Debotakhum || দেবতাখুম ভ্রমন || New Update || Debotakhum Bandarban

  Рет қаралды 301,397

Shihab Gahin

Shihab Gahin

4 жыл бұрын

দেবতাখুম (Debotakhum) ভ্রমনে যেভাবে যাবেন, দেবতা খুম ভ্রমন গাইডঃ
How to Travel Debothakhum Bandarban:
বান্দরবান থেকে রোয়াংছড়ি থানা
Bandarban to Rowangcchari
রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি বাজার
Rowancchari to Kacchaptoli
কচ্ছপতলি থেকে শীলবান্ধা পাড়া (ট্রেকিং) -
Kacchaptoli to Shilbandha Para
শীলবান্ধা পাড়া থেকে বেদতাখুম (ট্রেকিং এবং নৌকা ও ভেলা)
Shilbandha para to Debotakhum
দেবতাখুম ~ Debotakhum বান্দরবানের সবচেয়ে বড় খুম এখন পর্যন্ত। থানচির আমিয়াখুম, ভেলাখুম কিংবা মাতভারা খুম এবং আরো যেসব খুম-এ এখন পর্যন্ত গেছি তার মধ্যে রোয়াংছড়ির দেবতাখুম সবার সেরা এবং বন্য। রোয়াংছড়ির কচ্ছপতলি বাজার থেকে মাত্র ৪০ মিনিট ট্রেকিং করেই শীল বান্ধা পাড়ার দেবতা খুম দেখে আসা যায়। নভেম্বর ডিসেম্বরের পর থেকে মার্চ পর্যন্ত খুমের পানি থাকে শান্ত এবং রঙ হয় নীলাভ। খুমের সৌন্দর্য সবচেয়ে বেশী থাকে সে সময়। দেবতাখুম ভ্রমন করতে যেতে সবচেয়ে বড় সুবিধা হল এক দিনেই এই খুম ঘুরে আসা যায়।
বর্তমানে দেবতাখুম বেড়াতে যাচ্ছে প্রচুর ভ্রমনকারী কারন এখানে যাওয়ার প্রকৃয়াটা খুবই সহজ। যার মোটামুটি আধাঘন্টা একটানা হাটার সামর্থ আছে সে-ই এই স্থান আরামসে দেখে আসতে পারবেন। বর্ষায় এই খুমের রুপ আবার পুরাপুরি বন্য। পানি থাকে ঘোলা, প্রচন্ড স্রোতের কারনে ভেলা ভাসানোয় তখন অনেক কঠিন এবং বিপদ সংকুল।
বান্দরবান থেকে রোয়াংছড়ি যাওয়া খুবই সহজ। বাস, জীপ, সিএনজি অটো (লোকাল~রিজার্ভ) আপনারা ট্রিপ মেম্বার এবং খরচ পাতির কথা চিন্তা করে নিজের পছন্দানুযায়ী যেকোন একটি করে চলে যান রোয়াংছড়ি। বাস ভাড়া ৫০ টাকা জনপ্রতি, রোয়াংছড়ি পর্যন্ত সিএনজি রিজার্ভ ৪৫০-৫০০ টাকা।
রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি শুধু সিএনজি অটো অথবা বাইকে করে যাওয়ার উপায় আছে। সিএনজি ভাড়া জনপ্রতি ৬০ টাকা আর রিজার্ভ ভাড়া ৩০০ টাকা।
যেভাবে যাবেনঃ
দেশের যেকোন স্থান থেকে বান্দরবান - বান্দরবান থেকে রোয়াংছড়ি থানা (থানায় রিপোর্ট করা বাধ্যতামূলক) - রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি - কচ্ছপতলি থেকে শীলবান্ধা পাড়া (ট্রেকিং) - শীলবান্ধা পাড়া থেকে বেদতাখুম (ট্রেকিং এবং নৌকা ও ভেলা)
যা জানা গুরুত্বপূর্নঃ
১। রোয়াংছড়ি থানায় গাইডসহ রিপোর্ট করতে হবে। তাই ট্রিপ শুরু করার ২~১ দিন আগেই গাইড ঠিক করে নিন। কিছু গাইডের নাম ও যোগাযোগের নাম্বার
২। প্রত্যেক ট্রিপ মেম্বারের অবশ্যই NID কার্ডের ফটোকপি রোয়াংছড়ি থানায় জমা দিতে হবে, NID কার্ড না থাকলে যেকোন আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে যেতে পারেন তবে ডিপেন্ড করে দ্বায়ীত্বরত কর্মকর্তাদের উপর।
৩। থানা থেকে একটা ফর্ম দিবে যেখানে সবার নাম ঠিকানা লিখে জমা দিতে হবে। ওই ফর্মের দাম ৫০ টাকা।
