অনেক হেল্পফুল ভিডিও। যারা গলদা চাষে নতুন তারা অবশ্যই অনেক উপকৃত হবে। ধন্যবাদ এমন সুন্দর করে উপস্থাপন করার জন্য।
@santoagrobd10 ай бұрын
আপনাকেও ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভ কামনা রইলো।
@shihabsuman31310 ай бұрын
২ মাসে রেণু পোনার যাবতীয় খাদ্য সম্পর্কে একটা ভিডিও চাই... রেণু পোনা নার্সারি পুকুরে ছাড়ার নিয়ম, নার্সারি পুকুরে ছাড়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তাদের খাওয়া এবং অন্তর্বর্তীকালীন যাবতীয় পরিচর্যা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ.....
@santoagrobd10 ай бұрын
ঠিক আছে ভাই আপনার রিকোয়েষ্ট রাখার চেষ্টা করবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভ কামনা রইলো।
@MdHabib-u2f5r9 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@santoagrobd9 ай бұрын
ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভ কামনা রইলো।
@hamimmusicvideo65757 ай бұрын
দারুণ
@santoagrobd6 ай бұрын
Thank you so much
@shuvo5000003 ай бұрын
ভাই পোনা ছাড়া অবস্থায় জীবানু নাশক করা যাবে?
@santoagrobd3 ай бұрын
পানির অবস্থা বুঝে দিবেন।
@Sharminshahida-se9le9 ай бұрын
ধন্যবাদ
@santoagrobd9 ай бұрын
শুভ কামনা রইলো।
@SonjoyBiswas-h6o7 ай бұрын
দাদা আমার বাড়ি বাজুয়াতে আপনি কি আমাদের বাড়িতে বেড়াতে আসবেন? আমার ঘের পুকুরের পরিবেশ দেখে যদি একটু পরামর্শ দেন খুব উপকার হতো?
@santoagrobd7 ай бұрын
আপনার আমন্ত্রনের জন্য অনেক ধন্যবাদ। যেতে পারলে খুব ভালো লাগতো। আসলে আমি সামান্য একজন মানুষ। প্রচুর পরিশ্রম করতে হয় আমার। একা একা অনেক কিছু সামলাতে হয়। গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার, মাছের খামার, সবজি ও আরো অনেক কিছু চাষ করি। এছাড়া আমি একজন ফ্রিল্যান্সার। তাতে সময় খুব কম পাই। আপনি দাওয়াত দিয়েছেন যেহেতু আমি সময় করতে পারলে অবশ্যই যাবো। অনেক অনেক শুভ কামনা রইলো।❤️❤️❤️
@nirontoragro884510 ай бұрын
ধন্যবাদ। ব্রানের পরিবর্তে অন্য কি ব্যবহার করা যাবে।
@ferozrana540510 ай бұрын
আটা
@santoagrobd10 ай бұрын
চাউলের গুড়া বা আটা ব্যবহার করা যায়। তবে রেজাল্ট ভালো আসবে চাউলের পালিশ কুড়া তে। ধন্যবাদ...
@mdajaj82999 ай бұрын
প্রথম বার প্রিবায়োটিক ও প্রোবায়োটিক কি এক সাথে মিশিয়ে দিবো।
@santoagrobd9 ай бұрын
দিতে পারেন। তবে এটি মিশিয়ে বেশি সময় রাখবেন না। যখন পানিতে ছিটাবেন তখন মিশিয়ে নিয়ে পুকুরে ছিটিয়ে দিবেন। ধন্যবাদ....
@86-1stshift-samareshmondal97 ай бұрын
দাদা আপনার নাম্বার টা একটু দেবেন?
@santoagrobd7 ай бұрын
দাদা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন কথা হবে।
@alaminfakir49897 ай бұрын
রেনু ছাড়ার ৮/১০ দিন পরে প্রোবাইটিক প্রোরয়োগ করা জাবে কি না,
@santoagrobd7 ай бұрын
অবশ্যই যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
@alaminfakir49897 ай бұрын
@@santoagrobd প্রোবাইটিক জদী না দেই সুধু প্রিবাইটিক দেই তাহলে কি প্রাক্রিতিক খাবার তৌরি হবে,
@SanatanBharat-q8q8 ай бұрын
ভিটামিন বি প্লাস সি এর একটা ব্র্যান্ডের নাম বলুন
@RosulHossen-k5u8 ай бұрын
ভাই এই পদ্ধতি টা কি মিষ্টি পানির জন্য,, কর্যকর?
