গল্প এবং গল্পপাঠ ভালো তবে পল্লবের গল্পপাঠের সাবলীলতা ও পরিমার্জন আর একটু প্রয়োজন, এ ক্ষেত্রে মুনমুন অনেক খানি সাবলীল। কটু সমালোচনা মার্জনীয়।
@banglalibrary45963 жыл бұрын
আপনার মতো শ্রোতা আমাদের সম্পদ। আপনার মন্তব্যই প্রমান করে - আপনি গল্পটা পুরোটা খুঁটিয়ে শুনেছেন। আমাদের পরিশ্রম সার্থক। আপনার মতো সমালোচনা আদৌ কটু নয়, বরং বেশ উপকারি, আমাদের উন্নতির সহায়ক। মুনমুন একজন প্রোথিতযশা কন্ঠশিল্পী। তাঁকে আমাদের চ্যানেলে পেয়ে আমরা সমৃদ্ধ। চেষ্টায় থাকব তাঁর সমকক্ষ হয়ে ওঠার। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের গল্পগুলোতেও আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব।
@dipankarmodak15722 жыл бұрын
বাচনভঙ্গিতে হাস্যরস পেলামনা।
@malaydhar9172 жыл бұрын
পড়া ও অভিনয় ভালো। গল্পের বাঁধন ভালো, তবে বক্তব্য সুন্দর হতে গিয়েও হলো না।