Goddess Manini and duchess Arpita -- what a brilliant, celestial blend. The best duo of Rabindra Sangit after Suchitra -Kanika. Or who knows perhaps even better than Suchitra-Kanika. My salute at your feet, the beloved singers -- from San Francisco, seven thousand miles away, the last city of music, at the end of this world.
@rinamukherjee25212 күн бұрын
অনবদ্য অনুষ্ঠানের আয়োজনটি মর্মস্পর্শী ।তবলা ও খোল সঙ্গত মুগ্ধ করেছে আমাকে ।সাধুবাদ জানাই সকল অংশগ্ৰহণকারীদের।
@malasen25313 күн бұрын
এই অমোঘ টানে ছুটে যাই বারবার। শ্রী র কাছে যেতে গেলে কত যে বিশ্রী পেরিয়ে যেতে হয়! তবু যাওয়া থামে নি। সঙ্গীত ভবন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা র যে মান ধরে রেখেছে তা আর কোথাও পাই না। মানিনী দি আর অর্পিতা দি কে আমার প্রণাম জানাই। অনুষ্ঠানে অংশগ্রহণ কারী সকলকে আমার নমস্কার জানাই। দূরদর্শন শান্তিনিকেতন কে অশেষ ধন্যবাদ।
কি যে বলবো ভেবে পাচ্ছিনা। আমি বাকরুদ্ধ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে এবং দূরদর্শন শান্তিনিকেতন কে অসংখ্য ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান প্রচার করার জন্য।
@sudiptaghosh662316 сағат бұрын
এক অনন্যসাধারণ অনুষ্ঠান। অংশগ্রহণ কারীদের অভিনন্দন।
@SamirBhattacharya-s8u4 күн бұрын
"শান্তিনিকেতন" তার নিজস্বতা আজ বজায় রাখতে পেরেছে দেখে--খুবই ভালো লাগলো। এমন সুন্দর অনুষ্ঠানের অপেক্ষায় থাকব। ❤❤❤❤❤❤❤❤
@soumitraguha8394 күн бұрын
স্থানমাহাত্ম্য, নাহলে কেন এমন গতিময় অনুষ্ঠান অন্যত্র পাই না !!
@nisarahamed72223 күн бұрын
খুব সুন্দর, ঘরে বসে ৭ই পৌষ যাপন করলাম। গেয়ে উঠলাম তারি সঙ্গে। প্রত্যেক কে স্বশ্রদ্ধ প্রনাম জানাই।
সকালে দেখেছি সুন্দর অনুষ্ঠান টি, দুজনেই আমার খুব প্রিয় শিল্পী
@tirthankardasgupta395116 сағат бұрын
তোমায় নত হয়ে যেন মানি❤
@BratinDey-m4h4 күн бұрын
Bah ... Khub sundor..... Thanks Amartya for the information...
@moytrichowdhury16564 күн бұрын
আহা!! মন ভরে গেল ❤️❤️🙏
@arundhatipramanik294 күн бұрын
আহা...! সাধু সাধু সাধু ❤ প্রাণের দাদা দিদিরা🌸🙏
@mandirasarkar75814 күн бұрын
অসাধারণ, অপূর্ব অনুষ্ঠান। মন ভরে গেলো
@urmighosh63634 күн бұрын
একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান - অভিভূত 🙏🙏🙏
@agelesswisdom424913 сағат бұрын
একরাশ মুগ্ধতা
@prasidkumarbasu94494 күн бұрын
এই অনুষ্ঠানটি শোনার পরে এখন আর অন্য কিছুই শুনতে ইচ্ছা করছে না।
@sharmilabanerjee39294 күн бұрын
Asadharan asadharan laglo ❤❤❤
@santumiddar86684 күн бұрын
আহা! অপূর্ব ❤
@sarbanihome16204 күн бұрын
Apurbo laglo anusthan
@user-qx3fh7ii7u4 күн бұрын
অপূর্ব সুন্দর অনুষ্ঠান অনেক ধন্যবাদ
@arpitadas46534 күн бұрын
Sadhu sadhu.Apurbo.