৪। দেবতাখুম বা শীলবান্ধা পাড়ায় ক্যাম্পিং নিষেধ।
৫। প্লাস্টিক জাতীয় দ্রব্য না নিয়ে যাওয়ায় ভাল আর নিয়ে গেলে তা সেখানে সেখানে ফেলে পরিবেশের ক্ষতি করবেন না।
৬। অনেক বড় গ্রুপের সাথে না গিয়ে ছোট গ্রুপে গেলে ভাল।
৭। খুম-এ চিৎকার চেচামেচি না করে নিরবে তার পরিবেশ উপভোগ করুন। চিল্লাচিল্লি করার চেয়ে নিরবতা ওখানে অনেক উপভোগ্য শিওর থাকেন।
৮- রামজাদি এন্ট্রি ফি ২০ টাকা (জনপ্রতি)
খরচ কি কিঃ
- আপনি যেখানে আছেন সেখান থেকে বান্দরবান আসা-যাওয়ার খরচ
- বান্দরবান থেকে রোয়াংছড়ি হয়ে কচ্ছপতলি পর্যন্ত আসা-যাওয়ার খরচ
- গাইড ১০০০ টাকা
- থানা থেকে দেওয়া ফর্ম ৫০ টাকা
- লাইফ জ্যাকেট, নৌকা ও ভেলা ভাড়া ১৫০ টাকা
- ভাত ~মুরগি ~ আলু ভর্তা ও ডাল ২০০ টাকা (কোয়ালিটি ১০০তে ৩৩)
My Gear:
Panasonic Lumix GH5
GJI Mavic Air
GoPro Hero-8
Zhiyun Crane 2
Music:
------------------------------
Memories...Innocence of a Girl by EDM mØÑd / edmondtj
Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
Free Download / Stream: bit.ly/MemoriesOfAGirl
Music promoted by Audio Library • Memories...Innocence o...
------------------------------
"Scott Buckley - Sanctum [Epic]" is licensed under a Creative Commons license (CC-BY) Music provided by BreakingCopyright: • [No Copyright Music] S...
------------------------------

Пікірлер: 675
@arifshuvo
@arifshuvo 4 жыл бұрын
বাংলাদেশে এখন আন্তর্জাতিক মান সম্পন্ন কিছু ইউটিউব চ্যানেল আছে তার মদ্ধ্যে আপনি একজন ভাই আপনার ভিডিও এই প্রথম দেখলাম আর দেখেই গ্রাহক(সাবস্ক্রাইবার) হয়ে গেলাম ।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
ধন্যবাদ শুভ ভাই। এমন মন্তব্য সত্যিই খুবই অনুপ্রাণিত করে ভাল কাজ উপহার দেওয়ার জন্য।
@MdBabu-on6ql
@MdBabu-on6ql 4 жыл бұрын
বাই দেখা করতে ছাই প্লিজ নাম্বার না দিলে আপনার এড্রেস দেন ০১৭৪৮৬৭৪৭৯৫
@muslimurrahman3716
@muslimurrahman3716 4 жыл бұрын
আল্লাহর এই অপরুপ সৃষ্টি দেখলে তাহার তরে সেজদায় মাথা নত হয়ে আসে।ধন্যবাদ সিহাব ভাইকে আমাদেরকে এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ মুসলিম ভাই। আল্লাহর সৃস্টির কোন তুলনা নেই ভাই
@pujachatarjee8090
@pujachatarjee8090 4 жыл бұрын
অপূর্ব সুন্দর এক কথায় 🇮🇳🇮🇳🇮🇳
@iqbalhossain4362
@iqbalhossain4362 4 жыл бұрын
“বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু।দেখা হয়নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের উপরে, একটি শিশিরবিন্দু।।”
@user-sp8dr5fc2i
@user-sp8dr5fc2i 4 жыл бұрын
Nice
@Historyexplorebd
@Historyexplorebd 4 жыл бұрын
অনেক অবিবেচক মূর্খ মানুষ আমাদের এত সুন্দর বাংলাদেশ না ঘুরে বিদেশে গিয়ে থালি খেয়ে আসে
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয়নাই চক্ষু মেলিয়া, বান্দরবানের তিন্দু
@Historyexplorebd
@Historyexplorebd 4 жыл бұрын
