দাদা এ কি শোনালেন! স্বর্গ থেকে যেন অমৃতবারী নেমে এলো। আমি অভিভূত। বিস্ময়াবিষ্ট। প্রচন্ড আনন্দ হলে যেমন কথা হারিয়ে যায়। আজ আমারও সেই একই অবস্থা। রবীন্দ্রনাথ আর দেবব্রত বিশ্বাস পরপারের ওপারে চলে গিয়ে যেন, আমার আরো কাছে, আরো নিবিড় হয়ে এসেছেন। শুধু মনে হয় ইসস, সারাদিন যদি কোনো কাজ না করে, শুধু এঁদের গানের মধ্যে ডুবে থাকতে পারতাম, না জানি কি ভালোই হতো। কি সব অবিস্মরণীয় অমর সৃষ্টি, এই সব গান।
জর্জদা ওনার ঐশ্বরিক কন্ঠ মাধূর্য্য অসাধারণ গায়কী স্বরক্ষেপণ উচ্চারণ নিজস্ব অভিব্যক্তি দিয়ে গাইতেন। উনি রবি ঠাকুরের গানকে সমগ্র বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করেছেন। ওনার অমর আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা ও শতকোটি প্রণাম 🙏🏻
@sukanyanath68022 жыл бұрын
Anek anek danyobad, gaangulir Jonny.
@jghosh642 жыл бұрын
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমার এই চ্যানেলটি দেবব্রত বিশ্বাসের অপ্রকাশিত ও স্বল্প-শ্রুত গানের প্রতি নিবেদিত। অনুরোধ রইলো এই চ্যানেলের বাকি গানগুলি শোনার জন্য। খুব ভালো থাকবেন। নমস্কার...🙏
@tapanchakraborty8233 жыл бұрын
তিনবার জর্জদাকে সামনে থেকে দেখার ও শোনার সৌভাগ্য হয়েছিল এই ৬৮ বছরের জীবনে । জীবন নিশ্চিতভাবেই ধন্য হয়েছে ।
@jghosh643 жыл бұрын
তিনবার জর্জদা কে দেখার ও তার গান শোনার সৌভাগ্য আপনার হয়েছে। আপনি নিঃসন্দেহে ভাগ্যবান। সেই গান শোনার স্মৃতি যদি একটু শেয়ার করেন, তাহলে খুবই কৃতজ্ঞ থাকবো।
@santanudatta26263 жыл бұрын
শ্রদ্ধেয় জয়ন্তানুজবাবু আপনার প্রতিটি অনিন্দ্য সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। আপনি আমাদের মতো রবিঠাকুরের ভক্তদের জন্য তাঁরই সৃষ্ট অপূর্ব, অনবদ্য সঙ্গীতের যে ডালি সাজিয়ে আমাদের সমক্ষে প্রস্তুত করেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তদুপরি সেই সঙ্গীত যদি আবার ঈশ্বরের যোগ্য সারথী শ্রদ্ধেয় জর্জ বিশ্বাস মহাশয়ের কন্ঠে পরিবেশিত হয় তাহলে তো সেটা সোনায় সোহাগা। অকুন্ঠ শ্রদ্ধা জানাই আপনাকে।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু। খুব ভালো থাকবেন...
@hemantamukherjeehiscontemp54543 жыл бұрын
আহা! জয়ন্তানুজবাবুর এই পরিশ্রমের কথা আমরা কোনোদিন ভুলব না।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের সকলের ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@sharmilaroychowdhury33534 ай бұрын
অপূর্ব এক রথে দিব্যজ্যোতি পুরুষ কবিগুরু, সারথি দেবব্রত বিশ্বাস, এগিয়ে চলেছেন দশকের পর দশক ধরে, একটি সুন্দর এবং সম্পূর্ণ ছবি
@arabindabiswas51223 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে
@jghosh643 жыл бұрын
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@sheulinath74512 жыл бұрын
অপূর্ব!!❤
@sunreetab Жыл бұрын
এই চিরস্মরণীয় নিবেদনগুলো উপহার দেবার জন্য চিরঋণী হয়ে রইলাম।
@krishnaghosh91223 жыл бұрын
Beautiful. Thank you so much.
@jghosh643 жыл бұрын
এই রেকর্ডিং এর পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে আমার চ্যানেল-এ। সেটি শোনার অনুরোধ রইল
@SampaBanerjee-tt4fn Жыл бұрын
জর্জ দার কন্ঠে রবীন্দ্রনাথের গান। মন্তব্য নিষ্প্রয়োজন। জয়ন্তানুজ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আরও গান শোনার আশায় রইলাম।
@asimmoulik54643 жыл бұрын
আমার রবীন্দ্রনাথের গান ভালো লাগা শুরু দেবব্রত বিশ্বাসের গান শুনে। সেই ভালোবাসা আজীবন। ধন্যবাদ এই সংগ্রহটি পোস্ট করার জন্য।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ অসীম বাবু। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@sanjaybhar91353 жыл бұрын
সংযোজিত যন্ত্রানুষঙ্গ বর্জন করে মূল রেকর্ডিং শোনার অপেক্ষায় রইলাম। সেই রসের অনুভব অনাস্বাদিত।
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি। সেটি দেখার অনুরোধ রইল।
@BarkatAli-xf4tu3 жыл бұрын
জর্জ বিশ্বাসের কন্ঠে এই বর্ষা ঋতুর গানগুলি শুনতে যেন সয়ং গুরুদেব ধরার নীলঅঞ্জনঘন পুঞ্জছায়ায় নেমে এসেছেন।আর শিল্পীর সামনে বসে শুনছেন তন্ময় হয়ে যেমন আমরাও বিমোহিত। অনেক ধন্যবাদ শোনার সুযোগ করে দিয়ে।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@driptaroy7486 Жыл бұрын
আরেকটি বর্ষা, সাধক তাঁর সাধনা শুনিয়ে বর্ষা র আমেজ এনে দিলেন। প্রনাম হে শ্রেষ্ঠ রবীন্দ্র সাধক।The Debabrata Biswas is eternal.The ultimate of Rabindra sangeet.❤❤❤
@asitdas46922 жыл бұрын
This golden voice will be cherished for decades to come.Legend is a Godsent to us.
@jghosh642 жыл бұрын
Thank you so much Asit babu... ভালো থাকবেন...
@pijusmandal7306 Жыл бұрын
জয়ান্তনুজ বাবুর এই নিরলস পরিশ্রম এর ঋণ আমরা জর্জ বিশ্বাস এর সুরপ্রেমী মানুষ কখনও শোধ করতে পারবো না।অনেক শুভেচ্ছা রইল।
@milugoswami96503 жыл бұрын
ধন্যবাদ দেবার ভাষা পাচ্ছিনা।
@jayantanujghosh48083 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন...
@shiprasaha40353 жыл бұрын
বাকী আটখানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার কাছে কৃতজ্ঞ ।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেখানে রয়েছে আটটি বর্ষার গান মূলত শ্রাবণ কেন্দ্রিক। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@alokeghosh60223 жыл бұрын
নিজেকে কোথায় যেন হারিয়ে ফেললাম!
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ অলোক বাবু। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি। সেখানে রয়েছে আটটি শ্রাবণের গান। সেটিও দেখার অনুরোধ রইলো। ভালো থাকবেন...
@shobhachakrvarti8746 Жыл бұрын
Dhanyabad. apoorbosangraher. janya
@arupbanerjee75373 жыл бұрын
অপার্থিব!
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ অরূপ বাবু। ভালো থাকবেন। অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি। সেটিও দেখার অনুরোধ রইলো।
@ajaysanyal6760 Жыл бұрын
অসাধারন সংগ্রহ আরো চাই তৃষা অনন্ত
@manabmitra7573 жыл бұрын
রবীন্দ্রসংগীত এবং জর্জ বিশ্বাস এই মেলবন্ধন স্বর্গীয়। জয়ন্তানুজবাবু, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। পরের আটটি গান শোনার আশায় সাগ্রহ প্রতীক্ষায় থাকব।🙏❤️🌼🌿
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে মানব বাবু। এই রেকর্ডিং এর পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে আমার চ্যানেল-এ। সেটি শোনার অনুরোধ রইল আপনার কাছে। ভালো থাকবেন...
@rajatghosh9493 жыл бұрын
আজকের বর্ষা নতুন করে ঝরে পড়ল, দেবব্রত বিশ্বাসের কন্ঠ স্বরে ... বর্ষা আসলেই দেবব্রত, আর দেবব্রত আসলেই বর্ষা ...
@jghosh643 жыл бұрын
অসাধারণ কথা বললেন। আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ দেখার অনুরোধ করছি একই সাথে যেখানে দেবব্রত বিশ্বাস শ্রাবণ কেন্দ্রিক আটটি গান গেয়েছেন।
@swapanbarman34 Жыл бұрын
দেবব্রত বিশ্বাসের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত পায় অন্য এক আমেজ আর বর্ষার গান গুলো অন্য মাত্রায় নিয়ে যায় আমাদের রবীন্দ্র প্রেমীদের। ❤❤❤
@kabitaroychowdhury64813 жыл бұрын
দেবব্রত বিশ্বাস আজকে ও অনন্য।
@pranabdutta74273 жыл бұрын
প্রবাদপ্রতিম রবীন্দ্র সংগীত শিল্পী শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাসের এই অপ্রকাশিত গানগুলি উপস্থাপন করার জন্য উপস্থাপকে নমস্কার।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@debabrataghosh40663 жыл бұрын
Good quality of recording. Dil mange more. Only George da. Others r kata sainik
অসংখ্য ধন্যবাদ তীর্থঙ্কর বাবু। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@gautamchaudhuri82583 жыл бұрын
দিগন্তপ্লাবী বর্ষায় আমার মনে,প্রাণে, চোখে ,সব কূল ভাসিয়ে নিয়ে গেলেন জর্জ বিশ্বাস। কি অসম্ভব সংবেদনশীল, গভীর নিবেদন ! পঞ্চাশ বছর আগে আমার কৈশোরের সেই বরিষণ মুখরিত প্রভাতে এক দৌড়ে পৌঁছে গেলাম। জয়ন্তানুজ বাবু ধন্যবাদ, এতো মূল্যবান সংগ্রহ সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য।।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। এই রেকর্ডিং এর দ্বিতীয় অংশ আগামী ২৩/২৪ তারিখ নাগাদ আপলোড করার বাসনা আছে। নিঃসন্দেহে, আপনাদের সকলের ভালো লাগবে সেই অংশটিও।
@indranilmukherjee42633 жыл бұрын
আরও শুনতে চাই, ধন্যবাদ,দাদা
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@angsujitbhattacharya60063 жыл бұрын
This is a rare treasure carefully kept at your custody for a long time. We are now privileged and enriched a little more. Thank you Jayantanuj babu. Pronam.
@jghosh643 жыл бұрын
Thank you Angsujit babu. I have uploaded the remaining part of this program in my channel on KZbin. I would request you to watch the next episode of this program in "Debabrata Biswas in the 1970s - Part 14'.
@prithwiranjanmukhopadhyay66473 жыл бұрын
অন্য জগতে শিল্পী এখন রবীন্দ্রনাথের পায়ের কাছে বসে তাঁর কালজয়ী গান শোনাচ্ছেন। তার প্রসাদ আমরাও পেলাম।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@tapaskumarniyogi73113 жыл бұрын
অনেক অভিনন্দন
@secretary71113 жыл бұрын
Osadharon. Onek dhonyobad.
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ...
@jayachaudhury68063 жыл бұрын
মন -- প্রাণ জুড়িয়ে যায় ~~ 🙏
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ...ভালো থাকবেন...
@ShampaShuchismita163 жыл бұрын
এমন করে 'আষাঢ়' উচ্চারণের মধ্যে দিয়ে বর্ষা আনতে একজনই পারেন। তিনি দেবব্রত বিশ্বাস। অনেক ধন্যবাদ গানগুলি প্রকাশ করার জন্যে। 🌿🙏🌿
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই রেকর্ডিং এর পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে আমার চ্যানেল-এ। সেটি শোনার অনুরোধ রইল।
@SampaBanerjee-tt4fn Жыл бұрын
জর্জ দার 'আষাঢ়' শব্দের উচ্চারণ একদম আলাদা। এই কথা মেনে গান গুলিকে আলাদা মহিমামণ্ডিত করেছে।
Growing up in 70's I heard from several people about existence of these spool-full of songs. Apparently, people used to leave there tape recorders to his house and he recorded at his leisure and depending of his moods. Thanks to Jayantanuj babu we are now having the privilege of listening some of them. People like Mr. Adhip Choudhury deserves our gratitude. They have done the work that should have been done by the recording companies. They have filled the void left by failures of HMV & Viswabharati.
@jghosh643 жыл бұрын
Thank you Mr. Roy for your words of appreciation. I am trying hard to collect these hitherto unheard recordings of Georgeda which are in the possession of different individuals across the globe. While some of the collectors oblige and handover their recordings, many don't. While some are blinded by the 'pride of possessing' these unheard recordings of Georgeda, others, sadly are apathetic towards the cause. It is because of some kindhearted people like Adhip Choudhuri, Kalyan Mitra, Shibaji Pal, Subir Adhikari and a few others, I have been able to share with you all these unheard gems. I can promise you that will continue to entertain all admirers of George Biswas as long as stocks last !
@nakshatraroy74423 жыл бұрын
@@jghosh64 Thank you very much, Jayantanuj Babu. Yours' is a noble enterprise and you have earned very well-deserved gratitude of countless fans & admirers of Debabrata Biswas. Thanks to your efforts Bengalis like me all over the world are now enjoying the listening pleasures of such gems which could never be reproduced again. Wishing you the very best.
