আসসালামুআলাইকুম ভাইয়া, আমি ২৪ ব্যাচের বর্তমানে আমি ভার্সিটি প্রেপ নিচ্ছি। আমার শুরু থেকে মেডিকেলে পড়ার ইচ্ছা ছিলো কিন্তু আমার একাডেমিকে অনেক ফাঁকিবাজি করার কারণে আমি প্রতি বিষয়ে শর্ট সিলেবাসের মধ্যে থাকা ২/৩ অধ্যায় স্কিপ করে HSC তে বসছি। বায়োলজি বোটানি ১ টা আর জুলজি ২ টা টোটাল ৩ টা চ্যাপ্টার স্কিপ করছিলাম শর্ট সিলেবাসের কেমিস্ট্রি অরগানিক স্কিপ করছিলাম। আমার রেজাল্ট যদি ও A+ আসছে কিন্তু আমার সাহস হয় নাই মেডিকেল প্রেপ নেয়ার এইজন্য আমি ভার্সিটি কোচিং এ ভর্তি হই। আমার টার্গেট ঢাবি আর গুচ্ছ যদি আমার এইখানে কোথাও চান্স হয়ে যায় বা যদি আল্লাহ না করুক না হয় আমি এরপর থেকে যদি মেডিকেল প্রিপারেশন নেই ২৫ ব্যাচের সাথে মেডিকেল এক্সাম দেয়ার জন্য আমার এই সিদ্ধান্ত কী যৌক্তিক হবে। আমার কি ঢামেকে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু মেডিকেল কোচিং ও করতেছি না এইবার ভার্সিটি প্রেপ নিচ্ছি। মোটামুটি ৫-৬ মাস সময় পাওয়া যাবে গুচ্ছের পরে মেডিকেল দেয়ার জন্য ২৫ ব্যাচের সাথে৷ আমার কি চান্স পাওয়ার কোন সম্ভাবনা আছে?