স্যার আপনার ভিডিও দেখে আপনার সাথে কন্টাক্ট করেছিলাম। গ্রাফিক্স ডিজাইন থেকে নিয়ে অফিস কোর্সের সমস্ত কাজই আমি 15 বৎসর যাবত করে আসছি। কিন্তু মার্কেট প্লেসের সঠিক নিয়ম কানুন না জানার কারনে আমি ফ্রিল্যান্সিংএ অংশগ্রহণ করে লাভবান হতে পারছি না। ইতিমধ্যে আমি কয়েকদিন আগে ফ্রিল্যান্সিং ডট কম এ একাউন্ট ক্রিয়েট করেছি বাট আমি কোন ওয়েতে কাজ করতে পারবো বুঝতে পারছি না। ফ্রিল্যান্সিং বিষয়ে সঠিক গাইড লাইন পেলে আমি অবশ্যই সফল হতে পারতাম। আমি আলিয়া মাদরাসায় লেখাপড়া করেছি। ফটোশপ, ইলেস্ট্রেটর, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল সবগুলোতেই আমি সমানতালে কাজ করতে পারি। আপনাদের হ্যাল্প পেলে আমি মনে হয় উপকৃত হতে পারতাম।