পিতা ঈশ্বরের বাক্য প্রকাশিত হোক"আসলে আমাদের পরিবারেও এই সমস্যা হয়ছে কিন্তু, ঈশ্বরে মহিমা ধারা আমরা বিজয় হয়েছি✝️আমেন
@khristiyoasharalo.23822 жыл бұрын
ঈশ্বরের গৌরব হৌক, জয় যীশু। যদি সম্ভব হয় তবে অবশ্যই এই প্রচার অন্যান্য বিশ্বাসীদের কাছেও শেয়ার করুন।
@sudiptaghosh203 Жыл бұрын
I am a Hindu,but I love and respect Jesus and Christian religion as like as Ram and Hindu religion.But , আপনি একটা বিষয় ভুল বলেছেন,আমরা অন্ধকারের আরাধনা করি না,যে মাতৃস্বরূপিনী দেবী অসুর স্বরূপ অন্ধকারের নাশ করে জগতকে আলোকিত করে তোলেন,আমরা তার আরাধনা করি। অর্থাৎ আমরাও আলোর উপাসক।হ্যাঁ এটা ঠিক পূজার নামে এখন বেশ কিছু মানুষ ব্যাভিচার করছেন,এটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু মা কালী বা মা দূর্গা কখনো বলেননি যে আমার পূজায় তোমরা মদ্যপান করো,এটা সাধারণ মানুষের দোষ, কোনো ধর্মের দোষ নয় । প্রকৃতপক্ষে সকল ধর্মই শ্রেষ্ঠ ,যিনি রাম তিনিই আল্লাহ আবার তিনিই যীশু আবার তিনিই মা দূর্গা বা মা কালী। কোনো ধর্মই ছোট নয় ,সবার উপরে মানবধর্ম। আশা করি আপনার ভুল সংশোধন করতে পেরেছি এবং আগামী দিনে আপনি আর আমাদের অন্ধকারের উপাসক ভেবে ভুল করবেন না 🙏🙏🙏 জয় যীশু,জয় শ্রী রাম, আল্লাহ আকবর,জয় মা দূর্গা,জয় মা কালী 🙏🙏🙏🕉️☪️✝️
@khristiyoasharalo.2382 Жыл бұрын
(যোহন লিখিত সুসমাচার ১০:১০-১১) "চোর আইসে, কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে; আমি আসিয়াছি, যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমিই উত্তম মেষপালক; উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে।" এ দুনিয়ায় প্রভু যীশু কোন কিছুর সঙ্গে বা কারও সঙ্গে তুলনীয় নয়। যীশু কোনো ধর্ম দিতে বা ধর্মীয় বিষয় বলতে আসেননি, তিনি এসেছিলেন মানুষকে মৃত্যু থেকে জীবনে, পাপ থেকে উদ্ধার করে মুক্তি দিতে। এই কাজ প্রভু যীশু ব্যতিরেকে আর কেউ করেনি। আমরা সেই যীশুরই কথা বলি আমরা সেই যীশুরই আরাধক। অন্য কিছুর সঙ্গে আমরা যীশুকে এক করে আলোচনা করতে পারি না! আর যে নিজে পাপ থেকে মুক্ত নয়, সে অন্ধকারে আছে! যার পাপ ক্ষমা হয় যীশু নামে শুধুমাত্র সেই ব্যক্তি ঐশ্বরিক আলোতে আছে; অতএব আমার ভুল সংশোধন না করে আপন আপন আত্মিক জীবনের বিষয় চিন্তা করা সর্বশ্রেষ্ঠ চিন্তা হবে। ধন্যবাদ।।
@khristiyoasharalo.2382 Жыл бұрын
আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই আপনাকে, আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দেন আপনি কিভাবে তা জানলেন আপনি হিন্দু? আপনার বার্থ সার্টিফিকেটে কি লেখা আছে? একবার ভালো করে আপনার বার্থ সার্টিফিকেটটা চেক করুন; যদি সেখানে লেখা থাকে আপনি হিন্দু, তাহলে আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দিন।
@sudiptaghosh203 Жыл бұрын
@@khristiyoasharalo.2382 আমি প্রভু যীশুকে কোন কিছুর সাথে বা কারো সাথে তুলনা করছি না,আমি বলতে চাচ্ছি প্রতিটি ধর্মই স্বমহিমায় শ্রেষ্ঠ । আপনি আমাদের দেব দেবীদের অন্ধকারের সাথে তুলনা করেছেন,তাই আমি বলতে চাচ্ছি অনুগ্ৰহ পূর্বক এটি আর করিবেন না, emotionally খারাপ লাগে।এটাই শুধু আমি বলতে চাই।🙏🙏🙏 আর কারোর birth certificate এই কারোর ধর্ম উল্লেখ থাকে না, আপনার birth certificate এও লেখা নেই। কিন্তু আমরা সবাই emotionally এক একটি ধর্মের সাথে আবদ্ধ । তাই নয় কি?আপনি নিশ্চয়ই জন্মগ্ৰহন করেই যীশুকে চিনতেন না,পরে ধীরে ধীরে চিনেছেন,আমার ক্ষেত্রেও same ভাই 🙏
@sudiptaghosh203 Жыл бұрын
@@khristiyoasharalo.2382 আমি প্রভু যীশুর সাথেও emotionally attached ভাই , কারন আমার Date of Birth আর প্রভু যীশুর Date of Birth same অর্থাৎ 25 th December. এটা আমার কোন কোনো গর্ব বা অহংকার নয় , কিন্তু আমি নিজেকে ধন্য মনে করি 🙂 আর এই কারণেই আমি প্রভু যীশুকে ও তাঁর সম্বন্ধে আরও ভালো ভাবে জানতে চাই ,নাহলে হয়তো কোনদিন আপনার channel visit করতাম না, আপনি আমার Birth Certificate নিয়ে প্রশ্ন তুললেন তাই জানালাম ।
@sudiptaghosh203 Жыл бұрын
@@khristiyoasharalo.2382 আর ভাই আমি মনে করি, আমাদের অযথা বাগবিতণ্ডায় জড়ানোর কোন প্রয়োজন নেই, বরং আমাদের উচিত পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা ।✝️☪️🕉️🙏🙏🙏🤍🤍🤍