একদম ঠিক ধরেছেন।। আপনি কি করে জানলেন?? তারমানে আপনিও কি আপনারা স্ত্রী কে এই একই ড্রেস সোনাঝুরি হাট থেকে কিনে দিয়েছেন?? 😊
@sudiptachakraborty8659Ай бұрын
@BengaliTravelogue এই ডিজাইনটা আমার চেনা, যারা তৈরী করেন তাদের সঙ্গে পরিচয় আছে। এর লাল রঙটা আমার আছে। তবে হঠাৎ স্ত্রী এর প্রসঙ্গ তুললেন কেন বুঝতে পারলাম না। আমি আপনার জামার কথা বলেছি।
@BengaliTravelogueАй бұрын
@@sudiptachakraborty8659 এই পর্বে আমার জামা এবং আমার স্ত্রী এর ড্রেস এই দুটিই সোনাঝুরি হাট থেকে কিনেছি। সেই প্রসেঙ্গে আমি বলেছি যে আপনার স্ত্রীর ও ড্রেস হয়তো আমার স্ত্রীর মতোই সোনাঝুরি থেকে কিনেছেন। আপনি কি অন্য কিছু ভেবেছেন?
@sudiptachakraborty8659Ай бұрын
@@BengaliTravelogue আমি আপনার জামার কথাই বলেছিলাম। একজন মহিলার ড্রেস নিয়ে হঠাৎ কথা বলতে যাব কেন? নইলে তো "জামা" শব্দটা বলতাম না। অন্য কিছু আর কি ভাবব? আমার প্রিয়জন মানুষটি আকস্মিক গত হয়েছেন। শুধুশুধু তাকে এই নিছক একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে টেনে আনা কেন হল আমি বুঝতে পারলাম না। বিষয়টি এখানেই ইতি হোক। ভালো থাকুন। নমস্কার।
@riyatarafder1806Ай бұрын
@@sudiptachakraborty8659 বিষয়টি খারাপ ভাবে নেবেন না … আসলে প্রথম উত্তরটি আমি নিজে দিয়েছিলাম স্ত্রী এর প্রসঙ্গটি… ওই অ্যাকাউন্টটি আসলে আমরা স্বামী-স্ত্রী দুজন মিলে হ্যান্ডেল করি … আমার হাসব্যান্ড ব্যাপারটি বুঝতে পারেনি সেই কারণেই হয়তো। যাই হোক এখানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে আমরা বুঝতে পারিনি তাই আমার আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে উত্তর দিতে বাধ্য হলাম … এটা নিছকই একটা কাকতালীয় ব্যাপার, কাউকে এখানে অযাচিত ভাবে টেনে নিয়ে আসা আমাদের উদ্দেশ্য নয় । ভুল বুঝবেন না … ভালো থাকবেন।
@CreatorMKSАй бұрын
-5, -20 je vabe bojhano holo. 5star rating video ❤
@BengaliTravelogueАй бұрын
Thank you for the positive feedback! ভিডিওটি যদি ভালোলাগে তবে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব বা পরিবারের সবার সাথে, তাতে আমাদের এই পথ চলাটা একটু সুগম হবে। এইটুকুই অনুরোধ রইলো আপনাদের কাছে 🙏... ধন্যবাদ।।
@aestheticSouvik_007Ай бұрын
kotodin thakbe sale?
@BengaliTravelogueАй бұрын
সারা বছরই sale চলতে থাকে। তবে এই ডিসেম্বর মাস পুরোটাই sale চলবে।। ভিডিওটি যদি ভালোলাগে তবে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব বা পরিবারের সবার সাথে, তাতে আমাদের এই পথ চলাটা একটু সুগম হবে। এইটুকুই অনুরোধ রইলো আপনাদের কাছে 🙏... ধন্যবাদ।।