@jghosh643 жыл бұрын
@@nakshatraroy7442 Thank you once again Mr.Roy. The remaining part of the recital is already up in my KZbin channel in 'Debabrata Biswas in the 1970-s - Part 14. Please do watch it. This contains eight বর্ষা songs primarily eulogizing the month of শ্রাবণ ...
@parthatalukdar98042 жыл бұрын
Dada apnake dhonyobad. Ashadharon ei kanther ashadharon sab Rabindrasangeet upohar debar jonnye. Aro ganer ashae roilam. Namashkar.
@manojitbhattacharya79173 жыл бұрын
Life is Love for living things that is our Rabindra Sangeet of nature with his incredible voice.
@jghosh643 жыл бұрын
Thank you so much Manojit babu. Bhalo thakben...
@manojitbhattacharya79173 жыл бұрын
@@jghosh64 No thank you, it's my pleasure to listen his graceful voice every day.
গানগুলির ঐতিহাসিক মূল্য অপরিসীম! অনেক ধন্যবাদ আপনাকে।
@sharmilaroychowdhury3353 Жыл бұрын
আঃ মনের প্রাণের শান্তি
@alokchakrabarti34123 жыл бұрын
We will never hear agsin such a heavenly voice. He is the last word in Rabindrasangeet. However, with this voice he would have excelled in all kinds of Sangeet. A rare creation of God no doubt.
@jghosh643 жыл бұрын
Completely agree with you.... Georgeda apart from Rabindrasangeet, sang a few Nazrulgeeti, Bhatiyali, Folk, quite a few Adhunik and his self composed songs as well.
@mukul55093 жыл бұрын
Debabrata Biswas the absolute expression of Tagore songs. His melodious voice fill my mind and Heart with absolute peace. Debabrata Biswas will live fore ever in the hearts of music lovers.
@jghosh643 жыл бұрын
Thank you so much...
@sravanilalighoshjana3 жыл бұрын
আজকের দিনে (পয়লা আষাড়),এই সময়ে...এ এক অমূল্য উপহার! আপনাকে অনেক কৃতজ্ঞতা🌷🙏
@jghosh643 жыл бұрын
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ১৬ই জুন, ১৯৭১ এ জর্জদা ১৫টি গান গেয়েছিলেন। তার ৭টি এখানে দিয়েছি। এগুলিতে 'আষাঢ়' এসেছে ফিরে ফিরে। বাকি আটটি আগামী ২৩/২৪ জুন ২০২১ আপলোড করার ইচ্ছা রইল। সেগুলির অধিকাংশই 'শ্রাবণ' কেন্দ্রিক।
@sravanilalighoshjana3 жыл бұрын
@@jghosh64 onek dhanyabad🙏
@jghosh643 жыл бұрын
@@sravanilalighoshjana এই রেকর্ডিং এর পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে আমার চ্যানেল-এ। সেটি শোনার অনুরোধ রইল।
@sravanilalighoshjana3 жыл бұрын
@@jghosh64 🙏🙏
@chunigoswami56163 жыл бұрын
Priceless gift of Golden Voice.
@jghosh643 жыл бұрын
Thank you so much... 🙏
@taufiquealamtusan3 жыл бұрын
His tone blends completely with the deep rumbling sound of the dark rain clouds of the monsoon.
@jghosh643 жыл бұрын
So beautifully expressed... Thank you Mr. Alam for your wonderful words. Bhalo thakben...
@debasishroy11623 жыл бұрын
এক এবং অদ্বিতীয় দেবব্রত বিশ্বাস 🙏🙏🙏
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে...এই রেকর্ডিং এর পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে আমার চ্যানেল-এ। সেটি শোনার অনুরোধ রইল
@avijitsen24053 жыл бұрын
আমি শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীতের একজন গুণমুগ্ধ ভক্ত। গানগুলো শুনে অসাধারন লাগল। পরের গানগুলোর অপেক্ষায় রইলাম।🙏🙏🙏
@jghosh643 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশ ২৩/২৪ জুন নাগাদ আপলোড করব। দেখার জন্য অনুরোধ রইলো। 'বাদল দিনের প্রথম কদম ফুল' দিয়ে আরম্ভ সেই আটটি বর্ষার গান মূলত শ্রাবণের জয়গান। আপনাদের সকলের ভালো লাগবে আশা রাখি।
@jghosh643 жыл бұрын
এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@sotyiholeogolpo293 жыл бұрын
বহুযুগের ওপার হতে এই কণ্ঠ এই সুরের ধারা ছড়িয়ে পড়ুক বারেবারে নতুনতর হয়ে...