@santoagrobd8 ай бұрын
হালকা লবনে রেনু পোনা ছাড়তে হবে। রেনু পোনা বড় হলে চাষের পুকুরে ছেড়ে দিতে হবে। চাষের পুকুরে মিষ্টি পানি লাগবে।
দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি । আমি যদি নার্সারি পুকুর না করে ডাইরেক্ট চাষের পুকুরে রেনু পোনা ছাড়লে কোনো অসুবিধা আছে । জানাবেন প্লিজ ধন্যবাদ
@AlokMondal-nl2ht7 ай бұрын
Amaro same question please dada reply deban
@santoagrobd7 ай бұрын
নার্সারী পুকুর তৈরি করা হয় পরিচর্যার সুবিধার জন্য। আপনি চাষের পুকুরে সরাসরি মাছ ছাড়তে পারবেন কোন সমস্যা নাই। এ ক্ষেত্রে আপনার খরচ একটু বেশি হবে কারন চাষের পুকুরে পানি থাকে বেশি। তাই চুন, প্রিবায়োটিক, প্রবায়োটিক জীবানুনাশক এ গুলা ব্যবহার করতে হয় পরিমানে বেশি। তাছাড়া আপনি যদি ৯০% রেনু পোনা শেষ পর্যন্ত আপনার পুকুরে পেতে চান তবে অবশ্যই চাষের পুকুর পরিস্কার থাকতে হবে এবং রাক্ষুসে মাছ ও কীটপতঙ্গ মুক্ত থাকতে হবে এবং নার্সারী পুকুরে যে পরিচর্যার কথা বলছি আপনার চাষের পুকুরে ও সেই পরিচর্যা যদি আপনি করতে পারেন তবে কোন সমস্যা নাই আপনি চাষের পুকুরেও সরাসরি মাছ ছাড়তে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভ কামনা রইলো।
@santoagrobd7 ай бұрын
নার্সারী পুকুর তৈরি করা হয় পরিচর্যার সুবিধার জন্য। আপনি চাষের পুকুরে সরাসরি মাছ ছাড়তে পারবেন কোন সমস্যা নাই। এ ক্ষেত্রে আপনার খরচ একটু বেশি হবে কারন চাষের পুকুরে পানি থাকে বেশি। তাই চুন, প্রিবায়োটিক, প্রবায়োটিক জীবানুনাশক এ গুলা ব্যবহার করতে হয় পরিমানে বেশি। তাছাড়া আপনি যদি ৯০% রেনু পোনা শেষ পর্যন্ত আপনার পুকুরে পেতে চান তবে অবশ্যই চাষের পুকুর পরিস্কার থাকতে হবে এবং রাক্ষুসে মাছ ও কীটপতঙ্গ মুক্ত থাকতে হবে এবং নার্সারী পুকুরে যে পরিচর্যার কথা বলছি আপনার চাষের পুকুরে ও সেই পরিচর্যা যদি আপনি করতে পারেন তবে কোন সমস্যা নাই আপনি চাষের পুকুরেও সরাসরি মাছ ছাড়তে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভ কামনা রইলো।
@RidoyMondal-l9w7 ай бұрын
Dhonno bad dada 😊
@santoagrobd7 ай бұрын
You are most welcome
@abujafor55734 ай бұрын
রেনু পাবো কি ভাবে
@shihabsuman31310 ай бұрын
দাদা.. সবচেয়ে ভালো মানের রেনু কখন পাওয়া যায় এবং কিভাবে সেগুলো সংগ্রহ করতে পারি..??
@santoagrobd10 ай бұрын
আর ১৫-২০ দিন পর পাওয়া যাবে। ইন্ডিয়া থেকে আসে সেগুলা। মেদিনীপুরের মাছ।
@srijanpal78408 ай бұрын
মেদিনীপুর থেকে বলছি
@santoagrobd8 ай бұрын
আপনাদের ওখানকার মাছের খুব চাহিদা বাংলাদেশে।
@srijanpal78408 ай бұрын
যদি সুযোগ সুবিধা থাকে তো এখানে এসে direct পুকুর থেকে নিয়ে যেতে পারেন
@rakibmubin94657 ай бұрын
Vi pona dewa jabe kina?
@santoagrobd7 ай бұрын
আমরা তো পোনা বিক্রয় করি না। আপনি ভালো মানের হ্যচারীর পোনা দিতে পারেন। গ্রোথ ভালো আসবে।
@Hosainahmadsagor-vb3to2 ай бұрын
সত্যিই অসাধারণ ভিডিও মাশাল্লাহ অনেক কিছু শিখলাম, তো আপনার নাম্বারটা দেন প্লিজ
@santoagrobd2 ай бұрын
whatsapp a sms din.
@bikrambikram406810 ай бұрын
ভাই টিমসেন, কি ভালো মানের জীবাণুনাশ
@santoagrobd10 ай бұрын
খারাপ না। ভালোই। ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।
@ajitsahoo43227 ай бұрын
আধুনিক পনধি আর সনাতন পনধি টা কী রকম
@santoagrobd7 ай бұрын
যেখানে শুধু মাছ ছেড়ে খাবার দেওয়া হয় আর কোন পরিচর্যা করা হয়না সেটা সনাতন পদ্ধতি।