প্রতিটি Talk Showতে কেবলই ক্ষমতা হস্তান্তর নির্বাচন, কি ভাবে দেশ-জনগন শাসিত হবে সে আলোচনাই হয়। জনগণ দেশের মালিক -এই ভাবে কেউ বলেন না কেন। জনগণই দেশের মালিক। এজন্যেই বিপ্লব হয় মানুষ অমর হয়। অনুষ্ঠান পরিকল্পনায় সেভাবেই সাজানো উচিৎ অনুষ্ঠান। একটি নির্বাচনের জন্য নিশ্চয়ই এত প্রাণ ঝরে যায়নি।
@AkAzad-bg6cl13 сағат бұрын
ভাইয়েরা যদি আওয়ামী লীগের সরকার তো আর ও ৪.৫ বছর থাকত? এই সময়ে ইলেকশন নিয়ে, কোন কথা বলার কোন সুযোগ ছিল না???? তাহলে এত তাড়াতাড়ি ইলেকশন নিয়ে এত আলোচনা কেন???? ভালো কিছু পেতে বর্তমান সরকার কে সহযোগীতা করা উচিত নয় কি? আর এই মুহূর্তে ইলেকশন দেওয়ার উপযুক্ত সুযোগ আছে কি????