@jghosh643 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@aurobindochowdhury8063 жыл бұрын
God was singing. What comment can i post ? His songs take us to a different world. Hundred Pronam to the great artist . Special thanks goes to Mr Jayantanuj Ghosh for sharing the priceless songs to us. Also the fantastic Graphics work by Mr Ghosh. We can understand how much time and patience it needs to synchronise the audio with the pictures , text. Thanks again Mr Ghosh. We expect more of these masterpieces from you
@jghosh643 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ অরবিন্দ বাবু। এই রেকর্ডিং এর পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে আমার চ্যানেল-এ। সেটি শোনার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন।
@bijoybanerjee79053 жыл бұрын
Swargio konther adhikari ai Mohan shilpir pa duto nijer du fota chokher jol dea muchhia mone hoi boli eni holen amader provu amader iswar.
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি। দেখার জন্য অনুরোধ রইলো।
@kalyanmitra463 жыл бұрын
Debabrata Biswas Classics! Absolute desert-island, heavenly singing. No praise is adequate.. such is his extraordinary power and feel of Tagore's beautiful writing and melody. Truly exceptional Jayanta. Onek dhonnobad. Ashadharon, jothajoto proshongshar bhasha khujey berabo...paabo naa aar, paabo naa. One more priceless masterpiece display of Graphics work. I, on behalf of all George Biswas music lovers, request you to upload more and more such programs. 💐💐💐💐💐💐💐
@jghosh643 жыл бұрын
Thank you so much Kalyanda. Apnar bhalo legeche jene amio apluta. Ei program er dwitiyo parbo 23/24 tarikh nagad upload korar ichhe ache.
@kalyanmitra463 жыл бұрын
Unparallel !!! The single solitary desire from within. Unparallel George Biswas.🙏🙏🙏🙏 As we listen so we memorized. Unique. Grateful thanks to our Respected Mr.Adhip Chowdhury.
@jghosh643 жыл бұрын
Thank you once again Kalyanda... ভালো থাকবেন...
@nirmalmukhopadhyay53213 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত বাবু। মেঘে ঢাকা আকাশ। জরজদার গান শুনে মন টা খুবই প্রসন্ন হল
@jghosh643 жыл бұрын
আনেক ধন্যবাদ নির্মল বাবু। আপনাদের সকলের এই অনুষ্ঠানগুলো ভালো লাগছে জেনে খুব ভালো লাগছে।
@jhumkachanda74403 жыл бұрын
Won't belittle you with a mere thankyou. My gratitude from the deepest core of my heart. Excellent graphics. God bless you 🙏
@jghosh643 жыл бұрын
Thank you so much for your words of appreciation... God and Georgeda willing, I hope to present a few more hitherto unheard programs and songs of George Biswas, as these, in the future as well. At least as long as my collections last....
@jhumkachanda74403 жыл бұрын
@@jghosh64 wonderful. Look forward. 🙏
@jghosh643 жыл бұрын
@@jhumkachanda7440 I have already uploaded the remaining part of this program in my channel on KZbin. I would request you to watch the next episode of this program in "Debabrata Biswas in the 1970s - Part 14'. Thanks & Regards,
@jhumkachanda74403 жыл бұрын
@@jghosh64 thankyou so much. Eternally grateful for your untiring efforts to keep the great man alive in our hearts.
@chirantanmukherjee18923 жыл бұрын
অসাধারণ। খুব ভালো লাগলো।
@jghosh643 жыл бұрын
অনেক ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।
@saswatiganguli6673 жыл бұрын
এমন উপহার বড় দুর্লভ।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@bhaskardatta64693 жыл бұрын
জয়ন্তানুজবাবু, জর্জ বিশ্বাসের গানের উপহার যেভাবে আপনি নিরলস দিয়ে চলেছেন - কোন ধন্যবাদই আপনার জন্য যথেষ্ট নয়।
@TheVoyger3 жыл бұрын
Agree
@jghosh643 жыл бұрын
ভাস্কর বাবু জর্জদার এই একটাই অনুরোধ ছিল। Pride of possession এর মোহ ত্যাগ করে যেন তাঁর গান যে শুনতে চাইবে, তাকে দেওয়া হয়। তাই যেখান থেকে যা অপ্রকাশিত উদ্ধার করতে পারি, তাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সব সময়ে যে সফল হই, তা নয়। অনেকের কাছেই এখনও অনেক গান আছে, যা তারা হস্তান্তর করতে অনিচ্ছুক। কেউ Pride of possession এর মোহে আটকে রাখেন, আবার কেউ বা নিতান্তই উদাসীন। জর্জদার যতটা মুক্তি হওয়া সম্ভব ছিল, তা আজও হয়নি।
@jghosh643 жыл бұрын
@@TheVoyger অসংখ্য ধন্যবাদ কৌশিক বাবু...
