ধন্যবাদ প্রিয় দর্শক লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকুন ।
@mahamodkhan5778 Жыл бұрын
00000
@mohammadfarhaduddin61042 жыл бұрын
নাটক গুলো আমার ভালো লাগে তবে শেষে একটা কথা বেশি শুনতে পাই। প্রেম পবিত্র ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে প্রেম ভালোবাসা জিনিসটা একেবারে পবিত্র নয়। বিয়ের আগে ছেলে মেয়ের সম্পর্ক প্রেম ভালোবাসা এগুলো ইসলামে হারাম। সে প্রেম প্রবিত্র হয়। যেটা বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। প্রেম আমিও করি। যখন আমি প্রেম শুরু করতেছি তখন আমি। ইসলাম সম্পর্কে এতোটুকু বুঝতাম না। কিন্তু যার সাথে প্রেম করেছি তার সাথে এখনো আমার সম্পর্ক আছে। তবে আগের মত আলাপ-আলোচনা করি না। ইসলামের প্রতি সম্মান দেখিয়ে ইসলামকে মানার জন্যই। বিয়ের আগ পর্যন্ত তার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করতেছি। যাতে আমাদের মধ্যে কোন খারাপ আলোচনা না হয়। তবে সে জানে আমি তাকে কতটা পছন্দ করি। আর তার সাথে কেন আগের মত কথা বলিনা। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতেছি। যেন আমরা বিয়ের মাধ্যমে একে অপরের সাথে আমরা মুখোমুখি হতে পারি।
@SylhetyAliTipi2 жыл бұрын
খুব সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক।