দ্বার খুলে দাও দয়াল আমি তোমার-দয়ার ভিক্ষারী, আমারে তারাইয়া দিও না দয়াল- আমি আজ কাতরে বিনয় করি।। আমি তোমার দয়ার ভিক্ষারী।। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিক্ষারী।। * ভিক্ষারী আজ খাড়া দরোজায় তোমার অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমায় জানি কত কাঙ্গাল-তোমার কৃপায় ঐ ধনের অধিকারী।। * ছিলাম-আছি- থাকবো চির কাল কি চাই আমি জান তুমি-আমি কি ধরনের কাঙ্গাল, যদি তুমি থাকতে আমার এই হাল কেমনি সহ্য করি। * এই ভাবে আর কাঁদাবে কত স্মরণে চরণে রেখ দয়াল প্রতি মুহূর্ত (কবে) আমায় নাম ধরে ডাকবে মোহন্ত পরো - পারের কান্ডারী।। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিক্ষারী আমারে তারাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি।। সকলের কাছে অনুরোধ করছি, আমার মহান মুর্শিদ মরমী কবি সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্ সাঁইজি এই গানটি যে ভাবে লিখেছে,আপনারা সবাই এই ভাবে গাওয়ার জন্য অনুরোধ করছি।। প্রচারে: মোঃ মানিক ঢালী।। মরমী বাউল সাধক আব্দুস সাত্তার মোহন্ত শাহ্ সাঁইজির নগণ্য একজন ভক্ত আমি
@kartikchanfokirbikrampuri84003 жыл бұрын
সত্যি বলেছ একবারও সাধক ও বাউল সম্রাট মাখন দেওয়ানের নামনেয়নি।
@RazzakBandari Жыл бұрын
❤❤❤❤❤❤
@kobirhossen3867 Жыл бұрын
❤😊
@mdfaijul8372 жыл бұрын
গানটার মাঝে কিজে অাছে জানিনা, এত ভালো লাগে কেন
@bulaidebnath24786 жыл бұрын
Darun Gan
@alomgirhossain63616 жыл бұрын
বাহ বাহ
@bankimbiswas74275 жыл бұрын
এইদলটির প্রত্যেকেই দারুন গায় এবং বাজায় তাইতো প্রতিদিন শুনি।
@mdjahangiralomrobi68736 жыл бұрын
রিপন ভাইকে ধন্যবাদ সুন্দর দোহারির জন্য
@nilmonsadakahoj44713 жыл бұрын
মাখন দেওয়ান সাহেবের নাম নেওয়ার দরকার ছিলো তিনিও তাদেরই বংশধর😶