@@ShihabGahin nice
@IsmailHossain-tx4kc
@IsmailHossain-tx4kc 2 жыл бұрын
❤️❤️❤️🌾
@travelwithmahafuz193
@travelwithmahafuz193 4 жыл бұрын
এই পাড়া তে ১ রাত ছিলাম। মানুষ গুলো সাধারণ আর সরল প্রকৃতির :)। রাতে যখন পাড়ার মাথায় এসে ঝিরির পানি আর পোকার শব্দ শুনবেন ওই মূহর্ত টা লাইফে কখনো ভুলতে পারবেন না।
@mdabubakkar2876
@mdabubakkar2876 4 жыл бұрын
Klj
@travelwithmahafuz193
@travelwithmahafuz193 4 жыл бұрын
@@mdabubakkar2876😕😕
@Historyexplorebd
@Historyexplorebd 4 жыл бұрын
@@travelwithmahafuz193 ধন্যবাদ ভাই
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
পাহাড়ে রাতের ঝিঝি পোকার শব্দকে আমার গানের মত মনেহয়। ট্রেইল ধরে চুপচাপ হেটে গেলে পোকার আওয়াজ অদ্ভুদ মাদকতা তৈরি করে।
@travelwithmahafuz193
@travelwithmahafuz193 4 жыл бұрын
@@ShihabGahin 😊😊
@titas8764
@titas8764 4 жыл бұрын
বাইকে পাহাড়ি রাস্তায় ভ্রমন করার পর আপনার এই চ্যানেলের ভিডিও দেখে আমার উপলব্ধি হলো, আমি এডভেঞ্চারের কিছুই করি নাই। অসাধারন আপনার উপস্থাপনা আর গোছানো কনটেন্ট। করোনা পরিস্থিতি ভাল হলে আমি আপনাদের মত বান্দরবনের দুর্গম সব জায়গায় ট্র‍্যাকিং/ক্যাম্পিং করার স্বপ্ন দেখি। এটাই নেক্সট টার্গেট। প্রকৃতি আর এডভেঞ্চার এক অসাধারন সমন্বয়।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মত আমরা সবাই বসে আছি কবে এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রান পাব। আমি আশা করি আপনার ভবিষ্যৎ ট্রাভেলিং লাইফ অনেক বৈচিত্রময় হবে।
@habibtvlogs8016
@habibtvlogs8016 4 жыл бұрын
ভিডিও দেখে আমি মনে করছিলাম ওখানেই চলেগেছি আমি মালয়েশিয়া প্রবাসী এখানেও আছে কিন্তু দেশের মত না। আসলে আমাদের দেশে যে প্রাকৃতিক দৃশ্য গুলা আছে তা যদি দেশের মানুষ বুঝতো তাহলে অন্য দেশ ভ্রমণ করতো না। আপনাদের ভিডিও দৃশ্য টা দেখে অনেক অনেক ভালো লেগেছে। 💕💖
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই এত দুর্দান্ত মন্তব্যের জন্য। 'সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি'
@a.sakergood7396
@a.sakergood7396 4 жыл бұрын
নিপুণ নিখুঁত চোখধাঁধানো কলিজা ঠান্ডা করা মহান আল্লাহ তায়ালার নিদারুণ সুন্দর সৃষ্টি। সত্যিই অসাধারণ ।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
আল্লাহর সৃস্টির কোন তুলনা নেই
@imranripon216
@imranripon216 4 жыл бұрын
অসাধারণ ভিডিওগ্রাফি, সুন্দর উপস্থাপনায় মন মুগ্ধকর হয়েছে। আশাকরি সামনে আরও এগিয়ে যাবেন। ❤
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ ইমরান ভাই। চেষ্টা থাকবে সামনে ভিডিও গুলোও যেন আপনাদের ভাল লাগে সেটা।
@ozzulhossen8577
@ozzulhossen8577 2 жыл бұрын
@@ShihabGahin সুন্দর একটা রিপোর্ট
@shamilikhadiza2489
@shamilikhadiza2489 4 жыл бұрын
Video ta dekhe Allahr sukria adai korlam,ato sundor tar sristi,SubhanAllah
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
