আমি ধান চারা লাগিয়েছি চার দিন হলো কিন্তু দেখছি ধানচারা গুল হলুদ এবং পাতা গুলো পুড়েগেছে এর সমাধান কি ।আমি মাটিতে দিয়েছি এমোনিয়া,ফসফেট, পটাস
@krishijanala11 ай бұрын
পানি ধরে রাখুন আর ছএাকনাশক ১টি দিন
@MdSumon-bc5zb2 жыл бұрын
নাটিভো এবং ভিরতাকো ব্যবহার করেছিলাম ভাই।
@krishijanala2 жыл бұрын
ওকে ভাই, কোন সমস্যা নাই।
@krishijanala2 жыл бұрын
কোথায় হতে বলছেন?
@MdSumon-bc5zb2 жыл бұрын
নেত্রকোনা জেলা , বাংলাদেশ।
@Arijit009-gsh Жыл бұрын
Nativo dam koto nicha
@krishijanala Жыл бұрын
আমি এখন জানি না ভাই, দোকানে বলতে পারবে
@nazninchowdhury8509 Жыл бұрын
ভাই আমার জমিতে সঠিক নিয়মে সার ও সালফার ব্যবহার করেছি তবুও ধান গাছের পাতা হলুদ হয়ে গেছে! এখন আমি কি করব? আমি মেয়ে মানুষ হয়ে ধান চাষ করিয়েছি কষট করে! আৃমাকে ভাই উপায় বলে দিন দয়া করে। 👏
@krishijanala Жыл бұрын
ইউরিয়া সার ১০ কেজি + পটাশ সার ১২ কেজি বিঘায় দিন + কার্বোটাপ ২ কেজি হারে দিন।। তারপর কোন সমস্যা হলে জানাবেন
@mdrostomali20544 ай бұрын
ভাই ধানে ব্রি ধান৩৪ এ কি মানকজেব ব্যবহার করা যাবে কি
@krishijanala4 ай бұрын
অবশ্যই যাবে
@rabbyahmed-o2c4 ай бұрын
দাদা আমার ধানের গোরার পাতা আগা থেকে সুকিয়ে জাচ্ছে, আমি চাষ করার সময় ৫০ শতাংশ জমিতে ১৫কজি পটাশ দিয়েছি, আমার সব ঠিক আছে গছা মোটা হচ্ছে, পানি অ আছে অনি খাদ্য সব ঠিক ভাবে দিয়েছি, কিন্তু আজকে দেকতেছি এই অবস্থা। ধানের বয়স ২০ দিন পটাশ দেয়া যাবে কি?? জানালে অনেক উপক্রিত হব
@krishijanala4 ай бұрын
জী পটাশ দেওয়া যাবে
@rabbyahmed-o2c4 ай бұрын
@@krishijanala দাদা আমার জমিতে আসলে কি পটাশের ঘাটতি আছে এই জন্য এম্অন হয়েছে
@rabbyahmed-o2c4 ай бұрын
@@krishijanala আমার ৫০ শতাংশ জমিতে কতটুকু প্টাশ দিব?
@mostafizerrahman71965 ай бұрын
ভাই ধানের গোছা থেকে ২/১ টা করে ধান গাছ মারা যাচ্ছে রোপনের ৭/৮ দিন পর থেকে। ৩ বার ব্যাকটোবান ও অটোস্টিন স্প্রে করছি কিন্তু কাজ হচ্ছে না। এখন ধানের বয়স ৪০ দিন। ধানের জাত ব্যাক ১০
@krishijanala5 ай бұрын
কপার হাইড্রোঅক্সাইড গ্রুপের ছএাকনাশক অথবা কপার অক্সিক্লোরাইট গ্রুপের ছএাকনাশক দিন অথবা এমিসটারটপ / নাভারা/ কমবি২ যেকোনো একটি দিন
@nkmfashion9367 Жыл бұрын
আমার জমিতে যে স্থানে বেশি রোদ পড়ে সেখানে ধানের বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আমি Kartap,(Suntap)NPKS,BORON, এবং Folicur স্প্রে করেছি। এখন আমার করণীয় কি ?
