Рет қаралды 456
স্মরণকালের ভয়াবহতম বন্যা বয়ে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে। প্রায় দোতলা পর্যন্ত ডুবে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে কোথাও কোথাও। বন্যার সঙ্গে রয়েছে প্রবল পাহাড়ি ঢল৷ এমতাবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।
এ পরিস্থিতিতে Health Economics Study Alliance (HESA), Health Economics Alumni Association এবং Institute of Health Economics এর সম্মিলিত উদ্যোগে বন্যাকবলিত জনগণের জন্য অর্থ সংগ্রহ (fund raising) করা হচ্ছে।
এ পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকায় একটি দল (Relief Team) ত্রাণ সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছে। বন্যাকবলিত মানুষদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে আরেকটি দল (Rescue Team) আগামীকাল ঢাকা ছেড়ে বন্যাকবলিত অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করবে।
পরবর্তীতে ঢাকার রিলিফ টিম এবং বন্যাকবলিত অঞ্চলের দিকে রওয়ানা হওয়া রেস্কিউ টিমের পরস্পর সমন্বয়ের মাধ্যমে আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।
দেশের এই ক্রান্তিকালে বন্যাকবলিত জনগণের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব । আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আর্থিক সাহায্য করে আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করুন। আমাদের দেশের মানুষ- আমাদের আপনজনদের পাশে থাকুন।
সাহায্য পাঠানোর ঠিকানা :
Bank Details-
INSTITUTE OF HEALTH ECONOMICS
ACCOUNT NUMBER: 4405733008929
ROUTING NUMBER: 200271750
SONALI BANK PLC
DHAKA UNIVERSITY BRANCH
Bkash-
01724893015
01521556388
01315239315
01521575663
Rocket-
016217150557
013152393157
Nagad -
01315239315
01521575663
Zelle-
First name: Suzana
Last name: Karim
Email: suzana_karim@yahoo.com
(for USA only)