সত্যিই দ্বীপরাজ দেখতে অনেক টা আমাদের সবার প্রিয় মহসিন উল হাকিম ভাইয়ের মতো । খুব ভাল লাগল এপিসোড টি ।
@kamruzzamantutul12903 жыл бұрын
hmm
@jyotsna8913 жыл бұрын
Thank ❤❤you deepraj
@rakeshroy95324 ай бұрын
ঠিক কথা l দীপরাজ আমাদের মহাসিন স্যার এর মতো মিষ্টি হাসিতে লিপ্ত থাকে l 👍😀
@pinakpaul14963 жыл бұрын
আপনাকে ফলো করি।সত্যিই দ্বীপরাজের অসাধারণ হাসি।।এত ছোট বয়স থেকে পাকা মাঝি ।। আপনি সত্যিই বলেছেন যেখানে কর্মই আসল ধর্ম সেখানে ধর্ম নিয়ে বিশৃঙ্খলা কখনই হয়।। সৎ কর্মই আসল ধর্ম।।
@kazijafranislam45713 жыл бұрын
ছোট ছেলেটার ভুবন ভুলানো হাসি ☺ সাথে আপনার নান্দনিক উপস্থাপনা, চোখের সাথে মনেরও প্রশান্তি।❤️❤️
@mdmoinul7062 жыл бұрын
হাকিম ভাই আপনারই সৃষ্টি, এক বিলেদ সরদার আর এক সন্দ্বীপের দ্বীপ রাজ
@tanmoynandi20753 жыл бұрын
আমি ভারত এর পশ্চিমবঙ্গ থাকে দেখছি আপনার blogs আমি সব সময় follow করি।।।।খুব ভালো লাগে।।।।। র আজকের হিরো দীপ রাজ।।।।।।।।।।।।।খুব সুন্দর লাগছে।।।।
দাদা এই ছোট্ট দ্বীপরাজের নিস্পাপ হাসি 😄 সব মা বাবাদের কাছে পৃথিবীর সব আনন্দের থেকে ও বেশি সুখের। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দ্বীপরাজের সঙ্গে আমাদের সঙ্গি করার জন্য। আশা করি আরও কিছু ভিডিও আপনি দেখাবেন। ভালো থাকবেন।
@RezaulKarim-zz9zi3 жыл бұрын
এর কোন জবাব নাই, ধন্যেবাদ যানানোর ভাষা নাই আমার, এই দ্বীপরাজ একটা সুপার হিরো। আমি শিহরিত আজকের ভিডিও দেখে।
@anurupmajumder75443 жыл бұрын
আজকের এই এপিসোড টি আমার মতে অন্যতম সেরা। পুরো পর্বটি অত্যন্ত উপভোগ্য। দ্বীপরাজের জন্য রইলো আন্তরিক ভালবাসা ও শুভকামনা। আপনাকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
@nazmulhossain65013 жыл бұрын
দীপরাজ এর চেহারার মিল খুঁজে পাচ্ছি আপনার চেহারায়। মনে হচ্ছে ছোট মহসিন উল হাকিম
@MehediHasan-wg2je3 жыл бұрын
😁😁😁
@emranbeen22533 жыл бұрын
অনেক মিল আছে।😄😄😄😄
@BHandwriting203 жыл бұрын
I agree
@mdsaddam-qg5ye3 жыл бұрын
Hasi ta onek mile mohsinul hakim sir ar sathe
@ashrafulalom37713 жыл бұрын
ঠিক বলছিস ভাই
@ArtwithAmrita3 жыл бұрын
অসাধারণ লাগলো দাদা ভিডিওটি দ্বীপরাজ আর অপেক্ষায় ছিলাম ওর হাসিটি আমার মন ছুঁয়ে গিয়েছে ওর আরও একটি portrait drawing করার খুব ইচ্ছা খুব তাড়াতাড়ি করবো ওকে আমার খুব ভালো লাগে
দ্বীপরাজের নতূন portrait আঁকার জন্য আগাম ধন্যবাদ ও সশ্রদ্ধ ভালোবাসা রইল।
@bmdrobi24343 жыл бұрын
Nniec
@bittumandal17083 жыл бұрын
যখন ও জলে সাঁতার কাটছিলো এক মুহূর্তের জন্য মনে হলো যেন আপনার ছেলে বেলা কে দেখলাম মহসিন ভাই. চেহেরার মিল খুলে পেলাম
@rammajumdar32473 жыл бұрын
ছোট্ট ভাইটির জন্য অনেক ভালোবাসা থাকল জীবনে একটি সফল মানুষের মতো মানুষ হোক। আপনাকে ধন্যবাদ স্যার ।
