Рет қаралды 59,586
বাগবাজার (Bagbazar) ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরপর সিলিন্ডার বিস্ফোরণ। দমকলের ২৭টি ইঞ্জিনের (Fire Engine) চেষ্টাতেও পুড়ে ছাই বাগবাজার ঝুপড়ি। রাত কোনওরকমভাবে দুশ্চিন্তায় কাটলেও সকাল থেকেই হাহাকারের চিত্র গোটা এলাকা জুড়ে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ঘরের প্রতিটি চাল উড়ে গেছে। এখনও ধোঁয়া বেরোচ্ছে একাধিক জায়গা থেকে। সকাল হতেই আজ স্থানীয়রা এসে খুঁজছেন তাঁদের শেষ সম্বল। কারোর মেয়ের বিয়ের টাকা, কারোর গুরুত্বপূর্ণ নথি খোঁজার অদম্য চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা। তবে কোনওকিছুই তাঁরা পাচ্ছেন না। সব পুড়ে ছাই হয়ে গেছে। "একটা টাকা পয়সা, সোনা-দানা, মায়ের ক্যানসারের চিকিৎসার নথি, জিনিসপত্র কিচ্ছু পেলাম না", জানালেন সব হারানো স্থানীয় এক মহিলা।
#FireAtBagbazar #BagbazarFire #ABPAnandaLive