@biswanathmitra40633 жыл бұрын
Ekdam sattya katha bolechen.
@tirthankarmitra67923 жыл бұрын
ধন্যবাদ
@muktisengupta66813 жыл бұрын
শ্রদ্ধেয় মহান শিল্পীর এই অপ্রকাশিত অপূর্ব গানকখানি শুনে ধন্য হলাম, আপনার অতি সুন্দর সংগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই পরের পর্ব শোনাবার অপেক্ষায় রইলাম।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী পর্ব জুন-এর ২৩/২৪ তারিখ নাগাদ আপলোড করার ইচ্ছা রইলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@debabrataroy9069Ай бұрын
My salute to George da
@skguhaniyogi3 жыл бұрын
খুব ভালো লাগলো। বাকি গানগুলোর অপেক্ষায় রইলাম।😀
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ সুজিত বাবু। এই রেকর্ডিং এর পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে আমার চ্যানেল-এ। সেটি শোনার অনুরোধ রইল।
@allisong41433 жыл бұрын
Mon bhore gelo. Thank you so much for sharing
@jghosh643 жыл бұрын
অনেক ধন্যবাদ। এই রেকর্ডিং-এর পরবর্তী অংশ আগামী ২৩/২৪ জুন তারিখ নাগাদ আপলোড করব। সেখানে আছে মুখ্যত 'শ্রাবণ' কেন্দ্রিক আটটি গান। দেখার জন্য আগাম অনুরোধ রইল।
@shyamalkumarmukherjee2362 жыл бұрын
শুধু এইটুকু বলতে চাইছি চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে জর্জ বিশ্বাস ও ততদিন রবে নীরবে
এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@sailenhira58723 жыл бұрын
Ei Amulya Sampad Natun Angikey Upsthaponar Janya Apnakey Antarik Avinandan. Ei Prochesta Chaliey Jan.
@jghosh643 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই আঙ্গিকটি ভালো লেগেছে জেনে আনন্দিত বোধ করছি। এই রেকর্ডিং এর পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে আমার চ্যানেল-এ। সেটি শোনার অনুরোধ রইল।
@sutapakarmakarroy99882 жыл бұрын
অমূল্য রত্ন
@goutamdas91723 жыл бұрын
আপনি ইতিহাস সৃষ্টি করলেন,আমরা সমৃদ্ধ হলাম।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ গৌতম বাবু। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
ধন্যবাদ অয়ন বাবু। আমার সংগ্রহে অশ্রুত/বা স্বল্প শ্রুত/ বা অপ্রকাশিত যা আছে তা অবশ্যই শোনাব আপনাদের। চেষ্টা করছি জর্জদার আরও অপ্রকাশিত রেকর্ডিং যা বিভিন্ন মানুষের সংগ্রহে আছে তা উদ্ধার করতে।
@pratyayp3 жыл бұрын
এ গান বর্ষামুখর দিনে অবশ্যই শহর থেকে দূরে, প্রকৃতির কোলে, কোনো নিভৃত বাতায়নে একলা বসে শোনার।
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@supratimroychowdhury92253 жыл бұрын
Divine voice
@jghosh643 жыл бұрын
No doubt about it... Thank you...
@debeshbhattacharyya49463 жыл бұрын
স্বর্গীয় কণ্ঠ। প্রণাম বরেণ্য শিল্পীকে।
@jghosh643 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে...
@debeshbhattacharyya49463 жыл бұрын
@@jghosh64 আমার সৌভাগ্য হয়েছিল ওনার অনেক অনুষ্ঠানে উপস্থিত হবার।
@jghosh643 жыл бұрын
@@debeshbhattacharyya4946 বাহ্, জেনে খুব ভালো লাগলো। ওনার লাইভ অনুষ্ঠান শোনার অভিজ্ঞতা অনন্য। যাঁরা একবার শুনেছেন, তারা এক বাক্যে তা স্বীকার করবেন। আপনি কি সেই সময় ওঁর কোনো প্রোগ্রাম রেকর্ড করেছিলেন?
@debeshbhattacharyya49463 жыл бұрын
@@jghosh64 না।
@TheAapan3 жыл бұрын
Apnake kibhabe je Dhanyabad gyapan korbo bujhe uthte pachchhi na , tobe apnar ei youtube channel ti na thakle Debabratababur koto gani je shona hoto na ... Emon bhabei agami dine aro onek oprakshito onar gan shonar agroho prokash janachchhi.