@creativexv86333 жыл бұрын
দীপরাজের হাসি সত্যিই অপূর্ব । খুব ভাল থাকুক আমাদের দেশের সোনার ছেলেরা ।
@sahmed15333 жыл бұрын
দ্বীপ রাজের দাঁত গুলা অনেক সুন্দর 🥰🥰🥰
@robisvlog26943 жыл бұрын
দ্বীপরাজের হাসিটা অসম্ভব মায়াবী। আল্লাহ যেন দ্বীপরাজের জীবনটা সুন্দর করেন এই দোয়া রইল।
@rayhanshd13 жыл бұрын
দীপ রাজকে পুরো আপনার মতো দেখা যায় ভাই। ওর মতো আমার একটা ভাতিজা আছে। আল্লাহ দীপ রাজকে অনেক বড় করুক, ভালো রাখুক আমিন।
@rahulpaul49193 жыл бұрын
দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলেও বাচ্চাটির হাসির মূল্য কেউ দিতে পারবে না। ❤️ 👉🇮🇳
@MdMonsur-id6ij3 ай бұрын
😮😮😮😮😢😢🎉🎉😂😂❤❤❤😊😊
@jonysheikh2413 жыл бұрын
দ্বীপরাজের মিষ্টি ও মায়াবী হাসি দেখে চোখে পানি চলে আসলো, আফছোস যে এমন অনেক শিশু দারিদ্রতার কাছে হার মেনে নিয়ে শিক্ষা জীবন ছেড়ে কর্ম জীবনে চলে যায়! দোয়া রইলো দ্বীপরাজ বাবার জন্য।
@moazzemhossain77273 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ মোহসীন ভাই, এরকম একটা পর্ব দেখানোর জন্য । জীবনে অনেকবার সন্দীপ যাওয়ার ইচ্ছে পোষণ করেছি কিন্তু সুযোগ হয়ে উঠেনি। আজকে অনেকটাই পূরণ হলো। সত্যি দ্বীপরাজের কোনো তুলনা নাই, ওর হাসিটা বর্ণনাতীত, এরকম হাজারো দ্বীপরাজ বাংলার বুকে আছে কিন্তু সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যায় জীবনের অথৈ সাগরে, আলোর মুখ দেখতে পায়না। আপনি ওর আলোর ব্যবস্থা করেছেন জেনে খুবই ভালো লাগলো । আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহসীন ভাই ।
@MohsinULHakim3 жыл бұрын
আপনাকেও ধন্যবাদ ভাইজান। আমি সামান্য একজন। চেষ্টা করি ঝোট ছোট করে। ভালো থাকবেন। শুভকামনা ♥
@lipaakter20202 ай бұрын
Mashallah😍😍😍😍😍 Dipraj ke deke kub mayea laglo or Hashi onak cute Eto choto Boyeshe lekha pora korar khota se kane Jibikar Hal dorece
@sunandarjanala-thewellness88993 жыл бұрын
আপনাদের সকলের সহায়তায়, আর ঈশ্বরের আশীর্বাদে এই ফুলের মত শিশুটি সত্যিই তার নামকে সার্থক করে তুলুক.. আগামীতে কোন এক দ্বীপের রাজা হয়ে উঠুক ও ,আজ যেমন সকলকে অবাক করে দিয়ে নৌকার হাল ধরেছে একদিন যেন সত্যিকারের রাজার মতো অনেক মানুষের জীবনের হাল ধরতে পারে,আর ওর ঐ ভুবন ভোলানো হাসি দিয়ে মানুষের মনের কষ্ট হাওয়ায় ভাসিয়ে দিতে পারে..ভাল থাকুক ছোট্ট সারং ,ভাল থাকুন আপনারা সবাই..আপনাদের মধ্যে দিয়ে সুন্দরবনের মানুষের জল জীবন সত্যিই সুন্দর হয়ে উঠুক...ঈশ্বর আপনাদের সাথে থাকুন
@shadhinsarker88253 жыл бұрын
Deep Raj er hasi ta Vubon joyi & Apni je alo kito manush tar prokash. Apnar maddhomy Deep raj Bongo raj hok ....Ithink world best Deep raj Laugh ....!!!!!!!!
