Рет қаралды 9,584
Dasghara Jamidar Bari | Terracotta Temple | Shooting Location | #দশঘরা।#বিশ্বাসবাড়ি। #রায়বাড়ি
হুগলির দশঘরা , বিশ্বাস বাড়ি এবং রায়বাড়ি। হুগলির এই দশঘরা গ্রামটিকে টেরাকোটার গ্রাম বলে , বহু প্রাচীন মন্দির আছে এখানে ।
বাড়িকেবল বাঁকুড়ায় নয়, হুগলিতেও আছে টেরাকোটার গ্রাম । প্রাচীন জমিদার বাড়ি বিশ্বাস পরিবারের প্রতিষ্ঠিত শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরের টেরাকোটার কাজ ।দশঘড়ার জমিদার বাড়ি গুলি চলচ্চিত্র কিংবা বিভিন্ন ধারাবাহিকের পরিচালক দের দৃষ্টিতে বারংবার এসেছে। বাঞ্ছারামের বাগান, হীরের আংটি, বাড়িওয়ালি, জোড়াদিঘির চৌধুরী পরিবার, রুদ্র সেনের ডায়েরির, গোলন্দাজ ইত্যাদি সিনেমার শ্যুটিং হয়েছিল এখানে এছাড়াও বাংলা ধারাবাহিক যেমন গৌরী এলর শুটিং ও দশঘড়া তেই হয়েছে।
সাবেকিয়ানার সন্ধানে কিছুদিন আগে ঘুরে এলাম দশঘরা থেকে। কোলকাতা থেকে মাত্র পঁচাত্তর কিমি দূরে বাংলার আরো একটি ঐতিহ্যময় স্থান হলো দশঘরা। বারোদুয়ারী রাজ্যের রাজধানী দশঘরার নামকরণ বড়ই আকর্ষনীয়।দশঘরায় নেমে চারিদিকে ধানক্ষেতের মাঝে গ্ৰামের রাস্তা ধরে মিনিট দশেক এগোলেই বিশ্বাসপাড়া। এই বিশ্বাসপাড়া তেই এক সুবিশাল দীঘিকে সম্মুখীন করে বিশ্বাসদের জমিদার বাড়ি দন্ডায়মান। বাড়িতে ঢোকার মুখেই সিংহ দুয়ারের সিংহ আপনাকে স্বাগত জানাবে। এরপর নুড়ি বিছানো পথ ধরে এগিয়ে গেলে একে একে পড়বে বাড়ির জলসাঘর, নহবতখানা, জলেশ্বর শিব মন্দির, কাছারি বাড়ি ও তার পাশে সামনের দিকে রাসমঞ্চ, পেছনে টেরাকোটার দোলমঞ্চ।
#রায়বাড়ি
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
রায়বাড়ির প্রতিষ্ঠাতা শ্রী বিপিন কৃষ্ণ রায়। বিপিনবাবু কর্মসূত্রে কলকাতা বন্দরের মাল খালাসের কাজে যুক্ত ছিলেন। এই কাজের সঙ্গে যুক্ত থেকে প্রভূত ধন সম্পত্তির মালিক হন এবং এই বিশাল বাড়ির প্রতিষ্ঠা করেন। রায়পাড়া ঢুকতেই চোখে পড়বে বিশাল তোরণদ্বার।
দ্বারের বাম দিকে একটি অষ্ট কোণাকৃতি ঘড়িঘর। ওপরে বিদেশি মূর্তি সহ চারদিকে চারটি বিশাল লোহার ঘড়ি এবং বাকি চারটি দেওয়ালে সেই আমলের চারটি খড়খড়ি দেওয়া জানালা। কিছু বছর আগেও প্রায় 4-5 কিলোমিটার দূরথেকেও এই ঘড়ির ঢং ঢং আওয়াজ শোনা যেত। তোরণদ্বার পেরিয়ে বাড়ির এক অংশে স্থানীয় ডাকঘর। উল্টো দিকে উনারই প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়। দাতব্য চিকিৎসালয় এর মোড় ঘুরে পাইন ঘেরা সরু পথ দিয়ে একটু এগিয়েই দেখবেন রাস মঞ্চ ও চাতাল। এর পরেই এক চমৎকার দ্বিতল বাড়ি। বাড়ির ভিতরেই দুর্গামন্দির। সামনে প্রকাণ্ড ঝিল। এই বাড়িতে হয়েছে একাধিক বাংলা সিনেমার শুটিং। তারমধ্যে অন্যতম হলো হীরের আংটি, বাড়িওয়ালী ও বাঞ্ছারামের বাগান। একসময় এদের বাড়ির পূজায় ছাগ বলির প্রচলন ছিল।কিন্তু 2002 সালের এক অলৌকিক ঘটনায় বলিপ্রথা বন্ধ হয়ে যায়। সেবার বলি দেওয়ার সময় আলোর ঝলকানিতে কামারের চোখ বন্ধ হয়ে যায়। তখন থেকেই বন্ধ হয়ে যায় পশুবলি।
*পথনির্দেশ* তারকেশ্বর অথবা গুড়াপ থেকে বাসে খুব সহজেই চলে আসতে পারেন দশঘরায়। সাথে ঘুরে নিতে পারেন রায় দের জমিদার বাড়ি যেটি বিশ্বাস বাড়ি থেকে ১০ মিনিটের পায়ে হাঁটা দুরত্বে অবস্থিত।
#dashghra
#biswasbari
#roybari
#hooghly
#dasghra
#jamidarbari
#rajbarivlog