আল্লাহর সৃটির কোন তুলনা নেই
@mdsalman9646
@mdsalman9646 3 жыл бұрын
প্রকৃতির রূপ দেখতে দেখতে চোখে পানি চলে আসে ভাই। সত্যি,আমার দেশ অনেক সুন্দর। ❤❤❤❤❤❤❤❤❤❤
@Mohammad_General
@Mohammad_General 4 жыл бұрын
আপনার জন্যই সৃষ্টিজগতকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারছি। সাবলীল ভাষা আর ভিডিও ধারন যে সহজেই কেউ পারবেনা আপনার মতো করে। দোয়া থাকবে 😍😍
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
ধন্যবাদ ইউনুস ভাই। এসব যায়গায় গেলে সৃস্টিকর্তাকে নতুন ভাবে উপলব্দি করা যায়।
@FirstLast-ox8tr
@FirstLast-ox8tr 4 жыл бұрын
7:10 আহা মন জুড়িয়ে গেলো। হয়তো এজন্যই বলেছিলেন,"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।" 💝💝
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
আসসলেই এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
@md.sumonrana2834
@md.sumonrana2834 3 жыл бұрын
দেশটা আসলেই অনেক সুন্দর। দৃশ্যগুলো দেখে চোখ আটকে গিয়েছিল।
@JewelWalkerOfficial
@JewelWalkerOfficial 3 жыл бұрын
আপনার উপস্থাপনা আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ভিডিওটি চমৎকার ভাবে ফুটে উঠেছে
@mdmasudsarder2648
@mdmasudsarder2648 2 жыл бұрын
বাংলাদেশ পাহার এতে সুন্দর আমার জানা ছিল না অসাধারণ সুন্দর হাঁপ নাদের অনেক অনেক সাধুবাদ সব কিছু মিলিয়ে alhamdulillah
@md.moinulislam9467
@md.moinulislam9467 3 жыл бұрын
MASHAALLAH khub valo video ALLAH BLESS you
@mueidrakib2919
@mueidrakib2919 4 жыл бұрын
এত সুন্দর করে কেউ ভিডিও বানাতে পারে আপনার ভিডিওগুলো না দেখলে বোঝা যেত না ভাই!
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
এমন কমেন্ট গুলো আমাদের অনেক অনুপ্রেরনা দেয় রাকিব ভাই। দোয়া করবেন সামনের দিন গুলোতে যেন এই ধারা অব্যহত রাখতে পারি।
@mueidrakib2919
@mueidrakib2919 4 жыл бұрын
@@ShihabGahin অনেক দোয়া রইলো আপনার জন্য! ❤
@MdBabu-on6ql
@MdBabu-on6ql 4 жыл бұрын
ডিরেক্টর কে ছিলেন জানিনা তবে না বলে পারলাম না ভালোবাসা অবিরাম তার জন্য এবং সবার জন্য যারা সাথে ছিলেন
@imranahmad9459
@imranahmad9459 3 жыл бұрын
নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিনা।এত সুন্দর জায়গা আমাদের দেশে।সত্যি কল্পনাময়।🥰🥰🥰
@sujonofficialtv6912
@sujonofficialtv6912 4 жыл бұрын
অসাধারণ ভিডিও টা, আর আমি তো অবাক এত সুন্দর জায়গা বাংলাদেশে আছে,,, osthir place
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
বাংলাদেশে এর চেয়ে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে
@nashidniaz2967
@nashidniaz2967 4 жыл бұрын
Finally someone upload a really good content based on Bangladesh with details 😍
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
Thanks for watching
@rajudatta6803
@rajudatta6803 4 жыл бұрын
Apurbo sundor Sonar Bangla...💞💞 India... West Bengal...
