No video

Detergent business A to Z ডিটারজেন্ট ব্যবসার এ টু জেড Made in Bangladesh

  Рет қаралды 10,819

Made in Bangladesh

Made in Bangladesh

7 ай бұрын

#Abdul_Alim #Made_in_Bangladesh #Detargent_machine
........................................................
Subscribe Made in Bangladesh : bit.ly/2r2XlwN
........................................................
ডিটারজেন্ট তৈরির ব্যবসার এ টু জেড
দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম-আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আজকের এই ভিডিওটি যারা দেখছেন আমি আশা করছি তারা সবাই নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন। ডিটারজেন্ট প্রজেক্ট নিয়ে এটিই হয়তো প্রথম ভিডিও। অথবা এ বিষয়ে অনেক ভিডিও দেখছেন কিন্তু পুরোপুরি ধারণা পাননি। তবে আমার ধারণা এই প্রোগ্রামটা যারা মনোযোগ দিয়ে দেখবেন তারা ডিটারজেন্ট ব্যবসা করতে কি কি লাগে তার পুর্ণাঙ্গ ধারণা পাবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তাহলে আর দেরি করে কি লাভ? আল্লাহ খোদার নাম নিয়ে শুরু করা যাক।
প্রথমে আমরা জানব এই
ব্যবসা করতে কি কি লাগে?
ব্যবসা করতে সবার আগে লাগে টাকা। তবে সেটার পরিমাণ কত? সেটা জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। টাকা ছাড়া আর যেসব জিনিস লাগে সেটার আলোচনা শেষ হলে জানতে পারবেন কত টাকা লাগবে?
তাহলে টাকা ছাড়া আর কি কি লাগে-
ডিটারজেন্ট তৈরির মেশিন
প্যাকেজিং মেশিন
ডেটকোড মেশিন
সিলিন্ডার
প্যাকেট
লাইসেন্স
প্রথমত লাগবে একটা ডিটারজেন্ট তৈরির মিক্সার মেশিন। এক্ষেত্রে শুধু এরকম একটা মিক্সার মেশিন হলেও কাজ চালানো যায়। তবে মিক্সার এবং চালনি মেশিন হলে বেশি ভালো হয়। কারণ চালনি না করলে ডিটারজেন্টগুলো ভালো ঝরঝরা হয় না।
আমরা অন্য কোনো ভিডিওতে কোন মেশিনের মান কেমন? কোন মেশিনের দাম কেমন? কোন মেশিনের ক্যাপাসিটি কেমন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
এরপর লাগবে প্যাকেজিং মেশিন । এটির দাম ২০০০০/- আছে। ৩০০০০/- আছে। এগুলো সেমি অটো মেশিন। একই কাজের জন্য যদি অটো প্যাকেজিং মেশিন ব্যবহার করা হয় তাহেল ২০০-৫০০ গ্রাম প্যাকেট করা যাবে যে মেশিন দিয়ে তার দাম পড়বে ৩৫০০০০/-। আর ২০০-১০০০ গ্রাম প্যাকেট করা যাবে যে মেশিন দিয়ে তার দাম পড়বে ৪৫০০০০/-।
এরপর লাগবে ডেটকোড মেশিন। এটি দিয়ে কত তারিখে তৈরি করা হয়েছে, কত তারিখ মেয়াদ শেষ হবে, ব্যাচ নম্বর ও সব্বোচ্চ খচরা মূল্য লেখা হবে।
এটির দাম অনলি ২২০০/- আছে। আবার ১০০০০/- আছে। আর অটো মেশিন কিনলে এগুলো আলাদা কেনা লাগবে না। মেশিনের সাথেই ডেটকোড থাকে।
এগুলো বসাতে কতটুকু জায়গা দরকার এটা একটা বড় প্রশ্ন। সবাই এই প্রশ্নটা করে। তাহলে
কারখানার সাইজ কেমন হতে হবে?