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কথা পড়ে এবং দেবব্রত বিশ্বাসের অনুরাগীদের নানা বক্তব্য পড়ে আমি আপ্লূত। আমার সংগ্রহে জর্জ বিশ্বাসের অপ্রকাশিত বেশ কিছু গান/রেকর্ডিং আছে, যার কিছু আমি এই চ্যানেলে আপলোড করেছি। আর ভবিষ্যতে (করোনা যদি করুণা না করে) তাহলে আপনাদের শোনাবার বাসনা রইল। দেবব্রত বিশ্বাসের একটাই ঐকান্তিক ইচ্ছা ছিল। তাঁর গান যেন সবাই শুনতে পায়। আজও নানা বাধা বিপত্তি আসে এই সব গান যখন আপলোড করি। তবু মনে হয়, ওই মানুষটি, জিনি সবার কাছে নিজের গান পৌঁছে দিতে চেয়েছিলেন, তাঁর প্রতি একজন রবীন্দ্র এবং দেবব্রত-অনুরাগী হয়ে এটুকু কর্তব্য আমার করা আবশ্যক। তাই যতটুকু আমার সংগ্রহে আছে, আপনাদের সকলের কাছে (এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য) ইউটিউবে রেখে যাব।
@jghosh643 жыл бұрын
অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি। সেটি দেখার অনুরোধ রইলো।
@abhijitbanerjee68443 жыл бұрын
Unforgettable. Mr. Ghosh , I have a small request. Please allow a little gap between two songs next time, if possible. I think it will be more enjoyable for the listners. Innumerable thanks to you for uploading the songs . It took me to my early college days.
@jghosh643 жыл бұрын
Thank you so much Mr. Banerjee for your words of appreciation. I would have loved to keep some gap between the songs but the problem is that Georgeda did not keep any gap between the songs while he recorded them as a single track in the spool. I merely split the entire recording into two parts and uploaded the first part here. The second part which I would be uploading shortly, has 8 songs sung one after the other with hardly any gaps in between. Had I put separate songs on my own and compiled them into a single track, I could have possibly created gaps between the songs. But here we have Georgeda singing on his own accord 15 songs at a stretch on 16th June, 1971. Actually, you may have also noticed that this was Georgeda's style as well. He used to pick up the next song from the ending of the previous song. On many occasions the listeners would not even realize that he had started a new song.
@abhijitbanerjee68443 жыл бұрын
@@jghosh64 বিস্তারিত ব্যখার জন্য ধন্যবাদ । আসলে আমার মনে হয়েছিল যে এটি একটি digitally remastered track এবং সেই কারণেই আমি পরামর্শ দিয়ে বসেছিলাম । এখন আপনার ইচ্ছে ও অসুবিধার কথা জেনে আমার খারাপই লাগছে ও আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আপনাকে আবার আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জানাই । আপনি ভালো থাকবেন ও মাঝে মাঝে আমাদের প্রাণে অমৃত সিঞ্চন করবেন এটুকুই প্রার্থনা ।
@jghosh643 жыл бұрын
@@abhijitbanerjee6844 কি যে বলেন... ক্ষমা-টমার প্রশ্নই ওঠে না। আপনি জর্জদার গান ভালোবাসেন এটা আমার কাছে যেমনই আনন্দের, তেমনই আমি নিজে ভাগ্যবান মনে করি যে আপনাদের কাছে জর্জদার কিছু অপ্রকাশিত রেকর্ডিং পৌঁছে দিতে পারছি। আপনিও আমার আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জানবেন। এই রেকর্ডিং এর পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটিও শোনার অনুরোধ রইল।
@Ar.RahmanSMM3 жыл бұрын
Dear Sir, I confused, is there any addition of music (instruments) added over the original recording! If yes I would request you to upload the pure one also. I appreciate your endeavor towards Debbrata .
@jghosh643 жыл бұрын
Dear Mr. Rahman, You are absolutely right. There are additional music in this recording, which must have been added later. Unfortunately, I happen to have only this recording (with additional music) with me. If at all, I had the version without added musical instruments, I would have definitely put up that one for everybody. Thank you for your appreciation. I am trying my level best to obtain hitherto unpublished recordings of Debabrata Biswas which are in the custody of different individuals so that I can share such gems with all those who admire Debabrata Biswas.