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
ধন্যবাদ রাজু দাদা ♥♥
@smritidey4793
@smritidey4793 2 жыл бұрын
সত্যি খুবই সুন্দর দেবতাখুম গর্তকাল বান্দরবান থেকে ঘুরে আসলাম।Just Wow🥰❤️🥰 Really Amazing 😱😱
@tanjilahaquetonu8190
@tanjilahaquetonu8190 3 жыл бұрын
বাংলাদেশের একজন ইউটিউবার এত অসাধারণ ভিডিও তৈরি করেন,,,দেখেই মন ভালো হয়ে যাওয়ার মত।
@shafiqulalamnirob1142
@shafiqulalamnirob1142 3 жыл бұрын
ভিডিও দেখতে দেখতে এতোটাই মুগ্ধ হয়ে যাই যে, লাইক দেয়ার কথাই ভুলে যাই
@ismatjahan2546
@ismatjahan2546 3 жыл бұрын
অসাধারণ ভিডিও, উপস্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে অপার মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে গেছে মন। কেন মানুষ বিদেশে ঘুরতে যায় জন্মভূমির এই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে।অনেক অনেক ধন্যবাদ। এটাই আমার দেখা বেস্ট Travel video ❤️❤️
@Masumibnomarali
@Masumibnomarali 4 жыл бұрын
প্রকৃতির না ভাই, আল্লাহর এক অপুর্ব সৃষ্টি। এত সুন্দর সৃষ্টিকে দেখলেন অথচ স্রষ্টাকে চিনলেন না। আশাকরি ভুলটা সুধরে নিবেন। ধন্যবাদ আল্লাহর এত সুন্দর নিয়ামত আমাদের সামনে তুলে ধরার জন্য।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বলার জন্য
@user-dr9is4vp5k
@user-dr9is4vp5k 4 жыл бұрын
মহান আল্লাহর দেয়া এত সুন্দর জায়গা না দেখলেই নয় আলহামদুদিললাহ
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
ঘুরে আসুন একবার। খুব সহজ এবং কম সময়ে এই যায়গা দেখে আসতে পারবেন।
@nabilasarmageen4067
@nabilasarmageen4067 3 жыл бұрын
Bandarban is the Best place in the world...eto shundor ❤️
@khalidhasan146
@khalidhasan146 3 жыл бұрын
খুব সুন্দর যায়গা এবং খুব সহজেই উপভোগ করার মত ঝুকিহীন।
@habibirfan9541
@habibirfan9541 4 жыл бұрын
আপনার ট্র্যাভেল ভিডিও গুলো সবচেয়ে বেশি সিনেম্যাটিক❤️❤️
@suchismitasaha997
@suchismitasaha997 4 жыл бұрын
আমি কলকাতা থেকে লিখছি। আপনার বানানো ভিডিও গুলো এত সুন্দর হয় দেখতে দেখতে যেন ওখানে পৌঁছে যাই। আপনার প্রায় প্রতিটি ভিডিও টি দেখেছি অসাধারণ কাজ আপনার। নেশাগ্ৰস্তর মত দেখতে থাকি। শুভেচ্ছা রইল আগামী ভালো কাজের জন্য।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ! এত দূর থেকে দেখছেন জেনে খুবই আনন্দিত হলাম। কলকাতা আমার খুব প্রিয় একটা শহর।
@SubarnaDey
@SubarnaDey 4 жыл бұрын
Bhaiya oshadharon..... Khub bhalo laglo.... Ki opurbo video dharon korechen....best wishes always 😊
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
আপনার মন্তব্য পড়ে অনেক ভাল লাগছে। আপনার ব্লগ গুলো দেখা হয়েছে বেশ অনেকবার। আপনার উপস্থাপনা জাস্ট অসাধারন। শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ।
@tarikulislamtusher9222
@tarikulislamtusher9222 3 жыл бұрын
Api ami apnra 2 jon er vlog ei dakhi😳 Blv krte parchi na je apni bangla vlog o dekhen😱
@rinkusharmavlogs5833
@rinkusharmavlogs5833 3 жыл бұрын
में आपकी वीडियो सरी देखता हूं मुझे यहां की सीनरी बहुत अच्छी लगी बांग्लादेश में बहुत सुंदर जगह है । No dout about it very beautifull location in bangladesh
@SakibIslam
@SakibIslam 3 жыл бұрын
Video ta Kon month er?