এই মেশিনগুলো বসাতে সাধারণত খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। তবে যেহেতু এখানে কেমিক্যাল রাখা হবে। ডিটারজেন্ট তৈরির পর মাল রাখা হবে। এই জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। এক্ষেত্রে ১০ ফুট বাই ২০ ফুট জায়গা হলেও চলে। তবে আরো বেশি জায়গা হলে ভালো হয়।
কারখানার ফ্লোর টাইল্স করা থাকতে হবে। সেটা সম্ভব না হলে প্লাস্টিকের ম্যাট বিছাতে হবে। আবাশিক বাসার ভেতর কারখানা করা যাবে না। বাইরে কারখানা করতে হবে।
প্যাকেট করার সিস্টেম কি? কত টাকা লাগে?
ধরুন ৫০০ গ্রাম সাইজের প্যাকেট তৈরি করবেন। এক্ষেত্রে প্যাকেট কত বড় তার উপর নির্ভর করে কত টাকা পড়বে সিলিন্ডারের দাম। একেক কোম্পানির প্যাকেটের মাপ একেক রকম হয়ে থাকে। তবে আমাদের কাছে স্টান্ডার্ড একটা মাপ রয়েছে। এটির প্রতিটি কালারের জন্য পড়ে ৬৭৬৫/-। এর চেয়ে ছোট বানালে দাম কম পড়ে। বড় বানালে দাম বেশি পড়ে।
এক্ষেত্রে মিনিমাম ৪ কালার দিয়ে ডিজাইন করতে হয়। তাহলে ৬৭৬৫*৪=২৭০৬০/-।
এরপর এই সিলিন্ডার ছাপাখানায় দিলে তারা এটা দিয়ে প্যাকেট ছেপে দেয়। এক্ষেত্রে প্যাকেট ছাপতে মিনিমাম ২০০ কেজি ছাপতে হয়। প্রতিকেজির দাম পড়ে ৪৪০/- মতো। তাহলে ২০০*৪৪০=৮৮০০০/-।
লাইসেন্স কি লাগে? কোথা থেকে করতে হয়?
ডিটারজেন্টের কারখানা করতে বেশ কয়েকটি লাইসেন্স লাগে। যেমন-
ট্রেড লাইসেন্স - ২৫০-৫০০/-
টিন সার্টিফিকেট- টাকা লাগে না
ট্রেডমার্ক- ১০০০০/-
বিএসটিআই-৫০০০০/-
টোটাল কত টাকা হলে শুরু করা যায়?
মেশিন ১০০০০০/
প্যাকেজিং ২০০০০/-
ডেট কোড- ২২০০/-
সিলিন্ডার- ২৭০৬০/-
প্যাকেট- ৮৮০০০/-
ট্রেড লাইসেন্স- ৫০০/-
ট্রেডমার্ক- ১০০০০/-
বিএসটিআই- ৫০০০০/-
কাচামাল- ৫০০০০/-
মোট= ৩৪৭৭৬০/-
আমাদের কাছ থেকে মেশিন কিনলে সকল ধরণের প্রশিক্ষণ ফ্রি দেয়া হয়।
চাইলে দক্ষ শ্রমিক দেয়া হয়
সকল প্রকার লাইসেন্স করতে সহযোগিতা করা হয়
কাচামাল কোথায় পাওয়া যায় দেখিয়ে দেয়া হয়
মোড়ক কোথা থেকে তৈরি হয় পরিচয় করিয়ে দেয়া হয়
কেমিক্যালের মেশিনের ক্ষেত্রে কোন কেমিক্যাল কতটুকু দিতে হবে সেটা প্রশিক্ষণ দেয়া হয়
কেমিস্ট চাইলে সরবরাহ করা হয়।
সকল প্রকার কেমিক্যালের সোর্সিং করে দেয়া হয়।
কাচামাল , লেবেল, লাইসেন্স ও বিএসটিআই এর অনুমোদনের সকল ধরণের সহযোগিতা করা হয়।
আমাদের কাছে যেসব মেশিন পাওয়া যায়-
#জিআই তারের নেট তৈরির মেশিন
#মেশিনের ডাইস
#জিআই তার
#প্লাস্টিক কভার ওয়ালা তার তৈরির মেশিন
#প্লাস্টিক কভার ওয়ালা তার
#তারকাটা তৈরির মেশিন
#মুড়ি তৈরির মেশিন
#আইস ললি মেশিন
#আইস রোবো মেশিন
#ডিটারজেন্ট তৈরির মেশিন
#সাবান তৈরির মেশিন
#কেক, বিস্কুট, রুটি তৈরির মেশিন
#হলো ব্লক তৈরির মেশিন
#জালানী বিহীন বিদ্যুৎ তৈরির মেশিন
#চিড়া তৈরির মেশিনসহ ২১০ প্রকার মেশিন তৈরি ও বিক্রি করে থাকি।
আমাদের ঠিকানা-
সরদার ওয়্যার এণ্ড মেশিনস
গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টার সংলগ্ন, ব্রহ্মণকিত্তা, কালিন্দি, কেরাণীগঞ্জ, ঢাকা
মোবাইল- ০১৯৮৩২৯১৪৫৪, ০১৬০১২৯১৪৫৪, ০১৬০১২৯১৪৫৫
Music
SONG- Stinger
ARTIST-Silent Partner
ALBUM- Stinger
LICENSES- KZbin Audio Library

Пікірлер: 16
@siraj86tv26
@siraj86tv26 4 ай бұрын
অনেক সুন্দর আইডিয়া
@user-yy5ek4kd6w
@user-yy5ek4kd6w 5 ай бұрын
আপনার কথা গুলো খুব ভালো লাগে
@mdsahajan4750
@mdsahajan4750 7 ай бұрын
ভাই খুব ভালো লাগলো
@user-yy5ek4kd6w
@user-yy5ek4kd6w 5 ай бұрын
ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি আপনার সাথে অনেক কথা বলতে চাই আমিও ছোট করে করতে চাই ব্যবসা
@kaptankaptan8577
@kaptankaptan8577 7 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই টিনের ঘরের মাঝে অর্থাৎ ৩ফিট চার দিকে দেওয়াল বাকি অংশ টিন দিয়ে তৈরি করা ঘরটা বাট নিছ ফ্লুট সেই ঘরে কারখানা সেটাফ করা যাবে নাকি বলবেন প্লিজ
@nightbattle7380
@nightbattle7380 5 ай бұрын
ভাই কাচামাল কিভাবে পাবো
@mohsinofficial6249
@mohsinofficial6249 7 ай бұрын
1kg toyri te surfexel quality koto khoros pore factory te
@madeinbangladeshofficial
@madeinbangladeshofficial 7 ай бұрын
70-80 tk
@mohsinofficial6249
@mohsinofficial6249 7 ай бұрын
​@@madeinbangladeshofficial ❤Thank you ❤ for your reply Last akta question ডিটার্জেন এর vat কত persen এবং vat টা কোন রেট এর ওপর দেওয়া হয় ( DP, TP, naki MRP) ... একটু জানাবেন প্লিজ 🙏🙏🙏
@madeinbangladeshofficial
@madeinbangladeshofficial 7 ай бұрын
@@mohsinofficial6249 ভ্যাট কত % এটা জানা নেই। কারণ আমরা তো ডিটারজেন্টের ভ্যাট দেই না। তবে প্রস্ততকারক সকল ব্যবসায় ৫% ভ্যাট এটা জানি
@MdSakib-tourBD
@MdSakib-tourBD 5 ай бұрын
সিলিন্ডা ৪ কালার কি ২০ হাজারের করা যায়?
@madeinbangladeshofficial
@madeinbangladeshofficial 5 ай бұрын
na
@sabbirbepari-gb9zs
@sabbirbepari-gb9zs 2 ай бұрын
ভাই আপনার সাথে কথা বলমু কি ভাবে
@user-vg4tk4mk8o
@user-vg4tk4mk8o 3 ай бұрын
ভাই আমি দুবাই পুবাসি আমি এই বেবসা করতে চাই
@muhammadalaminuae8271
@muhammadalaminuae8271 27 күн бұрын
Vai calo korechen
@mdRahamatulla9342
@mdRahamatulla9342 19 күн бұрын
Hi
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 44 МЛН
detergent powder maxcing machine soap making machine
12:29
Business Idea24
Рет қаралды 48 М.