@krishijanala Жыл бұрын
আর কিছু করতে হবে না একটু অপেক্ষা করুন
@nkmfashion9367 Жыл бұрын
@@krishijanala Thank you Bhai
@krishijanala Жыл бұрын
welcome
@MdSumon-bc5zb2 жыл бұрын
ভাই কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করার কত ঘন্টার মধ্যে কাজ করে জানাবেন প্লিজ।
@krishijanala2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ, কত ঘন্টা না-সঙ্গে সঙ্গে কাজ শুরু করে।
@MdSumon-bc5zb2 жыл бұрын
আজ কিছু জমিতে স্প্রে করার দুই ঘণ্টা পর হালকা বৃষ্টি হয়েছে কাজ করবে?আর বাকী ঔষধ পানিতে মিশিয়ে বোতলে ভরে রেখেছি বৃষ্টির জন্য স্প্রে করতে পারিনি একদিন পর স্প্রে করলে কাজ করবে? প্লিজ জানাবেন। ধন্যবাদ।
@krishijanala2 жыл бұрын
ধন্যবাদ, আপনি কি কীটনাশক দিয়েছেন তা জানিনা তারপরেও ৫০%-৭৫% কাজ করবে। আর বাকী কীটনাশক ভোরবেলা যদি সম্ভব হয় তাহলে স্প্রে করতে পারেন তাতে সমস্যা নাই, কাজ হবে।
@mdjohuralom6578 Жыл бұрын
ভাই কাইচ তোরের সময় মেগনেসিয়াম স্পে করা যাবে
@krishijanala Жыл бұрын
যাবে তবে পরিমাণ একটু কম দিন
@mdhabib-8959 Жыл бұрын
পটাশসার জমিতে দেয়ার কতো দিন পরে কাজ করে । জানাবেন প্লিজ
@krishijanala Жыл бұрын
যে কোন সার ১- ১৫ দিনের মধ্যে কাজ করে তবে সার,মাটি, জমি চাষের উপর ভিত্তি করে - এগুলো লেখে শেষ করা যায় না। ধন্যবাদ
@emrankhan6101 Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইজান আমার ধান এখন কিছু টা গোল হয়ে আসছে কিন্তু এখন দেখা জায় কিছু জায়গায় দেখা জায় লাল হয়ে আসছে আমি ইউরিয়া দিছি এখন আর কিছু দেওেয়া লাগবেনি
@krishijanala Жыл бұрын
কুইকপটাশ + সালফার স্প্রে করবেন
@sonjoydas60824 ай бұрын
আমার খেতে পাতা হলুদ হয়ে গেছে কী করিনিও,সিস কাটা
@krishijanala4 ай бұрын
বিস্তারিত ভিডিও তে
@AnarulislamAnarulislam-r9g4 ай бұрын
Bactrol kon group er aktu vlo kore onno kompanir osudher nam bole dile sober vlo hbe.....
@krishijanala4 ай бұрын
যে কোন কোম্পানির দিতে পারেন।
@খলিলপিজন2 жыл бұрын
কৃষি, জানালা, চ্যালেনটা কখনো ভুলবনা।
@krishijanala2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@mhommadsalimuddinbhuoyan7929 Жыл бұрын
ভাই আমার জমিন সব পঁটিয়া গিয়াছে কিকরি
@krishijanala Жыл бұрын
আপনার শব্দ বুঝি নাই
@sohelmiah8577 Жыл бұрын
ভাইয়া মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার সমাধান কি
@krishijanala Жыл бұрын
সোহেল ভাই, বিভিন্ন কারনে ফুল ঝরে যায়
@WasimAkram-cf6if Жыл бұрын
ভাই এমন হলুদ হয়ে ধান গাছ বসে যায়। ফলে এ সমস্ত গাছে আর ফলন হয়না।গাছ গুলো মারা যায়। এটা আমাদের একটা জমির ২/৩ জায়গায় ১৫-২০ গোছা এই সমস্যার কারনে নষ্ট হয়ে গেছে।
@krishijanala Жыл бұрын
আগে থেকে প্রতিকার নিয়েন ভাই
@WasimAkram-cf6if Жыл бұрын
@@krishijanala হুম আজ স্প্রে করেছি
@mdshahinmdshahin89782 жыл бұрын
ধান গাছে থোড় আসলে কি দেওয়া যাবে?
@krishijanala2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ, জী যাবে তবে কত% থোড় আসছে তার নিভর করে এবং ৭-১০ দিন আগে দিলে ভালো হয়
@MdAsadulHoqueRaju-qf4lh Жыл бұрын
ব্যাকট্রল, স্প্রে পটাশ, কমুলাস, পাতা কীটনাশক ও এমিস্টারটপ কি একসাথে স্প্রে করা যাবে?? ধান পুরো ভরা থোড়। পাতার মাথা কিছূটা হলুদ হয়ে যাচ্ছে!!! প্লিজ হেল্প মি।
@krishijanala Жыл бұрын
না ২/৩ টি কীটনাশক বা ছএাকনাশক একসাথে দিতে পারেন
@MdMasud-tb2it Жыл бұрын
tume amar don jano
@krishijanala Жыл бұрын
এ আপনার লেখার ভাষা ঠিক করুন
@sopnilsopnilchakma73012 жыл бұрын
স্যার আমার ধান পাতায় ও হলুদ হয়ে যাজসে স্যার
@krishijanala2 жыл бұрын
জী ভাইজান, অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে ভিডিও দেওয়া আছে দেখে নিবেন।