@arabindabiswas67087 ай бұрын
এই গান এই গায়ক পুরনো হবে না কোনোদিন। ধন্যবাদ আপনাকে।
@jghosh647 ай бұрын
আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। ভালো থাকবেন।
@purnimaroy90583 жыл бұрын
আপনাকে শুধু শ্রদ্ধা। আজ যাঁরা ষাটোর্ধ তাঁদের এই রেকর্ড কানে লেগে আছে। আপনি বাকী আর কিছু রাখবেন না। সব উজাড় করে দেওয়ার অনুরোধ রাখছি।
@jghosh643 жыл бұрын
jghosh64 অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। জর্জ বিশ্বাস প্রায়শই একটি অনুরধ করতেন যখনই কাউকে গান রেকর্ড করে দিতেন - যে তাঁর গান যে শুনতে চাইবে, তাকে যেন নির্দ্বিধায় সেই রেকর্ডিং দিয়ে দেওয়া হয়। আমি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি এবং ভবিষ্যতেও তাই করব। আমার সংগ্রহে যতটুকু যা অপ্রকাশিত আছে, তা সর্বসাধারণের কাছে ইউটিউবের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই কাজে, যদি যাঁদের কাছে জর্জদার অপ্রকাশিত গান আছে, তাঁদের সকলের সহযোগিতা পেতাম, তাহলে আপনাদের আরও অনেক গান শোনাতে পারতাম। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপলোড করেছি চতুর্দশ পর্বে। সেটি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
@taufiquealamtusan3 жыл бұрын
As if God is singing lending voice from man!
@kaustuvde55203 жыл бұрын
Truly to say he has enriched Rabin sangeet and made it widely popular to large section of people.
@jghosh643 жыл бұрын
I fully agree with you Mr. Alam. Thank you once again...
@parimalbose13942 жыл бұрын
To me George sir has been never a mere singer. His voice always sounds to me , as if he is chanting mantra at the time of worshipping in a temple. I am unfortunate that I never met him in person.
@subhajitjana41903 жыл бұрын
আহা.... 🙏🙏🙏🙏
@jghosh643 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
@biswanathmitra40633 жыл бұрын
George Biswas is a part of infinity so no one can restrict him by the pride of posession
@jghosh643 жыл бұрын
I wish everyone felt the same as you do. There are many people in India and abroad, whom I know, who have with them collections of songs by Debabrata Biswas which the singer himself had given to them personally in spools and cassettes. There are others who had recorded songs of Debabrata Biswas from radio programs or live concerts in 60s and 70s. While some large and kind hearted people like Adhip Chaudhuri, Subir Adhikari, Shibaji Pal & Kalyan Mitra, to name a few, have shared their collections which I continue to upload in KZbin, there are quite a few who have not entertained me and have not parted with their recordings. Had they done so, you could possibly get to hear many more unheard gems from Georgeda. Its a pity that a misplaced sense of 'pride of possession' and a certain degree of bohemian carelessness still exists among certain people because of which Georgeda continues to remain 'Bratya' to quite an extent even today.
@biswanathmitra40633 жыл бұрын
Aponader sakaler ei prochestar jonno amra George babuke aro nibirobhabe pachchi.Amar ekta anurodh aponader, je sab byaktiganer kache aro sab moni mukto roeche tader parle bar bar hat jor kore anurodh korun gaanguli je kono platform e prokash karar jonno.Jayantanuj babu amar biswas ekdin onader pasan hriday golbei.Aponi nischy dekhechen Bratyajon tader Ruddhasangeet natakti you tube e upload korechen. Aponake amar antarer pronam ar ekdin jara merechilo gaantar abaro abdar roilo.
@jghosh643 жыл бұрын
@@biswanathmitra4063 যাঁদের সংগ্রহে দেবব্রত বিশ্বাসের গান আজও আটকে পড়ে আছে, তাঁদের কাছে বারংবার অনুরোধ করে চলেছি, গানগুলি মুক্ত করে দেওয়ার জন্য। এদের মধ্যে অধিকাংশই এড়িয়ে যান, না হলে স্তোক বাক্য শোনান। কেউ কেউ উত্তর করেন না - আবার কেউ বা দুর্ব্যবহার করেন। অল্প কয়েকজন মানুষ এখনো আছেন যারা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের বদান্যতায় এবং সাহায্যে, জর্জদার অপ্রকাশিত বা স্বল্প শ্রুত গানগুলি আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করে চলেছি নিতান্ত একক ভাবেই। যতদিন গান ভিক্ষা করে, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছ থেকে গান পাব, ততদিন জর্জদার গান আপনাদের গান শুনিয়ে যাব এটুকু আশ্বাস আপনাদের দিতে পারি।
@biswanathmitra40633 жыл бұрын
@@jghosh64 apni aponar mahat prochesta chalie jan ekdin hoito pahar tolbei ei asha rakhi