@MohsinULHakim3 жыл бұрын
চেষ্টা করবো। হবে আশা করি।
@reshmamallick85583 жыл бұрын
দ্বিপ রাজকে দেখে খুব ভালো লাগলো দ্বিপ রাজের হাসিটা খুব মিষ্টি ধন্যবাদ আপনাকে
@subratadhara2973 жыл бұрын
আজকের ভিডিও টার তুলনা হয়না,এক ছোট সারেং দীপরাজের ভূবণ জয়ী ☺ আর ইলিশ মাছের বাড়ি। একটা কথা,দীপরাজ এতো ছোট্ট, ওরতো এখন লেখা পড়া করাই উচিত! ওর যে লেখা পড়া দায়িত্ব নিয়েছেন তাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।ভালো থাকবেন। হাওড়া, প,ব।
অবাক হয়ে গেলাম ভাই, এই ছোট বাচ্চার চেহারা টা একদম আপনার মতো, আপনার চেহারার সাথে অনেক টাই মিল আছে,,,, মাছ ধরার দৃশ্য টা সেই ছিলো,
@subhadiprakshit2293 жыл бұрын
অসাধারণ লাগলো আজকের এপিসোডটা স্যার।।।খুব উৎসাহ ছিলাম দ্বীপরাজের ভিডিও কবে পাওয়া যাবে ভেবে,কিন্তু সেই উৎসাহটাকে আনন্দে পরিনত করতে আপনিই পারেন এই বিশ্বাস টাও ছিল,আছে এবং থাকবে। ছোট্ট বাবুটার নাম দ্বীপরাজ,কিন্তু ওর হাসিটা এতটাই নিস্পাপ যে ও হয়ত নামে দ্বীপরাজ কিন্তু আসলে ও হল "মনরাজ"।আমাদের সবার মন জয় করে নিয়েছে সেই দিন থেকেই। দ্বীপরাজ এর জন্য এবং তার পরিবারের জন্য অনেক অনেক ভালবাসা,শুভেচ্ছা জানাই আর আপনাকেও অনেক অনেক ভালবাসা,শুভেচ্ছা স্যার।ভালো থাকবেন।।। পশ্চিম বঙ্গ,ভারত।।।
@AmitMandal-ue6gn3 жыл бұрын
sobai ashibad kore dip raj er jonno. Osadharon. Khub mone porche ARONOOK er kotha. Ashirbad roilo. Dip kheepa valo thak. joy hok.
@birdloverworld2 жыл бұрын
সন্দ্বীপের মানুষের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ সন্দ্বীপের জেলেদের জীবন ও জীবিকা নিয়ে ভিডিওটা তৈরি করার জন্য।
@a_no_nymas_32943 жыл бұрын
এই এপিসোড টার অপেক্ষা বোধহয় সকলেই করছিল । কি অদ্ভুত একটা অনুভুতি হচ্ছে ভিডিওটি দেখে ।। ভালোবাসা অবিরাম ।।,
@TarikulIslam-ml3pd3 жыл бұрын
দ্বীপরাজের হাঁসি ছিল ফরমালিনমুক্ত।তার পড়াশোনার দায়িত্ব যে নিয়েছে তাকে ধন্যবাদ।জাযাকাল্লাহ।
@MDBijoyHossain3 жыл бұрын
অসাধারন 💞দীপ রাজ এর অপেক্ষায় ছিলাম।
@arifhoaain39813 жыл бұрын
Ki deklam ami amr❤️❤️❤️ bishas hoy na
@mfrahman48113 жыл бұрын
দ্বীপরাজের হাসিটা সত্যিই খুব মিষ্টি।সুন্দরবনের হিরো বেলায়েত ভাই। আর সন্দীপের হিরো দ্বীপরাজ। আর মহসীন উল হাকিম হলো এসব হিরো তৈরীর কারিগরি। অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা রইলো আপনার প্রতি।
@parveensultana94883 жыл бұрын
অনেক ভালোবাসা দ্বিপরাজ এর জন্য।কি মায়াবী হাসি বাচ্চাটার
@ziaulhasan23453 жыл бұрын
দীপ রাজ এর অপেক্ষায় ছিলাম।হাসিটা অসাধারণ ছিল রাজের,
@দ্বীপরাজ3 жыл бұрын
আমি কমেন্ট পরে দেখলাম সবাই শুধু দ্বীপ রাজের কথা বলছে । আমি শুধু ওর হাসিমুখ দেখতে থাকলাম। ওর হাসিমুখ টা আমার দৃষ্টি কেড়েছে। ওকে নিয়ে যাই বলিনা কেন আমার মনে হয় সব কিছু ওই ওর সুন্দর হাসিটার থেকে কম। মনে একটা জায়গা নিয়ে নিল সুন্দর দ্বীপ রাজ।💞💞💞♥️♥️♥️।Love From India
@high-pain..73 жыл бұрын
আসসালামুয়ালাইকুম দাদা, ছোট সাড়েং এর হাসিটা অনেক সুন্দর অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য, আল্লাহ হাফেজ
@sumanmukherjee19423 жыл бұрын
দারুন লাগল দাদা... এর আগে ছোট্ট দ্বীপরাজ'য়ের ছোট্ট-ভিডিও দেখে মন ভরেনি সত্যি বলতে... আর এর নিষ্ঠুর বাস্তব-সত্যটা কি জানেন মহসিন দাদাভাই... আপনাদের আর আমাদের মতো দেশের 'এমন-শিশু'দের কপাল কবে যে ফিরবে- উপরওয়ালাই জানেন...
