আমার যদি ক্ষমতা থাকত, অনিকেত ও বাবলুদাকে একটা বড়সড় খেতাব আর পুরস্কার দিয়ে দিতাম। এই বাংলায় বসে ন্যশনাল জিওগ্রাফিকের সাথে পাল্লা দেওয়ার মত ভিডিও বানিয়ে ফেলেছেন দুজনে। ক্যামেরা অ্যাঙ্গল, ভিউ পয়েন্ট, এডিটিং, শহরের বাইরে জঙ্গলের সত্যি অন্ধকারের ছবি ক্যামেরায় তুলে একদম বাস্তব অনুভূতিটাকে ধরে ফেলা - এক কথায় অসাধারণ। সাথে অনিকেতের অনবদ্য ভাষ্য, এবং, হ্যাঁ, অতি অবশ্যই তার অত্যন্ত শক্তিশালী স্ক্রিপ্ট। পার্সোনাল টাচ, মায়ের কাছে কৈফিয়ত, নিজেকে নিয়ে হিউমার... এ ছেলের হাতে জাদু আছে। আমি তো যাকেই পাবো তাকেই বলব, যে এ জিনিস দেখেনি সে জীবনে কিছুই দেখল না। অপূর্ব। ম্যাজিক মোমেন্ট হল সেই মাকড়সাটা @30:15 । যার ছবি দেখলাম সেটা একটা স্ত্রী মাকড়সা, ফেব্রুয়ারিতে এখন বাচ্চা, তবে মে মাসের মধ্যে সে বড় হয়ে যাবে। এমনিতে প্রায় দেড় বছর লাগে এদের পূর্ণাংগ রূপ পেতে, তার মানে এর বয়স এখন বছর-খানেক। প্রজাতিটার নাম - Micrommata virescens । বাকি খবর google জানে। ধন্যবাদ অনিকেত। ধন্যবাদ বাবলুদা। দেখা হবে। পথে।
@aniketuncaged2 ай бұрын
Thank you thank you
@suvajitpoddar41822 ай бұрын
খুব ভালো লাগলো। ডালিম ফোর্ট এর ইতিহাস এর অংশটা অপূর্ব। খুব সুন্দর ভাবে ছবির সাথে বোঝানো হয়েছে।
@aniketuncaged2 ай бұрын
🙂 thanks ভাই
@backpackbapi98112 ай бұрын
Darun spot ,khub bhalo vedio.keep it up
@aniketuncaged2 ай бұрын
Thanks
@moumitadasgupta19012 ай бұрын
Darun darun babluda r presence ta vlog dekhar anondo ta onektai multiply kore dei.
Akta iPhone nie vlog seta tei phone maps gaan shona.edit er pros and cons ache.. aktai device jemon subidha. Abar battery sesh hoe gele na unknown jayega e berate gele.. map dekhe jaoa r jonno akta phone lage.. ei bidesh e gie onekbar i bhebechi phone e vlog korbo.. kintu parina..
@aniketuncaged2 ай бұрын
Ami iPhone e onno kono kaj korina except vlogging related kaj, sacrifice korte hoei.. ar ami baire gele magsafe bank use kori