আহা, কি চমৎকার দুইজনের যৌথ প্রয়াস।এই চমৎকার মেলডিয়াস গানটি মধুমতী নামের হিন্দি সিনেমার। সেই ছোটবেলা থেকে শুনে আসছি।কি যে ভাল লাগতো কবে কখন রেডিও বা মাইকে শুনতে পাব চাতক পাখীর মতো অপেক্ষা করতাম। একজন মিউজিক অংশে অন্যজন মূল গানে বাজালেন। অসাধারন লাগলো।