@নয়নচ্যাটার্জি3 жыл бұрын
মোহসিন ভাই, অনেক গুলো নতুন চর জাগতেসে। এসব নিয়ে সিরিজ করতে পারেন।প্রতিটি আলাদা আলাদা করে
ভাই আপনি নিজেও জানেন না আপনি কতটা ভাগ্যবান। আমি ছেলে হইলে চলে যেতাম ভাই আপনাদের সাথে। কি বিচিত্র সুন্দর জীবন ভাই এদের.. যদিও জানি অনেক সংগ্রামের। অনেক অনেক ভালোবাসা সবার জন্য।
@sksharifhossain35833 жыл бұрын
আস সালামু আলাইকুম, ভাই আপনার দ্বীপরাজের জন্য রইল অনেক অনেক ভালবাসা।
@sheikhshamim34803 жыл бұрын
মনমুগ্ধকর হাসি দোয়া রইল দীপরাজ এর জন্য ❤️ এবং ধন্যবাদ আপনাকে ভাই 🥰
@amithassan3243 жыл бұрын
আমি এই দীপরাজের জন্যই অপেক্ষা করছিলাম ।।। ❤️❤️❤️
@mdmahfuzulislam2183 жыл бұрын
মহসিন ভাই এককথায় অসাধারণ। হয়তোবা অারও অনেক ভিডিও হবে চ্যানেলে অারও অনেক মাধ্যমে ভিডিও হবে কিন্তু দ্বীপরাজের হাসি চিরস্মরনীয় হয়ে থাকবে। ছোট্ট দ্বীপরাজ যে কিনা বিশাল সমুদ্র দাপিয়ে বেড়ায় হাসিতে। সত্যি সে সন্দ্বীপের দ্বীপরাজ 😍😍✌️✌️✌️✌️♥️♥️
@monikhan22353 жыл бұрын
ক্ষুদে ক্যাপটেনের হাসিটা তো মাশা-আল্লাহ 🥰🥰🥰🥰
@mdriyaj51343 жыл бұрын
দ্বীপ রাজের হাসিটা অনেক চমৎকার কিউট তার জন্য মন থেকে দোয়া রইল
@nishitranjansarker87923 жыл бұрын
ভাই আপনি কিন্তু আস্তে আস্তে সবাই কে জনপ্রিয় করে তুলছেন প্রথমে বিলাইয়ের ভাই এখন দিবরাজকে।খুব ভালো লাগছে video gulo ❤️❤️
@MohsinULHakim3 жыл бұрын
ছোট ছোট সমস্যার সমাধানের পথ খুঁজি ভাই। ধন্যবাদ।
@raselfaraji60003 жыл бұрын
Dip rajer Hasita ato sundhor.j prithibir sera Hasi...Jeno oi Hasi te onek maya...
@ashrafulshopayal12893 жыл бұрын
অসাধারণ আবিষ্কার! এই পিচ্চি টা খুব খুব cute!💜
@btrxprincegaming20663 жыл бұрын
মহসিন ভাইয়া ইলিশ মাছ ধরা ভিডিও অনেক ভালো লাগে ইলিশ মাছ ধরা ভিডিও গুলো দিবেন
@kothakoli22912 жыл бұрын
সন্দ্বীপের মানুষের যাতায়াতে অনেক কষ্ট পোহাতে হয় সারাবছর। কিন্তু আপনার ভিডিও গুলোর কল্যানে মানুষের অনেকটা কষ্ট লাগব হবে আশা করি। শুভকামনা রইল। সাবধানে থাকবেন।
@জিহাদিকাফেলা-দ১হ3 жыл бұрын
মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দৃশ্য মন ছুয়ে যাই
@RahulDalapati3 жыл бұрын
বাহ দীপরাজ কে দেখে ভালো লাগলো, এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম ।
@robiulhasan50313 жыл бұрын
প্রবাসী ভাইয়েরাতো বেলায়েত সর্দারের জন্য অনেক ভালো ভালো উপহার সামগ্রী পাঠান...দ্বীপরাজ ছোট্ট শিশুটার জন্য কিছু উপহার সামগ্রী পাঠাইলে ভালো লাগতো অনেক..শুভ কামনা রইল ভাই আপনার জন্য ❤️❤️❤️❤️
@abdulmannanb11273 жыл бұрын
মহসিন ভাই দিপরাজের চেহারাটা আপনার সাথে মিল আছে হাসিটা অসাধারণ ❤️
@afrineva64043 жыл бұрын
ভাই সহমত আপনার সাথে ✌️✌️
@arindambasu1463 жыл бұрын
শুভ কামনা রইল দ্বীপরাজের জন্য.....
@mainuddinuddin29093 жыл бұрын
অনেক ভালো লাগলো ভাই, অনেক দিন পড়ে বাংলা বাজার দেখলাম ধন্যাবাদ,
@khandurmdronyrony54433 жыл бұрын
এক কথায় অসাধারণ হইছে। দীপরাজকে দেখে মানুষের দারিদ্র্যতা কেমন হয় বুঝা যায়। মহান আল্লাহ দীবরাজকে একজন ভালো মানুষ হিসেবে কবুল করুন। ভাই আপনি যদি জানাতেন কতো টাকা হলে একটি ট্রলার ভাড়া করতে পারবো, তিন চারদিনের জন্য। উওরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ
@trshakil3 жыл бұрын
খুবই ভালো লাগলো দ্বীপরাজকে দেখে। ছোট বেলা থেকেই অনেক সাহসী হয়ে বড় হচ্ছে। সবাই সুস্থ থাকবেন
@khurshidalom69793 жыл бұрын
এত সুন্দর আদুরে চেহারার ছেলে দ্বীপরাজকে অনেক আদর এবং শুভকামনা রইল ❤️ আসলেই ওদের জীবনটা খুব বৈচিত্র্যময়।
@magedbatul32063 жыл бұрын
দ্বীপরাজের হাসিটা মন ছুঁয়ে গেলো।
@laxmrana53013 жыл бұрын
Devraj smile ta 👌🙂🍫🍫PureSundarbaner modhur moton s2u dadabhai
@Sharminakter-gw1xk3 жыл бұрын
Bahhh dipraj k dake kub valo laglo Thanks mohosin vaia💞💞💞💞💞
@ruhulsiddiqua93942 жыл бұрын
Shundhor na DIP RAJ. SO CUTE! , DIP RAJ,opurbo tar pran kholashi, tik mohsin Vai javabe pran khule hashen, mughdho! Ami. Thanks
@piyalisamadder80373 жыл бұрын
Misti hasi Chotto khuder ❤️❤️Deep sab samay jeno hasi Khushi thake ai ashirbad kori ❤️❤️👍
@MohsinULHakim3 жыл бұрын
♥♥♥
@khaladkhan78383 жыл бұрын
আহা জীবনের তাগীদে ঠিক মতো কথা বলতে না পারা বাচ্চাটি ও ট্রলারের হাল ধরে। এটা দেখে চোখে পানি চলে আসলো।
@abdullahbiswas87413 жыл бұрын
অনেক বার দেখলাম এই পর্বটি, বেশ ভালো লাগলো দ্বীপরাজকে
@sumonmuhammad54423 жыл бұрын
ওরে এতোটা ভালো লাগলো যা বলে বোঝানো যাবে না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@nurunnaharfoijunnesadisha1193 жыл бұрын
King of sarang Dwipraj n his smile😍😍
@khanrobin23 жыл бұрын
Hi🥰
@mdsalakin39833 жыл бұрын
যদি আপনার হৃদয় পরিষ্কার থাকে তবেই আপনি সেই ছোট্ট দেবদূতের মতো হাসতে পারেন
@mdforhadmishu163 жыл бұрын
ধন্যবাদ ভাইয়া কে, আমার জন্মস্থান সন্দীপের সৌন্দর্য এবং মানুষের জীবন যাপনের চিত্র সুন্দরভাবে তুলে ধরার জন্য।।।
@shahnazkabir13 жыл бұрын
Aww 🥰 so cute boy ! Loved his smile Maa Shaa Allaah. His teeth is so perfect and white , lovely . He has Braveheart ! Glad to know that he goes to school . One day he will be a captain of a beautiful huge ship ..Sandwip is beautiful island 🏝
@mahfujamitu39253 жыл бұрын
মাশা-আল্লাহ হাসিটা এতো মিষ্টি 💞💞💞।May Allah bless him.ভাই বাবুটা দেখতে অনেকটা আপনার মতোই।
@mahfujamitu39253 жыл бұрын
Mohsin-ul-hakim 2💞💞💞
@samratbanerjee72123 жыл бұрын
দ্বীপরাজ এর জন্যে অনেক শুভেচ্ছা রইলো ভালো থাকুক সে ❤️❤️ খুব ভালো লাগলো আজকের এই এপিসোড শুভ কামনা ভালো থাকবেন শুভেচ্ছা রইল 🙏🙏
@sudiptadas5373 жыл бұрын
A million dollar smile of Deepraj... Stay blessed always. Love from West Bengal.
@mdnazirhossin22543 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ ভাই,,,,, আজ দ্বীপরাজ কে দেখানোর জন্য।
@16srmaijdeedurantaisrafil273 жыл бұрын
অনেক ভাল লাগলো দীপরাজকে
@meghla91523 жыл бұрын
Jemon hasi temon dat diprajer mashallah Koto tuku kosto thakla ai tuku baccha sokto hata tolarer chalata para ta dipraj k na dekla bujtam Dip rajer jonno kosto lagsa
So many thanks to mohasin vai,to show us the beautiful sondep and a great smile of Little depraz
@sumonmuhammad54423 жыл бұрын
দ্বীপরাজকে খুব ভালো লাগলো, যুদি পারেন ওর আরো ভিডিও দিয়েন।
@NasrinSultana-be4ul3 жыл бұрын
মহসিন সাহেব এর হাসি টা আবার 😁 😊 । ছোট সারেং কে দেখেই মন ভালো হয়ে গেছে।।।
@tapaschakrobarty64563 жыл бұрын
দ্বীপরাজ এর হাসিটা অতুলনীয়। ওর হাসিটা দেখে আমি ও অনেক হেসেছি।
@mousumibiswas13963 жыл бұрын
দ্বীপ রাজের হাসি দেখে মুগ্ধ হলাম।
@forsabby3 жыл бұрын
Dharma-r thakay o upor a Manusotto...Thanks for this lovely video..Regards for Deepraj... from Kolkata..
@MrsKhurshidaBegum2 жыл бұрын
ওরে বাবা দীপ তোর কাজ দেখে অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ তোকে সাহায্য করুক
@khanraees55502 жыл бұрын
ধন্যবাদ ভাইয়া,, আমাদের সোনালী সন্দ্বীপ নিয়ে এমন একটি বিডিও চিত্র বানানোর জন্য ❤️❤️❤️❤️❤️
@trailokyamukherjee57993 жыл бұрын
ভাই,আপনি সব সময় কী করে, এক ঝাঁক তারার মধ্যে পৌঁছে যান। সেইবার গান শুনিয়েছিলেন যাদুকাটা নদীর দেশে, আকাশ বাতাস মাতিয়ে হাসান রাজা , বাউল সম্রাট শাহ আবদুল করিম এর সেই মিঠে সুর আর সেই খুদে গায়করা। এই খানে এসেই আপনার video গুলো আলাদা মাত্রা পেয়ে যায় আর সেই খেটে খাওয়া মানুষগুলোর ঘাম আর চোখের জলের সাথে সাগরের লোনা জল একাকার হয়ে যায়। মহসিন ভাই, আপনার ওপরে যেন সব, সর্বত্র ভগবানের আশীর্বাদ থাকে।
@MohsinULHakim3 жыл бұрын
সবখানেই এমন তারকায় ভরা। শুধু খুঁজে নিজেকে সংযুক্ত করে নিতে হয়। সেই চেষ্টাই তো করি দাদা। ভালো থাকবেন। শুভকামনা।
@trailokyamukherjee57993 жыл бұрын
@@MohsinULHakim ভালো থাকবেন ভাই। আপনি একজন সত্যিকারের দরদী মানুষ।
@aryansaimon29283 жыл бұрын
@@MohsinULHakim vaiya,, চট্টগ্রামে মাছ ধরা দেখতে চাই plss দেকাবেন😭😭🙏