন্তা করে মূলতঃ তোমার তোলা প্রশ্নেরই একটা সাধারণ (general) উত্তর সংক্ষিপ্ত কিন্তু বেশ মনোগ্ৰাহী করে দিয়েছেন। তোমার প্রশ্নের মানে করলে দাঁড়ায় তোমার নিজের জীবিকা কি হবে সেই সংক্রান্ত নয়। প্রশ্নটা মৌলিক, দর্শন মানুষের কি কাজে আসে? আমার উত্তর হলো দর্শন পড়তে এবং এর সঠিক সার্থকতা বুঝতে প্রাথমিক ভাবে চাই ইতিহাস বোধ। কেন না দর্শন হলো মানুষের চিন্তার বিকাশের (evolution) ধারাবাহিক ইতিহাস। যদিও এই বিকাশ সরল রেখায় ঘটেনি, পৃথিবীর সব স্থানে ছড়িয়ে ছিটিয়ে বাস করা সব মানুষের ক্ষেত্রে সব সময় সুষম ভাবে ঘটেনি। কিন্তু তা সত্ত্বেও আমাদের এটাই দায় এবং দায়িত্ব যে সেই চিন্তার বিকাশের একটা চলমান মালা বা সিঁড়ি দাঁড় করাতে হয়। ইতিহাসের প্রাসঙ্গিকতা এই যে, বিচ্ছিন্ন ভাবে গৌতম বুদ্ধের দর্শনটুকু জানলে কিছুই জানা হবে না যদি না তাঁর দ্বারা প্রভাবিত স্থান-কালের মানব সমাজটাকে পুঙ্খানুপুঙ্খ না জানি। তিনি তো এই অখণ্ড এবং ঐতিহাসিক বাংলা-বিহারের মানুষ ছিলেন। ইতিহাসবিদ এবং সমাজবিজ্ঞানীরা বলেন যে আজ পর্যন্ত, মাঝে এতো সামাজিক, রাজনৈতিক, ধার্মিক পট পরিবর্তনের পরও তাঁর প্রবর্তিত নৈতিক শিক্ষা এতদ অঞ্চলের মানুষ বহন করছেন। এটা আশ্চর্যের এবং আরো অনুসন্ধানযোগ্য নয় কি? এই মহৎ কাজগুলো কে করবে? তোমার মতো কৌতুহলী নবীন দার্শনিকরাই করবে না কি?.... আজ এপর্যন্ত থাক। আগ্ৰহ প্রকাশ করলে আলোচনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। ধন্যবাদ।
@JanoJanaw769 ай бұрын
@@kdroy3681 শ্রদ্ধেয় শ্রদ্ধা নিবেন,,,,আপনার উত্তর দেয়ার ৬ মাস পড়ে আমি পড়লাম,,,,,এই বয়সে এত কষ্ট করে লিখিছেন এটা ভেবে একটু মনটা গম্ভীর হলো,,,,,অসংখ্য ধন্যবাদ 🙏
@FarhanAhmed-vq5osАй бұрын
Kono kaja Laga na time pass bad subject
@JanoJanaw7613 күн бұрын
শ্রদ্ধেয় স্যার,আমি অনেক পূর্বে আপনার কমেন্টের একটি রিপ্লাই করছিলাম তা দেখতে পাচ্ছি না তার জন্য খুব দুঃখিত। আপনি যে এই বয়সে আমার জন্য লিখিছেন তার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন আলোচনায় আসা যাক🙏 স্যার আপনি যে উত্তরটি দিয়েছেন তা অবশ্যই সঠিক। সেই জ্ঞানের ধারাবাহিকতা বজায় রাখা আমাদের দায়িত্ব। কিন্তু( আমাদের) কথাটি আমি ব্যবহার করছি বৃহত্তর অর্থে আর্থাৎ সমগ্র মানব জাতিকে বোঝাতে।শুধু দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য নয়। তাই আমার মনে হয় দর্শনের জ্ঞান সবার মধ্যেই থাকা উচিত। দর্শন আলাদা বিভাগ করে পড়িয়ে তা আমাদের বর্তমান সমাজের চাহিদা অনুয়ায়ী আমরা প্রস্তুত হতে অসর্থ ও অজ্ঞানী মনে হয়। উদাহরণস্বরৃপ আমার জ্ঞান পরমানু আবিষ্কারের প্রথম পর্য়ায় পর্যন্ত। সেই পরমানু দিয়ে কি কি তৈরি করা যায়, এবং তা মানব জাতির উপকারে কি ভাবে কাজে লাগানো যায় সেটা সেখায় না। ফলে সমাজে আমাদের মূল্য অনেক কম। তাই শুধু তাত্ত্বিক নয় ব্যবহারিক জ্ঞানের জন্য আমাদের আমাদের প্রস্তত হওয়া সমীচীন নয় কি? @@kdroy3681
@MdkobirHosaan15 күн бұрын
❤️
@MdMasumbabu-i4p Жыл бұрын
nice
@rajonsarkar18896 ай бұрын
ম্যাম দর্শন ডিপার্টমেন্টে কি শিক্ষা ক্যাডার আছে
@sheikhmusafir4770 Жыл бұрын
ম্যাম আমি একজন দার্শনিক হতে চাই। কিভাবে হতে পারবো। আমি উদ্ভিদবিজ্ঞান বিষয়ে অনার্স করছি।
@NayanSardar-py8kp6 ай бұрын
kon college
@Anharazad7 күн бұрын
দর্শন ছাড়া জীবন অচল
@lizaakter38047 ай бұрын
দর্শন সাবজেক্ট কি কঠিন
@FarhanAhmed-vq5osАй бұрын
Dorson niya jara pora tara Nastik Hoe
@mdyeaminhossain9606 Жыл бұрын
❤❤❤❤
@rakibeshan74502 ай бұрын
ফিলোসোফি আপনার চুলের উপর মারাত্মক প্রভাব ফেলেছে,,😂
@aijoy15210 күн бұрын
😅
@AbuYousuf-z7q2 күн бұрын
😂😂😂
@shamimasrahaf2909 Жыл бұрын
ম্যাম আমি একজন জিওগ্রাফারের ছাত্র এমএসসি করতেছি বিএস সি শেষ গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হল হচ্ছে নজরুল হল আপনাকে মুসলিম মনে হলো আপনার নাম দেখে ম্যাম মনে কিছু নেবেন না চুলটা রাখে এরকম ঠিক হয়নি
@WasimVivek2 ай бұрын
একজন দার্শনিক কি ধর্মের অনুসারী হয়ে থাকে,
@AshrafulIslam-ot7vj Жыл бұрын
আপা, ফিলোসফি পড়লে মানুষ আঁতেল মনে করে। এখন আপনি কি বলবেন?
@মাধবীলতা-ঠ৭প Жыл бұрын
Philosophy নিয়ে পড়ে কি কোনো দাম আছে? কোনো জব পাওয়া যাবে আজাইরা
@durjoydas3990 Жыл бұрын
আপনি কি জব করতে চান।গার্মেন্টস জব করবেন আছে তো 😂
@FarhanAhmed-vq5osАй бұрын
No value
@sojibmahrez3950Күн бұрын
আপনার মন্তব্য দেখে অবাকই হলাম বটে, পৃথিবীর শিক্ষাব্যবস্থা এবং পাঠ্যবই পড়া বা বর্ষ শেষে আমাদের যে পরিক্ষা নেওয়া হয় তা কেনো নেওয়া হয় আপনি কি তা জানেন? আমার মনে হয় আপনি যানেন মানুষ লেখাপড়া করে শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য এবং চাকরি লাভের আশায়, আসলেই কি তাই? এই জন্যই শিক্ষাব্যবস্থার আবির্ভাব হয়েছিলো? এইজন্যই আমরা বাঙালিদের আজকে এই অবস্থা, নামে মাত্র শিক্ষিত, চাকরি আর কোনোরকম জীবন চালিয়ে নেওয়া জনগোষ্ঠীকে বলা হয় বা ঙা লিইইইইই।
@benjaminhaider6090 Жыл бұрын
Jader jibanacharae discipline er balai nai tader philosopher bolae. Parae gajakhor, matal, chibtaikari , mastan er jibanae discipline er sthan nai, era sobaikar philosopher ganna Kara Jai. B.Haider- F. F. Magura .
@mdashadulislam6047 Жыл бұрын
দর্শনে কেন পড়ব? উত্তর না দেওয়ার জন্য আমি আপনাকে বলদ বলছি,,,,,,