@archowdhuryabir509
@archowdhuryabir509 3 жыл бұрын
@@rinkusharmavlogs5833 are bhai ham bengali hai hindi likha hame thodi na samaj aati hai
@siddiqueesfreetime4883
@siddiqueesfreetime4883 3 жыл бұрын
সত্যিই দেখা হয় নাই চক্ষু মেলিয়া...... এক কথায় অসাধারন 😍
@TravelerOfBangladesh
@TravelerOfBangladesh 3 жыл бұрын
অনেক সুন্দর লাগল ভিডিও টি।।।
@k.a.i-0777
@k.a.i-0777 4 жыл бұрын
আপনার তিনটি ভিডিও দেখলাম । দুর্গম দুরূহ পথ, অতি সামান্য preparation নিয়ে অতিক্রম করে অনেক কষ্টের বিনিময়ে অসাধারণ দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন । ধন্যবাদ । ১৩+১৪+৮মিনিট । অপূর্ব সুন্দরের হাতছানি । দৃষ্টির সীমানা পেরিয়ে দূরদূরান্ত পর্যন্ত বিস্তৃত । বিশেষ করে সুউচ্চ পাথরের পাহাড়ের বুক চিরে স্বচ্ছ পানির ঝর্ণা । নয়নাভিরাম সৌন্দর্য মন ছুঁয়ে ছুঁয়ে হৃদয় স্পর্শ করে , এতই মনলোভা চিত্তহরণ কারি সুন্দর যে , যাহা শব্দের সাহায্যে অন্তর থেকে কথায় সাহিত্য রচনা অসম্ভব প্রায় । এ যেন সাবালিকা পাহাড়ি কন্যার ভেস-ভোষণে রচিত প্রেমের একটি কবিতা । তবে , একটি কমেন্টস রেখে যেতে ইচ্ছা করছে । আশা করি মনে কষ্ট নেবেন না । সকল কিছুই তরান্নিতে হয়ে গেছে । পাহাড়ের সর্গময়ী বেষ্টনীতে বেঁচে থাকা পাহাড়ি মানুষ গুলি সম্বন্ধে অথবা তাঁদের জীবন যাত্রার কিঞ্চিত নমুনা দর্শকদের জন্য উপস্থাপন করা কি উচিত ছিল না ? নতুবা আমাদের দেখার সার্থকতা থাকল কোথায় । এমনকি আপনার ভ্রমণসঙ্গী কারা ছিলেন তাঁহাদের চেহারার এক বিন্দু ঝলক (glimpse of looks) পর্যন্ত তুলে ধরেন নি। তাই আশা রাখব আগামী পর্ব গুলি করার সময় এই দিকে একটু যত্নবান থাকবেন । যে কোনো ভ্রমণ কাহিনীতে , যে আদিবাসী স্থান ভ্রমণ করছেন তাদের কিঞ্চিত জীবন যাত্রার নমুনা তুলে ধরা প্রয়োজন । নতুবা কাহিনি নিষ্প্রাণ থেকে যায় ।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ন মতামতের জন্য কুদ্দুস ভাই। আপনার কথা গুলো সত্যিই মন ছুয়ে যায়। ট্রিপমেট দের ফেস ফুটেজ আমি রাখি না ইচ্ছে করেই। সাধারনত আমি দর্শকদের ওই প্লেসের ছবি দেখাতে চাই, ট্রিপমেটদের ছবি দিয়ে সময় বাড়াতে ভয় লাগে যদি না অডিয়েন্সদের আবার বিরক্ত লাগা শুরু হয় সেজন্য। আর পাহাড়ি মানুষদের জীবন চরিত দেখানোর চেষ্টা করি আমি কিছুটা হলেও। ভবিষ্যতে চেষ্টা করব এ ব্যাপারটা আরো ভালোভাবে প্রেজেন্ট করার জন্য।
@rinkusharmavlogs5833
@rinkusharmavlogs5833 3 жыл бұрын
very beautifull location love from india 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jahangirhossain943
@jahangirhossain943 3 жыл бұрын
excellent মন চায় ঘুরে আসি
@NabilCp4
@NabilCp4 3 жыл бұрын
Bro very nice very beautiful awesome like brabo and everything
@tariqdipto873
@tariqdipto873 3 жыл бұрын
সুন্দর করে সব বর্ণনা করেছেন। ধন্যবাদ।
@numanabdulla7803
@numanabdulla7803 4 жыл бұрын
বান্দরবানে স্থানীয় আমি।কিন্তু কখনো এতো জাগয়া ঘোরা হয়নি।তবে ইচ্ছা আছে অনেক।।ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পুরন হবে❤
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
স্বর্গের বাসিন্ধা হয়ে স্বর্গ দেখলেন এখনো!
@prokashmaitra5894
@prokashmaitra5894 3 жыл бұрын
What a sense of Art! You are truly unparalleled. So many Good Wishes for you.
@golammostofa3402
@golammostofa3402 3 жыл бұрын
খুব ভালো লেগেছে। আমরাও যাবো ইনশাআল্লাহ।
@nahidkamil5147
@nahidkamil5147 3 жыл бұрын
oshadharon.....durdanto cinematography
@ashek9656
@ashek9656 4 жыл бұрын
এতো সুন্দর আমার বাংলাদেশ, 👌💖🇧🇩🇸🇦
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
আসলেই সৃস্টিকর্তার এক অসাধারন সৃষ্টি এই দেশ।
@simranahmed85
@simranahmed85 4 жыл бұрын
অপূর্ব সুন্দর বাংলাদেশ, ধন্যবাদ ।
@md.rimonpervez1751
@md.rimonpervez1751 4 жыл бұрын
অসাধারন ভিডিও- অডিও।মনে হল যেন discovery/national geography চ্যানেলের কোন documentary দেখলাম। Thank you.
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
এত সুন্দর মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ পারভেজ ভাই
@dmaxmax2197
@dmaxmax2197 3 жыл бұрын
background sound r joss bhai.and captured also
@mebbricks4574
@mebbricks4574 4 жыл бұрын
Thank you so much for share such an excellent n amazing place of Bandarban. It looks like virtual. Uhhhh
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
Thanks for watching
@farabirahman8035
@farabirahman8035 4 жыл бұрын
khub vlo laglo
@travelbangladesh3911
@travelbangladesh3911 3 жыл бұрын
Vaiya Amazing khub valo lagse❤
@suroviislam6714
@suroviislam6714 4 жыл бұрын
মনটা একদম ভোরে গেলো
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ
@MdRabbi-ng5bz
@MdRabbi-ng5bz 4 жыл бұрын
স্বপ্নবাজ গ্রুপ থেকে আসলাম। ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে, আপনার টিমকে। আরো কিছু দেখার অপেক্ষাই রইলাম।
@nabilasarmageen4067
@nabilasarmageen4067 3 жыл бұрын
U give the details so precisely.. really helpful
@nanzibatrisha5016
@nanzibatrisha5016 4 жыл бұрын
Khub shundor guchano Video.
@HoppingFrog
@HoppingFrog 4 жыл бұрын
Well done, very good sequencing. Best wishes !
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
Thank you brother
@jahan442
@jahan442 3 жыл бұрын
opurbo opurbo. many many thanks for capturing the beauty of debotahum. not every one is fortunate to see such magical place with their own eyes, but this video has shown theres places exist beyond our imagination. your recording was astounding.
@tanishaamahi4902
@tanishaamahi4902 3 жыл бұрын
Apnader vedio gula save kore rakhchi..inshaallah tk hole ber hobo amon dhoroner desh vromon a
@sumanmondol4373
@sumanmondol4373 2 жыл бұрын
vai apni matrivumi k ago sundor vaba represent korchan thanks a lot.....
@julkernyne8925
@julkernyne8925 4 жыл бұрын
Apnar video gulo besh valo hoi
@haradhanchakrabarty6838
@haradhanchakrabarty6838 4 жыл бұрын
Darun darun
@MdBabu-on6ql
@MdBabu-on6ql 4 жыл бұрын
আমার জীবনে দেখা সেরা ভিডিও গুলো আপনার চেনেল থেকে বেছে নিলাম এবং দেখার আগেই সেব ডাউনলড করে নিলাম
@surjokonna1492
@surjokonna1492 2 жыл бұрын
1year age apnr ei video dekhe 1ta year wait krsi November December r jnno 2din age ghure aslm etttto sundr
@sahidulislam4767
@sahidulislam4767 4 жыл бұрын
Onk sondar hoisa vaiya . Love it
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ ♥♥
@nevermind8488
@nevermind8488 2 жыл бұрын
এত সুন্দর হবে কোনদিনও চিন্তা করিনি 😱
@MehediHasan-tm2ot
@MehediHasan-tm2ot 4 жыл бұрын
Jini video korecen khub sundor hoece, channel ta khub valo legece
@samsuhosen2703
@samsuhosen2703 3 жыл бұрын
অনেক দারুন হয়েছে
@FerdausAlAmin
@FerdausAlAmin 4 жыл бұрын
Great video, marks on the sides of mountain just shows how high the water level rises during Rainy Season
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
Very true!