@sarmisthasarkar44164 күн бұрын
খুব ভালো লাগলো l
@drsubratamandal63433 күн бұрын
মন ভরে গেল
@saswatisengupta77544 күн бұрын
অপূর্ব
@bijoyachari51293 күн бұрын
সুন্দর অতি সুন্দর!
@Soma-o7j4 күн бұрын
Dhonnobad you tube....tai sunte pachhi.... Aha... Aha ..Uttam proyas ..👍🙏
@Soma-o7j4 күн бұрын
My fàv. Manini mam ..bhishon bhalo
@lopamudrachatterjee38014 күн бұрын
অপূর্ব।
@swastikachatterjee-topic42974 күн бұрын
সাধু সাধু সাধু 🙏🙏🙏
@INDU1064 күн бұрын
অসাধারণ অনুষ্ঠান
@anitasircar23524 күн бұрын
Apurbo
@meghpeonerbeg71164 күн бұрын
অসাধারণ 🌼
@ishanimoulick78144 күн бұрын
খুব সুন্দর , অপূর্ব লাগলো।
@mrs.kajoribajpai88524 күн бұрын
খুব চমৎকার হয়েছে অনুষ্ঠানটি। একক এবং যুগ্ম কন্ঠসংগীতগুলি মনকে সমৃদ্ধ করলো। গ্রন্থনা খুবই যথাযথ হয়েছে। সকলকে অভিনন্দন জানাই। অ. বা.
@subodhbhar64844 күн бұрын
খুব সুন্দর।
@yuka22414 күн бұрын
ওঁ শান্তি শান্তি শান্তি🙏
@simabhowmick73584 күн бұрын
সাধু সাধু সাধু।
@arjunroy78444 күн бұрын
আহা!সাধু,সাধু,সাধু।
@chandreyigupta74133 күн бұрын
সাধুবাদ
@shyamalaraynair65674 күн бұрын
সাধু সাধু
@shilabiswas72554 күн бұрын
Sadhu sadhu
@paramitadatta35924 күн бұрын
শবনম মেঘালী গাইবে বলে দেখতে বসলাম কিন্তু হতাশ হলাম।
@shabnammeghali49233 күн бұрын
আমি এই অনুষ্ঠানে যাঁদের পাশে বসার সুযোগটুকু পেয়েছি তাঁরা প্রত্যেকেই আমার গুরুজন আমার শিক্ষাগুরু তাঁরা.. যাঁদের সান্নিধ্যে থেকে আমি রবীন্দ্রনাথকে জানতে, বুঝতে চেষ্টা করছি… এইরকম একটি অনুষ্ঠানে যে আমিও স্থান পেয়েছি আমার কাছে এটিই পরমপ্রাপ্তি… তাঁদের আশীর্বাদ ও ভালোবাসা আমার পাথেয়…
@aparnaguhathakurta97124 күн бұрын
মোহর্ষি কেন! মহর্ষি।
@amartyasantiniketan4 күн бұрын
মহর্ষি। যেমন মন, বন, হল। ম, হ, ষ, রেফ, হ্রস্ব ই - র পারস্পরিক প্রভাব থেকে উচ্চারণ এমন হয়ে থাকে। লিখিতরূপ ও উচ্চারণ কোনো ভাষাতেই সবসময় একরকম নয়, তাই মতান্তর হতে পারে। ভালো থাকুন।
@amartyasantiniketan4 күн бұрын
মহর্ষি। মন, বন, হল-র মতোই। লিখিত ও কথ্যরূপ কোন ভাষাতেই সবসময় একরকম নয়, তাই মতান্তর হতে পারে। ম, হ, ষ, রেফ, হ্রস্ব ই -র পারস্পরিক প্রভাব থেকে উচ্চারণ এমন হয়ে থাকে। ভাল থাকুন।
@shomedattamukkherjee7486Күн бұрын
Bhul korey thik ta boley felechhe ! 😅 itihas ta ektu gnhetey dekha darkar.?!?😢