@Sakibkhan-zc6kg
@Sakibkhan-zc6kg 3 жыл бұрын
খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো
@israthopi5002
@israthopi5002 4 жыл бұрын
মাশাআল্লাহ আমাদের দেশ এতো সুন্দর
@yaminahmed7091
@yaminahmed7091 3 жыл бұрын
Nice onek sundor
@bdlaunchlook1358
@bdlaunchlook1358 4 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই। অসাধারণ সুন্দর উপস্থাপনায় মন মুগ্ধকর ভিডিও দেখে আমি মনে করছিলাম ওখানেই চলেগেছি আমি অনেক সুন্দর... ভিডিও
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে।
@jkstudio113
@jkstudio113 3 жыл бұрын
Best travailing channel
@mohitrehaan
@mohitrehaan 4 жыл бұрын
খুব সুন্দর ব্লগ💙
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@jonayedahmed4692
@jonayedahmed4692 2 жыл бұрын
Apnar cinematography dekhe ami obak 🖤 Just awesome
@rajumahadi8456
@rajumahadi8456 3 жыл бұрын
Vaiya apnar video quality sotti onk sundor 🥰🥰
@itsjishan4389
@itsjishan4389 3 жыл бұрын
Khub sundor
@hafizurrahman1115
@hafizurrahman1115 2 жыл бұрын
Khub valo❤️❤️🇧🇩🇧🇩
@xacxoc423
@xacxoc423 2 жыл бұрын
Khub valo tnw
@ShahriarOfficial
@ShahriarOfficial 4 жыл бұрын
আপনার চ্যানেলের জন্য অনেক শুভকামনা রইলো,,,,অসাধারণ উপস্থান
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাইজান ♥♥
@rehanzonaid9792
@rehanzonaid9792 3 жыл бұрын
একআর ঘুরে আসার জন্য জায়গাটা দারুণ,কয়েকমাস আগে গিয়েছিলাম!
@JODDHA31
@JODDHA31 4 жыл бұрын
আপনার ভিডিও মিউজিক চয়েজ গুলো খুব দারুণ।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
ধন্যবাদ ভাই। এই মিউজিক খোঁজার যে কি কষ্ট :(
@user-sq2tf7pl2f
@user-sq2tf7pl2f 3 жыл бұрын
অসাধারণ ভিডিও ভাই
@md.rashedullislamrashed6187
@md.rashedullislamrashed6187 4 жыл бұрын
Your present awesome, awesome ekkothay
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
Thank you Rashed bhai for watching.
@oazbdmidia8472
@oazbdmidia8472 3 жыл бұрын
*অসাধারণ সুন্দর *
@palasbasumandal6813
@palasbasumandal6813 4 жыл бұрын
Besh valo jaiga..jete ichhe korche
@sukanyahasan3826
@sukanyahasan3826 4 жыл бұрын
Very thrilling inner side of the hill tracts.Challenging journey but very well covered. Many thanks.
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
Many thanks!
@hip-hopmastan3646
@hip-hopmastan3646 4 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@holidayriders6150
@holidayriders6150 3 жыл бұрын
দারুন💟
@arun.akdbkp
@arun.akdbkp 4 жыл бұрын
Awesome nature.. excellent presentation..
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
Thank you Arun dada for your nice comment.
@fahimiqbal4091
@fahimiqbal4091 2 жыл бұрын
অসাধারণ ভিডিও
@nilufayasmin8228
@nilufayasmin8228 4 жыл бұрын
The video quality and interpretation was amazing
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
Thanks for watching
@mobilenews1770
@mobilenews1770 4 жыл бұрын
দাদা তোমার ভিডিও দেখে ফ্যান হয়ে গেলাম। লাভ উ।
@MdMasud-xb1kz
@MdMasud-xb1kz Жыл бұрын
বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকা বানদরবান 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
@kamrulhasanlimon1879
@kamrulhasanlimon1879 4 жыл бұрын
যেমন ভিডিও তেমনি সাইড মিউজিক অস্থির।।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ লিমন ভাই
@kamrulhasanlimon1879
@kamrulhasanlimon1879 4 жыл бұрын
@@ShihabGahin আপ্নাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
@Sujonsarker3113
@Sujonsarker3113 3 жыл бұрын
ভিডিও ভাল লাগলো ভাই❤️
@mdal-amin296
@mdal-amin296 4 жыл бұрын
অনেক ভাল ছিল।
@fsggstffwgs6062
@fsggstffwgs6062 4 жыл бұрын
আপনাদের ভিডিও দেখার পর কমেন্টস না করলে নিজেকে অপরাধী মনে হয়।আপনার ভিডিও এবং উপস্থাপনায় মুগ্ধ হয়ে গেলাম।
@ShihabGahin
@ShihabGahin 4 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে ধর্য্য ধারন করে ভিডিওটি দেখার জন্য।
@rayhanurrahman2694
@rayhanurrahman2694 3 жыл бұрын
ভাই অসাধারণ। মনে হয় নিজে ঘুরছি।।
@imranfacts-scl
@imranfacts-scl Жыл бұрын
ভালো লাগলো ভাই।
TOUR OF NAGALAND | 2022 | DAY 19 : KISAMA - TUENSANG
22:56
Beardy Rider
Рет қаралды 170
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН